স্পোর্টস : লাল লিগা ( রিয়াল মাদ্রিদ ^ ম্যালোর্কা )//by ripon40

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • লাল লিগা ( রিয়াল মাদ্রিদ ^ ম্যালোর্কা )
  • ১৪, এপ্রিল ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240414_135109.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদম্যালোর্কা
মোট শট-১৬মোট শট-০৬ ।
টার্গেটের শট-৯টার্গেটের শট-০২ ।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৫৭%বল পজিশন -৪৩%
পাস করে -৫৫৯পাস করে -৪১৩
পাস নির্ভুলতা-৮৬%পাস নির্ভুলতা-৮০%
ফাউল-০৭ফাউল-১৮
হলুদ কার্ড- ০১হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০১
কোণ-০৪কোণ- ০২
সময়কাল রাত ১০.৩০ টায়১৩.০৪.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ -০১ ম্যালোর্কা -০০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-04-14-13-47-47-517_com.google.android.youtube.jpg


গতকাল লা লিগায় বড় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে । প্রথমে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল তারপর পরবর্তীতে বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হয় আসলে আমি প্রায় সময়ই রিয়াল মাদ্রিদকে নিয়ে পোস্ট করি। খেলাধুলা বিষয়ে আমি রিয়াল মাদ্রিদের অনেক বড় একটি ফ্যান। তাদের খেলা আমার খুবই ভালো লাগে। অনেক আগে থেকেই এই ক্লাবের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। তাছাড়া বার্সেলোনার খেলা, ম্যানসিটি, লিভারপুল, আর্সেনাল , ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ান মিউনিখ এর খেলাগুলো উপভোগ করে থাকি। বর্তমান লীগের খেলা প্রায় শেষের দিকে। প্রতিটা ম্যাচ সেজন্য খুবই গুরুত্বপূর্ণ । যদিও লাল লিগায় রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অন্যান্য দলের থেকে পয়েন্ট ব্যবধান অনেক। বার্সেলোনা পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা ৮ পয়েন্ট পিছিয়ে আছে। এবারের লীগ শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রিয়াল মাদ্রিদ কারন আরেক কয়টি ম্যাচ রয়েছে তবুও একটু রিস্ক থেকেই যায়।

Screenshot_2024-04-14-13-47-58-652_com.google.android.youtube.jpg


কারণ গত মৌসুমে রিয়াল মাদ্রিদ সহজ প্রতিপক্ষের সাথে অনেকগুলো ম্যাচ হেরে যাওয়ার কারণে শিরোপা হারিয়েছিল। এবার তার ব্যতিক্রম ধারাবাহিকভাবে প্রতিটা ম্যাচ যেভাবে হোক জিতে নিয়েছে। এবার বার্সেলোনার প্রথমদিকে পারফরম্যান্স খুবই খারাপ ছিল । নতুন দল জিরো না এবার খুবই ভালো খেলেছে । প্রথমদিকে ভালই প্রতিযোগিতা শুরু করেছিল। এখন পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। রিয়াল মাদ্রিদের আর মাত্র সাতটি ম্যাচ রয়েছে এর মধ্যে চারটি ম্যাচ জিতে নিতে পারলেই তাহলে আর লীগ শিরোপা হারানো সম্ভব না থাকবে না। গতবারের তুলনায় এবার রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স খুবই ভালো বিশেষ করে মিড ফিল্ডে জুট বেলিংহাম আসার পর দলের শক্তি অনেকটা বেড়ে গিয়েছে। বর্তমান রিয়াল মাদ্রিদের তারুণ্যে ভরা একটি দল।

Screenshot_2024-04-14-13-48-50-030_com.google.android.youtube.jpg


গতকাল রাতে যে দলটির সাথে খেলা ছিল তারা পয়েন্ট তালিকায় ১৫ তম স্থানে রয়েছে। তাদের অবস্থান খুবই বাজে সেজন্য ভেবেছিলাম অনেক বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। যদিও দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের মাঠে খেলা খুবই কঠিন সেটাও মাথায় রাখতে হবে। খেলার প্রথমার্ধে অনেকগুলো সুযোগ পায় রিয়াল মাদ্রিদ সেগুলো কাজে লাগাতে পারেনি ম্যালর কা ডিপেন্সিভ ফুটবল খেলতে শুরু করে। সেজন্য আক্রমণ করা খুবই কঠিন হয়ে যায় । তবুও রিয়াল মাদ্রিদ বল পজিশন ধরে রেখে আক্রমণ করার চেষ্টা করে। তেমন কোনো আক্রমণ প্রথমার্ধে দেখতে পায়নি। অন্যদিকে মেলরকা তারা এটাকে নিয়ে ভালো একটা সুযোগ পেয়েছিল। সেটা তারা মিস করে তাছাড়া প্রথম আক্রমণ হয়নি।

Screenshot_2024-04-14-13-49-51-299_com.google.android.youtube.jpg


এভাবে খেলার প্রথমার্ধ শেষ হয় তারপরে ভাবলাম হয়তো গোল তেমন একটা হবে না। কারণ রিয়াল মাদ্রিদ ঝুঁকি নিয়ে খেলার চিন্তা-ভাবনা করবে না ১৮ তারিখে ম্যানসিটির সাথে চ্যাম্পিয়ন্থ লীগের কোয়ার্টার ফাইনালের খেলা রয়েছে। যে ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সেজন্য প্লেয়ার ইনজুরিতে না পরে সেই সতর্কতা রেখে খেলা শুরু করে কোচ । এর আগের দিন ম্যানসিটির লুটনের সাথে ম্যাচ ছিল সেই ম্যাচে কোচ গার্ডিওয়ালা কোন রিক্স না নিয়ে তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের কে রেস্ট দেয় । কারণ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । তারা লীগ ভালো একটা অবস্থানে রয়েছে। যেকোনো একটি ম্যাচ হারলে লীগ শিরোপা হারানো সম্ভাবনা ছিল। তবুও কোচ গার্ডিওয়ালা সেই রিস্ক নিয়েছে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ সতর্কতা অবলম্বন করে ম্যাচটি খেলার চেষ্টা করেছে ড্র হলেও তাদের কোন চিন্তা নেই। চাপ মুক্ত ফুটবল খেলার চেষ্টা করেছে।

Screenshot_2024-04-14-13-50-04-475_com.google.android.youtube.jpg


যখন আবার দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয় রিয়াল মাদ্রিদ দারুন ভাবে আক্রমণ করতে থাকে। ৪৮ মিনিটের মাথায় চুয়ামেনি ডি বক্সের বাইরে থেকে শট দিয়ে গোল করে। হঠাৎ করে তাদের খেলার ধারা ঘুরে গেল ।ম্যালোর্কা কোন পাত্তাই দিচ্ছিল না বিশেষ করে মিডফিল্ডে তারা এমনভাবে দাপট দেখিয়ে খেলছিল সেখানে ম্যালোর্কা পাত্তাই পায়নি। দু'দলের মধ্যে টান টান উত্তেজনা চলছে। সত্যিই এই ধরনের ম্যাচগুলো উপভোগ করতে খুবই ভালো লাগে। এর আগেও আমি বলে এসেছি সেজন্য লীগের যে ম্যাচগুলো হয়ে থাকে সেগুলো প্রায়ই দেখার চেষ্টা করি। বল পজিশনে কিছুটা পিছিয়ে থাকলেও রিয়াল মাদ্রিদ তাদের প্রতিপক্ষের জালে অনেকগুলো শট নিয়েছে এবং শর্ট অন টার্গেটও অনেক ছিল।

Screenshot_2024-04-14-13-50-27-740_com.google.android.youtube.jpg


খেলার দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসকে মাঠে নামানো হয়। আক্রমণ ভাগ অনেক শক্তিশালী হয় অনেকগুলো আক্রমণ করে রিয়াল মাদ্রিদ সহজ সহজ সুযোগ গুলো যখন মিস হয় তখন আর গোল হওয়া সম্ভব না থাকে না। শুধুমাত্র গোলকিপার ব্যতীত আর কেউ ছিলনা এরকম অনেকগুলো সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ যেটা মিস করে। এই সহজ সুযোগগুলো মিস না করলে হয়তো গোল ব্যবধান অনেক হত। চার শুন্য গোলে জিততে পারতো। যাইহোক সেটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো ম্যাচটি জিতে নেওয়া যেহেতু রিয়াল মাদ্রিদ এক শুন্য গোলে এগিয়ে আছে তিন পয়েন্ট নিতে পারলেই তাদের শিরোপা জেতার অনেক কাছাকাছি চলে যাবে অবশেষে ম্যাচটি 90 মিনিট অতিরিক্ত টাইমে খেলাটি শেষ হয়। সেখানে রিয়াল মাদ্রিদ 1-0 গোলে ম্যাচটি জয় করে নেয়। সামনের ১৮ তারিখে সেই ম্যাচটির অপেক্ষায় রয়েছি। আপনারা যারা খেলা দেখতে পছন্দ করেন । তারা ম্যাচটি দেখবেন টানটান উত্তেজনা মুহূর্ত উপভোগ করতে পারবেন।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 months ago 

চমৎকার একটি ফুটবল ম্যাচের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও খেলাটি আমার দেখা হয়নি তবে আপনার লেখাগুলো পড়ে মনে হচ্ছে ম্যাচটি অত্যন্ত জমজমাট একটি ফুটবল ম্যাচ হয়েছিল। আর এরকম ফুটবল ম্যাচ গুলো দেখার মধ্যে অনেক বেশি আনন্দ রয়েছে, একই সাথে উত্তেজনাও রয়েছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সামনেই ম‍্যানসিটির সঙ্গে গুরুত্বপূর্ণ ম‍্যাচ। এইজন্যই কার্লো দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়াই খেলতে নামায় দলকে। সত্যি বলতে প্রথমে একটু ভয়েই ছিলাম। যদিও বড় কোন অঘটন না ঘটলে লীগে রিয়াল মাদ্রিদের থেকে কেউ নিতে পারবে না। চুয়োমিনির রকেট গোলটা জাস্ট এককথায় অসাধারণ অনবদ‍্য ছিল। অনেকদিন পর তার থেকে এইরকম একটা গোল দেখলাম।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47