প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত //by ripon40

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
  • ১৩, মে ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



তাহলে চলুন গল্পটি শুরু করি


এইতো কিছুদিন আগের কথা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল জনজীবন। একটু ঠান্ডা পরিবেশ বৃষ্টিময় দিনের প্রত্যাশায় সবাই আকুল ছিল ‌। বর্তমান সময় খুবই ঠান্ডা আবহাওয়া বিরাজমান। এবার রেকর্ড পরিমাণ তাপমাত্রায় সবাই দিশেহারা হয়ে পড়েছিল। বিশেষ করে কর্মজীবী মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বর্তমান আবহাওয়া স্বাভাবিক কখনো বৃষ্টি কখনো রৌদ্র পরিবেশ যেরকম থাকার কথা সেই রকম পরিবেশ উপভোগ করছি। মাঝে মাঝে এই মেঘলা আকাশে দিনের বেলা অন্ধকার হয়ে যাচ্ছে । এই সময় এরকম পরিবেশে উপভোগ করতে সবচেয়ে বেশি ভালো লাগে ।আবার কালবৈশাখী ঝড়ের আবাস মানুষকে ব্যস্তময় করে তুলছে।

IMG_20240512_173015-01.jpeg

IMG_20240512_173023-01.jpeg

IMG_20240512_173105-01.jpeg

IMG_20240512_174933-01.jpeg

IMG_20240512_174931-01.jpeg


Device : Redmi Note 11
একটুকরো সুইজারল্যান্ড
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গতকাল বিকেল মুহূর্তটা এতটা সুন্দর ছিল সেটা উপভোগ না করলে বুঝতেই পারবেন না । আমাদের মাঠের ভিতরে যাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না ।আমার সিদ্ধান্তের কারণে সবাই যেতে রাজি হয়। সেখানে গিয়ে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে কোটি টাকার ভিউ। যেটা চাইলেও পাওয়া যায় না অনেক সময়। আকাশ মেঘাচ্ছন্ন খোলামেলা পরিবেশ চারদিকে সবুজের দৃশ্য বাতাসের তালের তালে সবুজ ফসল ঢেউ খেলছে বিষয়টি দারুন। যেটা উপভোগ করতে পারাটা তুই ভাগ্যের ব্যাপার । যারা শহর অঞ্চলে বসবাস করে এরকম সুন্দর মুহূর্ত হয়তো তাদের কপালে জুটবে না প্রকৃতি কতটা সুন্দর। আমরা সেই সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম আর আলোচনা করছিলাম। এইতো কিছুদিন আগের কথা মাঠের দিকে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। প্রচণ্ড তাপমাত্রায় অনেক গরম সেজন্য বিকেল মুহূর্ত এইভাবে কাটাইতে পারিনি।

IMG_20240512_174935-01.jpeg

IMG_20240512_170632-01.jpeg

IMG_20240512_170630-01.jpeg

IMG_20240512_173126-01.jpeg

IMG_20240512_173306-01.jpeg


Device : Redmi Note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা চারটা বাইক নিয়ে ৭-৮ জন মাঠের দিকে যাওয়ার পর ছোট্ট শাখা নদীর পাশে দারুন সময় কাটালাম। যে সুন্দর মুহূর্তটি টাকা দিয়েও কেনা যাবে না। আপনার অনেক টাকা থাকতে পারে কিন্তু যে কোন সময় এই ধরনের সুন্দর মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন না। খোলামেলা পরিবেশ একদিকে আকাশ মেঘাচ্ছন্ন অন্যদিকে সূর্যের আলোয় মেঘ পরিষ্কার। মানে এই সময় চারিপাশে শুধু ভিন্ন ভিন্ন প্রকৃতির বৈচিত্র্যময় দৃশ্য দেখতে পাবেন। সেজন্য এই সময় আমি খোলামেলা পরিবেশ ের সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করি । আমাদের গ্রুপে যারা রয়েছে তারা সবাই এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য অপেক্ষায় ছিল। গতকাল সেটা ভালোই উপভোগ করেছি। বাইক নিয়ে পদ্মা নদীর তীরে যাওয়ার জন্য রওনা দিলাম ।অনেক বড় ফসলি মাঠ পদ্মা নদীর কাছাকাছি গ্রামীন পরিবেশ সেখানকার মানুষের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে অনেক ভালো লাগে।

IMG_20240512_173556-01.jpeg

IMG_20240512_175045-01.jpeg

IMG_20240512_175313-01.jpeg

IMG_20240512_175459-01.jpeg

IMG_20240512_175510-01.jpeg


Device : Redmi Note 11
ব্রিজের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



১০ মিনিটের মধ্যে মাঠের মেঠো রাস্তা দিয়ে অতিক্রম করে পদ্মা নদীর তীরে গিয়ে পৌঁছালাম। আসলে এরকম সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সবাই পছন্দ করে। পদ্মা নদীর ফিরে গিয়ে দেখি নতুন পানির জোয়ার এসেছে। আগে মরুভূমির মতো বালুর চর ছিল। যেটা এর আগে পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে এখন অনেক পানি নদীর কূলে গিয়ে দেখি অনেক জায়গা নদী ভাঙ্গনের মত পরিবেশ তৈরি হয়েছে। এটা সত্যি কৃষি জমির জন্য অনেক ক্ষতিকর। চারিদিকে ফাঁকা জায়গা তারই পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল। তাদের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সবাই মিলে। সেই বিষয়ে একটি পোস্ট করব ভাবছি। আমার কাটানো সুন্দর মুহূর্ত আপনার খুবই ভালো লাগবে আশা করি। যেটা সবাই উপভোগ করতে প্রত্যাশা করে।

পোস্ট বিবরণ

শ্রেণীপ্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last month 

এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখা চোখের শান্তি। দেখে বোঝাই যাবে না এটা বাংলাদেশ মনে হচ্ছে এক টুকরা সুইজারল্যান্ড। আপনার ফটোগ্রাফির মাধ্যমে অসাধারণ কিছু দৃশ্যের দেখা মিলল। এমন পরিবেশে গিয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাবে তাও কিছু মনে হবে না।

 last month 

একদম ঠিক বলেছেন এরকম সুন্দর দৃশ্য চোখের শান্তি মনের শান্তি সব দিক দিয়ে প্রশান্তি কাজ করে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে দৃশ্যটা বেশ চমৎকার ছিল। আর হ্যাঁ এটা ঠিক অনেক টাকা খরচ করেও হয়তো এমন দৃশ্য দেখা সম্ভব নয় যেটা আপনারা ফ্রিতেই দেখতে পেয়েছিলেন। সেখানে কিছু বাচ্চারা খেলা খেলছিল তাদের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন জেনে ভালো লাগলো। আশা করি পরবর্তীতে কোনো এক পোস্টে তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরবেন। যাই হোক ধন্যবাদ আপনাকে এই পোস্টের মাধ্যমে সুন্দর দৃশ্যগুলো গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 last month 

আমরা এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরে আমি অবাক হয়েছিলাম। আসলে এবছর প্রচণ্ড তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন দারুন সময় ছিল।

 last month 

আসলেই তো কোটি টাকার ভিউ উপভোগ করেছেন আপনারা। আমি সামনা সামনি কখনো এই দৃশ্যগুলো দেখিনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল কোন ফটোগ্রাফি ক্যাপচার করেছে। সবুজ মাঠে বিভিন্ন ধরনের পশু গুলো দেখে বেশ ভালো লাগলো। নীল আকাশটাও দারুন লাগছে দেখতে। সব মিলিয়ে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেই সাথে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন এত সুন্দর প্রকৃতির মাঝে।

 last month 

এমন কিছু সুন্দর মুহূর্ত আছে যেটা টাকার সাথে তুলনা করা যায় না । যেটা চোখের শান্তি মনের শান্তি সব দিক দিয়েই তৃপ্তি দেয়।

 last month 

প্রকৃতির মাঝ থেকে অনেক সুন্দর ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার সুন্দর এই চিত্রগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বেশি দারুণ দারুণ সব ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন আপনি। অনেক ভালো লেগেছে ফটোগুলো দেখে। যেখানে দেখতে পারলাম মাঠে ঘোড়া ভেড়া ছাগল চরাই করছে। আমার সুন্দর চিত্র দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম।

 last month 

আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অনেক সুন্দর হলে ফটোগ্রাফি করলে অনেক সুন্দর লাগে । সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

সত্যি ভাই এমন মূহূর্ত এমন দৃশ‍্য টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। এককথায় অসাধারণ লাগছে। কিছুদিন তো গরম নেই মোটামুটি ভালোই গেল। তবে শুনছি আবার ১৫ তারিখ থেকে নাকী তাপদাহ শুরু হবে। বিষয়টি শুনে কিছুটা শঙ্কিত। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। এককথায় অসাধারণ। অনেক টা ভাগ‍্য থাকলে এইরকম দৃশ‍্য চোখে দেখা যায়। ধন্যবাদ আমাদের সাথে আপনার মূহুর্ত টা এবং ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

সেই সময়টা অনেক সুন্দর ছিল যেটা এ বছরের শ্রেষ্ঠ সময় আমি মনে করি। প্রকৃতির মাঝে সবচেয়ে ভালো মুহূর্ত কাটিয়েছিলাম সেদিন।

 last month 

আপনি তো বিকেলবেলা ঘুরতে গিয়ে খুব ভালোই সময় কাটিয়েছেন।পদ্মা নদীর তীরে ঘুরতে গেলেন। আসলে এরকম নদীর তীরে ঘুরতে গেলে মন ও সতেজ হয়ে যায়। বিশেষ করে যারা শহরে থাকে তারা এরকম পরিবেশ দেখলে তাদের কাছে বেশি ভালো লাগে। তবে এরকম নদীর ধারে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর করে নদীর ধারে ঘুরতে গিয়ে চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

অনেক বড় মাঠ খোলামেলা পরিবেশ চারিদিকে সুন্দর দৃশ্য যেটা দেখার মত ছিল। এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে আবার কখনো রৌদ্র পরিবেশ সব মিলিয়ে দারুন সময় কাটিয়েছিলাম।

 last month 

ভাইয়া আপনি বিকাল বেলা বন্ধুদের সাথে কাটানো খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই মুহূর্তগুলো দেখে ইচ্ছে করছে আমিও এইসব জায়গায় গিয়ে ঘুরে আসি। এমন সুন্দর জায়গায় বিকেলটা কাটাতে বেশ ভালো লাগে। মাঠের ফটোগ্রাফি গুলা যেমন ভালো লেগেছে তেমনই নদীর ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন দেখে খুব ভালো লাগলো। মাঝে মাঝে মনকে ফ্রেশ করতে এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসা উচিত। ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

এরকম সুন্দর দৃশ্য সবাই উপভোগ করতে চাইবে হয়তো কখনো সময়ের অভাবে হয়ে ওঠে না। সেদিন দারুন সময় কাটিয়েছিলাম সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last month 

পৃথিবীতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে প্রকৃতিকে ভালোবাসে না। সবাই চাই নিজেকে প্রকৃতির মাঝে উজার করে দিতে। প্রকৃতির সাথে মিশে যেতে পারলে অনেক ভালো হতো। আপনি প্রকৃতির মাঝে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এর পাশাপাশি প্রকৃতির বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্তের পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো।

 last month 

প্রকৃতিকে সবাই ভালোবাসে যেটা পৃথিবীর সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করতে আমরা সবাই ভালবাসি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

সু স্বাগতম ভাই।

 last month 

এতো চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন যা দেখে বোঝাই যাচ্ছে সময় খুব সুন্দর কেটেছে। এতো মনোরম পরিবেশে গেলে ভালো না লেগে কি পারে।আমার কাছে তো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে।এমন সবুজ প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করলে সময় কোথা দিয়ে যাবে তা মনেই হবেনা।খুব ভালো লাগলো আপনার অনুভূতি গুলো পড়ে।বাচ্চাদের নিয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তা পোস্ট দিলে জানতে পারবো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

আসলে প্রকৃতি যদি সুন্দর হয় ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। সেদিন মনের তৃপ্তিতে ফটোগ্রাফি করেছিলাম সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 60441.03
ETH 3344.59
USDT 1.00
SBD 2.48