খোলা আকাশের নিচে ইফতার পার্টি || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • খোলা আকাশের নিচে ইফতার পার্টি
  • ০৬, এপ্রিল ,২০২২
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন সুন্দর একটি ইফতার পার্টির মাধ্যমে দিনটি শেষ করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220406_012827404-01.jpeg


Device : A20s
ইফতার পার্টি মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



পবিত্র মাহে রমজানের তৃতীয়তম দিন শেষ হয়ে গেল। রমজান মাস পবিত্র রহমতের মাস যে মাসে সবার উপর শান্তি বিরাজমান থাকে। রমজান মাসে রোজা থাকার মাধ্যমে সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা পানাহার থেকে বিরত থাকে যেটার মাধ্যমে ধনী এবং গরীব এর মধ্যে ক্ষুধার্ত বিষয়টি অনুভব করতে শেখায়।

20220405_183328-01.jpeg

20220405_183442-01.jpeg



প্রতিবছর এই রমজান মাসে খুব সুন্দর মুহূর্ত পার করি রোজা থাকার মাধ্যমে। রোজা থাকা অনেক কষ্টের হলেও তা আমাকে তৃপ্তি দেয়। ছোটবেলা থেকেই রোজা থাকার চেষ্টা করি নিজের ইচ্ছা থেকেই রোজা থাকার পোষণ টা বেশি থাকে। গত বছরের ন্যায় এ বছরেও একমাস রোজা থাকবো সেই নিয়ত রয়েছে। ইনশাআল্লাহ কোন সমস্যা না হলে সম্পূর্ণ রোজা থাকার চেষ্টা করবো।দেখতে দেখতে তিনটি রোজা পার হয়ে গেল।প্রথম দুই বাড়িতে ইফতার করেছি তৃতীয় রোজায় বড় ভাই বন্ধুদের সাথে একসঙ্গে ইফতার করলাম। এভাবে প্রতি বছরই বন্ধুদের সাথে এবং বড় ভাই ব্রাদারের সাথে ইফতার পার্টির আয়োজন করা হয়ে থাকে। আমি একসঙ্গে ইফতার করতে খুবই পছন্দ করি।

20220405_181838-01.jpeg

20220405_181826-01.jpeg



তাছাড়াও এক ছোট ভাই আছে সে সেনাবাহিনীতে চাকরি করে। তার আর মাত্র দুই দিন ছুটি আছে তার অনুরোধে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সে আমাদেরকে ফোন দিয়ে বলল ভাইয়া আজ আমরা একটি ইফতার পার্টির আয়োজন করব। কোথায় করা যায় সেই সিদ্ধান্ত মোতাবেক এই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ির পাশেই অনেক বড় মাঠ ছিল সেখানে মোটরসাইকেল নিয়ে গিয়ে ইফতারের আগ মুহূর্তে ইফতারের সকল জিনিসপত্র কিনে নিয়ে সেখানে ইফতার করবো। আমরা বিকেল মুহূর্তে ছয় সাত জন বাজারে একসঙ্গে উপস্থিত হই। তারপর ইফতারের যেসকল জিনিসপত্র সেগুলো কিনে ফেলি।

20220405_181831-01.jpeg

20220405_182006-01.jpeg



ইফতারের জন্য যা যা প্রয়োজন বাজার থেকে কিনে নিয়ে একসঙ্গে রেখে দেই। আমরা ইফতার করার আধা ঘন্টা আগে বের হব। বাজার থেকে খোলা মাঠের ওই জায়গাতে যেতে মাত্র 7 মিনিট সময় লাগবে। তারপর আমরা দুইটা মোটরসাইকেল নিয়ে 6 জন একসাথে ইফতার পার্টির দেওয়ার জন্য মাঠের উদ্দেশ্যে বের হই। চারিদিকে সবুজ প্রকৃতির দ্বারা বেষ্টিত পাশেই পানি সেচের ব্যবস্থা ছিল ।যেখানে ধান চাষ করা হয়েছে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় পানির নিয়ে আসলাম। তারপর ইফতারের জন্য সকল কিছু প্রস্তুতি শুরু করে দিলাম। আমাদের সবকিছু প্রস্তুত করতে করতে ইফতারের টাইম হয়ে গেল আর মাত্র বাকি ছিল দুই মিনিট। তারপর সবাই একসঙ্গে বসে ইফতার করি ।আমার কাছে এই বছরের রমজান মাসের সেরা মুহূর্ত ছিল। ইফতার শেষে সবাই জামাতবদ্ধ ভাবে সালাত আদায় করে নিলাম। তারপর কিছু সময় সেখানে বসে আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

এত জায়গায় থাকতে বন্ধুরা মিলে এখানে কেন ইফতার করছেন ভাইয়া। অবশ্য বন্ধুরা মিলে যেখানে সেখানে খাওয়া-দাওয়া করা যায়। আপনি আপনার বন্ধুদের নিয়ে খোলা আকাশের নিচে ইফতার করছেন। দেখে ভালো লাগলো। বন্ধুরা মিলে আনন্দে উৎসবে আপনি আপনার আজকের ইফতার পার্টি করেছেন। তরমুজ দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ভাইয়া 🤭🤭। যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু বন্ধুদের সাথে যে কোন জায়গায় খাওয়া-দাওয়া করা যায় আপনার কাছে তরমুজ খেতে ইচ্ছে করছে জেনে ভালো লাগলো একসময় আসেন কিনে খাওয়াবো ধন্যবাদ।

 2 years ago 

বন্ধুরা মিলে ইফতার পার্টি করা এটা অনেক মজার হয়। আমি সেই পুরোনো দিনগুলো অনেক মিস করি। আমাদের স্কুলের মাঠে এমন ইফতার পার্টির আয়োজন করতাম অনেক মজা হতো।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন বন্ধুদের সাথে ইফতার পার্টি করার মজাই আলাদা যেটা মাঝে মাঝে যেকোনো ধরনের ইনজয় করতে ভালো লাগে ধন্যবাদ।

বন্ধুদের সঙ্গে ইফতার পাটি মনে হয় অনেক মজাই হয়ে থাকে। প্রতি বছরই আপনি এভাবে বন্ধু ও বড়ো ভাইদের সাথে ইফতার পাটি করে থাকেন।দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। খোলা আকাশের নীচে ইফতার পাটি বেশ মজাই ছিল। সুন্দর একটি মহত্ত্ব কাটিয়েছেন ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু প্রতি বছর রমজান মাসে এরকম অনেক ইফতার পার্টি দিয়ে থাকি বন্ধুদের সাথে আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই ভালো কথা খোলা আকাশের নিচে আপনারা ইফতার পার্টি করেছেন। বেশ ভালো লাগলো। সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন এবং আসলে একসঙ্গে ইফতার করার মজাই আলাদা। আপনাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক এবং আপনারা মিলেমিশে থাকেন এই কামনাই করি

 2 years ago 

খোলা আকাশের নীচে বন্ধুদের সাথে ইফতার পাঠিয়ে দিয়েছি যেটা উপভোগ্য সময় ছিল। যাইহোক এই বন্ধন অটুট থাকুক সেটাই কামনা করি ধন্যবাদ।

 2 years ago 

আসলে বন্ধুদের মিলে যদি এভাবে ইফতার করা যায় তাহলে সেই ইফতার করতে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি খোলা আকাশের নিচে সবাই মিলে ইফতার করেছেন অনেক খুবই ভালো লাগছে এবং আপনি খুব ভালো সময় কাটিয়েছেন সেটাই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন এইরকম মুহূর্ত একসাথে উপভোগ করতে খুবই ভালো লাগে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ইফতার যেমনই হোক সবার সাথে মিলে ইফতার করাটাই হচ্ছে আসল আনন্দ।আপনি খুব আনন্দের মাধ্যমে ইফতারের সময় কাটিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে। রমজানের ইফতারের সময় এর মতো প্রতিটি দিন যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে কাটে এই কামনা করি।

 2 years ago 

হ্যাঁ ইফতার পার্টি বড় বিষয় নয় সবাই একসাথে ইফতার করার মজাই আলাদা ধন্যবাদ সুগঠিত মতামতের জন্য।

 2 years ago 

বন্ধুরা মিলে খোলা আকাশের নিচে ইফতার পার্টি বেশ ভালো লাগলো। মুহূর্তটা নিশ্চয় অনেক ইনজয় করেছেন। এরকম খোলা আকাশের নিচে খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে সারাদিন রোজা রাখার পর ইফতার করার মুহূর্ত তা আমাদের জন্য এখন অনেক গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু খুব ইনজয় মুহূর্ত ছিল যেটা খুব ভালোভাবে উপভোগ করেছি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খোলা আকাশের নিচে শান্ত নিরিবিলি পরিবেশে অসাধারণ মুহূর্ত কাটিয়েছেন। আসলে এমন জায়গায় ইফতার করার অনুভূতিটা অন্যরকম হয়ে থাকে। ইফতারের আইটেম গুলো খুব ভাল ছিল বিশেষ করে তরমুজ ফল দেখে খুব ভালো লাগলো। কারণ এই গরমে তরমুজ ফল খেলে খুব ভালো লাগে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ খোলা আকাশের নিচে এরকম মুহূর্ত উপভোগ করতে সবারই খুবই ভালো লাগে ইফতার পার্টি মোটামুটি ভালই ছিল ধন্যবাদ।

 2 years ago 

খোলা আকাশের নিচে এইভাবে ইফতার করতে অনেক ভালো লাগে। আমার ওই ভাবে ইফতার করার অভিজ্ঞতা রয়েছে। বন্ধুদের সাথে অনেকবার এই রকম খোলা আকাশের নিচে ইফতার করেছি। সবচেয়ে ভালো লাগলো আপনি বড় ভাই এবং বন্ধুদের সাথে খুব সুন্দর করে খোলা আকাশের নিচে ইফতার করেছেন। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনিও রমজান মাসে বন্ধুদের সাথে খোলা আকাশের নিচে রকম সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন জেনে ভালো লাগলো যে টা আমিও করতে পছন্দ করি ধন্যবাদ।

 2 years ago 

খোলা আকাশের নিচে ইফতারি করার মহুরত আসলে বলে বোঝানো যাবে না।আমরাক বন্ধুরা মিলে অনেক মজা করে এমন ইফতার পার্টি করি।ধন্যবাদ আপনার সুন্দর সময়টা শেয়ার করার জন্য।

 2 years ago 

তাই নাকি আপনার বন্ধুদের সাথে এরকম মুহূর্ত উপভোগ করেন যেটা সবার জন্য সেরা মুহূর্ত ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74