DIY-(এসো নিজে করি) || প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন
  • ২০,অক্টোবর , ২০২১
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার তৃতীয় আর্ট। একটি বিড়াল প্রতীক্ষার দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে। সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

IMG_20211020_180639-01-02.jpeg


বিড়ালটি প্রতীক্ষামান রয়েছে
Device: A20s

অবস্থান :https://w3w.co/dwelt.scraping.serious


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • একটি কাঁটা কম্পাস।

IMG_20211020_174421.jpg


ধাপ-১

IMG_20211020_163800-01.jpeg

  • প্রথমে একটি সাদা কাগজের উপর পেন্সিল ও কম্পাস দিয়ে বৃত্ত একে নিয়েছি।

ধাপ-২

IMG_20211020_165413-01.jpeg

  • বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে ব্যাস ও ব্যাসের নিচে পর্যায়ক্রমে জ্যা একে নিলাম।

ধাপ-৩

IMG_20211020_170256-01.jpeg

  • ব্যাসের নিচে জ্যা বরাবর মই আকৃতির দাগ কেটে নিয়েছি।একটি দেয়ালের রুপ দেওয়া হয়েছে।

ধাপ-৪

IMG_20211020_171157-01.jpeg

  • প্রাচীরটিকে পেন্সিল দিয়ে গারো করে নিয়েছি।

ধাপ-৫

IMG_20211020_171901-01.jpeg

  • প্রাচীরের উপরের দিকে ছোট একটি বৃত্ত এঁকেছি। বৃত্তটিকে সূর্যের রুপ দেওয়ার চেষ্টা করেছি।

ধাপ-৬

IMG_20211020_172243-01.jpeg

  • প্রাচীরের দুই পাশে গাছের শাখা-প্রশাখা এঁকেছি।

ধাপ-৭

IMG_20211020_173137-01.jpeg

  • প্রাচীরের উপর বসে থাকা প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন করেছি।

ধাপ-৮

IMG_20211020_173444-01.jpeg

  • পেন্সিল দিয়ে বিড়ালটিকে গারো করে নিয়েছি।

ধাপ-৯

IMG_20211020_173621-01.jpeg

  • এইভাবে প্রাচীরের উপর বসে থাকা প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন সম্পন্ন করেছি।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 3 years ago 

অপেক্ষা মান বিড়ালের খুব সুন্দর চিত্র অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ভাই আপনি তো সুন্দর আর্ট করতে পারেন। আপনার অংকন কৃত ছবিতে ইটের দেয়ালের উপর বিড়ালের ছবিটা খুবই সুন্দর লাগছে। অসাধারণ পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

শুভ কামনা 💚

 3 years ago 

আপনারা অপেক্ষা মান বিডালে ছবি অনেক সুন্দর হয়েছে। বিডালের সভাবেই হচ্ছে কোন কিছুর জন্য অপেক্ষা করা।

 3 years ago 

আপনার করা কমেন্টের বানানগত অনেক ভুল আছে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অপেক্ষামান বিড়ালের ছবিটা খুবই সুন্দর হয়েছে। তবে বিড়ালের জন্য আমার খুব মায়া হচ্ছে,কারণ বিড়াল অপেক্ষা করছে। আর অপেক্ষার করা খুবই কষ্টের। এটি অনেক কষ্টদায়ক। আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিড়াল মশাই মনে হচ্ছে একদম ভালো ভাবেই বসেছে। কয়েক ঘন্টার মধ্যে উঠার নাম নেই কোনো।
ভালো হয়েছে আঁকাটি

 3 years ago 

ঠিকই বলেছেন আপু ওঠার কোন খোঁজ নেই। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বিড়াল আমার খুব পছন্দের

এই বিড়ালটি কার জন্য অপেক্ষা করছে জানি না
তবে সুন্দর হয়েছে

 3 years ago 

তার সঙ্গীর জন্য অপেক্ষা করছে। মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

🙏🙏❤️❤️🙏🙏

 3 years ago 

বিড়াল মশাই কিসের জন্য অপেক্ষায় বসে আছে?
আপনি খুব ভালো আর্ট করেন।
আপনার অংকিত চিত্র আমার খুব ভালো লেগেছে।
শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

তার সঙ্গীর জন্য অপেক্ষা করছে। গঠন মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালোবাসা অবিরাম

 3 years ago 

প্রতীক্ষামান বিড়ালের চিত্র অংকন এত সুন্দর ভাবে করেছেন যা দেখে আমি মুগ্ধ হলাম। প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যিই আপনার হাতের দক্ষতা সে বলতে হয়। আপনার জন্য শুভকামনা রইল। সামনে আরো ভালো অংকন আমরা আশা করব।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

প্রাচীরের উপর বসে থাকা বিড়ালের অংকন টি অনেক ভালো হয়েছে। সত্যি সবার প্রতিভা দেখে আমি অবাক হচ্ছি। আমার পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

সুমতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

প্রতিভা আছে ভাই মানতে হবে। অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67931.04
ETH 3244.57
USDT 1.00
SBD 2.67