স্কুল বন্ধুদের সাথে বনভোজন ||(১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্কুল বন্ধুদের সাথে বিরিয়ানি বনভোজন
  • ২২, জানুয়ারি ,২০২২
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি বন্ধুূদের সাথে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি। আপনাদের সাথে শেয়ার করে আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



অনেকদিন পর বন্ধুদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। আসলে বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহুর্ত আমার কাছে সব থেকে সেরা মুহূর্ত ।যেখানে থাকে না কোন বাধা বিপত্তি নিজের স্বাধীনতাকে প্রায়োরিটি দেওয়া হয়। অনেক দিন পর স্কুল বন্ধুদের সাথে বিরিয়ানি ভোজন করলাম। তাদের সাথে অতীতের কাটানো স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা মনে পড়ে যায় এই বনভোজনের মাধ্যমে।

IMG-20220117-WA0027-01.jpeg


খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে পিকনিক
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় একটি অংশ। যেটা মানুষের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। সেই পথ অতিক্রম করতে নিত্য নতুন মানুষের সাথে পরিচিত ঘটে আর সেই পরিচিতিমূলক মানুষ গুলোর সাথে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়। আমি স্কুল লাইফের বন্ধুদের সাথে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। যেটা প্রায় মানুষের সাথে ঘটে থাকে। আমার কাছে ইস্কুল লাইফের জীবনটা সেরা মুহূর্ত ছিল যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে।

IMG-20220117-WA0007-01.jpeg

IMG-20220117-WA0006-01.jpeg


পিকনিকের প্রস্তুতি কাজ চলছে
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আমার স্কুল বন্ধুদের সাথে ফেসবুক মেসেঞ্জারে কমবেশি কথা হয়ে থাকে ।স্কুল লাইফ পার হওয়ার পর সবাই বিভিন্ন জায়গায় অবস্থান করায় তেমন একটা দেখা সাক্ষাত হয় না। আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে একটি বনভোজনের ব্যবস্থা করব ।সেই থেকেই আমরা একসাথে হয়ে আজকের এই দিনে বনভোজনের আয়োজন।

IMG-20220117-WA0008-01.jpeg

IMG-20220117-WA0001-01.jpeg


পিয়াজ রসুন কাঁটায় ব্যস্ত বন্ধু
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


বন্ধুরা একসাথে পিকনিক করতে গেলে সবাই রান্নার কাজে দক্ষ থাকেনা। দুই-একজন খুব ভালো রান্না করতে পারে। পিকনিকের সকল দায়ভার সেই বন্ধুকে নিতে হয়। আমাদের মধ্যেও এমনই একজন বন্ধু তার নাম পলাশ সে খুব ভালো রান্না করতে পারে। তিনি সকল রান্নার কাজের দায়ভার নিয়েছেন ।আমরা তার সহযোগিতায় রয়েছি। আমার অন্য এক বন্ধু অহিদ সে রান্না করার চুলা কাটায় ব্যস্ত। তিনি ও ভাল রান্না করতে পারেন একসাথে দুই কাজ করা যায় না সেজন্য তিনি চুলা কাটা কাজে ব্যস্ত রয়েছেন।

IMG-20220117-WA0004-01.jpeg

IMG-20220117-WA0021-01.jpeg


রান্না শুরু মুহূর্তে
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


অলরেডি রান্নার শুরু করে দিয়েছে। আমার অন্য সকল বন্ধুরা রান্নার আশে পাশেই রয়েছে। তারা অনেকদিন পর একসাথে হওয়ায় বিভিন্ন ধরনের গল্প করছে। স্কুল জীবনের স্মৃতি বিজড়িত অনেক ঘটনাই সেখানে শেয়ার করা হয়েছিল যেটা শুনতে খুবই ভালো লাগছিল। আসলে স্কুল লাইফ ছিল মুক্ত-স্বাধীন একটা লাইফ যেটা আমার কাছে উপভোগ করতে খুবই ভালো ছিল। মনে হয় আবার যদি স্কুল লাইফে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো সেই রকম একটা অনুভূতি এখনো কাজ করে।

IMG-20220117-WA0024-01.jpeg

IMG_20220116_204834-01.jpeg


মাংস রান্না মুহূর্ত
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


আমরা পিকনিক এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম বিরিয়ানি করব। সেই সিদ্ধান্তে আমরা বিরানি ভোজনের জন্য বা বিরিয়ানি রান্নার জন্য মুদিখানার দোকান থেকে বিরিয়ানি রান্না করতে যে সকল জিনিস লাগবে সেগুলো কিনে নিয়ে আসি । বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। আমি বিরানির লবণের পরিমাণ ঠিক হয়েছে কিনা সেটা দেখতে কিছুটা খেয়ে নিয়েছি। যথেষ্ট সুন্দর রান্না হয়েছে আমার বন্ধু প্রশংসা পাওয়ার যোগ্য।

IMG-20220117-WA0030-01.jpeg


বিরিয়ানি রান্না শেষ
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


অবশেষে আমাদের বিরানি বনভোজনের রান্নার কাজ শেষ হলো। এখন শুধু খেতে হবে এতো সুস্বাদু খাবার সামনে রেখে দেরি করা ঠিক না। এমনিতেই অনেক ক্ষুদা লেগেছে এতো সুস্বাদু খাবার সামনে রেখে ঠিক থাকা যাবে না ঝটপট খেয়ে নিতে হবে ।আমার এক বন্ধু তার বাড়ি থেকে অনেকগুলো প্লেট নিয়ে আসলো বিরানি খাওয়ার জন্য।

IMG_20220116_211103-01.jpeg

IMG_20220116_210942-01.jpeg


রান্না শেষে বন্ধুদের সাথে খাওয়া মুহূর্তে
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


রান্না যে করে তাকেই সব দায়ভার নিতে হয় ।খাওয়ার মুহুর্তে আমার যে বন্ধু রান্না করেছিল তিনি নিজ হাতে সকল বন্ধুদের প্লেটে খাবার তুলে দিচ্ছিল। তিনি আজকে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন‌ তার উদ্যোগেই আজকের পিকনিকের আয়োজন ।আসলে বন্ধুদের সাথে এরকম মাঝে মাঝে কাটানো মুহূর্ত আমার কাছে খুবই ভালো লাগে। আর হয়তবা অনেক দিন যাবত এরকম সুন্দর মুহূর্ত কাটাতে পারব না ।বন্ধুদের সাথে এ রকম আড্ডা দিতে খুব মিস করব ।আশা করি আমার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তে গল্প আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার স্কুলের বন্ধুদের সাথে বনভোজন করা দেখে আমার খুব ভালো লাগছে। কেননা কিছুদিন পরপর আমিও আমার বন্ধুদের সাথে বনভোজন করে থাকি। স্কুলের বন্ধুদের সাথে বনভোজন করে অনেক আনন্দ পেয়ে থাকি। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো অসাধারণ হয় ধন্যবাদ। ❤️❤️

 3 years ago 

স্কুল বন্ধুদের সাথে বনভোজন মানেই মনের মাঝে আলাদা একটি ফিলিং আসে। যেটা সবার সাথে বনভোজন করলে আসে না। সেখানে সবাই মিলে নিজেদের মত বিনিময় করতে পারি।
অনেক দিনের জমানো সব শয়তানি, মজা, সবগুলো করতে পারি
তেমনি ভাই আপনি আপনার বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় পার করার সাথে সাথে বনভোজনটা সম্পূর্ণ করেছেন। আপনাদের বন্ধুত্ব যেন অটুট থাকে সেটায় কামনা করি

 3 years ago 

শিক্ষা জীবনে স্কুল জীবনই বেস্ট সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

জীবনে অনেক বন্ধু হয় কিন্তু স্কুল লাইফের বন্ধু গুলো আমার মনে হয় সবথেকে বেস্ট হয়। আসলে জীবনে চলার পথে অনেক বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব যেন অটুট থাকে। এই কামনা করি। আপনাদের বন্ধুত্ব গুলো যেন অটুট থাকে এবং আপনারা সুন্দর একটি অনুষ্ঠান করেছেন বন্ধু-বান্ধব মিলে। আমার অনেক ভালো লাগলো


IMG_20220106_113311.png

 3 years ago 

বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো অসাধারণ হয় ধন্যবাদ ভাই। 😍😍

 3 years ago 

ভাই বিরিয়ানী রান্না দেখে তো আর তর সইছে না, মন চাইছে এখনি খেয়ে নেই। রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। বন্ধুদের সাথে সুন্দর সময় পার করে পরবর্তীতে খাবার মেনুতে এত সুন্দর একটি লোভনীয় খাবার ছিল যা দেখে আমারে খেতে মন চাইছে। আপনার কাটানো সুন্দর সময় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার বন্ধুদের সাথে এভাবে সময় কাটান খুব ভালো লাগবে। অতীতের স্মৃতি বিজরিত সব কথা ওঠে আসবে। তর নাহ সইলে রান্না করে খেতে হবে 🤩🤩।আপনার এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

স্কুল বন্ধুদের সাথে বন ভজন করেছেন।অনেক সুন্দর একটি মুহুর্ত পার করেছেন।বন্ধু বান্ধবের সাথে পিকনিক মানেই মজা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

খুব মজা করেছি মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

বন্ধু এমন একটা জিনিস বন্ধু নামটা শুনলেই মানুষ ইমোশনাল হয়ে পড়ে। আপনি বন্ধুদের সাথে বনভোজন করেছেন দেখে খুবই ভালো লাগলো ।আসলে বন্ধুত্ব এমনই যখন যা বলবো সেটাই হবে ।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মতামত ভালো লেগেছে ধন্যবাদ। 😍😍

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বন্ধুদের নিয়ে এক সাথে বনভোজনের মজাই আলাদা। আমরা বন্ধুরা মিলে কোথাও গেলে সেই মজা করি৷ আমাদের বন্ধুদের মধ্য গান বাজনার প্রবণতা আছে। তাই মজা আরো বেশি হয়। আপনার পোস্ট টা পড়েও অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

একমাত্র বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যায় ধন্যবাদ। 😍😍

স্কুল বন্ধুদের সাথে বনভোজন খুব সুন্দর একটি মহত্ত্ব ছিল। সব বন্ধুরা মিলে রান্না করা খুব মজার বিষয়। খুব সুন্দর একটি কথা বলছেন সবাই মিলে পিকনিক আয়োজন করা হলেও সবাই কিন্তু রান্নার কাজ টা পারে না । দুই একজন খুব ভালো রান্না করতে পারে। বিরিয়ানির রেসিপি দেখে বুঝলাম অনেক সুস্বাদু হয়েছে।
এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সবাই সব ক্ষেত্রে পারফেক্ট নয়।আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপু। 😍😍

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58644.49
ETH 2625.45
USDT 1.00
SBD 2.38