ট্রাভেল: অমর একুশে বইমেলায় কাটানো মুহুর্ত // by ripon40

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • অমর একুশে বইমেলায় একদিন
  • ১৮, মার্চ ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি অমর একুশে বইমেলায় একদিন কাটানো মুহুর্ত দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



তাহলে চলুন গল্পটি শুরু করি


ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে ঢাকা গিয়েছিলাম একটি কাজে আমি এবং আমার বন্ধু জসিম। সেখানে বন্ধুদের বাসায় দুইদিন ছিলাম। ১০ তারিখে আমরা আটজন বিকেল মুহুর্তে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। এর আগে কখনো বইমেলায় যাওয়া হয়নি। বন্ধু জসিম অনেকদিন পর ঢাকায় গিয়েছিল সেজন্য অনেক জায়গা ঘোরাঘুরি করেছিলাম। সে বলল বইমেলায় গিয়ে বই কিনবে তার ইচ্ছাতেই বইবেলায় যাওয়া। আমিও যেহেতু এর আগে কখনো বই বেলা যায়নি ঘুরে আসা যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা আমরা আটজন বাসা থেকে বেরিয়ে পড়লাম বইমেলার উদ্দেশ্যে। ঢাকা শহর হল যানজট পূর্ণ শহর সব সময় যানজট লেগে থাকে।

IMG_20240210_174413-01.jpeg

IMG_20240210_174411-01.jpeg

IMG_20240210_174607-01.jpeg

IMG_20240210_174744-01.jpeg

IMG_20240210_174822-01.jpeg


Device : Redmi Note 11
প্রবেশ মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেক কষ্টে আমরা সবাই লোকাল বাসে চড়ে। বইমলার উদ্দেশ্যে রওনা দেই। আসলে লোকাল বাসে অনেক মজার মজার কাহিনী হয় । সেগুলো উপভোগ করতে ভালই লাগে। আমরা যখন আমাদের গন্তব্যে পৌঁছেছিলাম। তখন আমরা সিরিয়াল ধরে বাস থেকে নামছি। সেই সময় আমাদের ৬ জন নেমে গিয়েছে। আর বাকি আছি দুজন সেই মুহূর্তে হঠাৎ করে বাস খুব দ্রুত টান দেয়। আমরা বলি এটা কি হলো এটা কন্টাকটার বলল যে পুলিশ আমাদের গাড়ির লাইসেন্স নেই ধরলে অনেক টাকা জরিমানা করবে। আপনাদের একটু সামনে নামিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না এই হলো ঢাকার পরিস্থিতি। যাইহোক, আমাদের একটু দূরে নামিয়ে দিয়ে ভালোই করেছিল কারণ সেটাই সঠিক গন্তব্য ছিল। আর বাকি ৬ জন ভুল গন্তব্য নেমেছে।🤩 বাস থেকে নেমে আমরা সবাই একত্রিত হয়ে বইমেলার উদ্দেশ্যে হেঁটে হেঁটে রওনা দিলাম।

IMG_20240210_175950-01.jpeg

IMG_20240210_181036-01.jpeg

IMG_20240210_181037-01.jpeg

IMG_20240210_185203-01.jpeg

IMG_20240210_185207-01.jpeg


Device : Redmi Note 11
আলোকিত পরিবেশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বইমেলা সেই জায়গাটি থেকে দেড় কিলোমিটার দূরে। প্রচন্ড ভিড় গাড়িতে যাওয়ার কোন পরিবেশ নেই হেঁটে যাওয়াই সবচেয়ে ভালো। আমরা হাঁটতে শুরু করলাম কোন সময় মানুষের বাধা, চাপাচাপি হাঁটার মধ্যেও অনেক অস্বস্তি। ধুলাবালি পরিপূর্ণ খুবই খারাপ অবস্থা যদিও আমি মাস্ক পড়েছিলাম। অনেক কষ্টে আমরা বইমেলার খুব কাছাকাছি পৌঁছে যাই। সেখানে গিয়ে দেখি খুবই খারাপ অবস্থা। এত পরিমান ভিড় ভিতরে প্রবেশ করাই অনেক কষ্টকর। যেহেতু বইমেলায় ঘুরতে এসেছি যেভাবেই হোক বিতের প্রবেশ করতেই হবে। ভিতরে প্রবেশ করার পরেও শান্তি নেই সমস্ত জায়গা জুড়ে লোকে পরিপূর্ণ। আমরা একটি ফাঁকা স্থানে অনেক সময় হাঁটাহাঁটি করার পর অবস্থান নিলাম। সবাই বলতে থাকলাম এইরকম অবস্থায় ঘুরাঘুরি করা ঠিক না। যেহেতু চলে এসেছি এবার বইমেলার ভিতর প্রবেশ করলাম।

IMG_20240210_190555-01.jpeg

IMG_20240210_190606-01.jpeg

IMG_20240210_190129-01.jpeg

IMG_20240210_190134-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধু জসিম বই পড়ছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



জসিম দুইটি বই কিনবে কিন্তু অনেকগুলো প্যাভিলিয়ন ঘুরে বই দুটি পেলাম না। সেখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং হলো সবাই ছবি তোলা এবং ঘুরাঘুরি এসব নিয়ে ব্যস্ত রয়েছে । বই কিনার কোনো খবর নেই বেশিরভাগ মানুষই ঘুরতে গিয়েছে । যে পরিমাণ লোক আমরা সেখানে ঘুরতে গিয়েছিলাম সবাই বই না কিনলেও ১০% মানুষ বই কিনলে আমার মনে হয় সেখানে একটি বইও থাকবে না। যদি আমরাও ঘুরতে গিয়েছি জসিমের ইচ্ছা ছেলে বই কেনার তা পেল না চারিপাশের পরিবেশটা ভালোই উপভোগ করলাম। পিছন সাইডে খাওয়া-দাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে দেখলাম একটু ভিড় কম। সেখানে আমরা কিছু সময় আড্ডা দিলাম। বইমেলায় গিয়ে এই বাজে অবস্থার সাক্ষী হওয়ার পর আমরা সবাই সিদ্ধান্ত নিলাম খুব দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। রাত আটটা সাড়ে আটটার দিকে সম্ভবত আমরা সেখান থেকে চলে এসেছিলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীঅমর একুশে বইমেলায় কাটানো মুহুর্ত
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনRajshahi

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 10 months ago 

ঢাকাতে থাকার পরেও এই বছর অমর একুশে বইমেলাতে যাওয়া হয়নি। সময় সুযোগ হয়নি যাওয়ার জন্য। আপনাদের বই মেলাতে যেতে কষ্ট হলেও গিয়ে অনেক মজা পেয়েছেন। বই মেলাতে গেলে অনেক কিছু জানা যায়। ধন্যবাদ।

 9 months ago 

সবাই যখন একত্রিত হয়েছিলাম সময়টি অনেক ভালো কেটেছে। কিন্তু বইমেলায় গিয়ে প্রচুর মানুষের মধ্যে একটু অস্বস্তি কাজ করছিল ধন্যবাদ।

 10 months ago 

একটি কথা আছে হুজুগে বাঙ্গালি। বই না কিনতে বা বিনা কারণে, শুধু সেলফি তুলতে, বই মেলায় যাওয়াটা হুজুগে বাঙ্গালির কাজ। আপনি ঠিক বলেছেন, ১০% মানুষ বই কিনলেও একটি বইও থাকতো না। পোস্টের ছবি গুলো সুন্দর হয়েছে। সবমিলে ভালো হয়েছে পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 9 months ago 

হ্যাঁ আপু সেখানে গিয়ে দেখি শুধু মানুষ চারিদিকে পরিপূর্ণ। উৎসবমুখর ভাবে একুশে বইমেলার আয়োজন করা হয়েছে। যেখানে শুধু ঘুরাঘুরি করার জন্যই বেশিরভাগ মানুষ গিয়েছিল।

 10 months ago 

এটা ঠিক বলেছেন বইমেলায় বেশিরভাগ মানুষই ঘুরতে যায় বই কিনার জন্য কিংবা নতুন কোন বই দেখার জন্য যায় না। আপনি এবং আপনার বন্ধুরা মিলে বইমেলায় গিয়েছেন দেখে ভালো লাগলো। সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

এবার বই মেলায় গিয়ে দেখেছি অনেক ধরনের বই । নতুন নতুন রাইটার অনেকেই অনুরোধ করেছিল বইগুলো কেনার। যদিও আমাদের পছন্দের দুইটা বই সেখানে খুঁজে পাইনি ধন্যবাদ।

 10 months ago 

আজ পর্যন্ত বইমেলায় এখনো যেতে পারি নাই। নিজেকে বেশি দুর্ভাগা মনে হচ্ছে। আপনারা আটজন মিলে বই মেলায় গিয়েছেন। বেশ সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন। আপনাদের ভ্রমণ যাত্রা পড়ে ভীষণ ভালো লাগলো। বইমেলা দেখছি জাকঁজমকভাবে একদম গড়ে উঠছে। রাতের বেলায় বেশ সুন্দর লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমিও প্রথমবার বইমেলায় গিয়েছিলাম সময়টি ভালোই কেটেছে। এবার না যাওয়া হলে আগামী বছর যাবেন ভালো লাগবে।

 10 months ago 

বইমেলায় গিয়ে খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছিলাম ঐদিন। আসলে কিছু কিছু স্মৃতি আছে সেগুলো ভুলে যাবার নয়। এই দিনটি ও আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। যদিও গাড়ির মধ্যে অনেক ভিড় ছিল তবে সবাই একসাথে থাকার কারণে কিছু মনে হয়নি। বইমেলাতে সবাই বই কেনার উদ্দেশ্যে গেলে তো ভালোই হতো। অনেক মানুষ আছে বই দেখতে কেউ আসছে মেলা ঘুরতে। তবে আমাদের উদ্দেশ্য ছিল বই কেনা। কিন্তু যে বই ক্রয় করব সেই বইগুলো খুজে খুজে না পেয়ে হতাশ হয়েছি। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এসে খাবার খাবার অনুভূতিটা অন্যরকম ছিল। হোস্টেলে যে এত সুস্বাদু খাবার দেয় আগে জানা ছিল না। ধন্যবাদ বন্ধু সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমরা সবাই মিলে দারুন সময় কাটিয়েছি কিন্তু পছন্দের দুইটা বই খুঁজে পাইনি। এটাই আমাদের হতাশ করেছে। যাই হোক বইমেলায় প্রথমবারের অনুভূতিটা ভালো ছিল।

 10 months ago 

কথা সত‍্য ভাই বইমেলায় অধিকাংশ মানুষ যায় ঘুরতে ছবি তুলতে বই কিনতে না। আমি গিয়েছিলাম দেখি এই একই অবস্থা হা হা। বাসের লাইসেন্স কী বলছেন ভাই ঢাকার অধিকাংশ বাসের রাস্তায় চলার মতো ফিটনেস নেই। এই হলো অবস্থা। লোকাল বাস একটা যন্ত্রণা মনে হয় আমার কাছে। কিন্তু কোন উপায় নেই।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যাঁ মানুষের ভিড় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কি একটা বাজে অবস্থা । সেখানে কিছুক্ষণ থাকার পর মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে মাথা ঘুরে পড়ে যাব।

 9 months ago 

আমাদের এই কমিউনিটির অনেকেই বইমেলায় গিয়েছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু সময় অতিবাহিত করেছেন৷ আপনিও এই বই মেলায় গিয়ে খুব সুন্দর কিছু সময় অতিবাহিত করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগলো৷ আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন যা একেবারে অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 9 months ago 

সবাই একসঙ্গে যখন এক জায়গা যাই অনেক সুন্দর মুহূর্ত কাটে । আমাদের সেই রকম মুহূর্ত কেটেছিল পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আসলে সবাই একসাথে থাকলে খুব সুন্দর সময় অতিবাহিত করা যায়। আর আপনি পোস্ট এর মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.040
BTC 96568.43
ETH 3467.22
SBD 1.59