স্পোর্টস :এফএ কমিউনিটি শিল্ড কাপ ( ম্যানসিটি ^ ম্যানচেস্টার ইউনাইটেড )//by ripon40

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ** এফএ কমিউনিটি শিল্ড কাপ (ম্যানসিটি ^ ম্যানচেস্টার ইউনাইটেড )**
  • ১২, আগস্ট ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240812_133017.jpg

ছবিঃ T Sports থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


ম্যানসিটিম্যানচেস্টার ইউনাইটেড
মোট শট-০৯মোট শট-৮ ।
টার্গেটের শট-০১টার্গেটের শট-০২।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৬%বল পজিশন -৪৪%
পাস করে -৫০৫পাস করে -৩৯৯
পাস নির্ভুলতা-৮৭%পাস নির্ভুলতা-৮৫%
ফাউল-১০ফাউল-০৯
হলুদ কার্ড- ০২হলুদ কার্ড - ০১
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০৩
কোণ-০৬কোণ- ০২
সময়কাল সকাল ১০.০০ টায়১২.০৮.২০২৪ইং
ফলাফল :ম্যানসিটি-০১ (7) এসি মিলান -০১(6)

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-08-12-13-26-28-908_com.google.android.youtube.jpg


দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। কোপা আমেরিকা ইউরো কাপ আরো অন্যান্য উপমহাদেশীয় খেলা হয়ে থাকে। যে খেলা গুলো আমরা সবাই উপভোগ করেছি বিশেষ করে ইউরো কাপ এবং কোপা আমেরিকা এই দুটো আসর দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। এবার ইউরো কাপ সবচেয়ে বেশি উপভোগ করেছি কারণ ইউরোপ প্রতিটা দল খুবই শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সেজন্য খেলা দেখে অনেক মজা হয়। কোপা আমেরিকা অনেকগুলো ভালো দল রয়েছে কিন্তু ইউরোর দল থেকে তুলনামূলকভাবে কোন শক্তিশালী।

Screenshot_2024-08-12-13-26-55-250_com.google.android.youtube.jpg


ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা বড় দলের সবগুলো খেলায় দেখা হয়েছে। এবারের ইউরো কাপে কয়েকটি দল সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলেছে ।স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে। স্পেন ফুটবলের যে ছন্দ তাদের মধ্যে খুঁজে পেয়েছি এবার কোপা আমেরিকার খেলা তেমন একটি ভালো লাগেনি। ছন্দময় খেলা উপভোগ করতে পারিনি ।যাইহোক, দুই মহাদেশের খেলার ভিন্নতা রয়েছে সেজন্যই এইরকম। ফাইনাল ম্যাচে ভালই মুহূর্ত পার করেছিলাম কারণ দুটো ফাইনাল একসাথে হয়েছিল আর রাতে ইউরো কাপের ফাইনাল সকালে কোপা আমেরিকার ফাইনাল পুরা রাত খেলা দেখার মাধ্যমে কেটেছে।

Screenshot_2024-08-12-13-27-18-099_com.google.android.youtube.jpg


এবারের মৌসুমী প্রতিটা ক্লাব দল গোছানোর কাজে ব্যস্ত রয়েছে। এর মধ্যে তারা অনেকগুলো ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলেছে। যে ম্যাচগুলোর মধ্যে অনেকগুলো ম্যাচ দেখা হয়েছে বিশেষ করে বড় বড় দলগুলোর খেলা গুলো সবচেয়ে বেশি দেখা হয়ে থাকে । গতকাল ম্যানসিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যে দারুন একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। এফএ কমিউনিটি শিল্ড কাপ যেটা এই মৌসুমের সেরা একটি ম্যাচ যে ম্যাচটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। প্রতিটা দলে নতুন নতুন প্লেয়ারের যোগ হয়েছে তাদের পারফরম্যান্স কেমন সেটাও দেখার আগ্রহ কম ছিল না। খেলার শুরুতে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে গত মৌসুম ম্যানসিটি ভালো খেলেও ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে তারা খেলার যোগ্যতা হারিয়ে ফেলেছে।

Screenshot_2024-08-12-13-27-39-761_com.google.android.youtube.jpg


প্রথমার্ধের ম্যানসিটি অনেকগুলো সুযোগ পায় যেগুলো তারা মিস করে। অন্যদিকে অ্যাটাকিং মুডে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড তারাও দুটি ভালো সুযোগ মিস করেছিল । এভাবে প্রথমার্ধের খেলা শেষ হয় কিন্তু দুই দল কোন গোল করতে পারেনি। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড একটি গোল করেছিল কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। যাইহোক, নির্দিষ্ট সময়ের খেলার বিরতি শেষে আবার খেলা শুরু হয় দুই দল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলতে থাকে। যেটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড তারা নিজেদের ডিফেন্স খুব শক্তিশালী করে খেলে তাছাড়া ম্যানসিটির সাথে পারা অসম্ভব। খেলার 82 মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে। তখন হয়তো ভেবেছিলাম এই ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেড জিতবে।

Screenshot_2024-08-12-13-28-17-190_com.google.android.youtube.jpg


এইদিকে ম্যানসিটি গোল পরিশোধ এর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা আক্রমণত ফুটবল খেলতে শুরু করে। যেমনটা রিয়াল মাদ্রিদ গোল খাওয়ার পর ঘুরে দাঁড়ায় ঠিক তেমনটাই তারা শুরু করেছিল। আর ম্যানচেস্টার ইউনাইটেড তারা গোল দিয়ে এগিয়ে থাকলেও তাদের হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গত মৌসুমে তারা এইভাবে অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছে সে জন্য সম্ভাবনা অনেক কম ছিল ঠিক তাই হলো। ৮৯ মিনিটের মাথায় সিলভা এদের মাধ্যমে দারুন একটি গোল করে দলকে সমতায় ফিরে আনে। শেষ মুহূর্তে এই গোল হজম করার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড অনেকটা ভেঙে পড়ে। যেটা সত্যি যেকোনো দলের জন্য অপ্রত্যাশিত আর মাত্র ৪ মিনিট খেললেই তারা ম্যাচটি জয় করে নিবে। সেই মুহূর্তে গোল খাওয়া মানেই হেরে যাওয়া।

Screenshot_2024-08-12-13-26-34-673_com.google.android.youtube.jpg


এই ধরনের ম্যাচে কোন অতিরিক্ত টাইম থাকে না সেজন্য নির্দিষ্ট টাইমে খেলা শেষ হয়ে যায় তারপরে ম্যাচের ফলাফল পেনাল্টিতে চলে যায়। সেখানে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে শুরু করে প্রত্যেকেই গোল করার মাধ্যমে দলকে জেতানোর কাছাকাছি নিয়ে যায় কিন্তু ম্যানসিটি একটি পেনাল্টি মিস করে সিলভা যেখানে পিছিয়ে পড়ে কিন্তু তার পরবর্তী পেনাল্টি ম্যানচেস্টার ইউনাইটেড মিস করে তখন দুটি দল সমান ভাবে পেনাল্টি প্রতিযোগিতার মাধ্যমে ৬-৭ পেনাল্টি হওয়ার মাধ্যমে ম্যানসিটি জয়ী হয়। যেটা সত্যি দারুন একটা ম্যাচ ছিল
এই মৌসুমের শুরুতে ভালোই উপভোগ করলাম ম্যানচেস্টার ইউনাইটেড এর জন্য যেটা খুবই দুর্ভাগ্য । যাই হোক এরকম ম্যাচ আপনাদের কাছেও ভালো লাগবে ধন্যবাদ।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

ঐদিন রাতে খেলাটা আমি সরাসরি উপভোগ করেছিলাম খুবই ভালো লেগেছিল খেলাটা আমার কাছে। বিশেষ করে দ্বিতীয়ারদের খেলাটা সবথেকে বেশি জমজমাট হয়েছিল। আর পেনাল্টি তো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এমন সুন্দর খেলা সচরাচর উপভোগ করা যায় না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111194.05
ETH 4324.70
SBD 0.84