ভাগ্নেকে নিয়ে পার্কে কাটানো মুহূর্ত( শিশুমেলা পার্ক ) || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ভাগ্নেকে নিয়ে পার্কে কাটানো মুহূর্ত
  • 05, জুন ,২০২২
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি ভাগ্নেকে নিয়ে ঢাকার শিশুমেলা পার্কে কাটানো মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220605_125909252.jpg


Device : A20s
ভাগ্নেকে নিয়ে পার্কে কাটানো মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


মানুষের প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যেতে হয়। বিশেষ করে শহর অঞ্চলের উপর মানুষের ঝোঁক বেশি থাকে কারণ শহর ব্যবস্থায় সবকিছুই পাওয়া যায় মানুষের চাহিদা মতো। যাইহোক, আজ আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ভাগ্নীকে নিয়ে কারণ তিনি অনেক মারাত্মক একটি রোগের সাথে পাঞ্জা লড়ছে। মানুষের বেঁচে থাকার জন্য সুস্থতা অনেক বড় দরকার বা প্রয়োজন। ঢাকা পৌঁছানোর পর ভাগ্নের আবদার পার্কে যাবে ।ভাগ্নের আবদার সেটা তো মেনে নিতেই হবে।

20220527_191004-01.jpeg

20220527_185250-01.jpeg


Device : A20s
পার্কের প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ঢাকায় পৌঁছানোর মাত্রই একটু স্বস্তি পেলাম কারন জার্নি করতে খুবই খারাপ লাগে । আমার কাছে আমার কাছে সব থেকে কষ্টদায়ক বিষয় হলো জার্নি করা। যাইহোক, প্রয়োজনের তাগিদে সেটা করতেই হবে। ঢাকার উদ্দেশ্যে এসেছি ভাগ্নের শিশু হাসপাতাল থেকে ইনজেকশন দেয়ার জন্য যেটা আগামীকাল দিতে হবে। আমরা যেই গন্তব্যস্থলে পৌঁছে ছিলাম সেটা ছিল শিশুমেলা নামক স্থান তার পাশেই রয়েছে শিশুমেলা পার্ক। ছোট বাচ্চাদের আনন্দঘন মুহূর্ত পার করে বিকেল মুহূর্তে তাদের মা-বাবা তাদের বাচ্চাদের এখানে নিয়ে আসে হাসিখুশি মুহূর্ত উপভোগ করে থাকে।

20220527_184722-01.jpeg

20220527_190232-01.jpeg


Device : A20s
পার্কের ভেতরের দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



প্রাপ্তবয়স্ক সবার টিকিটের মূল্য একশত টাকা যাদের বয়স দুই বছরের উপরে তাদেরও টিকিট নিতে হবে। টিকিট কাউন্টারের সামনে লেখাটি পড়ে বুঝতে পারলাম। তারপর টিকিট কাউন্টারে গিয়ে দুটো টিকিট কিনে নিলাম দুইশত টাকা দিয়ে। টিকিট নিয়ে প্রবেশ পথে নিরাপত্তারক্ষী টিকিট দেখে আমাদের ভিতরে ঢুকতে দিলো। ভাগ্নিকে নিয়ে ভিতরে ঢুকে দেখি এলাহি কারখানা ছোট ছোট বাচ্চা ও তার মা বাবা এসেছে খুবই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যেটা দেখে খুবই ভালো লাগছিল প্রত্যেকটা মা বাবাই সন্তানের ভালো কিছু কামনা করে। যেটা পার্কে গিয়ে ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছি ।চারিপাশের পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে থাকলাম। আমার ভাগ্নে ছোটাছুটি করছিল এটা করবে ওটা করবে আমি তাকে বললাম একটু স্থির হও আগে পরিবেশ টা উপভোগ করে নিই। তারপরে তোমার সব আশা পূর্ণ করব।

20220527_190301-01.jpeg

20220527_184133-01.jpeg

20220527_184126-01.jpeg


Device : A20s
পাহাড়ের উপর থেকে ভাগ্নের ফটো তোলা মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা গাড়ি ছোট ছোট মোটরসাইকেল এবং নাগরদোলার মতো বড় ধরনের দৃশ্যপট। যেটা সুন্দর মুহূর্তে আলোকিত হয়ে রয়েছে। বিভিন্ন সৌন্দর্য্যে ভরপুর রয়েছে প্রাপ্তবয়স্করাও এই আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে মিস করছে না। তাদের বাচ্চাদের সাথে তারাও সেই সুন্দর মুহূর্ত উপভোগ করছে ।ছোট ছোট বাচ্চা যাতে কোনো ধরনের বিপদজনক অবস্থার সৃষ্টি না হয় তার মা-বাবা তার বাচ্চাদের সাথে থেকে সেই খেলা বিভিন্ন ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের উপভোগ্য মুহূর্ত পার করছে ।আমি প্রথমে আমার ভাগ্নীকে নিয়ে একটি মোটরসাইকেলের চরিয়ে দিলাম যেটা বেশিদূর যেতে পারে না সে খুবই মজা পেয়েছে ।সেখানে 10 মিনিট টাইম ছিল উপভোগ করার 50 টাকার টিকিট ছিল সেই আশাটা পূর্ণ করলাম।

20220527_185003-01.jpeg

20220527_184744-01.jpeg


Device : A20s
বাচ্চারা তাদের আনন্দঘন মুহূর্ত পার করছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তারপর সেখান থেকে অন্য একটি জায়গায় গিয়ে পাহাড়ের উপর উঠে কিছু ফটো তুললাম ।আমার আগেই ভাগ্নে সেই পাহাড়ের উপর উঠে গিয়েছে। এমনিতেই সে অসুস্থ তবুও খুবই চঞ্চল প্রকৃতির । আমি তাকে সাবধানতার সাথে উঠতে বলেছি সে আমার আগেই উঠতে শুরু করে। তারপরে তাকে উপরে উঠিয়ে কয়েকটি ছবি তুলে নিয়েছি। সেখানে অনেকে বসে বিকালের সুন্দর মুহূর্ত উপভোগ করছে। সেখান থেকে কিছুক্ষণ পর নেমে আসে এবং বিভিন্ন ধরনের যেখানে ছোট বাচ্চাদের উঠানো হচ্ছে চরকার মত সেটা ওঠার আবদার করল ।সেখানে 50 টাকার টিকিট কেটে উঠিয়ে দিলাম 5 মিনিট সময় নিয়ে ছিল সেটা ঘুরানোর। 5 মিনিট পড়ে শেষ হলে তারপর তারা সবাইকে নামিয়ে দিয়ে আবার নতুন করে উঠানো শুরু করে। আসলেই অনেক ভালো লাগছে সবাই যে যার মতো তাদের সুন্দর মুহূর্তটা উপভোগ করে নিচ্ছে। যেটা দেখে আমার খুবই ভালো লাগলো।

20220527_184608-01.jpeg

20220527_184438-01.jpeg


Device : A20s
ভাগ্নেকে চড়িয়ে দিলাম মোটরসাইকেলে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার ভাগ্নে যেটাই যেটা চরতে চেয়েছে সবগুলোতেই চড়ায়ে নিয়েছি। যেটা একটি ঝুঁকিপূর্ণ ছিল সেখানে আমিও সাথে চড়েছি। বিশেষ করে অনেক বড় আকৃতির যেখানে আস্তে আস্তে ঘোরানো হয় ছোট দোলনায় অনেক জোরে ঘোরানো হয়। সবাই খুব সুন্দর মুহূর্ত পার করছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপরে কয়েকটি ফটোগ্রাফি করলাম রাত যত গভীর হচ্ছিল পার্কের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। চারিদিক আলোকিত অবস্থার সৃষ্টি হয়েছে যেটা আসলেই উপভোগ্য ছিল । অনেক পথ জার্নি করার পর খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। আমি প্রথমে ঢুকতে চেয়েছিলাম না কারণ খুবই ক্লান্ত লাগছিল। এরপর মনটা ভাল হয়ে গেল এখন বাসায় গিয়ে রেস্ট নিব খাওয়া-দাওয়া করে তারপর আগামীকাল তার শিশু হাসপাতালে নিয়ে ইনজেকশন দিতে হবে। আশাকরি কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

ভাগিনা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। খুবই সুন্দর সময় অতিবাহিত করেছ পার্কে সিয়াম কে নিয়ে ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে খুবই ভালো লাগলো। সিয়াম জন্য দোয়া রইল সৃষ্টিকর্তা যেন তাঁকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন

 2 years ago 

হ্যাঁ ভাই সে অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ এখন খুবই সুস্থ আছে আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখেন।

 2 years ago 

আপনার ভাগ্নেকে নিয়ে পার্কে কাটানো মুহূর্তগুলো খুব সুন্দর ছিল।ছোট বাচ্চা ছেলে মেয়েদের মাঝে মাঝে একটু ঘুরিয়ে নিয়ে আসলে ওদের মন ভালো থাকে। পার্কের পরিবেশ এবং খেলনার জিনিস গুলো খুব সুন্দর ছিল। এমন পার্কে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে সত্যি অনেক ভালো লাগে। আপনার ভাগ্নেকে নিয়ে কাটানো মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ছোট বাচ্চাদের মাঝে মাঝে এরকম পার্কে নিয়ে ঘুরতে নিয়ে গেলে তারা খুবই উৎফুল্ল থাকে ধন্যবাদ।

 2 years ago 

ভাগ্নেকে নিয়ে পারকে অনেক দারুন একটি সময় কাটয়েছেন এবং সুন্দর ভাবে তা উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুল অনেক সুন্দর ছিল

 2 years ago 

ভাগ্নিকে নিয়ে পার্কে দারুন মুহুর্ত পার করেছি আসলে তা ভাগ্নির আবদার সেইজন্য।

 2 years ago 

আপনি আপনার ভাগ্নিকে নিয়ে পার্কে দারুন এক সময় উপভোগ করেছেন আপনার পার্কে ঘোরার অনুভূতিগুলো আমাদের সাথে দারুন ভাবে তুলে ধরেছেন। আপনার অনুভূতি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আপনার ভাগ্নে যেখানে যেখানে চড়তে চেয়েছে আপনি সেখানে অনুমতি দিয়েছেন আর যেখানে ঝুঁকি ছিল সেখানে আপনি সাথে উঠেছে এটা অত্যন্ত দায়িত্বশীল একটি কাজ করেছেন আপনি একদিকে ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে ভাগ্নির প্রতি আপনার দায়িত্বশীলতা আপনার কর্তব্য ফুটে উঠেছে এত সুন্দর ভাবে ভাগ্নে কি নিয়ে পার্কে ঘোড়ার অনুভূতি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কৃত্রিমভাবে পাহাড় তৈরি করে রাখা হয়েছে। যেটা একটু ঝুঁকিপূর্ণ ছিল যাইহোক অনেক সর্তকতা অবলম্বন করেও উঠেছিলাম।

 2 years ago 

আসলে মামা ভাগ্নের সম্পর্ক কত সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্যই বোধহয় বলে নাই মামার চেয়ে কানা মামা ভাল। দোয়া করি আপনার ভাগ্নে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন লাভ করে। ভাগ্নেকে নিয়ে পার্কে ঘুরে যোগ্য মামার কাজটিই করেছেন। ধন্যবাদ

 2 years ago 

আসলে মামা ভাগ্নে সম্পর্ক ভাষায় প্রকাশ করা যায় না এটা ঠিক তার জন্য দোয়া করবেন ভাইয়া।

 2 years ago 

ঘুরাঘুরির কাহিনীটি পরে বুঝতে পারলাম আপনার ভাগ্নেটা খুবই চঞ্চল। সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন দেখছি শিশুমেলা পার্কে। ঘুরা ঘুরির মাধ্যমে আপনি ও শিশু হয়ে গেছেন দেখছি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা সে অনেক চঞ্চল খালি দৌড়াদৌড়ি করে সব জায়গাতেই আগে আগে থাকে।

 2 years ago 

আপনি ভাগ্নিকে নিয়ে অনেক সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন ভাইয়া। আপনার ভাগ্নে দেখছি মেলাতে অনেক সুন্দর সময় কাটিয়েছে এবং অনেক আনন্দ করেছে। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা অনেক সময় পর ভালো একটি মুহূর্ত পার করেছি পার্কে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত ও ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে চলেছেন যেটা থেকে আমিও আর কিছুটা হলেও উপকৃত হচ্ছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভাগ্নে কে নিয়ে পার্কে ঘুরে তার মত আপনিও কিছু সময়ের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলেন তাইনা ভাই?? হাহা। অনেক ভাল সময় কাটিয়েছেন দেখতে পেলাম। আমাদের সাথে বল্গ আকারে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

হ্যাঁ ভাই পার্কে শুধু ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর খেলাধুলা করার জায়গা এবং বিনোদনমূলক জায়গা সেখানে গিয়ে একটু বাচ্চা হতেই হবে।

অফুরন্ত সময়ের মাঝে দূরে থেকেও আমাদের সময়ের অনেক অভাব। আমরা সময়কে যেন সময় দিতে চাইনা ব্যস্ত হয়ে পড়ি অর্থনৈতিক কর্মকাণ্ডে। মূলত তার বাইরেও কিছু সময় মন কেউ দিতে হয় এটা আমরা বেমালুম ভুলেই থাকি। আপনার যাত্রায় সব সময় শুভ পদক্ষেপ থাক। এই কামনা।

 2 years ago 

হ্যাঁ কিছু সময় পর খুবসুন্দর মতো উপভোগ করেছি আসলে সময়টা অসাধারণ ছিল ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য

মন্দ কিছু না। প্রয়োজন আছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60632.49
ETH 2366.53
USDT 1.00
SBD 2.56