ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১০৭ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ২৪, এপ্রিল ,২০২৪
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১০৭ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
সবুজ ধানের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক। |
---|
#২
Device : Redmi note 11
ঘাস ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখতে পাই । মাঠে প্রান্তে যে সকল ফুল ফুটে থাকে যেগুলো আমাদের অচেনা অজানা । তবুও সেটা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখতে অনেক সুন্দর লাগে। শীতের শেষ মুহূর্তে কৃষকেরা মাঠে ভুট্টা চাষ করে। আসলে সেদিন আকাশ নীল এবং প্রকৃতির মাঝে ভিন্ন এক সৌন্দর্য বয়ে এনেছে । সবুজ শ্যামল পরিবেশ আকাশের সৌন্দর্য সবমিলিয়ে দারুন একটা রিফ্লেকশন। কাশফুল গাছের ফুলগুলো সেই নীল আকাশের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। |
---|
#৩
Device : Redmi note 11
রাখালের ভেড়া চড়ানো
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একজন কৃষক সবুজ ঘাস মাথায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে দৃশ্যটি দেখতে দারুন লাগছিল নীল আকাশের মধ্যে তার সৌন্দর্য ফুটে উঠেছে। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। সেই রাস্তায় বালু বাহি গাড়ি চলাচল করার কারণে মাটির রাস্তায় হাঁটু সমান ধূলিকণায় পরিপূর্ণ । |
---|
#৪
Device : Redmi note 11
কুঁড়ে ঘর
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে মেঠো রাস্তা সেই রাস্তা দিয়ে মহিষের গাড়ি যাতায়াত করে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে একদিকে মেঘলা আকাশ অন্যদিকে তাদের ব্যস্তময় মুহূর্ত দারুন একটা পরিবেশ। সেই দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি । |
---|
#৫
Device : Redmi note 11
পাখির উড়ে যাওয়ার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী রয়েছে ।যেখানে অনেক মানুষের জীবন জীবিকার নির্বাহ করে থাকে। ছোট্টবেলা দেখেছি নদীতে প্রচুর মাছ পাওয়া যেত ।বর্তমানে খুবই কম পাওয়া যায় নদীর পাড়ে মানুষ নদীতে মাছ ধরার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এ সময় নদীতে পানি কম থাকে তারা জাল দিয়ে ঘিরে রেখেছে সেখানে জাল টেনে মাছ ধরছে । আমি খুব কাছাকাছি গিয়ে মাছ ধরার দৃশ্যটি উপভোগ করেছি । কিন্তু তেমন একটা মাছ পাইনি তবুও নদীর মাছ দেখতে অনেক ভালো লাগে । |
---|
#৬
Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
---|
#৭
Device : Redmi note 11
জোসনা রাতের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
এই ছোট্ট জীবনে বন্ধু-বান্ধব ভাই ব্রাদার তাদের সাথে যে পরিমাণ পিকনিক করেছি। হয়তো সেই মুহূর্তগুলো একসময় মিস করব। জীবনের একটি সময় থাকে শুধু স্বাধীনতায় পরিপূর্ণ। যেকোনো ইচ্ছা খুব সহজে পূরণ করার সাহসিকতা। একটি সময় পিকনিকের নাম উঠলেই শুরু হয়ে যেত রান্নাবান্না রাতের বেলা আড্ডা দারুন একটা মুহূর্ত। যেটা এখন খুবই মিস করি। জোসনা রাতে বসে থাকা মুহূর্তে ফুটফুটে চাঁদের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। সবাই এখন কর্মে ব্যস্ত এই দৃশ্যের একটা ফটোগ্রাফি অনেক দিন আগে মোবাইলে করে রেখেছিলাম সেটাই ফটোগ্রাফি হিসেবে শেয়ার করলাম। |
---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আজকের এই দারুন পোস্টটি সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবুজ ধানের দৃশ্য, সূর্যাস্তের মুহূর্ত এবং জোসনা রাতের দৃশ্য আমাকে বেশি মুগ্ধ করেছে।
ভাই, ফটোগ্রাফি করাতে আপনার দক্ষতা অনেক অনেক বেশি তা নতুন করে বলার কিছুই নেই। কেননা প্রতিনিয়ত আমরা আপনার অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে আসছি। আজও তার ব্যতিক্রম নয়, আর তাইতো প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর সেই অপরূপ সৌন্দর্য দেখে চোখ দুটো জুড়িয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর উপস্থাপনার জন্য।
প্রকৃতির মাঝে ঘোরাঘুরির করলে বেশ সুন্দর ফটোগ্রাফি করার সুযোগ হয়। যেহেতু সব সময় বাইক নিয়ে ঘোরাঘুরি করেন সেই সুযোগে সুন্দর ফটোগ্রাফি করার ও আপনার সুবিধা হয়। আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। সূর্যাস্তের ফটোগ্রাফি এবং সবুজ ধান ক্ষেতের ফটোগ্রাফি দারুন লেগেছে আমার।
https://twitter.com/mahmudrr_r/status/1783147483813892506?t=q83z4D6Rbj5FyyZ-9B8w5A&s=19
ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন আজকে ভাইয়া। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লেগেছে । এক একটা ফটোগ্রাফি এক এক রকম সুন্দর্য। বিশেষ করে ৬ নম্বর ফটোগ্রাফিটা সূর্যাস্তের মুহূর্তের ফটোগ্রাফিটা দেখতে আমার কাছে সেই সুন্দর লাগছে। প্রতিটা ফটোগ্রাফি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আপনি। এমন ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে বিভিন্ন ধরনের চমৎকার কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ হয়েছে। বিশেষ করে সবুজ ধান ক্ষেত সূর্য অস্তের ফটোগ্রাফি এবং আকাশে পাখি উড়ার দৃশ্য দুর্দান্ত ছিলো। ধন্যবাদ সবমিলিয়ে এতো সুন্দর কিছু ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।