👕 ঈদের জন্য কিছু কেনাকাটা করতে গিয়ে বৈশাখী ঝড়ের কবলে 🧥 || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ঈদের জন্য কিছু কেনাকাটা করতে গিয়ে বৈশাখী ঝড়ের কবলে
  • ৩০, এপ্রিল ,২০২২
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করেছি সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220430_140426650.jpg


Device : A20s
ঈদের জন্য কিছু কেনাকাটা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রমজান মাস আমাদের জন্য একটি পবিত্র মাস। একমাস রোজা থাকা মানেই সমস্ত পানাহার থেকে বিরত থাকা। একমাস রোজা থাকার পর অত্যান্ত আনন্দের দিন হল ঈদের দিন। রমজান মাসে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে সিয়াম পালন করে এই ঈদের দিনে সবাই হাসিখুশি মুখে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। বাড়িতে এসে মিষ্টিমুখ করে যেটা অনেক বড় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

20220429_202339-01.jpeg

20220429_205622-01.jpeg


Device : A20s
মোটরসাইকেল নিয়ে রওনা দেয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা কয়েকজন বন্ধু মিলে আগেই পরিকল্পনা করে রেখেছিলাম ঈদের দুই থেকে তিন দিন আগে আমরা মার্কেট করতে যাবো। যেটা প্রতিবছরই আমাদের এই সময়ে করা হয়ে থাকে। এবার রমজান মাসে প্রচন্ড গরম পড়ায় দিনের বেলায় মার্কেটে গেলে অনেক কষ্ট হবে সেজন্য আমরা পরিকল্পনা করেছি ইফতার শেষে বাড়ি থেকে মার্কেট এর উদ্দেশ্যে বের হব। কারণ রাতের বেলায় পরিবেশ ঠান্ডা থাকবে এবং রোজা থাকার কষ্টটা অনুভব করব না। আমরা যেখানেই যাই মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। সবাই একসাথে মিলে মার্কেট করলে অনেক মজা হয় আনন্দ হয় ।সবার পছন্দ একরকম থাকে না অনেকের পছন্দ ভালো থাকে যার মাধ্যমে সে তার পছন্দের প্রাধান্য দিতে পারে। আমরা যখন ইফতার শেষ করে সবাই বাড়ি থেকে মার্কেট এর উদ্দেশ্যে বের হই তখন আকাশে হালকা মেঘলা দেখাচ্ছিল। মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। তবুও আমরা পিছুপা হয়নি মার্কেট এর উদ্দেশ্যে রওনা দিলাম।

20220429_202851-01.jpeg

20220429_202638-01.jpeg

20220429_203236-01.jpeg


Device : A20s
আম কুড়ানো মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে যাওয়ার পরপরই প্রচন্ড ঝড়ের কবলে পড়ি। দক্ষিণ দিক থেকে ঝড়-বাতাসের উঠে আসে। আমরা তিনটি মোটরসাইকেল গাড়ি নিয়ে মার্কেট এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।রাস্তায় প্রচুড় ধূলা ছিল যেটা চোখ, মুখ ও কান মাথায় সেই একটা অবস্থা। গাড়ি চালানো সমস্যা হচ্ছিল।তবুও আমরা পিছপা হচ্ছি না। রাস্তার আশেপাশে যেসব গাছপালা ছিল সেইসব গাছের ডাল ভেঙে পড়েছে।রাস্তার পাশে থাকা কলার গাছ গুলো ভেঙে পড়েছে গাড়ি চালানো খুবই ঝুঁকি পূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম সামনে একটা মোড় দেখে দাড়াবো।রাস্তার পাশে যেসব আম গাছ আছে তার প্রায় অর্ধেকটা আম ঝড়ের উত্তাল বাতাসে পড়ে গিয়েছে। অনেকে রাস্তার পাশে দাড়িয়ে আম কুড়াচ্ছে যেটা দেখে ছোট বেলায় আম কুড়ানোর কথা মনে পড়ে গেল।এই বৈশাখ মাসে ঝড়ের মধ্যে আম কুড়ানোর আলাদা একটা মজা পাওয়া যায়।

20220429_204356-01.jpeg

20220429_211326-01.jpeg


Device : A20s
ঝড়ের মধ্যে যেখানে আশ্রয় নিয়েছিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা কিছুপথ যাওয়ার পর একটি মোড় পাই সেখানে অনেক গুলো দোকান ছিল মোটরসাইকেল দোকানের বারান্দায় রেখে অবস্থান নিই। ঝড়ো বাতাস এর সাথে হালকা বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি না হলেও ঝরো হাওয়ায় বইছে।দোকানের পাশে বড় একটি আম গাছ সেই গাছের নিচে প্রচুড় আম পড়েছে। আমরা সেখান থেকে আম কুড়াতে থাকি।একটি কথা বলা হয়নি সেটা হলো ঝড়ে মাঝামাঝি পথে ছোট ছোট বাচ্চারা রাস্তার উপর আম কুড়ানো দেখি। তারা আমাদের দেখে কিছু আম নিতে বলে।তাদের কাছ থেকে কয়েকটি আম নিয়ে যেখানে অবস্থান করেছিলাম সেখানে বসে খাইতে থাকি।ফজলি আম হলো কাঁচা মিঠা আম যেটা খেতে খুবই সুস্বাদু। এই রমজান মাসে এই প্রথম আম খাওয়া অনেক দিন পর ফজলি আম খেলাম।আমরা সবাই মিলে ঐ আম গাছ থেকে অনেক গুলো আম কুড়িয়েছি।

20220429_215702-01.jpeg

20220429_234025-01.jpeg

20220429_234411-01.jpeg


Device : A20s
মার্কেট থেকে কেনাকাটা শেষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যেগুলো এক সাথে করে ছবি তুলে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।আমরা সেখানে অবস্থান করা পর কেউ সেখানে আম কুড়াতে আসেনি।ঝড়ো বাতাসের তীব্রতা কমে গেলে দুজন লোক আম কুড়াতে আসে তাদেরকে আমাদের কুড়ানো আম দিয়ে দিই।তখন জসীম উদ্দিনের মামার বাড়ি কবিতার এই লাইন গুলো মনে পড়ে যায়-

রাতের বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে
ভোরের পাখি গায়।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।

যাইহোক, আমরা কিছু আম ভাগাভাগি করে খেলাম আর বাকিটা তাদেরকে দিয়ে দিই।কিছুক্ষণের মধ্যে ঝড়ো বাতাস এর পরিমাণ কমে যায়। আবার আমরা মার্কেট এর উদ্দেশ্যে রওনা দিই। মার্কেটে গিয়ে আমরা তিনটি দলে ভাগ হয়ে কেনাকাটা শুরু করি। কারণ সবাই একসাথে কিনতে গেলে অনেক সময় লাগবে সেজন্য আমরা ভাগ হয়ে গিয়ে কিনতে শুরু করি যাতে কম সময় লাগে। আমাদের আগেই পরিকল্পনা ছিল মার্কেট শেষ হলে তারপর শহরে একটু ঘুরাঘুরি করব খাওয়া-দাওয়া করব এবং ব্রিজের পাশে গিয়ে আড্ডা দিব। সবার মার্কেট করা বারোটার দিকে শেষ হয়। তারপর আমরা একসাথে হই অনেক দিন চা খাওয়া হয় না একটি দোকানে গিয়ে চা খাই। ব্রিজের পাশে গিয়ে আধাঘন্টা সেখানে আড্ডা দেই। তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই তখন চারিদিকে ঠান্ডা বাতাস বইছে হালকাভাবে নিরব নিস্তব্ধ পরিবেশ বাড়ী পৌছাতে পৌছাতে রাত আড়াইটা বেজে যায়। অনেকদিন পর খুব সুন্দর একটি মুহূর্ত পার করলাম। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।মার্কেট করার পাশাপাশি এরকম মুহূর্ত উপভোগ করতে আমার খুবই ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার মাধ্যমে পাহাড় সৃষ্টি হয় আপনার এই ক্ষুদ্রতম সাপোর্ট একসময় অনেক বড় সফলতা দিবে সেটাই কামনা করি।

 2 years ago 

হাস্যকর ব্যাপার স্যাপার। ঈদের কেনাকাটা করতে গিয়ে আম কুড়ানোর পর বাড়ি ফেরার রহস্য। বড়ই মজা পেলাম। আশা করি অন্যরাও মজা পাবে। হয়তো অনেকেই প্রস্তাবে আপনার এই পোস্ট দেখে। তবে হয়তো মেয়েরাই বেশি ফিল করবে।

 2 years ago 

হ্যাঁ ভাই লাইফে অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে কারণ মার্কেট করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ছোটবেলার স্মৃতি বিজড়িত আম কুড়ানোর সব কিছুই উপভোগ করেছি।

 2 years ago 

ভাই এতগুলো কেনাকাটা করেছেন দেখছি, মার্কেটে আর কিছু বাকি আছে বলে আমার মনে হচ্ছে না। অনেক অনেক শপিং করেছেন সেই সাথে বৈশাখী ঝড়ের কবলে পড়ায় দিনটি আপনার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। আপনি ঠিকই বলেছেন ভাইয়া, ঝড়ের দিনে কাউকে আম কুড়াতে দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর এই ঝড়ের দিনের সুন্দর বর্ণনা আর আপনার কেনাকাটা সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই অনেক কিছু কেনাকাটা করেছি কেনাকাটার সাথে সাথে কাটানো মুহূর্তগুলো অসাধারণ ছিল ভাই যেটা আপনি পোস্ট পড়ে বুঝতে পেরেছেন ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপনার পোস্টটি পড়ে অনেক মজা পেলাম ভাই। নতুন একটা অভিজ্ঞতা আপনার মুখে শুনলাম। আসলে শপিং করতে গিয়ে আম কুড়ানো এটা অন্য ধরনের একটি অভিজ্ঞতা আমি মনে করি। এরকম অভিজ্ঞতা আজ পর্যন্ত আমার হয় নাই। যাইহোক এতকিছুর পরেও যে আপনি মার্কেট করেছেন এটা অনেক কিছু ভাই। সবাই সুস্থভাবে ফিরে এসেছেন এটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই আমার লাইফে নতুন একটি স্মৃতিবিজড়িত কাহিনীর জন্ম দিয়েছে এরকম কখন হবে কিনা জানিনা এটাই প্রথম ছিল পড়ার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইরে কাল যে কী ঝড় ছিল মাথানষ্ট। আমি মার্কেটে যাওয়ার জন্য তৈরি হয়েছি মাএ আর উঠে এসেছে ঝড় তাই আর যাওয়া হয়নি। তবে আপনারা যে ঝড়ের বাঁধা উপেক্ষা করে অবশেষে কেনাকাটা শেষ করেছেন এটা দেখে ভালো লাগল। তবে আপনাদের শপিং এর থেকে ব‍্যাগের বাহার মনে হয় বেশি ছিল হি হি। Easy বলে কথা।।

 2 years ago 

আমরা সকল বাধা মোকাবেলা করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি কখনো পিছুপা হয়নি অনেক কিছু কিনাকাটা করলাম সব বাধা পেরিয়ে সব মিলিয়ে সুন্দর মুহূর্ত ছিল।

 2 years ago 

আমি তো দেখছি আপনি পুরো দোকানটাই তুলে নিয়ে এসেছেন ভাইয়া। অনেক কিছু কেনাকাটা করেছেন দেখছি। আবার কেনাকাটা করতে গিয়ে আম কুড়িয়েছেন দেখছি। খুবই ভালো লাগলো আপনার ঈদের কেনাকাটার অভিজ্ঞতার পোস্টটি পড়ে। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

না পুকুর দোকানটায় তুলে আনা হয়নি এখানে শুধু আমার একার নয় আমার সাথে যেসব বন্ধু ছিল তাদেরটাও আছে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কালবৈশাখী ঝড় হলেও শপিং করতে অনেক মজা হয়েছিল বিশেষ করে আম কুড়ানো আমার কাছে খুবই নতুন একটা অভিজ্ঞতা শিকার যাইহোক এভাবে পুনরায় অন্য একদিন আবার শপিং করতে যাব কালবৈশাখী ঝড় দেখে।।

 2 years ago 

কালবৈশাখী ঝড় হলেও আমরা শপিং করে অনেক মজা পেয়েছি আপনি ঠিকই বলেছেন লাইফের অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে অনেক সুন্দর মুহূর্ত পার করেছে আমরা সবাই মিলে।

 2 years ago 

এই দিনটা কথা আমি কখনো ভুলব না আমার সারা জীবন মনে থাকবে।

 2 years ago 

এই দিনের কথা কখনো ভুলার নয় স্মৃতি হয়ে সব সময় স্মরণ করিয়ে দেবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33