নৌকা বাইচের মেলা দেখা শেষ পর্ব ||by ripon40

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নৌকা বাইচের মেলা দেখা পর্ব -শেষ
  • ২৯, নভেম্বর ,২০২৩
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নৌকা বাইচের মেলা দেখা পর্ব -শেষ এর দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1701225799863-01.jpeg


Device : Redmi Note 11
নৌকা বাইচের মেলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


বর্ষাকালীন সময়ে নদীর পাড়ের মানুষের জীবনযাত্রার মান পাল্টে যায় বিভিন্ন ভাবে তারা ব্যস্ত হয়ে পড়ে তার পাশাপাশি নৌকা বাইচের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাই জেল মেলা যেটা অনেক আগে থেকেই হয়ে আসছে। এ সময় নদীতে ভরপুর পানি থাকে নদীর পাড়ে মানুষেরা তাদের ব্যস্ত সময় শেষ করে এরকম আনন্দ পূর্ণ মুহূর্ত পার করে। বাংলাদেশ নদীমাতৃক দেশ ।এদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে চলেছে অসংখ্য নদ-নদী। এই নৌকা বাইচের উৎসবমুখর পরিবেশ উপভোগ করতে দূর দুরান্ত থেকে ছুটে আসে নদীর পানে।

IMG_20231014_160854-01.jpeg

IMG_20231014_163228-01.jpeg

IMG_20231014_163220-01.jpeg

IMG_20231014_161525-01.jpeg

IMG_20231014_161522-01.jpeg


Device : Redmi Note 11
মানুষের আগমন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেকদিন পর নৌকা বাইচের পর্ব নিয়ে হাজির হলাম । এর বিশেষ কারণ হলো অনেকদিন যাবত ব্যস্ত আছি সেজন্য তেমন একটা পোস্ট করতে পারিনি। কমিউনিটিতে এক্টিভিটি অনেকটা কমে গিয়েছে আবার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি । এক মাস আগে আমাদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরে নৌকা বাইচের মেলা অনুষ্ঠিত হয়। আমাদের এলাকার একটি নৌকা লালন শাহ সেই মেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেজন্যই মেলায় যাওয়া । তাছাড়া বর্ষাকালীন সময়ে গ্রামীণ পরিবেশে নদীর তীরে বিভিন্ন জায়গায় এই ধরনের মেলা অনুষ্ঠিত হয়। গ্রামের মানুষের এটাই অনেক বড় উৎসব। ফুটবল এবং ক্রিকেট খেলা যখন দেখি টানটান উত্তেজনা বেধে যায় । যখন নৌকা বাইচের প্রতিযোগিতা শুরু হয় সেইরকম টানটান উত্তেজনা পূর্ণ মুহূর্ত বিরাজ করে সবার মধ্যে।

IMG_20231014_145359-01.jpeg

IMG_20231014_145350-01.jpeg

IMG_20231013_173324-01.jpeg

IMG_20231013_170304-01.jpeg

IMG_20231012_170332-01.jpeg


Device : Redmi Note 11
মেলার দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই উৎসব মুখর পরিবেশে নদীর তীরে অজস্র মানুষ ভিড় জমায়। তাকিয়ে থাকে নদীর পানে নৌকা বাইচের এই সুন্দর প্রতিযোগিতা দেখার জন্য। আমরা যখন বাসা থেকে বাইক নিয়ে বের হলাম মেলায় যাওয়ার জন্য এলাকা থেকে অনেক মানুষ গিয়েছিল। যেহেতু এলাকার নৌকা সবারই আলাদা একটা টান রয়েছে। মেলায় পৌঁছানোর খুব কাছাকাছি গিয়ে এমন একটা পরিবেশ দেখি সত্যিই অবাক হয়ে যাই। প্রচুর লোকের সমাগম যত সন্নিকটে যাচ্ছি ততই মানুষের ভিড়। প্রায় তিন চার কিলোমিটার ধরে যানবাহনের যানজট দ্বারা পরিপূর্ণ মেলায় শুধু একটি মাত্র গ্যারেজ ছিল সেখানে সবাই তাদের বাইক অটোরিকশা গুলো রেখে মেলার দিকে ছুটছে। মেলা কমিটির সদস্যরা এই দায়িত্ব রয়েছে তাদের থেকে জানতে পারি প্রতিদিন পনেরশো বাইক এবং ৩ ০০ অটো রিক্সা এই গ্যারেজে তারা নিরাপত্তা দিয়ে থাকে। যাইহোক, মেলায় সুন্দর মুহূর্ত উপভোগ করার পর মেলার খাবার গুলোর মধ্যে রয়েছে মিষ্টি জাতীয় খাবারই বেশি। যেটা আমার তেমন একটা পছন্দ নয় ভাজি জাতীয় খাবার আমি খুবই পছন্দ করি। একটি দোকানে দেখলাম সরা পিঠা বানিয়ে বিক্রি করছে তেমন একটা ভালো হয়নি তবুও খাওয়ার আগ্রহ জাগলো । দুজন মিলে সরা পিঠা খেয়েছিলাম।

IMG_20231012_170756-01.jpeg

IMG_20231012_170800-01.jpeg

IMG_20231014_170606-01.jpeg

IMG_20231014_171340-01.jpeg

IMG_20231014_171344-01.jpeg


Device : Redmi Note 11
বাড়ি ফেরা মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যেহেতু নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ দিন ছিল্ ফাইনাল টান আমাদের এলাকার নৌকা ছিল এবং পদ্মা নদীর ওপার পাবনা জেলা সুজানগর থানার নিউ শাপলা নৌকা এই দুই নৌকার মধ্যে ফাইনাল খেলার মাধ্যমে মেলা পরিসমাপ্তি ঘটবে। সেই নৌকা বাইচের ফাইনাল খেলাটি দেখার জন্য অনেক দর্শক উপস্থিত ছিল। অনেক বড় জায়গা চারিদিকে দর্শকে পরিপূর্ণ যেটা ভালই উপভোগ করেছিলাম। বিকেল সাড়ে পাঁচটার দিকে ফাইনাল টান অনুষ্ঠিত হয় সেখানে নিউ শাপলা বিজয়ী হয়। তারা অনেক ভালো নৌকা বাইচ দিয়ে থাকে সেজন্যই তারা প্রতিযোগিতায় বিজয়ী হয়। মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে প্রচুর লোকের সমাগম আমরা আর বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় পরিপূর্ণ ভাবে মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে গ্যারেজে এসে দেখি অবাক কান্ড লোকের লোকারণ্য গাড়ি বের করাই ট্রাপ তবুও অনেক ঝামেলা পেরিয়ে বাইক বের করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এভাবে মেলা দেখার পরিসমাপ্তি ঘটলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 8 months ago 

নৌকাবাইচ দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। আর এই নৌকাবাইচ দেখতে খুবই ভালো লাগে। আপনি নৌকা বাইচ দেখার অনুভূতি আমাদের সাথে শেয়ার করলেন এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরেছেন। সত্যি মেলার এই ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো।

 8 months ago 

বন্ধু নৌকা বাইচের খেলা দেখা সত্যিই খুব মিস করছিলাম। শেষ পর্যন্ত পাবনা জেলার নৌকা জয়লাভ করেছে জেনে একটু খারাপ লাগলো। যদি নিজের জেলার নৌকা জয়লাভ করতে তাহলে বেশ হতো। নৌকা বাইচের খেলা দেখতে গিয়ে দেখছি বেশ ভালোই সুন্দর সময় অতিবাহিত করেছ। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নৌকা বাইচের মেলা মানেই সেখানে হাজারো মানুষের সমাগম বিভিন্ন ধরনের জিনিসপাতি খেলনা।
খাবার-দাবারের আয়োজনার বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা।
নৌকা বাইদের মেলায় আমিও গিয়েছি আমারও খুব ভালো লাগে আপনার ফটোগ্রাফি এবং লেখাগুলা পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

প্রতিবছরই বর্ষার সময় গ্রামের এলাকাগুলোতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশেষ করে নদীকেন্দ্রিক এলাকায়। আমার তো মেলার কথা মাথায় আসলেই প্রথমে গরম জিলাপি খাওয়ার কথা মনে পড়ে যায় হি হি হি।

Posted using SteemPro Mobile

 8 months ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। আমি এখনো নিজের চোখ দিয়ে নৌকা বাইচ দেখি নাই। আমার অনেক আশা নৌকা বাইচ দেখবো।তবে জানি না আল্লাহ কবে যে দেখাবে।যাইহোক আপনি সুন্দর একটা সময় অতিক্রম করেছেন মেলায়।আর হ্যাঁ এটা ঠিক যে মেলায় সব থেকে মিষ্টি খাবার গুলোই বেশি থাকে।আপনার মত আমারো ভাজা পোড়া খাবার পছন্দের।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই নিজের অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64970.70
ETH 3238.82
USDT 1.00
SBD 2.64