স্পোর্টস :ইংলিশ লীগের বড় ম্যাচ (লিভারপুল ^ নিউক্যাসেল )//by ripon40

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ইংলিশ লীগের বড় ম্যাচ ( লিভারপুল ^ নিউক্যাসেল )
  • ০২, জানুয়ারি ,২০২৪
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240102_235523.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


লিভারপুলনিউক্যাসেল
মোট শট-৩৪মোট শট-৫
টার্গেটের শট-১৫টার্গেটের শট-৩
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৬২%বল পজিশন -৩৮%
পাস করে -৫৫৫পাস করে -৩৫০
পাস নির্ভুলতা-৮৪%পাস নির্ভুলতা-৭৫%
ফাউল-১৬ফাউল-১৫
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০৫
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০৩
কোণ- ০৭কোণ- ০৩
সময়কাল রাত ০২.০০ টা০২.০১.২০২৪ইং
ফলাফল :লিভারপুল-০৪ নিউক্যাসেল -০২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-01-02-23-52-51-115_com.google.android.youtube.jpg


গতকাল অনুষ্ঠিত হয়েছে ইংলিশ লীগের অনেক বড় একটি ম্যাচ। এবার ইংলিশ লীগ অনেক জমে উঠেছে। তাছাড়া ইংলিশ লীগের প্রতিটা দল হাড্ডাহাড্ডি লড়াই করে । ফুটবলের যতগুলো লিগ রয়েছে তার মধ্যে জনপ্রিয় লিগ হল ইংলিশ লীগ। কেউ কাউকে ছেড়ে দিতে রাজি নয়। কখন কোন দল হেরে যাবে সেটা বলা মুশকিল। ধারাবাহিকভাবে নিউক্যাসেল অনেক ভালো ফুটবল খেলছে টানা দুই তিন সিজন। গত দুই মৌসুম লিভারপুলের তেমন একটা ভালো যায়নি। এই মৌসুমে লিভারপুল অনেক ভালো খেলছে।

Screenshot_2024-01-02-23-53-06-832_com.google.android.youtube.jpg


গতকালকের ম্যাচটি ছিল পয়েন্ট তালিকায় শীর্ষে যাওয়ার ম্যাচ। যে দল হারবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাবে। ম্যাচটি অনুষ্ঠিত হয় লন্ডনের জনপ্রিয় স্টেডিয়াম আনফিল্ডে। লিভারপুলের ঘরের মাঠ এবারের পারফরমেন্সে লিভারপুল কে আমি এগিয়ে রেখেছিলাম। এই মৌসুমে নিউক্যাসেল তেমন ভালো ফুটবল খেলছে নাহ। অনেক গুলো ম্যাচ হেরেছে। এই দুটি দলের খেলা ফুটবল প্রিয় দর্শক শ্রোতারা ম্যাচটি উপভোগ করার জন্য মুখিয়ে ছিল। ম্যাচটি রাত সাড়ে ২ টায় অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে।

Screenshot_2024-01-02-23-53-19-324_com.google.android.youtube.jpg


লিভারপুলের পারফরম্যান্স খুবই ভালো এবারের সিজনে । তারা পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। গতকালকের ম্যাচটিতে অসাধারণ ফুটবল খেলেছে নিজেদের ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে তারা ইতিহাস গড়েছে অন্যদিকে নিউ ক্যাসেল গত মৌসুমে ভালো ফুটবল খেললেও এই মৌসুমে তাদের পারফরমেন্স তেমন একটা ভালো নয় । তারা চেষ্টা করবে ম্যাচটা সমতায় শেষ করার। প্রথমার্ধে তারা আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। কিন্তু ভালো ফুটবল খেললেও কোন গোলের দেখা পায় না। অনেকগুলো শর্ট ছিল প্রথমার্ধে কিন্তু কোন গোল হয়নি। খেলার শুরুতে দারুন একটি পেনাল্টি পেয়েছিল লিভারপুল মোহাম্মদ সালাহ সেই পেনাল্টি মিস করে মিস না করলে হয়তো এক শূন্য ব্যবধানে এগিয়ে থাকতো।

Screenshot_2024-01-02-23-53-47-217_com.google.android.youtube.jpg


প্রথমার্ধের খেলাটি ভালোই উপভোগ করেছি। দুই দল ভালো আক্রমণ করেছে। খেলার হাফ টাইম শেষে আবার খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৯ মিনিটে মোঃ সালাহ দারুন একটি গোল করে সেই গোলে লিভারপুল এগিয়ে যায়। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারিনি খেলার ৫৪ মিনিটে নিউ ক্যাসেল গোল পরিশোধ করে। আবার ৭৪ মিনিটে লিভারপুলের প্লেয়ার জঞ্জ দারুন একটি ফিনিশিং করে দলকে দুই এক ব্যবধানে এগিয়ে নিয়ে যায়। খেলা ৭৮ মিনিটে আবারো দারুন একটি গোল করে লিভারপুল । নিউ ক্যাসেল চেষ্টা করে গোল পরিশোধ করার ৮১ মিনিটে একটি গোল পরিশোধ করে।

Screenshot_2024-01-02-23-54-16-146_com.google.android.youtube.jpg


লিভারপুল অ্যাটাকিং আক্রমণে দারুন একটা সুযোগ পেয়েছিল । যেটা সবাই ভেবে নিয়েছিল গোল হবে কিন্তু সেই বলটি গিয়ে বার পোস্টে লেগে ফিরে আসে। খেলা শেষ হতে আর মাত্র ৯ মিনিট বাকি সেই সময় লিভারপুল একটি পেনাল্টি পায় মোহাম্মদ সালাহ আবারও পেনাল্টি কিক করেন এইবার পেনাল্টি মিস করেনি। সেখানে লিভারপুল ৪ -২গোলে এগিয়ে যায়। এই মৌসুমে লিভারপুল অসাধারণ খেলছে। ম্যাচটিতে ইতিহাস গড়েছে ৩৪ টি শট নিয়েছে তার মধ্যে ১৫ টি শর্ট অন টার্গেট। এই ম্যাচ ে ভালো ফুটবল খেলে তারা পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। আশা করি এবার ইংলিশ লীগের শিরোপা জিতবে। ম্যাচটি ভালই উপভোগ করেছি। আশা করি আপনাদের কাছে রিভিউটি ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 6 months ago 

আসলে খেলাধুলা তেমন একটা দেখা হয় না। যদিও একটা সময় অনেক দেখতাম। তবে এখন শুধু আমার বাংলা ব্লগের স্পোর্টস এর পোস্টগুলো দেখলে খেলা সম্পর্কে কিছু ধারণা পাই। অন্যথায় কোনভাবে জানা হয় না। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা গুলো দেখলেই যেন মন ভরে যায়। কালকে রাতের এই খেলাটা আমি দেখেছিলাম খুবই ভালো লেগেছিল খেলাটা দেখার পরে। লিভারপুল পুনরায় তাদের নাম লিস্টের এক নম্বরে নিয়ে আসতে পারলো এটা দেখে খুবই ভালো লেগেছে।

 6 months ago 

ফুটবলে মোহাম্মদ সালাহ আমার বেশ প্রিয় একজন খেলোয়াড়। মোহাম্মদ সালাহ ড্রিবলিং এর ধরন ভঙ্গি অনেকটা মেসির মতোই আর এই কারণেই এত ভালো লাগে আমার কাছে। যাইহোক লিভারপুল ৪-২ ব্যবধানে জিতেছে জেনে বেশ ভালো লাগলো বন্ধু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57839.82
ETH 3132.70
USDT 1.00
SBD 2.43