আমার লেখা কবিতা "আষাঢ়ের স্মৃতি " (Poem of my writing "Ashad's memory")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • আষাঢ়ের স্মৃতি
  • ২০,জুন ,২০২৩
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। এই জীবনের কিছু স্মৃতি মাখা ক্ষণ রয়েছে যেগুলো কখনো ভুলবার নয়। এই মধুর দিনগুলো সত্যিই জীবনের স্থির সময়ে নীরব মনে ভেসে ওঠে সেই দিনগুলোর কথা। আষাঢ়ে বাদল নামে কালো মেঘে ছেয়ে যায় এই ছুটে চলার পথ কখনো থেমে থাকে না। সবকিছুর এই পরিবর্তন সত্যিই নিজেকে ভাবায় আর কখনো ফিরে পাবো না সেই জনজীবন। জীবনের শুরু থেকে যুদ্ধের সাথে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় । প্রতিটা মানুষ তার জীবন সংগ্রামের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ।এই ধারাবাহিকতা জীবনের শেষ অব্দি চলতে থাকে। সত্যি এটাই মানুষের জীবনের বড় সংগ্রাম এবং জীবনযাত্রা যা প্রতিটা মানুষের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষ লিপ্ত থাকে। যেটা কোন সময় তাদের জন্য অসহনীয় পর্যায়ে চলে যায়। সত্যি এটাই মানুষের বড় বাস্তবতা এটাই মানুষের জীবন।

address-book-2246457__480.jpg

Source

আষাঢ়ের স্মৃতি

আষাঢ়ে বাদল নামে ভেজা সিক্ত মন
দিগন্তের পানে দৃষ্টি ছড়ায় দূরন্ত ক্ষণ।
অদম্য গতিতে ছুটে চলার ভাবনায়
ব্যাকুল হয়ে এ মন করে আনচান।

শৈশবে ধেয়ে চলা সেই পথের কথা
এখনো ফিরে পাবার ভাবনা গুলি;
আষাঢ়ে পানে চেয়ে থাকে এ মন,
কাটানো মধুর অষ্টপ্রহর এর আশায় ।

যে ক্ষণ থামাতে পারেনি কোন বাঁধা
ভয়ংকর মেঘের আভাসে দেখা চোখ।
ছুটে চলেছে গর্জন দেওয়া মেঘের নিচে,
সকল ভয়কে তাড়িয়ে জয়ী হওয়ার পথে।

বাদলা দিনে ছেয়ে গেছে কালো মেঘে,
ঝাঁকে ঝাঁকে নেমেছে বৃষ্টি ক্ষণে ক্ষণে।
খাঁচায় বন্দী ছুটে চলা এই জনজীবন,
চেয়ে আছে এ মন অপেক্ষার অবসানে।

সেই দিন গুলো আজ শুধুই অতীত,
ভাবনার কল্পনায় ভেসে যায় স্মৃতি।
পাই নাহ খুঁজে ফেলে আসা স্মৃতি আকা,
কখনো ভাবিনি পাল্টে যাবে এ জনজীবন।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এত গরমের দিনে বৃষ্টি নামলে বেশ ভালই লাগে ভাই। সময় উপযোগী এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

 last year 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি ভাই। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে বর্ষাকাল নিয়ে নিজের অনুভূতিগুলো কবিতার ছন্দে সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাহ আপনি খুব চমৎকারভাবে আষাঢ়ের স্মৃতি কবিতা লিখেছেন। তবে ঠিক বলেছেন সবাই মানুষ মনের ভিতর অনেক স্মৃতি আছে। যেগুলো ভুলা সম্ভব নয়। সত্যি বলতে আজকে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতা লিখতে হলে অনেক চিন্তাভাবনা করে লিখতে হয়। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আশা করি সামনে আরও ভাল ভাল কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

আপনি খুব সুন্দর করে আষাঢ়ের স্মৃতি কবিতাটি লিখেছেন। মানুষের জীবনে অনেক স্মৃতি আছে যা কখনো ভুলা সম্ভব নয়। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করা যায়। আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ছিল। এত সুন্দর করে কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

শৈশবে ধেয়ে চলা সেই পথের কথা
এখনো ফিরে পাবার ভাবনা গুলি;
আষাঢ়ে পানে চেয়ে থাকে এ মন,
কাটানো মধুর অষ্টপ্রহর এর আশায় ।

আষাঢ়ের স্মৃতি নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার লেখা এই কবিতাটি। অনেক সুন্দর করে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সম্পূর্ণটা খুবই সুন্দর করে তুলে ধরেছেন। একেবারে মন ছোঁয়া ছিল আপনার লেখা এই কবিতাটা। এরকম কবিতা গুলো আপনার কাছ থেকে পরবর্তীতেও দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04