স্পোর্টস : লাল-লিগা (রিয়াল মাদ্রিদ ^ ভ্যালেন্সিয়া )//by ripon40

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • লাল-লিগা (রিয়াল মাদ্রিদ ^ ভ্যালেন্সিয়া )
  • ০৩, মার্চ ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240303_102525.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদভ্যালেন্সিয়া
মোট শট-১০মোট শট-১২ ।
টার্গেটের শট-৫টার্গেটের শট-০৫ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৭১%বল পজিশন -২৯%
পাস করে -৭৩৯পাস করে -২৯৭
পাস নির্ভুলতা-৯০%পাস নির্ভুলতা-৭৬%
ফাউল-১১ফাউল-১৯
হলুদ কার্ড- ০২হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০১রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০
কোণ-০২কোণ- ০২
সময়কাল রাত ২.০০ টা৩.০৩.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-৪ ভ্যালেন্সিয়া-০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-03-03-10-21-16-358_com.google.android.youtube.jpg


গত দুইদিন আগে লা লিগায় দারুন একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার লড়াই ।রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অন্যদিকে এই দৌড়ে তারই কাছাকাছি রয়েছে জিরোনা। এই মৌসুমে তারা খুবই সুন্দর ফুটবল খেলছে। তাদের খেলা দেখে আমিও মুগ্ধ হয়েছি। এ পর্যন্ত তারা বড় দলের সাথে শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ব্যতীত সবার সাথেই জিতে গিয়েছে। কখনো কখনো তারা পয়েন্ট তালিকা শীর্ষ উঠে যায়। এবার রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে খেলা। এর আগের ম্যাচে জিরোনা নিজেদের ঘরের মাঠে তিন শুন্য গোলে হেরে গিয়েছিল। এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Screenshot_2024-03-03-10-21-35-699_com.google.android.youtube.jpg


এখন লীগের শেষ মুহূর্ত সেজন্য প্রতিটা লীগের বড় দল গুলোর ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পয়েন্ট হারাবে তাদের লিগ শিরোপা হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে ।লাল লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে এবং জিরোনা তারা খুব ভালো ফুটবল খেলছে। তারা পয়েন্ট তালিকায় ২ নাম্বারে আছে। গতকাল রাত দুইটা য় রিয়াল মাদ্রিদ বনাম ব্যালেন্সিয়া তাদের মধ্যে দারুন একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় ভ্যালেন্সিয়ার মাঠে সেখানে রিয়াল মাদ্রিদদের জেতা খুবই কঠিন হবে সেটা আমি আগে থেকেই জানতাম। যেটা খেলা দেখার পর অনেক বড় অভিজ্ঞতা হয়েছে।

Screenshot_2024-03-03-10-21-45-959_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদ ভালো ফুটবল খেলতে শুরু করে অন্যদিকে ব্যালেন্সিয়া তারা সুযোগের সদ্ব্যবহার করার অপেক্ষায় রয়েছে খেলার শুরুতে দু দল ভালই আক্রমণ করে ২৭ মিনিটের মাথায় ব্যালেন্সিয়া দারুন এক গোল করে দলকে শুন্য গোলে এগিয়ে নিয়ে যায়। রিয়াল মাদ্রিদ গোল পরিশোদের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু তারা কোনভাবেই ভ্যালেন্সিয়ার লক্ষ্য বেঁধে আঘাত করতে পারছিল না। উল্টো ৩০ মিনিটের মাথায় আবার রিয়াল মাদ্রিদ আরেকটি গোল হজম করে। খেলার দেখার সময় বুঝতে পারছি ম্যাচটি রিয়াল মাদ্রিদ হেরে যাবে সেই দিকে এগোচ্ছিল। কারণ এর নাম রিয়াল মাদ্রিদ যেকোনো মুহূর্তে কাম ব্যাক করতে পারে এরকম অনেক ম্যাচের রেকর্ড রয়েছে।

Screenshot_2024-03-03-10-21-59-998_com.google.android.youtube.jpg


যাইহোক, রিয়াল মাদ্রিদ 2-0 গোলে পিছিয়ে পড়ে গোল পরিষদের জন্য মরিয়া হয়ে ওঠে। অন্যদিকে ভ্যালেন্সিয়া তারা ডিফেন্স শক্তিশালী করে খেলতে থাকে যেহেতু খেলার প্রথমার্ধে দুটি গোল দিয়ে ফেলেছে যে কোন দল চাইবে নিজের প্রতিরক্ষা শক্তিশালী করে খেলার। প্রথমার্ধের খেলা প্রায় শেষ অতিরিক্ত টাইমে কারবাহালের write in side থেকে দারুন একটি বল ডি বক্সের মধ্যে পাঠিয়ে দেয়। সেখানে ছিল রদ্রিগো , বেলিংহাম, ভিনিসিয়াস সর্বশেষ ভেনিসিয়াসের পায়ে বল লেগে লক্ষ্য বেধে পৌঁছায়। তখন বুঝতে পারলাম ম্যাচটি রিয়াল মাদ্রিদ যেকোনোভাবে নিজেরদের আয়ত্তে নিয়ে চলে আসবে দুই এক গোলে পিছিয়ে থেকে খেলা বিরতিতে যায়।

Screenshot_2024-03-03-10-22-55-875_com.google.android.youtube.jpg


হালা মাদ্রিদ নিজেদের সমতায় ফেরান। আমি রিয়াল মাদ্রিদের অনেক ম্যাচ দেখেছি তারা গোল খাওয়ার পর এমন ভাবে খেলতে থাকে মনে হয় পাগল হয়ে গিয়েছে। খেলার দ্বিতীয় অর্ধে রিয়াল মাদ্রিদ গোল পরিশোদের জন্য মরিয়া হয়ে ওঠে । অনেকগুলো আক্রমণ করে অন্যদিকে ভ্যালেন্সিয়া চেষ্টা করে গোল না খাওয়ার জন্য। খেলার 76 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র আবারো হেডের মাধ্যমে দারুন একটি গোল করে ম্যাচটি দুই দুই সমতায় চলে আসে। খেলাটি ভালোই উপভোগ করছি। ভেবেছিলাম রিয়াল মাদ্রিদ যেকোনোভাবে ম্যাচটি বের করে নিয়ে যাবে ঠিক তেমন একটি ঘটনায় ঘটে গিয়েছিল। খেলা প্রায় শেষের দিকে অতিরিক্ত টাইমে গড়িয়েছে খেলা। সেই সময় রিয়াল মাদ্রিদের গোল করার অনেক ইতিহাস রয়েছে তেমনটাই ঘটেছিল এই ম্যাচে।

Screenshot_2024-03-03-10-23-28-805_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদ এমনভাবে খেলতে থাকে যেন প্রতিপক্ষের চারিদিক থেকে বিরতহীন আক্রমণ সত্যিই রাত জাগার সফলতা এটাই যখন খেলাটি ভালোভাবে তাদের আক্রমণের উত্তেজনা কোন মুহূর্তে উপভোগ করতে পারা যায়। এমন একটি আক্রমণ কার বাহাল দারুন একটি বল কিক করে ডিবক্সে উঠিয়ে দিয়েছে বিলিং হাম খুব সুন্দর হেডের মাধ্যমে গোল করল । তার দুই সেকেন্ড আগে রেফারি বাঁশি দিল খেলা শেষ সেখানেই বেঁধে গেল ঝামেলা। দুই দলের প্লেয়ার রেফারিকে চেপে ধরল এই দিকে বেলিংহাম অনেক উত্তেজিত হয়ে গিয়েছে রেফারিকে কিছু বলায় তাকে রেড কার্ড দেখতে হয়। অনেক ঝামেলা শেষে খেলাটি দুই দুই সমতায় শেষ হয়। ম্যাচটি প্রশ্নবিদ্ধ থেকে যা এই রেফারির এরকম কর্মকান্ডের কারণে। ভালো একটি ম্যাচ উপভোগ করেছি।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 5 months ago 

রিয়াল মাদ্রিদ ^ ভ্যালেন্সিয়া ফুটবল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণী পড়ে আমার বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে খেলাটি বেশ উপভোগ্য একটি ম্যাচ হয়েছে। তবে খেলার শেষ প্রান্তে এসে রেফারির সিদ্ধান্তটি মেনে নেওয়া বেলিংহাম এর পক্ষে নিঃসন্দেহে কঠিন ছিল। যাহোক অত্যন্ত উত্তেজিত একটি ফুটবল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65