💮ঈদের দিনে কাটানো অনুভূতির গল্প🌸|| ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ঈদের দিনে কাটানো অনুভূতির গল্প
  • ০৭, মে ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজান মাস ঈদের নামাজের মাধ্যমে শেষ করলাম করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220507_014902083-01.jpeg


Device : A20s
ঈদের দিনের মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



পবিত্র মাহে রমজান মাস অত্যান্ত বরকতময় এবং রহমতের মাস। যেটা একটি বছরের শ্রেষ্ঠতম মাস। সকল মুসলমান ভাই ও বোনেরা রোজা থাকে রমজান মাসে। রমজান মাসের রোজা থাকার মাধ্যমে আলাদা একটুও ভালো লাগা কাজ করে। সারাদিন রোজা থেকে দিনের শেষে ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করা হয়। একটি মাস রোজা থাকার পর ঈদের নামাজ এর মাধ্যমে খুশির দিন বয়ে আসে। মুসলমানদের জন্য অত্যান্ত আনন্দপূর্ণ একটি দিন হল ঈদুল ফিতরের দিন।

20220503_105612-01.jpeg

20220503_105625-01.jpeg


Device : A20s
ঈদের নামাজ শেষে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমি যেদিন থেকেই ভালোভাবে বুঝতে শিখেছি সেদিন থেকেই সিয়াম পালন করার চেষ্টা করি। ছোটবেলায় রোজার মাস আসলেই বুঝতাম সবাইকে রোজা থাকতে হবে। যেটা বয়সের কোনো ভেদাভেদ নেই সেটা বুঝতাম না একটি নির্দিষ্ট বয়স হলেই রোজা নামায তার জন্য ফরয হয়। যাইহোক, রমজান মাস মুসলমানদের জন্য অনেক বরকতময় এবং রহমতের মাস । এই একমাস সবাই পানাহার থেকে বিরত থাকে যার মধ্যে আলাদা তৃপ্তি ও ভালো লাগা কাজ করে। গতবারের ন্যায় এবারও প্রথম থেকেই রোজা আছিলাম কিন্তু রমজান মাসের এক তৃতীয়াংশ শেষ হয়ে যাওয়ার পর আমার একটা রোগের কারণে কিছুদিনের জন্য অসুস্থ হয়ে যাই। সেজন্য কয়েকটি রোজা থাকতে পারেনি যেটা আমার জন্য খুবই কষ্টের ছিল। আমরা রমজান মাসের রোজা থাকি অপেক্ষায় থাকি ঈদের দিনের জন্য। ঈদের দিনের জন্য অনেক ধরনের প্রস্তুতি নিতে থাকে যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। রোজা থাকার মুহূর্তেই অনেকে তার নতুন পোশাক আশাকের জন্য মার্কেট করতে যায়। আমিও এবার মার্কেটে গিয়েছিলাম কিছু পোশাক কিনেছি যেটা ঈদের আলাদা একটা আনন্দ অনুভূতি।

20220503_105818-01.jpeg

20220503_105816-01.jpeg


Device : A20s
ঈদের নামাজ শেষে ভাই ব্রাদারের সাথে সম্মিলিতভাবে ক্যামেরাবন্দি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রমজানের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আমরা ইফতার করে চাঁদ দেখার অপেক্ষায় থাকি যেটা ঈদের আলাদা অনুভূতি। ছোটবেলায় এই চাঁদ দেখা নিয়ে অনেক স্মৃতি বিজড়িত কাহিনী জড়িয়ে আছে। যেটা পরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ছোট্ট একটা কথার মাধ্যমেই সে অনুভূতিটা প্রকাশ করি। যখন 10 থেকে 12 বছর বয়স সেই সময় ফাকা খোলা মাঠে গিয়ে চাঁদ 🌙 দেখার অপেক্ষা করতাম আমাদের বড় ভাই ব্রাদার থাকতো তারা বলতো ওই যে চাঁদ দেখা যায় তারা আমাদের সাথে এরকম মজা এবং ঠাট্টা করত। আমরা চাঁদ না দেখে বলতাম দেখেছি এরকম অনেক স্মৃতি আছে। আবার অনেকে আমাদেরকে কোলে করে উঁচু করে চাঁদ দেখানোর চেষ্টা করত। যেটা খুবই মজাদার ছিল সেই দিনের কথা মনে পড়লে এখনও মনে হয় সেই দিনে যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যা প্রকাশ করলেও সেই অনুভূতির বিষয়টি এখনও অনুভব করতে পারবোনা। সেই ছোট্টবেলার অনুভূতিটা এখন আর হয়না কখন চাঁদ উঠেছে সেদিকে আর আগ্রহ থাকে না। সময়ের সাথে সাথে নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছি যেটা সবার ক্ষেত্রে কম বেশী হয়ে থাকে।

20220503_115754-01.jpeg

20220503_115831-01.jpeg


Device : A20s
বন্ধুদের সাথে সাক্ষাৎ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ঈদের দিনকে নিয়ে অনেক স্মৃতি বিজড়িত কথাই আপনাদের সাথে শেয়ার করা হলো। এখন আমার ঈদের দিনে কাটানো মুহূর্তের গল্প শেয়ার করা যাক, প্রতিবছর চাঁদরাতে আমরা সকল বন্ধু মিলে পিকনিক করি কিন্তু এবার একটু ব্যস্ত থাকায় সেটা করতে পারিনি। তবুও আমরা সকল বন্ধু একত্রিত হয়েছিলাম একটু ঘুরাঘুরি করার মাধ্যমেই চাঁদরাতের মুহূর্তটা উপভোগ করেছি। আমরা সবাই চাঁদরাতে অনেক রাত পর্যন্ত জেগে থাকি। প্রতিবছর ঈদের দিন সকালে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি। এলাকার সিনিয়র জুনিয়র মিলে খেলায় মেতে উঠি। এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু প্রচন্ড বৃষ্টি হওয়ায় খেলায় অংশগ্রহণ করতে পারিনি কারণ আমার ঠান্ডা লেগে ছিল সেজন্য আমি খেলতে যাইনি ।ভেবেছিলাম এবার ঈদের নামাজ সকাল-সকাল ঈদগাহে পড়তে পারব কারন বিগত দুই বছর করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ ঈদগাহে পড়তে পারেনি মসজিদে পড়েছি সর্তকতা অবলম্বন এর মাধ্যমে। এবার চেয়েছিলাম ঈদগাহে নামাজ পড়বো কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়নি এবারও মসজিদে নামাজ পড়তে হয়েছে।

20220503_132505-01.jpeg

20220503_132510-01.jpeg


Device : A20s
ঘুরতে যাওয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ঈদের চাঁদ রাতে সিদ্ধান্ত নিয়েছিল ঈদগাহ কমিটি ঈদের দিন সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সাড়ে দশটায় করা হয়। বৃষ্টির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ।চাঁদরাতে অনেক রাত পর্যন্ত জেগে ছিলাম সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। সবার ক্ষেত্রে একই রকম হবে বৃষ্টি পরলে আমার একটু ঘুম পারতে বেশি ভালো লাগে। সকালে একবার জেগে দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়া দেখেই আমি আবার ঘুমিয়ে পড়ি। এইদিকে ঈদের নামাজ পড়ার সময় হয়ে যাচ্ছে আমি ঘুমিয়ে আছি কিছুক্ষণ পর মা এসে ডাক দেয় কখন ঈদের নামাজ পড়তে যাবি। তাড়াতাড়ি গোসল করে ঈদের নামাজ পড়তে যা এদিকে কারেন্ট নেই তাড়াতাড়ি করে উঠে দ্রুত গোসল সেরে ঈদের নামাযের প্রস্তুতি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হই। ছোট ভাইকে সাথে নিয়ে মসজিদে গিয়ে ঈদের নামাজ শেষ করে তারপর বন্ধুদের সাথে এবং এলাকার ছোট বড় সবার সাথে ঈদের নামাজের স্মৃতিবিজড়িত করে রাখার জন্য কিছু সেলফি তুলি। অনেক বন্ধু আছে যারা বাইরে থাকে তাদের সাথে কয়েকটি সেলফি নিলাম এটাই ছিল আমার ঈদের দিনের গল্প। আশাকরি আমার ঈদের দিনে কাটানো মুহূর্তের গল্প পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ঈদের দিন অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলেন সকলের সঙ্গে ঈদের দিনে এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেক সুন্দর মত পার করেছিলাম ঈদের দিনের মধ্যে অসাধারণ হয়ে থাকে যেটা উপভোগ্য মুহূর্ত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই ক্ষুদ্রতম সাপোর্ট আমার জন্য অনেক বড় পাওয়া এভাবেই পাশে থাকবেন সব সময় কামনা করি

 2 years ago 

ঈদের দিনে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই দিনে আমরা সবাই আনন্দে মেতে থাকি ।অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয় অনেক মজা হয়। আপনি ঈদের দিন অনেক মজা করেছেন বন্ধু বান্ধবদের সাথে দেখা করেছেন ,আড্ডা দিয়েছেন, সারা রাত-দিন দারুণভাবে উপভোগ করেছেন।আপনি যখন বুঝতে শিখেছি তখন থেকেই সিয়াম পালন করেছেন বিষয়টি জেনে খুবই ভালো লাগলো। এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু চাঁদ রাতে বন্ধুদের সাথে অনেক মজা করেছি অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা সে জন্যই খুব সুন্দর মুহূর্ত ছিল।

 2 years ago 

লেটেস্ট ঈদ মোবারক ভাইয়া 😎
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই খুশির দিনে সবার সাথে বেশ ভালোভাবে আনন্দ উপভোগ করেছেন আর সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ঈদ মোবারক জানানোর জন্য ধন্যবাদ আপনিও ঈদের খুশিতে মাতোয়ারা হয়ে ছিলেন সেটা জেনে ভাল লাগলো ধন্যবাদ।

বাহ ভাইয়া খুব দারুণ ভাবে উপস্থাপন করছেন আপনার বন্ধুদের সাথে নিয়ে ঈদ কাটানো বেশ ভালো লাগলো। আর বেশি ভালো লেগেছে ১০ঃ ৩০ এ ঈদের নামায পরেছেন এত দেরি তে আপনাদের ওইখানে ঈদের নামায। আপনাকে দেখে বুঝা যাচ্ছে খুব আনন্দে ঈদ কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া আপনার ঈদের দিনের আনন্দ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টির কারণে ঈদের নামাজের সময়সূচী পাল্টে দেয়া হয়েছিল সেজন্যই আমরা দেরিতে পড়েছি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদ মোবারক ভাই।

আসলে ঈদের খুশি নিয়ে অনুভুতিটা বলে বোঝানো যাবে না এটা কতোটা শান্তি আর খুশি বয়ে আনে।আপনার পোস্ট পরলাম ভালোই লাগলো।আসলে অসুস্থ থাকলে রোকা রাখতে না পারলে। না রাখাই উত্তম। দারুন লিখেছেন💝

 2 years ago 

ঈদ মোবারক জানানোর জন্য ধন্যবাদ ঈদের খুশির অনুভূতি তা অনেক ছিলো এটা সবার ক্ষেত্রে তাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর ভাবে আপনার ঈদের কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকুন সবসময় এই কামনা করি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মুহূর্তের সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ঈদের দিন অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। ঈদের দিনের মুহূর্ত গুলো শুনতে বেশ ভালই লাগলো। ঈদ উৎসব আমাদের জন্য অনেক বড় একটি উৎসব। শুভ কথা ঠিকই বলেছেন যখন দশ বারো বছর বয়স থাকে তখন খোলা মাঠের চাঁদ দেখার জন্য অপেক্ষা করার বিষয়টা। আপনার কথাগুলো শুনে ভালোই লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের বছরের দুইটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় সেটা হল যেটা সবাই চায় খুব সুন্দর মুহূর্ত পার করতে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঈদের দিনে কাটানো অনুভূতির গল্পটুকু পড়ে অনেক কিছুই বুঝতে পারলাম ভাইয়া। আপনার অসুস্থতার কারণে কয়েকটি রোজা করতে পারেননি এটা আসলে দুঃখজনক ব্যাপার। অপরদিকে ঈদের দিনে বৃষ্টি হওয়াতে ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়তে না পেরে মসজিদের ভেতরে নামাজ পড়তে হয়েছে। তবে ভাইয়া আমাদের এই দিকে কোন প্রকারের বৃষ্টি পড়েনি আর তাই আমরা সবাই মিলে ঈদগাহ মাঠে নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম। যাইহোক ভাইয়া, আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো, আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অসুস্থতার কারণে কয়েকটি রোজা রাখতে পারিনি। তারপর বৃষ্টির কারণে ঈদের নামাজ ঈদগাহে পড়তে পারিনি ঈদের আনন্দ কিছুটা রাস পেয়েছে যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বছরে দুইটি ঈদ আসে আর এই দুটি এক মুসলিমদের জন্য খুবই খুশি এবং মজার দুটি দিন। এবার ঈদের দিন সকালে বৃষ্টি হওয়ার কারণে অনেক কষ্ট হয়েছে। তারপরও ঈদ তো ঈদই । খুবই সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ ভাই ঈদের দিন অনেক বৃষ্টি হয়েছে যেটা উৎসবের একটু বেঘাত করেছে যাই হোক খুব সুন্দর মত পার করেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74