ট্রাভেল: সুন্দরবনের মধ্যে নৌকায় কাটানো মুহুর্ত || ঘোরাঘুরি পর্ব- ৮ by ripon40

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সুন্দরবনের মধ্যে নৌকায় কাটানো মুহুর্ত
  • ২৫, নভেম্বর ,২০২৩
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি সাতক্ষীরায় কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



_1700918614076-01.jpeg


Device : Redmi Note 11
সুন্দরবনের মধ্যে নৌকায় কাটানো মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজকে আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি পর্ব -৮ শেয়ার করব। এই তো কিছুদিন আগে প্লান করেছিলাম দক্ষিণ অঞ্চলে ঘুরতে যাব। এপ্রিল মাসের ২০ তারিখে প্লান করেছিলাম আগস্ট এর ৩ তারিখে ঘুরতে যাব। সব কিছু ঠিকঠাক কিন্তু বড় ভাইয়ের একটি বিশেষ সমস্যার কারণে আমাদের নির্ধারিত তারিখ চেঞ্জ করে ১১ তারিখে যাওয়ার দিন ঠিক করি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেই দিনটির অপেক্ষায় দিন যেন শেষ হয় না। সেই অনুভূতিটাই অন্যরকম এটা হয়তো নিজেই অনুভব করতে পারি। দুইটি বাইক চারজন দুইজন বড় ভাই দুজন বন্ধু আমাদের উদ্দেশ্য যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই তিনটি জেলায় ভ্রমণ করব।

IMG_20230812_143534-01.jpeg

IMG_20230812_143941-01.jpeg

IMG_20230812_143945-01.jpeg


Device : Redmi Note 11
সরুপথে ভিতরে প্রবেশ মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেকদিন পর ঘুরাঘুরি পর্ব নিয়ে হাজির হলাম । আসলে ব্যস্ত থাকলে কোন কাজে স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারা যায় না। অনেক জায়গায় ঘুরতে গিয়েছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু শেয়ার করতে পারিনি ঠিকমত। যাই হোক সুন্দরবন অঞ্চলে ঘুরতে গিয়েছিলাম এর আগে অনেকগুলো পর্ব শেয়ার করেছি নতুন কোথাও গেলে ফিলিংসটাই থাকে অন্যরকম। নৌকায় যখন সুন্দরবনের নদী দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম সেখানকার মানুষের নদীতে মাছ ধরার দৃশ্যগুলো এবং সুন্দরবনের সুন্দরী গেওয়া ও কেওড়া গাছগুলো উপভোগ করছিলাম। তার পাশাপাশি বনের মধ্যে ছোট ছোট ক্যানেলে জোয়ার ভাটার পানি প্রবেশ করে সেখানে জাল পেতে জেলেরা মাছ ধরে কিভাবে। তারা কৌশল অবলম্বন করে মাছ ধরে সেগুলো ভালোই উপভোগ করতে পেরেছি।

IMG_20230812_142827-01.jpeg

IMG_20230812_142826-01.jpeg

IMG_20230812_141306-01.jpeg

IMG_20230812_140859-01.jpeg

IMG_20230812_140820-01.jpeg


Device : Redmi Note 11
বড় ভাই যখন নৌকার মাঝি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা যখন সুন্দরবনের নৌকায় ঘোরাঘুরি শেষে আবার ফিরে আসছিলাম সেই মুহূর্তে নৌকার মাঝিকে বললাম আমরা নৌকা চালাইতে পারি। সোহাগ ভাই বলল আমি মাঝি হবো তিনি নৌকার মাঝির কাছ থেকে দায়িত্বটা বুঝে নিলেন। এই নৌকার মাঝি হওয়া খুবই সহজ যারা ছোট্ট ডেঙি নৌকা চালাইতে পারে । তার থেকে এটা আরো বেশি সহজ যাই হোক সুন্দরবনের সবুজ অরন্যের পাশ দিয়ে ধীর গতিতে নৌকা চালানোর বিষয়টি দারুন লেগেছে। আবার নদীর বিভিন্ন জায়গায় সুন্দরবনের গহীনে ছোট্ট খাল বয়ে চলেছে সেখানে যাওয়ার ইচ্ছা টা হল নৌকাটা সেরকম একটা ছোট্ট খালের মধ্য দিয়ে কিছু দূরে যেতে না যেতেই অল্প পানিতে নৌকা বেঁধে যায়। কিছুক্ষণের জন্য সেখানে থেমে নৌকা ব্যাকে নিয়ে আসার প্ল্যান চুল ছিল আবার আমাদের মধ্যে অনেকেই বলছিল যদি বাঘ চলে আসে।

IMG_20230812_140815-01.jpeg

IMG_20230812_140424-01.jpeg

IMG_20230812_140304-01.jpeg

IMG_20230812_140302-01.jpeg


Device : Redmi Note 11
শামুক
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা সুন্দরবনের অনেকটা গহীনে চলে গিয়েছিলাম। যে কোন মুহূর্তে বাঘ আসাটাই স্বাভাবিক। যাইহোক, সবাই আবার সেখান থেকে নৌকা নিচে নেমে দ্রুত ঘুরিয়ে ফেললাম। সেখানে অনেক লাল কাঁকড়া দেখতে পেয়েছি কিন্তু তারা আমাদের সারা পেয়ে দৌড়ে পালিয়ে যায়। জোয়ার ভাটার শেষে উচু স্থানে এই ধরনের শামুক দেখতে পাই যেগুলো দেখতে অনেক সুন্দর । লবণাক্ত পানি এই ধরনের সৌন্দর্যময় শামুকের দৃশ্য দেখে ভালই লাগলো ।আবার আমরা সেখান থেকে ব্যাক করি আসার পথে নদীর মাঝে অনেকে নৌকা রেখে বরশি দিয়ে মাছ ধরছে। যখন একটি বরশি উপরে তুলতে দেখি আমার মনে হলো অনেক বড় একটি মাছ বেধেছে কিন্তু উঠানোর পর খুব কাছাকাছি সময়ের মধ্যে যেটা ছিরে চলে গেল সত্যিই দুর্ভাগ্য জনক ছিল আমরা দেখতে পেতাম।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 11 months ago 

ভাইয়া সুন্দরবন ভ্রমণে যাওয়া এবং কিছু মূহুর্ত কাটানো নিয়ে সুন্দর ভাবে পোস্ট টি উপস্থাপন করেছেন। আমি এখনো সুন্দরবন নিজের চোখ দিয়ে দেখি নাই। এমনিতে ছবিতে দেখছি। যাইহোক আজকে সুন্দর ভাবে সুন্দরবনের দৃশ্য টি দেখতে পেলাম।আর নৌকা দিয়ে তো ভ্রমণ করা অনেক মজার ব্যাপার।আপনি সব গুলো মিলে সুন্দর একটা অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। শামুকের ছবি গুলো দারুণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 11 months ago 

দারুণ কিছু সময় কাটিয়েছেন ৷ আপনাদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে ঘোরাঘুরি মানেই ভীষণ ভালোলাগার বিষয় , আর যদি সেটা প্রকৃতির মাঝে হয় তবে কথাই নেই ৷ সুন্দর বনের সুন্দর বাগান আর নদী নিশ্চয়ই মুগ্ধ করেছে ৷ যাই হোক অনেক ভালো আপনার ভ্রমণ পোষ্ট ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 11 months ago 

যাইহোক সুন্দরবনের অনেক ভেতরে চলে গিয়েছিলে। চলো বন্ধু আবার সুন্দরবনের দিকে বেড়াতে যায়। সুন্দরবনের ভেতরে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

ঘোরাঘুরি করতে কারি বা ভালো না লাগে। আপনারা নিশ্চয়ই সেখানে ঘোরাঘুরি করার মাধ্যমে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছিলেন। তবে ভালো লাগলো যে আপনারা নিজেই নৌকা চালিয়ে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু পানি কম হওয়ার কারণে নৌকা হঠাৎ করে থেমে যাওয়ার বিষয়টা খুবই ভয়ংকর বিশেষ করে এরকম একটা জঙ্গলের মধ্যে। যদি ভুলেও বাঘ চলে আসতো তাহলে তো আপনাদের অবস্থা একেবারেই খারাপ হয়ে যেত। যাই হোক আপনাদের তেমন কোন বিপদে পড়তে হয়নি মেনে ভালো লাগলো। আর সেখান থেকে তো দেখছি কিছু শামুক ও কুড়িয়ে নিয়ে এসেছিলেন। যাইহোক সবমিলিয়ে নিশ্চয়ই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলেন ধন্যবাদ আপনাকে ভ্রমণ করার এই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাদের ভাগ‍্যে থাকলে হয়তো ঠিকই দেখতে পারতেন বাঘ। হঠাৎ সামনে দিয়ে সাঁতার দিয়ে যাওয়া দেখতেন। সুন্দরবনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই খালগুলোর জোয়ারে এক রুপ ভাটায় আরেক রুপ। আপনারা আবার লাল কাঁকড়াও দেখেছেন। সুন্দরবন ঘোরাঘুরির এই পোস্ট টা বেশ দারুণ লাগল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আসলেই সুন্দরবনের ভেতরে প্রবেশ করা একটু রিস্কি হয়ে যায় কেননা যে কোন সময় বাঘ এসে আক্রমণ করতে পারে। তবে একটু ভিতরে প্রবেশ করতে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেয়েছিলাম লাল কাকড়া সহ আরো অনেক প্রাণী।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সুন্দরবনের কিছু অংশ রয়েছে। তবে কখনো এখানে যাওয়ার সুযোগ হয়নি। ভিডিওতে, ফটোগ্রাফিতে এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেছি শুধু। আপনার সুন্দরবন ভ্রমণের ঘটনাটি বেশ ভালো লাগলো ভাই। সুন্দরবনের গহীনে যে ছোট ছোট খাল রয়েছে সেখানেই জেলেরা মাছ ধরতে যায় দেখেছি। সুন্দরবনের গহীনে চলে গেলে বাঘের ভয় তো থাকবে ভাই। সুন্দরবনে যে লাল কাঁকড়া পাওয়া যায় সেটা আমি ইউটিউবের একটি ভিডিওতে দেখেছিলাম। লাল কাঁকড়াগুলো আমি অনেকদিন আগে একটি সি বিচে গিয়েও দেখতে পেয়েছিলাম । এটি খুব ভালো লাগে দেখতে। তবে এগুলোকে দৌড়েও ধরা যায় না, খুব চালাক হয় এগুলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61015.50
ETH 2395.46
USDT 1.00
SBD 2.64