🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৫৪ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ০৪, জানুয়ারী ,২০২৩
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৫৪ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
Device : A20s
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : A20s
সূর্যোদয়ের মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
সকালের মুহূর্তে একটি দিনের সেরা মুহূর্ত। যেটা অনেকদিন হলো উপভোগ করা হয় না। সকালের ঠান্ডা হাওয়া যেটা মনকে সতেজোতায় পরিপূর্ণ করে তোলে। সত্যিই অনেক ভালো লাগে যেটা সবাই উপভোগ করতে পছন্দ করি। অনেকদিন হলো এই সুন্দর সকালের এই দৃশ্যটি উপভোগ করা হয় না। সুন্দর সকালের নীরব নিস্তব্ধ পরিবেশ টা খুবই উপভোগ্য। এখনতো চারিদিকে কুয়াশাচ্ছন্ন গত দুইদিন যাবত সূর্যের আলো চোখে পড়েনি। কিছুদিন আগে নদী পথযাত্রায় ছবিটি তোলা হয়েছিল । |
---|
#২
Device : A20s
রাতের দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
প্রতিদিনই প্রায়ই বাজারে যাওয়া হয় আর নদীর ধারে এই জায়গাটিতে গিয়ে দারুন সময় অতিবাহিত করি। এখানে বন্ধুদের সাথে চাড্ডা বিভিন্ন ধরনের বিনোদনমূলক আলাপ-আলোচনা সত্যিই পারফেক্ট জায়গা। জায়গাটি সবার কাছেই খুবই পছন্দের সবাই এসে এখানে দারুন সময় পার করে সেই দৃশ্যের কিছু ফটোগ্রাফি করেছি। |
---|
#৩
Device : A20s
কৃষকের ব্যস্ততা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
কৃষক বিভিন্ন মৌসুমি বিভিন্ন ধরনের ফসল ফলায়। যেটা প্রকৃতির রূপের ভিন্নর রুপ বিভিন্ন মৌসুমে মাঠে মাঠের সবুজ সমাহার দ্বারা বেষ্টিত থাকে। কৃষকেরা সোনালী ধান ঘরে ওঠানোর পর বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত রয়েছে। একজন কৃষক লাঙ্গল নিয়ে মাঠে যাওয়ার মুহূর্তে তাদের ব্যস্ততার মুহূর্তটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। |
---|
#৪
Device : A20s
সরিষা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
শীতের মৌসুমে সূর্যের তাপ যেটা শরীরের সহনীয় পর্যায়ে বিকেল মুহূর্তটা সত্যিই পারফেক্ট। যেটা মাঠের মাঝে গেলেই সূর্যের এই রশ্মি যেটা শরীরকে আলিঙ্গন করে নেয় ।বন্ধুদের সাথে মাঝে মাঝে এইভাবে গিয়ে দারুন সময় অতিবাহিত করি । শীতের অন্যরকম সৌন্দর্য সরিষা ফুলের হলুদের সমাহার দ্বারা বেষ্টিত দৃশ্যপটভূমি। যেটা সত্যি দেখতে অনেক সুন্দর তার সুঘ্রান সত্যিই অনেক ভালোলাগার বিষয় সেইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। |
---|
#৫
Device : A20s
আকাশের লালচে সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
এই ছবিটা অনেক দিন আগে তোলা হয়েছিল । এরকম সুন্দর দৃশ্য সব সময় দেখা যায় না যেটা শীতের আগ মুহূর্তে দেখতে পেয়েছিলাম। শীতের সময় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকে সূর্যই মাঝে মাঝে বিলুপ্তির পথে চলে যায়। যাইহোক, এই ফটো আমার মোবাইলে ছিল তাই আপনাদের সাথে শেয়ার করেছি। |
---|
#৬
Device : A20s
শেষ বিকেলে রাখালের ঘরে ফেরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
কর্মজীবী মানুষেরা তাদের কর্ম নিয়ে বিভিন্ন সময়ে ব্যস্ত সময় পার করে থাকে। আসলে অনেকদিন পর মাঠে দিকে গিয়েছিলাম মনটা অনেক খারাপ থাকা সত্ত্বেও ভালো হয়ে যায়। চারদিকে সুন্দর পরিবেশ মানুষের কর্মব্যস্ততার এই দৃশ্যপটভূমি সত্যি অনেক ভালোলাগার বিষয় ছিল। রাখালেরা সকালে মাঠে গরু চরায় আবার বিকেলের শেষ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এটাই তাদের জীবনের বড় কর্মব্যস্ততা। |
---|
#৭
Device : A20s
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ঋতু বৈচিত্র্যময় এই দেশে শীতের আগমনে নতুন এক প্রকৃতির ছোঁয়া পেয়েছি। যেটা নতুন একটা পরিবেশকে আপন করে নিয়েছে। শীতের মুহূর্তে গ্রাম্য পরিবেশের নীরব নিস্তব্ধ ঠান্ডা হওয়া এবং সূর্যের লালচে আকার যেটা মানুষকে প্রাণবন্তন করে তোলে। পাতা ঝরা গাছের উপর দিয়ে সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ করতে এবং ফটোগ্রাফি করতে দুটোই আমার কাছে অনেক ভালো লেগেছিল। |
---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
সত্যি বলতে বাংলার রূপ লাবণ্য দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। আর গ্রাম বাংলার প্রকৃতি সবসময়ই অনেক বেশি সুন্দর হয়ে থাকে এই সুন্দর পরিবেশের মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে বিকেল বেলা প্রকৃতির মাঝে সময় কাটাতে সকলেই অনেক বেশি ভালোবাসে আপনি প্রকৃতির কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই সুন্দর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
গ্রাম বাংলার রূপবায়চিত্রময় এই দৃশ্য যেটা উপভোগ করতে ফটোগ্রাফি করতে দুটোই আমার খুবই পছন্দের যেটা করতে কখনও মিস করি না।
ঠিক বলেছেন ভাইয়া সময়ের সাথে সাথে প্রকৃতিও তার রূপ বদলায় আর যার কারণে কখনো শীত কখনো বর্ষা আবার কখনো বসন্তের ছোঁয়া পাওয়া যায়। তবে আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল তাছাড়া আগেও কয়েকটি ফটোগ্রাফি আমি দেখেছি সেগুলো চোখ ধাঁধানো সুন্দর। আমার কাছে ব্যক্তিগতভাবে ৩ এবং ৪ নং ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে ভাইয়া। সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ সময়ের সাথে সাথে রুপা বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় সেই দৃশ্যগুলো উপভোগ করে তার সাথে ফটোগ্রাফি করতে পছন্দ করে।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফির কথা কি বলবো। আপনি তো সব সময়ই চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
হ্যাঁ ভাই ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। যেটা প্রতিনিয়ত আপনাদের সাথে প্রতি সপ্তাহে শেয়ার করে থাকি।
আপনার ফটোগ্রাফি বরাবরই অনেক ভাল হয়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। এবারের ফটোগ্রাফির গুলোও দারুন ছিল। বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আসলে ফটোগ্রাফি করতে যে দক্ষতার প্রয়োজন হয়। সেটা আপনার মধ্যে রয়েছে। আপনি একেবারে সাধারণ কিছুও অসাধারণ করে তুলতে পারেন।
আপনাদের অনুপ্রেরণা মূলক কথাগুলো আমাকে ফটোগ্রাফি করতে উৎসাহ অবদান করে সেজন্যই চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার।
বাংলার রূপ আমি দেখিয়েছি তাই অন্য কোন রুপার খুজতে চাই না। আসলে আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্যগুলো অপরূপ সুন্দর। আপনার বেশ কিছু ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে এর মধ্যে সূর্য অস্ত এবং সূর্য ওঠার দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এ ধরনের সুন্দর দৃশ্যগুলো শুধু আমাদের দেশেই মানায়। জন্যই তো বলে অপরূপ সৌন্দর্য দেশ আমাদের এই দেশ বাংলাদেশ।
হ্যাঁ বাংলাদেশ সবুজ শ্যামল প্রকৃতি সমারহ ধারা বেষ্টিত সেই সুন্দর দৃশ্য সবুজ ভূমি লাবণ্য দেখতে খুবই ভালো লাগে।
আপনি তো দেখছি ভালোই ফটোগ্রাফি করেন! সরিষা ফুলের ফটোগ্রাফি পুরাই অসাধারণ হয়েছে! এছাড়া চাচার জমিতে কাজ করার এটাও 🌼
সব সময় চেষ্টা করি ভাই ভালো ফটোগ্রাফি করার যেটা আপনাদের কাছে ভালো লাগে।
আপনার শেয়ার করা ফটোগ্রাফি পর্ব-৫৪ তে পৌঁছেছেন।আপনি তো দারুণ ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক দূর এগিয়েছে।গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর অপরূপ দৃশ্য শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।ফটোগ্রাফির হাত ভাল হলে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করা যায় যা ফটোগ্রাফির মাধ্যমে বুঝতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আমাদের সাথে।
কমিউনিটির শুরু থেকেই প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করে থাকে এই দিনে যেটা আপনাদের অনুপ্রেরণায়।
বাংলার প্রকৃতির রূপ যা দেখলে শুধু দেখতে ইচ্ছা করে মন ভরে না। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই বাংলার রূপ। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আকাশে লাগছে ভাবের ফটোগ্রাফিটা এবং সরিষা ক্ষেতের ফটোগ্রাফি টা সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ শীতের মৌসুমে এরকম সুন্দর দৃশ্য উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করা মজাই আলাদা।
আপনার প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে দারুন লেগেছে। আপনি খুব দক্ষ হাতে ফটোগ্রাফি করেন দেখেই বোঝা যায়। শেষ বিকেলের রাখালের ঘরে ফেরা,সরষে ফুল,কৃষকের ফসল ফলানো,সূর্যাস্তের ছবি কোনটা রেখে কোনটা বলব, খুবই অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
সব সময় চেষ্টা করি ভালোভাবে ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করার কথা সব সময় চলমান থাকবে।