"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৮ || শীতকালীন ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ6 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • শীতকালীন ফটোগ্রাফি
  • ২১, নভেম্বর, ২০২৩
  • মঙ্গলবার


শীতের শুরুতে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতবার শীতের মৌসুমে শীতকালীন সময়ের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আমাদের কমিউনিটিতে অনেকেই অনেক ভালো ফটোগ্রাফি করে থাকে। শীতকালীন সময়ে প্রাকৃতিক দৃশ্য ভিন্ন রূপে সেজে ওঠে প্রকৃতি তার রূপ বদলায় যেটা উপভোগ করতে সবাই পছন্দ করে। শীতের সকাল শীতের বিকেল সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে সবাই পছন্দ করে। বিশেষ করে কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা সবুজের সমারোহ ভিন্নরূপে সেজে ওঠে। তাছাড়া শীতকাল আসলে বিভিন্ন পিঠা খাওয়ার ধুমধাম পড়ে যায়। যেহেতু শীতের শুরুতে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেজন্য আমি চেষ্টা করেছি প্রতিযোগিতায় শীতকালীন সময়ের কিছু দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার। তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো প্রতিনিয়ত করা হয় ।যেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি শীতকালীন সময়ের কিছু ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।



📸 ফটোগ্রাফি 📸



IMG_20230106_065014-01.jpeg

IMG_20230106_065047-01.jpeg


Device : Redmi note 11
কুয়াশাচ্ছন্ন সকালের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি করতে খুবই ভালবাসি ।যখন প্রতিযোগিতার আয়োজন করা হয় তখন ফটোগ্রাফি করার প্রস্তুতি নিয়ে থাকি ‌। সকালে ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে গিয়েছিলাম সবুজ ফসলি দৃশ্যের ফটোগ্রাফি করতে ।তাছাড়া চারিদিকে হালকা কুয়াশা আচ্ছন্ন পরিবেশ ছিল। একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম । ফাঁকা মাঠের চারিদিকে সাদা কুয়াশাচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান ছিল যেটা অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম কয়েকটি ছবি তুলে নিলাম।


IMG_20221209_072311-01.jpeg

IMG_20221209_072429-01.jpeg

IMG_20221108_155219-01.jpeg


Device : Redmi note 11
সোনালী ধান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশের প্রধান চাষাবাদ ফসল হলো ধান। বারো মাস ধান চাষ হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালীন সময়ের মাঝামাঝি দিকে মাঠে ধান চাষ শুরু হয় শীতের শুরুতে ধান পেকে যায়। সোনালী রূপ ধারণ করে কৃষকেরা ব্যস্ত হয়ে পড়ে সোনালী ধান গড়ে ওঠানোর কাজে। সেই দৃশ্য উপভোগ করতে মিস করিনি। শিশির ভেজা ধানের দৃশ্য নতুন এক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। যেটা প্রকৃতির ভিন্ন রূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সব সময় অপেক্ষায় থাকি। সকালবেলা এই সোনালী ধানের কুয়াশাচ্ছন্ন পরিবেশটি ভালোই উপভোগ করেছিলাম।


IMG_20221209_072349-01.jpeg

IMG_20221209_080536-02.jpeg

IMG_20221209_080459-01.jpeg


Device : Redmi note 11
খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকাল আসলেই যেন খেজুরের রস এবং আখের রস এগুলো খাওয়ার ধুমধাম পড়ে যায়। এমন কিছু জায়গা রয়েছে যেখানে এই খেজুরের রস এবং গুড় দুটোই পাওয়া যায় । সেখানে মানুষ শীতকালীন সময় এসে ভিড় জমায় খেজুরের রস এবং গুড় খাওয়ার জন্য। রাস্তার পাশ দিয়ে সারি সারি খেজুরের গাছ সেখান থেকে গাছিরা খেজুরের রস সংগ্রহ করে এভাবে জ্বালিয়ে গুড় তৈরি করে। তারই এক দৃষ্টান্ত ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলাম।


IMG_20231121_064847-01.jpeg

IMG_20231121_064754-01.jpeg


Device : Redmi note 11
শীতের সকালে জেলেদের মাছ ধরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকে। আপনারা ছবিতে নদীর যে দৃশ্যমান বিষয়টি দেখতে পাচ্ছেন বর্ষাকালে এখানে শুধু পানি থই থই করে। এখন সেটা শুকিয়ে গেছে কিন্তু জেলেদের মাছ ধরা বন্ধ হয়নি। অল্প পানি থাকলেও এখানে প্রচুর মাছ পাওয়া যায় । তারা বিভিন্ন ধরনের জাল দিয়ে মাছ ধরে থাকে। সকালবেলা নদীর তীরে এসে যেটা ভালোই উপভোগ করেছি। তাদের মাছ ধরার বিষয় ফটোগ্রাফি করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। শীতের সকালের এই সৌন্দর্য সত্যিই অনেক সুন্দর ছিল।


IMG_20230111_072123-01.jpeg

IMG_20230111_071957-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা সরিষা ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকাল আসলে মাঠে মাঠে হলুদের সমারোহ ধারা বেষ্টিত থাকে। এই সরিষা ফুল দেখতে এতটাই সুন্দর লাগে জোনাকি পোকার মত কি দারুন দৃশ্য। কিন্তু এখনো তেমন একটা সেই সরিষা ফুল ফুটে ওঠেনি ।আর কিছুদিনের মধ্যেই তার সৌন্দর্য উপভোগ করতে পারব। কিছু কিছু জায়গায় সরিষা ফুল ফুটতে শুরু করেছে সেখান থেকে কয়েকটি ফটোগ্রাফি করেছি।

IMG_20231121_062252-01.jpeg

IMG_20231121_062229-01.jpeg


Device : Redmi note 11
কচুরি ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই সময় কচুরিপানার ফুল ফুটে থাকে। যেটা সূর্য অস্তের শেষে কুঁচকে যায় আবার সূর্য উদয় হলে ফুটন্ত অবস্থায় তার সৌন্দর্য ফুটিয়ে থাকে। যখন সকালে মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম তাদের এভাবে কুঁচকে থাকা দৃশ্যটি উপভোগ করলাম । সূর্যের আলোয় আবার তারা ফুটন্ত অবস্থায় দেখতে পাবো প্রকৃতি তার এই সৌন্দর্য নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হয় সেটাই তার প্রমান। কুয়াশা ভেজা সকালের এই ফুলের সৌন্দর্য ভালোই উপভোগ করেছিলাম।


IMG_20231121_070532-01.jpeg

IMG_20231121_070527-01.jpeg


Device : Redmi note 11
কুয়াশা ঘেরা মাঠের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই তো কিছুদিন আগে কৃষকেরা মাঠের চাষাবাদের মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করেছে আর কিছুদিনের মধ্যেই পুরা মাঠ সবুজের সমারোহ দ্বারা বেষ্টিত থাকবে। এখন শুধু হালকা সবুজের পদচরণ চারিদিকে হালকা কুয়াশা ঘেরা পরিবেশ। যেটা শীতকালীন সময়ের শুরুর সৌন্দর্য । এভাবেই শীতকালীন সময়ের প্রাকৃতিক সৌন্দর্য সেজে ওঠে। সেই দৃশ্যটি আর কিছুদিনের মধ্যে পরিপূর্ণভাবে রূপ নিবে। সরিষা ফুলের সৌন্দর্য হলুদের সমারোহ দ্বারা বেষ্টিত থাকবে।


IMG_20231121_070801-01.jpeg

IMG_20231121_070753-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা ঘাসের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকালীন সময়ের ভিন্ন একটি রূপ হল শিশির ভেজা সকালের দৃশ্য। সবুজের উপর জমে থাকা শিশির বিন্দু সবুজ অরণ্যের ভিন্ন একটি রূপে সজ্জিত করায়। সেই সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে ।্ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দুগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যেটা শীতের শুরুতে শীতকালীন সময়ের প্রাকৃতিক সৌন্দর্যের আগমনী বার্তা। প্রতিবছর এই সময়ে সেই শিশির জমা সৌন্দর্য উপভোগ করতে পারে সবাই পছন্দ করে। যেটা এবার আমিও ভালোই উপভোগ করেছি।


IMG_20231121_071339-01.jpeg

IMG_20231121_071633-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা মাশরুম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সকালে ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে বেরোলাম ফটোগ্রাফি করার জন্য। কাঁচা রাস্তার পাশে এই ছোট্ট সাদা মাশরুম দেখতে পাই আর আমার কাজই হলো ফটোগ্রাফি করা কিভাবে তার সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। সেই চেষ্টা শুরু হয়ে গেল চিন্তাভাবনা করে তার সৌন্দর্য ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু সম্মিলিতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। এখন আপনারাই বলতে পারবেন এর সৌন্দর্য কতটা ফুটিয়ে তুলতে পেরেছি।


IMG_20231121_065635-01.jpeg

IMG_20231121_065715-01.jpeg


Device : Redmi note 11
শিশির ভেজা ফুলকা ঘাসের ফটোগ্রাফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই শিশির ভেজা ফুলকা ঘাসের সৌন্দর্য এতটাই সুন্দর ছিল মনে হচ্ছে যেন শিশির ভেজা সাথে তার এমন একটা সম্পর্ক স্বর্ণ অলংকারের মত। যেমন স্বর্ণ অলংকার পড়লে একটা নারীর সৌন্দর্য আরো ফুটে ওঠে তেমনি এই ফুলকা ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দু তার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে। সেই বিষয়টি ভালই উপলব্ধি করেছি তার পাশাপাশি ফটোগ্রাফি করে ফুলকা ঘাসের শিশির ভেজা সৌন্দর্যটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


20220131_165956-01.jpeg

20220131_165907-01.jpeg


Device : Redmi note 11
ঘোড়ার গাড়িতে যাতায়াতের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতের সময় যখন নদীর পানি শুকিয়ে এরকম বালুরচর জাগো হয় । সেই সময় ঘোড়ার গাড়িতে নদী পারাপারে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে। বালুর উপর দিয়ে ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি খুব সহজে চলাচল করতে পারে । মরুভূমি ময় এই দৃশ্য পদ্মা নদীর চরে উপভোগ করেছিলাম । তারই দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

IMG_20231119_161203-01.jpeg

IMG_20231119_161155-01.jpeg


Device : Redmi note 11
বালুকাময় পথে কৃষকের ঘরে ফেরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কৃষকেরা সবসময় ব্যস্ত থাকে তাদের কৃষিকাজে । বিশেষ করে এই সময় বিভিন্ন নদী অঞ্চলে পানি শুকিয়ে যায় এরকম বালুকাময় চরের উদ্ভব হয়। যেখানে কৃষকেরা ফসল ফলানোর চেষ্টা করে । প্রতিবছর এই জায়গাটিতে বিকেল মুহূর্তে যাওয়া হয় খোলা মেলা পরিবেশ দারুন জায়গা। আমাদের কাছে খুবই ভালো লাগে এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। কৃষকের ঘরে ফেরা মুহূর্তের দৃশ্যটি চেষ্টা করলাম ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। শীতের বিকেল দারুন ছিল।


IMG_20231120_091849-01.jpeg

IMG_20231120_091928-01.jpeg


Device : Redmi note 11
নদীর পাড় দিয়ে হেটে যাওয়া গরুর পাল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিকেল মুহূর্তে বালুকাময় যে চড়ে ঘুরতে গিয়েছিলাম সেটা হল পদ্মা নদীর তীরে অবস্থিত। সেখানে অনেক বড় চর পড়েছে। সেই চরে একটি খামার দেখতে পাই যেখানে ৩ থেকে ৪০০ গরু আছে। সারাদিন রাখালেরা মাঠে গরু চরায় বিকেল মুহূর্তে এভাবেই তারা গরু নিয়ে আবার তাদের খামারে উপস্থিত হয়। যখন তারা নদীর তীর ঘেঁষে এভাবে গরুর পাল নিয়ে খামারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দেখতে এতটাই সুন্দর লাগছিল অনেকক্ষণ তাকিয়ে ছিলাম ।অনেকগুলো গরু সত্যিই যেটা মাঠের এক ভিন্ন সৌন্দর্য বয়ে আনে।


20220131_164528-01.jpeg

20220131_164528-02.jpeg


Device : Redmi note 11
গরুর লাঙ্গল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গরু দিয়ে আগে মানুষ জমি চাষাবাদ করতো আগে ।বর্তমান যেটা খুবই কম দেখা যায় । কিছু কিছু জায়গায় যেখানে গরুর লাঙ্গল ব্যতীত যাওয়ার কোন ব্যবস্থা নেই সেখানেই এই ধরনের লাঙ্গল দেখতে পাওয়া যায়। বালুকাময় স্থানে এই দৃশ্যটি সূর্যাস্তের মুহূর্তে দারুন ভাবে ফুটে উঠেছিল। যেটা হয়তো আর সচরাচর দেখতে পাবো না।

IMG_20231119_170202-01.jpeg

IMG_20231119_170012-01.jpeg

IMG_20231119_165929-01.jpeg


Device : Redmi note 11
শীতের সন্ধ্যা সূর্যাস্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



একটি দিনের সেরা মুহূর্তগুলো বিকেলের মুহূর্ত। বিশেষ করে বিকেলের শেষ মুহূর্তে সন্ধ্যা নেমে আসে সূর্য অস্ত যায়। লালচে আকার ধারণ করে সেই মুহূর্তের দৃশ্যটি উপভোগ করতে খুবই ভালো লাগে আমার কাছে। যেটা প্রতিনিয়ত উপভোগ করা হয়ে থাকে। বিশেষ করে শীতকালীন সময়ে সূর্যাস্তের মুহূর্তটা বেশি সুন্দর হয়। খোলা আকাশের নিচে সেই সৌন্দর্যতা এতটাই ফুটে ওঠে শুধু তাকিয়ে থাকতে মন চায় কিন্তু সাময়িক সময়ের জন্য এটা দেখতে পাওয়া যায় ।সন্ধ্যা শেষে অন্ধকার নেমে আসে একটি দিনের দারুন মুহূর্ত।

পোষ্টের বিবরণ


বিভাগফটোগ্রাফি
বিষয়শীতকালীন ফটোগ্রাফি ।
ক্যামেরাRedmi Note 11, f/1.8 1/100s ISO65 4.8mm no flash
পোস্টের কারিগর@ripon40
অবস্থানখোকসা, কুষ্টিয়া ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 6 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখার অপেক্ষায় ছিলাম ভাইয়া। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি পোস্ট আমার অনেক ভালো লাগে। আর এই প্রতিযোগিতায় আপনার দারুন দারুন ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 6 months ago 

প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানায়।আপনার তোলা প্রতি টা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। কি আর বলবো ভাই সব গুলো ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।

 6 months ago 

সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণটা দেখে। আপনি অনেক মনোমুগ্ধকর কিছু আকর্ষণীয় ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন, যেগুলো জাস্ট অসাধারণ ছিল। ফটোগ্রাফির মাধ্যমে শীতকালীন অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখে খুব ভালো লাগলো।

 6 months ago 

প্রথমে অভিনন্দন জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি সবসময় অনেক ভালো ফটোগ্রাফি করেন। প্রতিযোগিতা এর মাধ্যমে আপনার আরো মাস্টারপিস কিছু ছবি দেখার সুযোগ হলো। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন মাশরুমের ছবি আর শেষে সূর্যাস্তের ছবি দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছে একটা মানুষ কিভাবে এত ভালো ছবি তোলে। সত্যি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।আপনি শীতকালীন বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে আমার কাছে।সুন্দর বর্ননার মাধ্যমে ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 6 months ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আপনি প্রতিযোগিতার জন্য শীতকালীন বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। শিশির ভেজা ঘাস, সূর্যাঅস্তের দৃশ্য সহ আরও অনেক ফটোগ্রাফি শেয়ার করেছেন। গ্ৰামের শীতকালের এই প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভরে যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 6 months ago 

ওয়াও দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে ভাইয়া।প্রতিটি ফটোগ্রাফি চমৎকার লেগেছে আমার।কোনটা রেখে কোনটা প্রশংসা করবো বুঝতেছিনা ,সবগুলো ফটোগ্রাফি মাইন্ড ব্লয়িং।আপনাকে অনেক শুকামনা জানাই কনটেস্টের।ভালো লেগেছে পোস্টটি ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 6 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইজান ৪৮ তম কনটেস্টে অংশগ্রহণ করেছেন খুব সুন্দর ভাবে। আপনার পোষ্টের মাঝে চমৎকার শীতকালের ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন। খুশি হলাম আপনার সুন্দর এই পোস্ট দেখে। বিভিন্ন পর্যায়ের ফটোগুলো ছিল মনোমুগ্ধকর।

 6 months ago 

আপনার শেয়ার করা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি ভাইয়া। এমনিতেই আপনার ফটোগ্রাফি গুলো আমার সব সময় ভালো লাগে। যেহেতু আপনি শীতকালীন ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। অনেক ধন্যবাদ জানাই খুব সুন্দর সুন্দর শীতকালীন ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

 6 months ago 

পদ্মার পার হতে বেশ কিছু শীতকালীন দৃশ্য নিয়ে আপনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেন। আপনার প্রতিযোগিতায় অংশ গ্রহণ দেখে বেশ মুগ্ধ হলাম। আপনার ফটোগ্রাফিগুলোতে কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি খুব সুন্দর করে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66903.90
ETH 3098.58
USDT 1.00
SBD 3.67