ডাই: অরিগামি পেপার দিয়ে বিমান তৈরি।// by ripon40

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • অরিগামি পেপার দিয়ে বিমান তৈরি
  • ০৮, এপ্রিল ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ অরিগামি পেপার দিয়ে বিমান তৈরি শেয়ার করব । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



আজকে নতুন একটি পোস্ট দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কমিউনিটিতে সবাই সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখায়। যেটা তাদের ক্রিয়েটিভিটি আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। আজ তেমন একটা কোন কাজ ছিল না ভাবলাম রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা যাক। একটি বিমান তৈরির চিন্তাভাবনা মাথায় আসলো সেজন্য রঙিন কাগজ দিয়ে বিমান তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240408_140850-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• কলম
• স্কেল

IMG_20240408_140244-01.jpeg



প্রয়োজনীয় বিবরণ :



ধাপ - ১ :

প্রথমে রঙিন কাগজ সুন্দর করে সমানভাবে চারটি অংশে কেটে নিতে হবে। এভাবে দুইটি কালারের দুইটি রঙিন কাগজ কেটে নিয়েছিলাম।

IMG_20240408_140257-01.jpeg

IMG_20240408_140312-01.jpeg

ধাপ - ২ :

তারপর কাগজের মাঝ বরাবর সমানভাবে ভাস করে নিতে হবে। দাগগুলো এমনভাবে দেখা যাবে যেন খুব সুন্দরভাবে বিভক্ত হয়েছে। কাগজটি আবার ছাড়িয়ে নিতে হবে। ভাঁজ গুলো ঠিকঠাক হয়েছে কিনা।

_1712564131620.jpg

ধাপ - ৩ :

তাই কোণ নিয়ে ভাঁজ লাইন মাঝখানে ভাঁজ করতে হবে , সমস্ত কোণগুলি সমান করে, তারপরে আমরা পেছনের দিকটি নিয়ে, এটিকে মাঝখানে ভাঁজ করি এবং বামটিও তীক্ষ্ণ দেখায়।

_1712564162135.jpg

ধাপ - ৪ :

তারপর কাগজটি উল্টে দিয়ে, নীচের অংশটি এবং এটি ভাঁজ করতে হবে , তারপরে আমরা কাগজের দুটি টুকরো দেখি, তারপর 4টি আকার তৈরি করি।

_1712564266895.jpg

ধাপ - ৫ :

তারপরে আমরা সেগুলিকে তৈরি করার জন্য একে একে একে একে রাখি, প্রথমে আমরা একটি কাগজের টুকরো নিই, এটি সোজা রাখি, তারপরে আরেকটি টুকরো নিই, নীচের ছবিটি অনুসারে কাগজের প্রথম ডানদিকের এটি প্রবেশ করাই, তারপর সমতলের ডানা তৈরি করতে বাম দিকে এক টুকরো ঢোকাই, আগের মতোই।

_1712564369255.jpg

ধাপ - ৬ :

আমরা ইতিমধ্যে 3 টুকরো কাগজ ব্যবহার করেছি, যার মানে প্লেনের লেজ তৈরি করার জন্য আমাদের কাছে আরও এক টুকরো বাকি আছে।

IMG_20240408_140723-01.jpeg

IMG_20240408_140734-01.jpeg

ধাপ - ৭ :

তারপর সকল টুকরো অংশ গুলো সুন্দর ভাবে সেট করে দিলাম। প্লেন তৈরির কাজ সম্পন্ন করে ফেললাম।

IMG_20240408_140746-01.jpeg

IMG_20240408_140759-01.jpeg

শেষ ধাপ :

এভাবেই রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি বিমান তৈরি করেছি। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই সুন্দর লাগে। চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার।

IMG_20240408_140837-01.jpeg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 4 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার দুটি বিমান বানিয়েছেন ভাইয়া। দারুণ লাগছে আপনার বানানো বিমান দুটো।বিমান বানানোর পদ্ধতি চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর বিমান বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি পেপার দিয়ে খুব সুন্দর করে একটি বিমান তৈরি করে দেখিয়েছেন। আপনার তৈরি করা বিমানটি দেখতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে পেপার দিয়ে এই সুন্দর দেখতে বিমান তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 4 months ago 

আমি তো দিন দিন মুগ্ধ হয়ে যাচ্ছি সবার ক্রিয়েটিভিটি দেখে। সত্যিই রঙিন কাগজ দিয়ে তৈরি করা যায় না এমন কিছু নেই। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে বিমান তৈরি করে নিন। এত সুন্দর চিন্তা ভাবনা মাথায় কোথায় থেকে আসে ভাইয়া সেটা বুঝিনা। রঙ্গিন কাগজের যে কোন কিছু দেখতে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিমানের অরিগ্যামি তৈরি করে শেয়ার করলেন।

 4 months ago 

রঙিন কাগজের তৈরি অরিগামি গুলো ভালই লাগে দেখতে। আপনার আজকের তৈরি এই এরোপ্লেনের অরিগামি টি খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে এগুলো তৈরি করেছেন। ছোট বাচ্চারা এগুলো পেলে খুবই খুশি হবে। ভালো লাগলো আপনার অরিগামি পোস্ট দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্লেন তৈরি করেছেন ছোটবেলা এই প্লেন আমিও তৈরি করতাম। আসলে কাগজের এই প্লেন গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে।

 4 months ago 

আপনি তো দেখছি খুবই নিখুঁতভাবে ভাঁজ করে এই বিমানগুলো তৈরি করেছেন। আপনার তৈরি করা বিমানগুলো এত সুন্দর লাগতেছে যে, আমার কাছে আপনার তৈরি করা দুইটা বিমান খুব ভালো লেগেছে দেখতে। দুইটা বিমান আপনি সুন্দর করে দক্ষতার সাথে তৈরি করেছেন ভাঁজে ভাঁজে। এগুলো তৈরি করতে একটু কষ্ট হয়। আর উপস্থাপনাটা সুন্দর করে বর্ণনা করাও অনেক মুশকিলের ব্যাপার। কারণ কিভাবে ভাঁজগুলো করা হয়েছে এটা বলেই বোঝানো যায় না সুন্দর করে। তবুও আপনি সুন্দর করেও উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো।

 4 months ago 

রঙিন কাগজ দিয়ে দেখছি খুব সুন্দর করে আপনি বিমান তৈরি করেছেন। বিমানগুলো আমি ছোটবেলায় তৈরি করে থাকতাম। বিশেষ করে স্কুলে তৈরি করতাম সবাই মিলে অনেক দুষ্টামি করতাম এগুলো তৈরি করে। বিমান বানিয়ে আকাশে উড়াতে অনেক বেশি পছন্দ করতাম আমি। দুইটা ভিন্ন কালারের কাগজ দিয়ে আপনি এই বিমানগুলো তৈরি করার কারণে দেখতে দারুণ লাগতেছে একেবারে। আপনি যদি ছোট কাউকে এই বিমানগুলো দেন, তাহলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে।

 4 months ago 

ছোটবেলায় কাগজ মোড়িয়ে ঠিক এভাবে আরও অনেক কিছু তৈরি করতাম আমরা। ঠিক সেই কথা মনে পড়ে গেল আপনার এই প্লেন তৈরি করা দেখে। স্কুল ফিল্ডে বন্ধুদের সাথে খেলতাম এমন সুন্দর সুন্দর প্লেন তৈরি করে। বেশ দারুন হয়েছে ভাইজান আপনার প্লেন তৈরি।

 4 months ago 

অরিগামি পেপার দিয়ে বিমান তৈরি আসলেই অনেক চমৎকার লাগছে ভাইয়া। কিছু কাজ না থাকার কারণে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করু সুন্দরভাবে বিমান তৈরি করেছেন ।ছোটকালে আমরা এমন ধরনের বিমান অনেক তৈরি করে উড়িয়েছি ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অরিগামি পেপার দিয়ে বিমান তৈরি আসলেই অনেক চমৎকার লাগছে ভাইয়া। কিছু কাজ না থাকার কারণে আপনি রঙ্গিন কাগজ ব্যবহার করু সুন্দরভাবে বিমান তৈরি করেছেন ।ছোটকালে আমরা এমন ধরনের বিমান অনেক তৈরি করে উড়িয়েছি ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59410.96
ETH 2658.99
USDT 1.00
SBD 2.43