লাইফস্টাইল: বড়শি দিয়ে মাছ ধরা মুহূর্ত//by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বড়শি দিয়ে মাছ ধরা মুহূর্ত
  • ২০, আগস্ট ,২০২৩
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বড়শি দিয়ে মাছ ধরা মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1692464900640-01.jpeg


Device : Redmi Note 11
বড়শি দিয়ে মাছ ধরা মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


বর্ষাকাল আসলেই নদী-নালা খাল-বিল সব জায়গায় পানি পরিপূর্ণ থাকে। এবার বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু নদীতে মাছের পরিমাণ এতটাই কম একটিমাত্র মাছ পেয়েছিলাম। আমরা শখের বসে বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলাম তার পাশেই যারা পেশাদার বড়শি দিয়ে মাছ ধরে তাদের কাছে গিয়ে দেখি তারাও তেমন মাছ পাইনি। তাদের কাছ থেকে জানতে পারলাম এবার নদীতে মাছের পরিমাণ কম। একটু আশা ফিরে পেলাম হয়তো সেটাই হবে।

IMG_20230729_150017-01.jpeg

IMG_20230729_151529-01.jpeg

IMG_20230801_134348-01.jpeg


Device : Redmi Note 11
বড়শিতে এভাবে মাছ পড়লে খুবই ভালো লাগে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, শখ হিসেবে মাছ ধরতে গিয়ে যতটা আশাবাদী হয়েছিলাম ঠিক ততটাই ব্যর্থ হয়ে ফিরে আসি। বড়শি দিয়ে মাছ ধরার অনেক প্লান ছিল কিন্তু কোনটাই হলো না। আমার আবার ধৈর্য আর বড়শি দিয়ে মাছ মারা ধৈর্যের ব্যাপার। কিছুদিন পর হঠাৎ সাগর ভাই বলল সোহাগদের পুকুরে মাছ ধরবো। দুপুর সাড়ে বারোটার দিকে সোহাগ ভাই কে ফোন দিয়ে বলা হলো আমরা সাথে সাথে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। সোহাগ ভাইদের বাড়ির পিছনে পুকুর চারিপাশে বাগান দারুন একটা পরিবেশ। পুকুরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তেলাপিয়া মাছের পরিমাণ সবচেয়ে বেশি ছিল।

IMG_20230801_145318-01.jpeg

IMG_20230801_145316-01.jpeg


Device : Redmi Note 11
মাছ ভাজির প্রস্তুতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা মোট পাঁচজন তিনটা বড়শি নিয়ে মাছ ধরতে শুরু করলাম। খুব দ্রুতই সাগর ভাইয়ের বড়শিতে বড় একটি তেলাপিয়া মাছ ধরা পরল। বড়শিতে মাছ পড়লে খুবই ভালো লাগে যেটা চেয়েছিলাম সে রকমই হয়েছে। পুকুরে ছোট ছোট তেলাপিয়া মাছ ভরপুর বেশিরভাগ ছোট ছোট মাছ উঠছিল সেগুলো আমরা আবার পুকুরে ছেড়ে দিয়েছিলাম। আর বড় সাইজের তেলাপিয়া মাছগুলো রেখে দিয়েছিলাম। এভাবে এক ঘন্টা যাবত মাছ ধরলাম অনেকগুলো মাছ পেয়েছিলাম। তখন দুপুর দুইটা বাজে লাঞ্চের টাইম মাছ গুলো এখন কি করা যায় সাগর ভাই বলল ভাজি হবে। আজকে মাছ ভাজি করে খাব। আমরা মাছগুলো একজনের দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম।

IMG_20230801_153323-01.jpeg

IMG_20230819_225750-01.jpeg


Device : Redmi Note 11
এখন শুধু খাওয়ার পালা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের গ্রুপের সবাই রান্নার কাজে অনেক দক্ষ। সাগর ভাই অনেক ভালো রান্না করতে পারে। লাইফে প্রচুর পিকনিক করেছি সেজন্যই সবার দক্ষতা অনেক। তিনি মাছ ভাজির জন্য সবকিছু প্রস্তুত করলেন সোহাগ ভাইদের চুলায় মাছ ভাজি শুরু হলো। আর আমরা অপেক্ষায় থাকলাম কখন মাছ ভাজি শেষ হবে খাব। এদিকে মাছ ভাজি পর্যায়ক্রমে উঠানো হচ্ছে আর আমরা খাইতে শুরু করলাম। গরম গরম যে কোন ধরনের ভাজি খাবার খেতে খুবই মজা। সেই দিনটা অনেক সুন্দর ছিল অনেক মজা হয়েছিল। অবশেষে বড়শি দিয়ে মাছ ধরার সার্থকতা পেয়ে গেলাম। এরকম সুন্দর মুহূর্ত আবার ফিরে আসুক সেটাই প্রত্যাশা করি।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আমার বাড়ির পাশেই ছিল করতোয়া নদী,এমন বড়শি নিয়ে বসে যেতাম। ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যেত। ঠিকই বলেছেন বড়শি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের কাজ।পুকুরের পরিবেশ টা আসলেই অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

 last year 

আপনার পুরনো স্মৃতি মনে পড়েছে সত্যিই ছোট্ট বেলায় এরকম আমরা মাছ ধরেছি ভালো লাগে। যেটা অনেক ধৈর্যের কাজ।

 last year 

আগের দিন মাছ ধরার সময় খুব ভালো সময় পার করেছিলাম।
সঙ্গত কারণেই পরের দিন থাকতে পারেনি থাকলে মনে হয় আরো বেশি মজা হতো।
মাছ ধরে সেটি আবার তেলে ভেজে সবাই মিলে একসাথে খাওয়া আহা কত ভালো সময় ছিল।
তবে আবার কোনদিন সময় পেলে এরকম হবে এনজয় হবে তোমাদের সাথে।

 last year 

হ্যাঁ ভাই আগের দিন মাছ ধরেছিলাম কিন্তু খাওয়া হয়নি দ্বিতীয় বার সেই ভুল করি নাই খাওয়ার কাজটা ছেড়ে দিলাম।

 last year 

বড়শি দিয়ে মাছ ধরার সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন । মাছ গুলোকে ভাজি করে সবাই মিলে মনে হচ্ছে বেশ মজা করে খেয়েছেন। বরশি দিয়ে অনেক আগে মাছ ধরেছিলাম। আপনার পোস্ট ভিজিট করে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

গরম গরম মাছ ভাজি খেতে অনেক মজা ছিল তাছাড়া নিজের া বড়শি দিয়ে মাছ ধরেছি তো ভালো লাগার কাজ করছিল।

 last year 

তবে আগে এক সময় নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। এখন নদীতে মাছ নেই বলে চলে। কারন আমাদের বাড়ির পাশে ছোট ফেনী নদী আছে। যাইহোক ভালোই করলেন সাগর ভাই আপনি এবং সোহাগ ভাই তিনজনের সোহাগ ভাইদের পুকুরে মাছ ধরেছেন। তবে আমিও মাঝেমধ্যে আমাদের পুকুরে মাছ ধরলে তেলাপিয়া ছোট হলে পুকুরের মধ্যে আবার ছেড়ে দি। তাহলে বড় তেলাপিয়া গুলো ভাজি করে দুপুরে খাবার খেলেন। তবে তাজা মাছ খাওয়ার মজাই আলাদা। সুন্দর করে অনুভূতি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ ভাই বড় ভাই ব্রাদারের সাথে মাছ ধরলাম তারপরে খাওয়া-দাওয়া বিষয়টা দারুন ছিল। যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছে এই মুহূর্তগুলো অনেক আনন্দের হয়।

 last year 

ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে, তার মধ্যে মাছ ধরা একটা বড় স্মৃতি। ছোটকালে আমরা প্রায় ৭-৮ জন মিলে পুকুরে মাছ ধরতাম। একদিন আমার বড়শিতে বাইম মাছ উঠেছিল। আমি তো ভেবেছিলাম সাপ তাই বলে,বড়শি ফেলে দৌড় দিয়েছিলাম। বরশি দিয়ে মাছ ধরতে ভীষণ ভালো লাগে। আপনারা পাঁচজন মিলে তিনটা বরশি দিয়ে মাছ ধরেছেন এবং আপনারা তেলাপিয়া মাছ পেয়েছেন। মাছ ধরে আবার ভেজো খেয়েছেন তাহলে তো সব মিলে খুব দারুণ উপভোগ করেছেন।

Posted using SteemPro Mobile

 last year 

তবে অনেকে বলে আগের মত নদীতে মাছ পাওয়া যায় না। যেমন আপনার নদীতে মাছ ধরতে গিয়ে মাছ পেলেন না। যাইহোক সোহাগ ভাইদের পুকুরে গিয়ে ভালোই তেলাপিয়া মাছ পেলেন। যদিও পাঁচজনে তিনটি বরশি দিয়ে মাছ ধরলেন। এবং দুপুর বেলা এই মাছগুলোকে তাজা রান্না করে খেয়েছেন। তবে বিয়ের আগে আমি নিজেও আমাদের পুকুরে মাঝেমধ্যে বরশি দিয়ে মাছ ধরতাম। মাছ ধরার মজাই আলাদা। খুব সুন্দর করে মাছ ধরার অনুভূতি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

হ্যাঁ বর্তমান সময়ে বিভিন্ন ধরনের মাছ ধরা কৌশল অবলম্বন করে মাছের পুনা পর্যন্ত মেরে ফেলে মাছ থাকবে কি করে।

 last year 

এটা ঠিক যে বড়শি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার কিন্তু এটা অনেক ভালো লাগারও ব্যাপার। বর্ষাকাল আসলে আমরাও আপনাদের মত বড়শি নিয়ে বসে যায় মাছ ধরার প্রতিযোগিতাতে। খুবই ভালো লাগলো আপনার এই বড়শি দিয়ে মাছ ধরার পোস্ট দেখে।

 last year 

হ্যাঁ বড়শিতে মাছ পরলে দারুন মজা লাগে যেটা ভালোভাবেই উপভোগ করতে পেরেছি।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বড়শি দিয়ে মাছ ধরা মুহূর্ত। আসলে ভাই আপনার এরকম স্মৃতির ছোটবেলায় আমারও অনেক রয়েছে। তবে আমি ছোটবেলায় মাছ ধরতে গিয়ে হাতের মধ্যে বড়শি গেতে গিয়েছিল একবার। মাছগুলো তো বেশ সুন্দরভাবে ভাজি করছেন ভাই দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

এরকম একটি ঘটনা আমার সাথে ঘটেছিল আমার নাকে বরশি গেঁথে গিয়েছিল সেই দিনের কথা মনে পড়ে গেল।

 last year 

আসলেই বরশি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। বর্ষার প্রথম দিকে যখন নদীতে পানি আসে তখন বরশি দিয়ে মাছ তেমন একটা ওঠে না কিন্তু যখন পানি চলে যাওয়ার সময় আসে তখন মাছ বেশ ভালই ধরে। যাইহোক অবশেষে আপনার সোহাগ ভাইদের পুকুরে গিয়ে কিছু মাছ পেয়েছেন এবং সেটা ফ্রাই করে খেয়েছেন। সবাই মিলে এভাবে মাছ ধরার মজাই আলাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44