DIY-(এসো নিজে করি) || পেন্সিল দিয়ে গাভীর চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পেন্সিল দিয়ে গাভীর চিত্র অংকন
  • 16, ফেব্রুয়ারি , ২০২২
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পেন্সিল দিয়ে একটি গাভীর চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



20220215_224456-01.jpeg


গাভীর চিত্র অংকন
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20220103_162640-01.jpeg



🥦ধাপ সমূহ🥦

ধাপ-১

20220215_222250-01.jpeg

  • প্রথমেই গাভীর মুখচিত্র অংকন করতে শুরু করি।

ধাপ-২

20220215_222555-01.jpeg

  • তারপর গাভীর চোখ কান ও মুখের সৌন্দর্য অংকন করে নিয়েছি।

ধাপ-৩

20220215_222820-01.jpeg

  • গাভীর দেহের অংশ অংকন করে নিয়েছি।

ধাপ-৪

20220215_223030-01.jpeg

  • তারপর গাভীর সামনের দুটো পা একে নিয়েছি।

ধাপ-৫

20220215_223431-01.jpeg

  • গাভীর সামনের দুটো পা অংকন এর পর পেছনের পা ও লেজের অংশ অংকন করে নিয়েছি।

ধাপ-৬

20220215_223623-01.jpeg

  • তারপর গাভীর দুধের স্তন একে নিয়েছি।

ধাপ-৭

20220215_223658-01.jpeg

  • তারপর গাভীর পায়ের খুর পেন্সিল দিয়ে গারো করে নিয়েছি।

ধাপ-৮

20220215_223850-01.jpeg

  • পেন্সিল দিয়ে গাভীর সম্পন্ন অংকন কাজ শেষ করি।

ধাপ-৯

20220215_224056-01.jpeg

  • গাভীর চোখের ও নাকের অংশ কালো কলম দিয়ে গারো করে নিয়েছি।

ধাপ-১০

20220215_224229-01.jpeg

  • এভাবেই গাভীর সম্পন্ন অংকন কাজ শেষ। আমি তেমন ভালো অংকন করতে পারি নাহ চেষ্টা করি অংকন করার। আশাকরি অংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

পেন্সিল দিয়ে বেশ ভালো এঁকেছেন তো।তবে পেন্সিল দিয়ে হালকা করে রং করলে আরো সুন্দর লাগতো।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। চেষ্টা করে দেখবো তো,আমি পারি কিনা।আপনার উপস্থাপনা বরাবরই খুব সুন্দর হয়। ধন্যবাদ

 2 years ago 

ঠিকই বলেছেন আপু হালকা রং করলে ভালো লাগতো। আমি চেষ্টা করছি ভালোভাবে অংকন করার ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে গাভীর চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন অত্যন্ত অসাধারণ হয়েছে। আপনি খুবই চমৎকার এবং সূক্ষ্মভাবে এই চিত্র অংকন সম্পন্ন করেছেন। আপনার আর্ট টি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 
ওয়াও অনেক সুন্দর ভাবে আপনি পেন্সিল দিয়ে গাভীর চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। দেখতে অনেক সুন্দর লাগতাছে এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন সত্যিই অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্র আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য,,,,,
 2 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম। এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি গাভীর চিত্র অঙ্কন করেছেন পেন্সিল দিয়ে। দেখতে বেশ চমৎকার লাগছে। এবং আপনি চিত্রটির সম্পর্কে ধাপে ধাপে অনেক সুন্দর বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করছি ভালো কিছু অংকন করার ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি গাভীর চিত্র অঙ্কন করেছেন পেন্সিল দিয়ে। দেখতে বেশ চমৎকার লাগছে। এবং আপনি চিত্রটির সম্পর্কে ধাপে ধাপে অনেক সুন্দর বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই। ❤️

 2 years ago 

গাভীর চিত্রাংকন সুন্দর হয়েছে তবে রং পেন্সিলের ব্যবহার করলে আমার মনে হয় দেখতে আরো ভালো হতো। যাই হোক আপনি চেষ্টা করেছেন ভালো কিছু অঙ্কন করার এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এর পরবর্তীতে আরো ভালো কিছু অঙ্কন করে সকলের মাঝে উপহার দিবেন।

 2 years ago 

আমার চিত্র অংকন এর তেমন একটা অভিজ্ঞতা নেই। পরর্বতী সময়ে চেষ্টা করবো রং করার ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে আপনি অসাধারণ একটি চিত্র অংকন করেছে। মনে হচ্ছে সত্যি কারের একটি গাভী দাঁড়িয়ে আছে চোখের সামনে। প্রতিদিন স্টেপ খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি গাভীর চিত্রকর আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে তাই মনে হয়েছিল কিন্তু গাভীটির দাড়ানো দৃশ্য অংকন করার চেষ্টা করেছি ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি গরুর চিত্র অঙ্কন করেছেন। এরকম পেন্সিলের চিত্রগুলো দেখতে খুবই ভালো লাগে। মনে হচ্ছে আপনি ধৈর্য ধরে চিত্রটি অঙ্কন করেছেন। চিত্রাংকন টি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এরকম একটা চিত্র শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনাদের সুন্দর সুন্দর চিত্র অংকন দেখে আমিও চেষ্টা করছি অংকন করার। এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আজকে চমৎকার ভাবে আপনি পেন্সিল দিয়ে গাভীর চিত্র অংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

পেন্সিল দিয়ে চেষ্টা করছি অংকন করার এবং দক্ষতা বাড়ানোর জন্য। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে গাভীর অনেক সুন্দর একটি স্কেচ অঙ্গন করলেন। দেখতে তো একেবারে সত্যিই গাভীর মতো মনে হচ্ছে। পেন্সিলের আঁকা স্কেচ গুলো এমনিতেই আমার কাছে অসাধারণ লাগে। আপনার চিত্রাংকন টিও খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65811.20
ETH 3178.05
USDT 1.00
SBD 2.54