ডাই: রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি।// by ripon40

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি
  • ১৭, মার্চ ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি শেয়ার করব । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



**আজকে নতুন একটি পোস্ট দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের কমিউনিটিতে সবাই সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখায়। যেটা তাদের ক্রিয়েটিভিটি আসলে রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। আজ তেমন একটা কোন কাজ ছিল না ভাবলাম রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা যাক। একটি ব্যাগ তৈরির চিন্তাভাবনা মাথায় আসলো সেজন্য রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

_1710666948838.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• কালো কলম
• আঠা
• স্কেল

IMG_20240317_152647-01.jpeg



প্রয়োজনীয় বিবরণ :



ধাপ - ১ :

প্রথমে রঙিন কাগজ সুন্দর করে সমানভাবে ভাঁজ করে কেটে নিতে হবে। তারপর ত্রিভুজাকৃতির ভাঁজ করে নিতে হবে। যাতে কাগজের উপর দাগের রেখাগুলো বোঝা যায়

_1710666693545.jpg

ধাপ - ২ :

তারপর কাগজের মাঝ বরাবর সমানভাবে ভাস করে নিতে হবে। দাগগুলো এমনভাবে দেখা যাবে যেন খুব সুন্দরভাবে বিভক্ত হয়েছে। কাগজটি আবার ছাড়িয়ে নিতে হবে। ভাঁজ গুলো ঠিকঠাক হয়েছে কিনা।

_1710666725527.jpg

ধাপ - ৩ :

কাগজটি ত্রিভুজাকৃতির ভাঁজ করে নেয়ার পর নিচের দিকে এক সেন্টিমিটার সমানভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর ডান বাম দিকে একইভাবে ভাঁজ করে নিতে হবে।

_1710666770007.jpg

ধাপ - ৪ :

ভাঁজ করা কাগজটি আবার খুলে ফেলতে হবে। আবার মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। তারপর চারিদিক থেকে সুন্দরভাবে ভাঁজ পরা অংশগুলো সমানভাবে এডজাস্ট করতে হবে।

IMG_20240317_145817-01.jpeg

IMG_20240317_145827-01.jpeg

ধাপ - ৫ :

ভাঁজ করে নেয়ার পরে সেগুলোকে একসাথে করে একটু চেপে ধরলে ভাঁজ গুলো সুন্দরভাবে একত্রিত করে। মার্কার পেন দিয়ে গোলাকার আকৃতির করে ডিজাইন করে নিতে হবে।

IMG_20240317_145852-01.jpeg

IMG_20240317_145905-01.jpeg

IMG_20240317_145922-01.jpeg

ধাপ - ৬ :

তারপরে 0.5 সেমি x 6 সেমি আকারের কাগজ কেটে এটি দিয়ে ব্যাগের সাথে আঠা দিয়ে বালা লাগিয়ে দিলাম।

IMG_20240317_145934-01.jpeg

IMG_20240317_145950-01.jpeg

ধাপ - ৭ :

এভাবেই একটি ব্যাগ তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলি। এখন ব্যাগটি দেখতে দারুণ লাগছে।

IMG_20240317_150002-01.jpeg

শেষ ধাপ :

এভাবেই রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ব্যাগ তৈরি করেছি। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি দেখতে খুবই সুন্দর লাগে। চেষ্টা করেছি সুন্দর করে ফুটিয়ে তোলার।

IMG_20240317_150033-01.jpeg

IMG_20240317_150101-01.jpeg

IMG_20240317_150113-01.jpeg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 5 months ago 

রঙিন কাগজের কোনো কিছু তৈরি করতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে ব্যাগ তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ব্যাগের উপর ইমোজি দেওয়ার জন্য সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 5 months ago 

রঙিন কাগজের তৈরি এ ধরনের জিনিসগুলো দেখতে খুবই সুন্দর এবং কিউট লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার কিছু ব্যাগ তৈরি করেছেন। ব্যাগ গুলো বেশ ভালো লাগছে দেখতে। খুব সুন্দরভাবে তৈরি করার প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভেন্যাটি ব্যাগ তৈরি করেছেন। আসলে এই ভ্যানিটি ব্যাগ দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। কালার গুলো খুবই সুন্দরভাবে চয়েস করেছেন। অসাধারণ হয়েছে।

 5 months ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে তিনটি কাগজের ব্যাগ তৈরি করেছেন। সেগুলোর উপর মার্কার পেন দিয়ে অনেক সুন্দর ভাবে ডিজাইন তৈরি করেছেন এজন্য দেখতে খুবই ভালো লাগছে। ব্যাগ তৈরি করতে দেখছে অনেকগুলো ভাঁজের প্রয়োজন হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে। আমিও সময় সুযোগ পেলে রঙিন কাগজ দিয়ে ডাই প্রজেক্ট করতে পছন্দ করি। আপনার আজকের তৈরি ব্যাগগুলো সত্যিই ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর সবশেষে তিনটি ব্যাগ একসাথে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো। এ ধরনের কাজগুলো চমৎকার ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ ভাই রঙিন কাগজের চমৎকার ডাই প্রজেক্ট পরিবেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে আমার। আপনার আজকের কিউট ব্যাগের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটা ব্যাগ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। কমিউনিটিতে এখন অনেকেই অনেক সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে নানা ধরনের ডাইপ্রজেক্ট তৈরি করে শেয়ার করছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের মাঝে আপনার তৈরি কৃত এই রঙিন কাগজের ব্যাগ তৈরি করে, চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার ক্রিয়েটিভিটির প্রশংসা অবশ্যই করতে হয়। রঙিন কাগজ কেটে অসাধারণ ব্যাগ তৈরি করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেছি। ব্যাগ তৈরির ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ব্যাগ তৈরি করেছেন ৷ আসলে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে ৷ আপনি অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরি করেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ৷ ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন ৷ ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনার রঙিন কাগজ দিয়ে ব্যাগ তৈরির প্রক্রিয়াটি অসাধারণ এবং সৃজনশীল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে, যা পাঠকদের নিজেরাই এই ধরনের ব্যাগ তৈরি করতে উৎসাহিত করবে। আপনার কাজের মাধ্যমে সৃজনশীলতার এক অনন্য উদাহরণ প্রদর্শিত হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38