বিকেলের সুন্দর মুহূর্তটা সরিষা ফুলের মাঝে বিচরণ|| @shy-fox 10% beneficiary by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- বিকেলের সুন্দর মুহূর্তটা সরিষা ফুলের মাঝে বিচরণ
- ২৪,ডিসেম্বর ,২০২২
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেলের সুন্দর মুহূর্তটা সরিষা ফুলের মাঝে বিচরণ মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : A20s
বিকেলের সুন্দর মুহূর্তটা সরিষা ফুলের মাঝে বিচরণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।
Device : A20s
মাঠে পদচরণে সরিষা ফুলের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
প্রকৃতি তার সময়ের সাথে সাথে রূপ বদলায়। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়। বর্ষাকালীন সময়ে এই জায়গাটিতে ভরপুর পানি ছিল যেখানে নৌকা বহমান জেলেদের মাছ ধরার দৃশ্য সেগুলোই উপভোগ করেছি। আবার বর্ষার শেষে শীতের আগমন বার্তায় এই জায়গাটি একদম শুকিয়ে গেছে সেখানে কৃষকেরা সরিষা ক্ষেতের চাষাবাদ করেছিল যার দৃশ্যপট আপনারা দেখতে পাচ্ছেন ।চারিদিকে শুধু সরিষা ফুলের সমাহার দ্বারা বেষ্টিত যেটা প্রকৃতির রূপ সৌন্দর্য বৃদ্ধি করেছে। সরিষা ফুলের মাঝে এই দৃশ্য গুলো দেখতে সবাই পছন্দ করে যেটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দিনগুলোর অপেক্ষায় থাকি। তাছাড়া প্রকৃতির বিভিন্ন মৌসুমে বিভিন্ন সৌন্দর্য নিয়ে হাজির হয়। যেটা প্রকৃতির রূপ বৈচিত্রের একটি চক্র যেটা সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখতে পাই। আসলেই এগুলো সত্যিই অনেক ভালোলাগার বিষয় যেটা প্রকৃতির নিয়মে চলে থাকে।
Device : A20s
সরিষার মাঝ দিয়ে যাওয়ার মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
বিকেল মুহূর্তে সূর্যের তাপ যেটা শরীরের সহনীয় পর্যায়ে থাকে। মাঠের মাঝে গেলে খোলা আকাশের নিচে সূর্যের এই সহনীয় তাপ সবাই গ্রহন করতে পছন্দ করে। শীতের মৌসুমের সূর্যের তাপের সাথে সাথে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে খুবই ভালো লাগে। আমার দুজন বন্ধু আছে তাদের বাসা আমাদের বাসা থেকে অল্প একটু দূরে ।সব সময় একই সাথে চলাফেরা করা হয় যেখানে যাই একসাথেই যাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিকেল মুহূর্তে মাঠের মাঝে সরিষা ফুলের এই সৌন্দর্য উপভোগ করব। তাছাড়া অনেক দিন যাবত মাঠে যাওয়া হয় না অনেকদিন পর মাঠে গেলে ভালোই লাগবে। যেটা আজকের এই দৃশ্যপট। যখন মাঠে প্রবেশ করি চারিদিকে শুধু সরিষা ফুলের ঘ্রাণ এই সুগন্ধি সত্যিই অনেক মধুময় ।যেটা মন হৃদয়কে জয় করে নিয়েছে অনেক ভালোলাগার বিষয় ছিল তাড়াতাড়ি করে সরিষার ওই বিচরণ দৃশ্য দেখার জন্য মাঠের মাঝে প্রবেশ করি।
Device : A20s
বন্ধুদের সাথে সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
চারিদিকে শুধু সরিষায় দেখতে পাচ্ছেন অন্য কোন ফসলের চাষাবাদ নেই। এই ফাঁকা জায়গাটিতে এখানে সরিষা চাষের পর এখানে ধান চাষ করা হয়ে থাকে। সরিষা ফুলের সৌন্দর্য যেটা মাঠের সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমরা সরিষা ফুলের মাঝ দিয়ে হাঁটতে শুরু করি কিন্তু একটি বিষয় লক্ষ্য করি আমাদের পোশাকের দুই সাইডে সরিষা ফুলের পাপড়ির অংশ লেগে লেগে হলুদের দাগ পড়ে গিয়েছে। আমরা একটু সচেতন অবস্থায় চলাফেরা করতে শুরু করি। আমার কাছে খুবই ভালো লাগছিল এই দৃশ্যটি দেখে কার না ভালো লাগবে । এই ফুলের সৌন্দর্য যেটা মানুষকে আকৃষ্ট করে এবং মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করে। সরিষা ফুলের খাঁটি মধু যেটা এই সময়ে অল্প দামে পাওয়া যায় ।কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি মৌমাছির সংখ্যা খুবই কম ছিল সেটা কি জন্য বুঝতে পারলাম না। তবুও চারিদিকে দারুন সময় অতিবাহিত করার পর বিকেলের শেষ মুহূর্তে আমরা সরিষার মাঝ দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আশা করি আমার কাটানো মুহূর্ত এবং সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আহা ভাই চোখ জুড়িয়ে গেল।কত দিন যে এই দিগন্তবিস্তৃত হলুদ সরিষা ফুলের দৃশ্য দেখি না।আপনার কল্যানে আজ অনেক দিন পর দেখলাম।আসলেই ঘোরাঘুরি করতে পছন্দ করেনা এমন লোক খুব কমই আছে। আপনি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই এই সুন্দর দৃশ্য গুলো দেখতে পেলাম ভাইয়া। ধন্যবাদ আপনার ঘোরাঘুরির বর্ণনা ও সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
তাই নাকি ভাই আসলেই বিভিন্ন মৌসুমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে যেটা আপনি ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা হলেও দেখতে পেয়েছেন।
প্রকৃতির লীলাখেলায় এক জায়গা একবার পানিতে প্লাবিত আবার সেই জায়গাই সরিষার হলদে রঙে আচ্ছন্ন।মনটা একদম জুড়িয়ে গেল ভাই🌼
বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন।ছবিগুলো দেখে মনটা ভালো হয়ে গেল।শুভ কামনা রইলো আপনার জন্য।
হ্যাঁ ভাই এখানে ভিন্ন সময় ভিন্নরূপে দেখতে পাওয়া যায় প্রকৃতির এই সৌন্দর্য প্রতিবছর দারুণভাবে উপভোগ করি।
সরিষা ফুলের মাঝে সুন্দর মূহুর্ত শেয়ার করেছেন ভাইয়া। আসলে ঘোরাঘুরি করতে আমারো ভিশন পছন্দ। কিন্তু এখন সময়ের অভাবে খুব একটা ঘোরাঘুরি করা হয়ে উঠে না। গ্রামে থাকতে দুপুর বেলা খাবার শেষ করে সব বন্ধুরা মিলে সরিষা খেতে রাস্তা দিয়ে বসে থাকতাম। কারণ শীতের সময় দুপুরে মিষ্টি মিষ্টি রোদ অনুভব করতে কার না ভালো লাগে। এগুলো এখন স্মৃতি হয়ে গেছে।আর এখন সরিষা সিজন চলছে সবজায়গাতেই সরিষা চাষ হচ্ছে। আসলে এমন সৌন্দর্য উপভোগ করতে ভিশন ভালো লাগে। খুব মিস্ করি এমন আড্ডা গুলোকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আসলেই ভাই বিকেল মুহূর্তে শীতের দিনে সরিষার মাঝে গিয়ে এই সুন্দর ঘ্রাণ তার সাথে সূর্যের মিঠা আলোর তাপ সত্যিই অনেক ইনজয় মুহূর্ত।
সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমারও খুব ইচ্ছে সরিষা ক্ষেতে গিয়ে ঘোরাফেরা করতে। কিন্তু সরিষার ক্ষেত এরকম সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে এরকম সরিষা ক্ষেতে ঘোরার খুব ইচ্ছে করছে একবার এরকম সরিষা ক্ষেতে ঘুরে আসতে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
তাই নাকি তাহলে আমাদের এলাকায় চলে আসুন এই সুন্দর ফুটন্ত সরিষা ফুলের দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারবেন।
চারদিকে শুধু সরিষা আর সরিষা। সরিষা ক্ষেত আমার ভীষণ ভালো লাগে। আর সরিষা ক্ষেতের ফুলগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে। এত বড় সরিষা ক্ষেতে আমি কখনো হাঁটিনি। আপনার বন্ধুদের সাথে ঘুরাঘুরি দেখে আমার ভীষণ ইচ্ছে করছে সরিষা ক্ষেতে হাঁটতে। দেখছি শুধু সরিষায় একেবারে পূর্ণ পুরো মাঠ জুড়ে। এরকম জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগে। আমি মনে করি কারো মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। আপনার মাধ্যমে এত বড় একটা সরিষা ক্ষেত দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে।
পরিবেশটাকে ভিন্ন আলোকসজ্জা রূপ দিয়েছে হলুদ ফুটফুটে সরিষা ফুল যেটা দেখতে এবং উপভোগ করতে দুটোই ভালো লাগে।
কিছুদিন আগে আমিও গিয়েছিলাম সরিষা ফুলের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলতে। সত্যি ভাইয়া সরিষা ফুলের ক্ষেতগুলো দেখলে হৃদয় জুড়িয়ে যায়। মনে হয় যেন অন্য রকমের অনুভূতি তৈরি হয়। চারিদিকে যেন হলুদের সমারোহ। আর আমি আমার ছোট বোনদের সাথে সেখানে ঘুরতে গিয়েছিলাম। আপনি তো দেখি আপনার বন্ধুদের সাথে গিয়েছেন। আসলে সেই মুহূর্তগুলো হয়তো অনুভূতিতে প্রকাশ করা যায় না। কিংবা সেই অনুভূতি বলেও প্রকাশ করা যায় না। ভালো লাগলো ভাইয়া আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে।
তাহলে তো আপনার অনুভূতি আমার অনুভূতি কাছাকাছি যেটা উপভোগ করতে দেখতে দুটোই ভালো লাগে।
জি ভাইয়া ঘোরাঘুরি করে না এমন লোক খুব কম খুঁজে পাওয়া যাবে। আমার কাছেও বাইরে যে কোন জায়গায় ঘুরতে যেতে অনেক ভালো। আমাদের এদিকে অনেক সরিষা ফুল ফুটেছে। শীতের সময় এই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়ে সরিষা ফুলের সুন্দর কিছু ফটোগ্রাফি এবং মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু শীতের মৌসুমী এই সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে অনেক ভালো লাগলো আপনার মন্তব্য।
আমার কাছে সরিষা ক্ষেত খুব ভালো লাগে। সরিষা ক্ষেত এই সময়ে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন প্রকৃতি সমরের সাথে রূপ বদলায়। এইসব জায়গাগুলো বর্ষাকালে পানি থাকে। কিন্তু গ্রীষ্মকাল সব জায়গা শুকিয়ে যায়। তবে আমাদের এই দিকে এরকম সরিষা ক্ষেত নেই। মাঝেমধ্যে হালকা দেখা যায়। আপনার বন্ধুদের নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সরিষা ক্ষেত । চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
হ্যাঁ আপু একসময় ভরপুর পানি থাকে তখন নদীতে নৌকা চলে আর শীতের মৌসুমে এখানে সরিষ া ফুলের সুন্দর পরিবেশ দেখতে পাওয়া যায়।