ইলিশ মাছের ঝোল রেসিপি ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ইলিশ মাছের ঝোল রেসিপি
  • ২৮,জানুয়ারি , ২০২২
  • শুক্রবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি ইলিশ মাছের ঝোল রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে।



আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ভোজন করে থাকি।সেটা হয়ে থাকে নিজেদের চাহিদা মতো। শীতের বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি।আমি যেকোন ধরনের মাছই খাওয়া হোক না কেন ইলিশ মাছের স্বাদ সবার থেকে বেস্ট। ইলিশ যেভাবেই রান্না করা হোক স্বাদের পরিমাণ একই থাকে।খুব সহজেই ইলিশ মাছের ঝোল রেসিপি তৈরি করেছি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

GridArt_20220128_122017604.jpg


ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • ইলিশ মাছ
  • তৈল
  • পিয়াজ ও রসুন
  • কাঁচা মরিচ
  • হলুদ
  • লবন
  • মসলা


ধাপ সমূহ


20220127_200425-01.jpeg

ধাপ-১:প্রথমে পিয়াজ ও মরিচ কুঁচিকুঁচি করে কেটে নিয়েছি।

20220127_200544-01.jpeg

ধাপ-২: তারপর একটি ইলিশ মাছ ছোট ছোট টুকরায় পরিণত করে নিয়েছি।

20220127_200612-01.jpeg

ধাপ-৩: কড়াইয়ে তেল ঢেলে দিয়ে পিয়াজ মরিচ একটু ভাজি ভাজি করে নিতে হবে।

20220127_200708-01.jpeg

ধাপ-৪:তারপর তেলের উপর পিয়াজ ও মরিচের কুঁচিকুঁচি অংশ ঢেলে দিই।

20220127_200822-01.jpeg

ধাপ-৫: পিয়াজ ও মরিচের কুঁচিকুঁচি অংশ তেলের উপর দিয়ে নাড়তে শুরু করি।

20220127_201052-01.jpeg

ধাপ-৬: পিয়াজ ও মরিচের কুঁচিকুঁচি অংশ ভাজি ভাজি হয়ে গেলে তার ভেতর মাছের টুকরা গুলো দিয়ে দিয়ে দিতে হবে।

20220127_201136-01.jpeg

ধাপ-৭: ইলিশ মাছের টুকরা গুলো ঢেলে দিই।

20220127_201401-01.jpeg

ধাপ-৮:ইলিশ মাছ পিয়াজ ভাজির উপর দিয়ে নাড়তে শুরু করি।

20220127_201452-01.jpeg

ধাপ-৯: কিছুটা পানি ঢেলে দিয়ে জ্বালায়তে থাকি।

20220127_201642-01.jpeg

ধাপ-১০:তারপর আর একটু পানি দিয়ে জ্বালাইতে থাকি কিছুটা পানি বাষ্পভূত হয়ে গেলে ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না সম্পূর্ণ হবে।

20220127_202413-01.jpeg

ধাপ-১১:কিছুক্ষণ জ্বালানোর পরেই রেসিপি রান্না সম্পূর্ণ হয়।

20220127_202841-01.jpeg

ধাপ-১২:ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না সম্পূর্ণ হলে চুলা থেকে নামিয়ে পাত্রে ঢেলে রাখি।এভাবেই ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না সম্পূর্ণ করি।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  

ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার ইলিশ মাছের ঝোল দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনার ইলিশ মাছের রেসিপি দেখে আমার জিভে জল চলে আসছে। আপনার উপস্থাপন গুলো খুব ভালো হয়েছে। এতো সুন্দর একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খেতে ইচ্ছে করলে খেতে হবে। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ইলিশ মাছের লোভনীয় ঝোল রেসিপি করেছেন ভাই আপনি। অসাধারন হয়েছে এবং গুছিয়ে প্রতিটা ধাপ করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই। 😍

 2 years ago 

ভাইয়া,আপনার ইলিশ মাছের ঝোলের রেসিপি দারুন হয়েছে।এমনেই ইলিশ মাছ অনেক মজার মাছ।আবার আপনি খুব সুন্দর করে রান্না করেছেন।আপনার উপস্থাপনা ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এতো সুন্দর পোস্ট করার জন্য ধন্যবাদ আপু। 😍

 2 years ago 
  • আহ্ আমার প্রিয় ইলিশ মাছের রেসিপি। দেখে যেন লোভ সামলানো যায় না। ইলিশ মাছের রেসিপি টা সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তাছাড়া রেসিপিটি ও অনেক লোভনীয় লাগছে। ইংলিশের এই রেসিপি কে আমরা ইলিশের জালদেওয়া ঝোল বলে থাকি।
 2 years ago 

লোভ সামলাতে না পাড়লে রেসিপি করে খেতে হবে। ঠিকই বলেছেন জালদেওয়া বলা হয় আঞ্চলিক ভাষায়। 😍😍

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আসলে ইলিশ মাছের ঝোল খেতে দারুন লাগে ইলিশ মাছ বাদেও। আসলে ইলিশ মাছ খুবই ভালো লাগে। আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

ঠিকই বলেছেন ইলিশের ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে ধন্যবাদ। 😍

 2 years ago 
  • ভাই ইলিশ মাছ আমার সবচাইতে প্রিয় মাছ। ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপির খেতে আমার খুবই ভালো লাগে। আজকে আপনি ইলিশ মাছ নিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার এই সুস্বাদু রেসিপি দেখেই তো খেতে ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

অন্য মাছ থেকে ইলিশ মাছের স্বাদটা একটু বেশি সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই। 😍

ইলিশ মাছের যেকোনো রেসিপি খুবই দুর্দান্ত অসাধারণ মজাদার হয় । কারণ ইলিশ মাছের আলাদা একটা চমৎকার ফ্লেভার আছে । ইলিশ মাছের ঝোল আপনার করা রেসিপিটি খুবই সুন্দর হয়েছে । এই ঝোল দিয়েই এক প্লেট ভাত মেরে দেওয়া যায় । 😋

 2 years ago 

ঠিকই বলবো ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খুবই মজাদার হয় ধন্যবাদ ভাই। 😍

ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ইলিশ মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে। আমি তো ইলিশ মাছের ঝোল দিয়ে এক প্লেট ভাত খেতে খেতে পারব😋। আপনাকে অনেক ধন্যবাদ এরকম সুস্বাদু একটা মাছের রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও ইলিশ মাছের রেসিপি খুবই ফেবারিট ও মজাদার খাবার। আপনার সুগার মতামত এর জন্য ধন্যবাদ। 😍

 2 years ago 

ইলিশ মাছের কথাটি শুনলেই কেমন জানি খেতে ইচ্ছা করে । কারণ ইলিশ মাছটি যেকোনোভাবেই রান্না করলে তার সাধ যেন বিভিন্ন রকম হয় । আপনার তৈরি করা ইলিশ মাছের রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে তার পাশাপাশি অনেক লোভনীয় হয়েছে । তাছাড়া আপনি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ। 😍

 2 years ago 

ইলিশ মাছের ঝোল রেসিপি খেতে খুবই মজা পাই। আপনার রেসিপি রান্না দেখে, ইলিশ মাছ খাওয়ার লোভ হয়ে গেল। আপনি খুব দারুণ এবং চমৎকারভাবে এটির উপস্থাপন করেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইল

 2 years ago 

আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই। 😍

 2 years ago 

শুভেচ্ছা ও ভালবাসা রইলো শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59367.33
ETH 3172.01
USDT 1.00
SBD 2.43