কাজী নজরুল ইসলাম এর স্মৃতিবিজরিত আটচালা ঘড় (ঘোরাঘুরি পর্ব- ৪) || by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- কাজী নজরুল ইসলাম এর স্মৃতিবিজরিত আটচালা ঘড়(ঘোরাঘুরি পর্ব- ৩)
- ২১, জুন ,২০২৩
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি তাল গাছের সারি (ঘোরাঘুরি পর্ব- ৩) এর দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
আটচালা ঘর
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
আজ আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের তৃতীয় পর্ব শেয়ার করব। এইতো কিছুদিন আগে বাইক ট্যুর দিয়েছিলাম। মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইক-ট্যুর দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করি এটা প্রায় সবাই জানেন ।আমাদের ঘুরাঘুরি করার অনেক বড় একটি সার্কেল আছে। আমরা বিভিন্ন জায়গায় প্রচুর ঘুরাঘুরি করি কিন্তু সময়ের সাথে সাথে সবাই বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে হচ্ছে ঘুরাঘুরি একদমই কমে যাচ্ছে। হঠাৎ করে সিদ্ধান্ত হয় কোথাও ঘুরতে যেতে হবে অনেকদিন হলো ঘুরতে যাওয়া হয় না। লোক সংখ্যা কম ছিল একটি নির্দিষ্ট দিন ফিক্সড করেছিলাম। দিনটি ছিল সোমবার ২৯ তারিখ তিনটি বাইক ৬ জন ২ জন বড় ভাই আর চার বন্ধু ছিলাম।
Device : Redmi Note 11
প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
কিছুদিন আগে তিনটি জেলায় বাইক টুর দিয়েছি বিভিন্ন দর্শনীয় স্থানে গিয়েছি সেই দৃশ্যগুলো চেষ্টা করছি আপনাদের সাথে পর্ব আকারে শেয়ার করার। গত পর্বে চুয়াডাঙ্গা জেলার কার্পাসডাঙ্গায় বন্ধুর বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। তার বাড়ির পাশে সারিসারি তালের গাছ সে দৃশ্যটি খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে সবাই পছন্দ করে যেমনটা নতুন পরিবেশে গিয়ে অনেক ভালো লেগেছিল। যদিও প্রচন্ড গরম ছিল তবুও ভিন্ন জায়গায় গেলে মন ভালো হয়।
Device : Redmi Note 11
ভেতরের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
সেখানে ঘোরাঘুরি করার পর তাদের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবস্থানরত আটচালা ঘরের সেই দৃশ্যপট দেখতে গিয়েছিলাম। কাজী নজরুল ইসলাম প্রবাসী রহিম সরকারের আমন্ত্রণে তার নিজ বাসভূমিতে দুই মাসের জন্য অবস্থান করেছিলেন। কাজী নজরুল ইসলামের অতিথি আপ্যায়নে রহিম সরকার আটচালা ঘর সেখানে তাদের থাকতে দিয়েছিলেন। সেখানে কিছুটা স্মৃতি বিজড়িত দৃশ্য দেখতে পেরে সত্যিই ভালো লেগেছে। হয়তো সেই আগের ঘরটি নেই কিন্তু সেরকম সুন্দরভাবে করে রাখা আছে।
Device : Redmi Note 11
কয়েকটি সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
সেখানে গিয়ে শুধু এই সনের আটচালা ঘরটি দেখতে পেয়েছি। সেখানে রহিম সরকারের পরিবারের লোকজন এখনো বসবাস করে। কাজী নজরুল ইসলামের সেই স্মৃতি বিজড়িত ঘরটি দেখতে সত্যিই ভালো লেগেছে। সেখানে আমরা কয়েকটি সেলফি তুলে নিয়েছি। তার পাশাপাশি সেই জায়গার দৃশ্যপট্টি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আসলে এই স্মৃতি বিজড়িত অতীত হিসেবে রেখে গিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সেখানে অবস্থান করতে পেরে সত্যিই ভালো লেগেছে যেটা আমার কাছে অনেক বড় স্মৃতি।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আট চালা ঘড় ঘুরাঘুরি করার চতুর্থ পর্ব পড়ে অনেক বেশি ভালো লেগেছে। ওখানে অবস্থান করতে পেরে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যা দেখেই বুঝতে পারছি। আসলে এরকম জায়গা গুলোতে গেলে খুবই ভালো লাগে। রহিম সরকার এর পরিবারের লোকজন এখনো ওখানে বাস করে এটা জেনে ভালো লাগলো। আপনারা বন্ধুরা মিলে কিছু ফটোগ্রাফি এবং সেল্ফি তুলেছিলেন। সেগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। সত্যি এই জায়গাটা অনেক বেশী সুন্দর।
ভাইয়া আপনি টাইটেলের মধ্যে লিখেছেন ঘোরাঘুরি করার চতুর্থ পর্ব কিন্তু ভেতরে তৃতীয় পর্ব লিখেছেন। আমার মনে হয় এই বিষয়টা ভুল হয়েছে। সম্পূর্ণটা পড়ে ঠিক করে নিবেন আশা করছি।
আপনারা দেখছি অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘড় ঘুরতে গিয়েছিলেন আপনি। বন্ধুদের সাথে এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে খুবই ভালো লাগে। আর যদি হয় বাইকে করে তাহলে তো কোন কথা নেই। বেশি ভালো উপভোগ করেছি আপনার ঘুরাঘুরি করার মুহূর্ত।