স্পোর্টস : উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (ম্যানচেস্টার সিটি^ ইন্টার মিলান) || by ripon40 by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- ম্যানচেস্টার সিটি^ ইন্টার মিলান
- ১২, জুন ,২০২৩
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃস্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
ম্যানচেস্টার সিটি | ইন্টার মিলান |
---|---|
মোট শট-৭ | মোট শট-১৪ । |
টার্গেটের শট-৪ | টার্গেটের শট-৫৬ । |
দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
বল পজিশন -৫৬% | বল পজিশন -৪৪% |
পাস করে -৫১২ | পাস করে -৩৯৪ |
পাস নির্ভুলতা-৮৬% | পাস নির্ভুলতা-৮২% |
ফাউল-১১ | ফাউল-১৭ |
---|---|
হলুদ কার্ড- ২ | হলুদ কার্ড - ০৩ |
রেড কার্ড- ০ | রেড কার্ড-০ |
অফসাইডস-০ ১ | অফসাইডস-০১ |
কোণ- ২ | কোণ- ৪ |
সময়কাল রাত ১ টা | ১১.০৬.২০২৩ইং |
ফলাফল : | ম্যানচেস্টার সিটি-০১ চেলসি -০০ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
গতকাল ১১ই জুন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই খেলাটি দেখার জন্য অনেকদিন হলো অপেক্ষায় ছিলাম। ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটি অবিশ্বাস্য ফর্মে রয়েছে। তারা ইতিমধ্যে লীগ শিরোপা এফ এ কাপ জিতে নিয়েছে। এবার ম্যানচেস্টার সিটি দারুন একটা স্কোয়াড তৈরি করেছে যাদের সামনে যে কোন দল পরাজিত হতে বাধ্য। চ্যাম্পিয়নস লিগের শীর্ষস্থানে থাকা রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে দ্বিতীয় লিগে ৪-০ গোলে হারিয়েছে। যেটা সত্যিই অবিশ্বাস্য ছিল খেলাটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল কিন্তু সিটির এই পারফরমেন্সের সামনে রিয়াল মাদ্রিদ দাঁড়াতে পারেনি।
গত কয়েক বছর যাবত ম্যানচেস্টার সিটি অনেক ভালো খেলছে । ধারাবাহিকভাবে লিগ শিরোপা জিতেছে তাছাড়া অন্যান্য শিরোপা ধারাবাহিকভাবে জিতে চলেছে কিন্তু তাদের চ্যাম্পিয়নস লিগ ছুঁয়ে দেখা হয়নি এখনো। সেই স্বপ্ন পূরণ করতে গতকাল ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছে। ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান তাদের ইতিহাসগত দিক দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে অনেকে গিয়ে তারা সাতবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে সেখানে ম্যানচেস্টার সিটি একবারও জিততে পারেনি। কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে ম্যানচেস্টার সিটির থেকে অনেক পিছিয়ে।
ম্যানচেস্টার সিটি পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে থাকলেও অভিজ্ঞতার দিক দিয়ে অনেক পিছিয়ে। আমি ভেবেছিলাম খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটাই হয়েছিল। ইন্টার মিলান ম্যানচেস্টার সিটির খেলা নষ্ট করে দিয়েছিল প্রথমার্ধে । কোন ধরনের আক্রমণ করতে পারেনি ম্যানচেস্টার সিটি পাল্টা আক্রমণ করেছে ইন্টার মিলান। খেলাটি খুব ভালোভাবে উপভোগ করছিলাম দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছিল কিন্তু ফাইনাল বলে কথা কেউ কাকে ছেড়ে দিতে রাজি নয়। প্রথমার্ধের তেমন কোনো ভালো আক্রমণ হয়নি দুদল আড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলাটি শেষ করে।
আমার কাছে ইন্টার মিলনের খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা খুব সুন্দর ফুটবল খেলছিল ম্যানচেস্টার সিটি তাদের সেই আক্রমনাত্মক খেলাটি খেলতে পারছিল না। সিটির সেরা মিডফিল্ডার কেবিন ডিব্রুইনা ইনজুরি হয়ে মাঠ থেকে উঠে যায়। যেটা সিটির জন্য অনেক দুর্ভাগ্যজনক ছিল। খেলার দ্বিতীয় অধ্যে এসে ম্যানচেস্টার সিটি আক্রমণ বাড়াতে থাকে। অন্যদিকে ইন্টার মিলন তারা আক্রমণ করতে শুরু করে। ৬৮ মিনিটের মাথায় সিটি আক্রমণে যায় সেই বল ইন্টার মিলনের ডিপেন্ডার সেভ করে ডি বক্সের বাইরে পাঠালে ম্যানচেস্টার সিটির রদ্রী অসাধারণ এক শর্ট করে গোল করে ফেলে। ম্যানচেস্টার সিটি এক শূন্য গোলে এগিয়ে যায়।
তারপর ইন্টার মিলন গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ করতে থাকে। আমার কেন জানি, মনে হচ্ছিল ইন্টার মিলান গোল শোধ দিয়ে দিবে। সেই রকম কয়েকটি সুযোগ পায় কিন্তু ভাগ্য খারাপ থাকলে কি আর করার। রোমেরো লুকাক ু দারুন একটা হেড পেয়েছিল সেটা গিয়ে এডারসনের পায়ে লাগে। আবার ব্যাক শর্ট করলে বাড়ে গিয়ে বাধে তখনই বুঝে ফেলেছি ইন্টার মিলান এই ম্যাচ আর জিততে পারবে না। ৯০ মিনিট খেলা শেষ হলে প্লাস মিনিট দেওয়া হয় পাঁচ মিনিট। সে সময় ইন্টার মিলন দারুন একটা সুযোগ পেয়েছিল সেই বলটি গিয়ে বাড়ে লাগে সেখানেই শেষ হয়ে যায় তাদের চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন। সিটি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় নির্ধারিত সময় খেলা শেষ হয় তারা উদযাপন করতে থাকে। ফাইনাল টি দারুন ভাবে উপভোগ করেছি অনেক ভালো লেগেছে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দীর্ঘদিন থেকেই এই খেলাটা দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু সত্য কথা বলতে যতটা আগ্রহ নিয়ে খেলাটা দেখেছিলাম ম্যানচেস্টার সিটি ততটা সুন্দরভাবে খেলাটা আমাদের মাঝে উপস্থাপন করতে পারেনি। তারপরও তারা যে জিতে গিয়েছে এটা সত্যিই ভালো লাগার একটা বিষয়।
চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটি দেখে ভীষণ ভালো লেগেছিল। যদিও আগে থেকে বুঝতে পারছিলাম যে অবশ্যই সিটি চ্যাম্পিয়ন হবে। তারপরও মাঠে ইন্টার মিলান যে চাপটা দিয়েছিল তাতে ভাগ্য সহায় থাকলে ইন্টারমিলান জিতে যেতে পারতো। যাও ফাইনাল খেলাটি ফাইনালের মতই হয়েছে। এত সুন্দর একটি খেলার রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চমৎকার একটি ম্যাচের রিভিউ শেয়ার করছেন আপনি। আসলে এ ধরনের খেলা গুলো দেখার তেমন একটা সময় পায়না আমি। তবে আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে খেলাটি অত্যন্ত জমজমাট এবং আকর্ষণীয় হয়েছিল। খুবই জমজমাট একটি ফুটবল ম্যাচের ফাইনাল খেলার রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।