পার্কে কাটানো কিছু সুন্দর মুহূর্ত || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • পার্কে কাটানো কিছু সুন্দর মুহূর্ত
  • ১৮, এপ্রিল ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ পার্কে খুব সুন্দর মুহূর্ত পার করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220418_223458976.jpg


Device : A20s
পার্কে ঘোরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই রমজান মাসে কোথাও তেমন একটা ঘুরতে যাওয়া হয়না। ঘুরাঘুরি করতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই কোথাও ঘুরতে যেতে পছন্দ করি। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম কোথাও ঘুরতে যাব। রোজা থেকে কোথাও ঘুরতে গেলে অনেক কষ্ট হয়ে যায় ।তবুও মনের ইচ্ছা পূরণ করার জন্য ঘুরতে গিয়েছিলাম। আমার কয়েকজন বন্ধু আছে তারা ঘুরতে খুবই পছন্দ করে। তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে থাকি। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম কোথাও ঘুরতে যেতে হবে। বাড়ি থেকে বেশ দূরে একটি পার্ক ছিল সেখানে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

20220413_153119-01.jpeg

20220413_153122-01.jpeg


আমরা চারজন বন্ধু মিলে দুইটা মোটরসাইকেল নিয়ে পার্ক এর উদ্দেশ্যে রওনা দিলাম । প্রায় ২০ কিলোমিটার দূরে পার্কটি অবস্থিত সত্ত্বেও অনেক ঘোরাঘুরি করার পরেও সেখানে যাওয়া হয়নি সেজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। পার্কে অবস্থান করার পর মোটরসাইকেল গ্যারেজে রেখে পার্কের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার চেষ্টা করি। প্রতিটি টিকিটের মূল্য 30 টাকা মোট চারটা টিকিট দেখতে কেটে ছিলাম। পার্কে প্রবেশ করার আগে চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। যেটা উপভোগ করতে মিস করি নি অনেক সুন্দর মুহূর্ত পার করলাম।

20220413_145753-01.jpeg

20220413_145626-01.jpeg


পার্কটির নতুন করা হয়েছে অনেক কিছুই এখনো অপূর্ণ রয়েছে তা আস্তে আস্তে করার চেষ্টা করছে ।তাছাড়া পার্কের মাঝে অনেক বড় একটি পুকুর ছিল। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে চারিপাশে ফুলের সৌন্দর্য দ্বারা বেষ্টিত সেগুলো উপভোগ করেছিলাম। অনেক ধরনের ফুল ছিল যেগুলো অচেনা সেগুলো ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করব। পার্কের বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করি বিভিন্ন ধরনের সৌন্দর্যতা ধারা পরিপূর্ণ করা হয়েছে। যেগুলো দেখতে ভালই লাগছিল বিশেষ করে শিশুদের জন্য ঘোড়ার বেস্ট জায়গা ছিল।

20220413_145705-01.jpeg

20220413_145701-01.jpeg


শিশুদের খেলার জন্য বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়েছে। এই রমজান মাসে এখানে মানুষ খুব কম ঘুরতে আসে ।যাইহোক, জায়গাটি অসাধারণ ছিল চারিপাশের পরিবেশ উপভোগ করার মতো চারিদিকে ভালোই ঘুরাঘুরি করলাম। প্রচন্ড রোদ পড়ায় তেমন একটা ভাল লাগছিল না। রোজা রাখা অবস্থায় ঘুরাঘুরি করা একটু কষ্ট হয়ে যায় তাছাড়া একদম ভালো লাগছিল না। সবাই যে যার মতো করে বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করি এবং ফটোগ্রাফি করতে থাকি।

20220413_145119-01.jpeg

20220413_145337-01.jpeg


প্রচণ্ড গরম পড়ায় আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটি সুন্দর জায়গায় বসে একটু বিশ্রাম নিই। তারপরে আবার ঘোরাঘুরি শুরু করি শুধু আমরা ছাড়া কেউ পার্কে ছিল না সেজন্য তেমন একটা ভাল লাগছিল না। তাছাড়া পার্কের অন্যান্য সাইটে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে এই সময় পর্যটক এর সংখ্যা কম থাকায় তারা পার্কের কাজ এর কার্যক্রম শুরু করে দিয়েছে। আশা করি পরবর্তীতে আরো সুন্দর দৃশ্য দেখতে পাবো। সব মিলিয়ে এই রমজান মাসে অনেকদিন পর খুব সুন্দর মুহূর্ত পার করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

পার্কটি আসলেই অনেক সুন্দর। ভেতরের দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আমাদের এলাকাতে এমন পার্ক থাকলে অবশ্যই ঘুরতে যাইতাম। আপনার পার্কে কাটানো সুন্দর মুহুর্তের অনুভূতি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

তাই নাকি ভাইয়া আসলে পার্কে ঘুরতে যাওয়া তেমন একটা হয় না হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই ভাবে যাওয়া হয়েছে ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

পার্কে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন সাথে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার কাটানো সুন্দর মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

হ্যাঁ পার্কের খুব সুন্দর মুহূর্ত থেকেই তো করেছি যেটা আমার কাছে অনেক ভালো লাগলো পার্কের পরিবেশটা শান্ত নীরব ছিল রমজান মাসে পর্যটক এর সংখ্যা অনেক কম।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন রোজার মাসে খুব একটা বাইরে ঘুরতে বের হওয়া হয় না ।তবুও আপনারা বন্ধুরা চারজন মিলে ঘুরতে বেরিয়েছেন দেখে বেশ ভালো লাগলো ।আপনার পার্কে কাটানোর সময় খুব ভালো কেটেছে দেখেই বোঝা যাচ্ছে।পার্ক টি খুব সুন্দর করে সাজানো-গোছানো ।দেখেই চমৎকার লাগছে। প্রতিটি ফটোগ্রাফির নিচে খুব ভালো বর্ণনা দিয়েছেন যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও সেই সাথে সুন্দর কিছু মুহুর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপুর রমজান মাসে তেমন একটা ঘোরাঘুরি করা হয়না যেটা সবার ক্ষেত্রে প্রয়োজন তাদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি।

 2 years ago 

অনেকদিন হলো বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়না। আজকে আপনার ভ্রমণের গল্প পড়ে অনেক ভালো লাগলো। আপনি আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গিয়েছেন এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বোঝাই যাচ্ছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার কাটানো মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

এরকম ঘুরতে গেলে অনেক ভালো লাগবে যেমন আমরা ঘোরাঘুরি করে অনেক মজা পেয়েছি।

 2 years ago 

পার্ক মানেই প্রশান্তির জায়গা ।মাঝে মাঝে মনে হয় বিকেল বেলা পার্কে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে ।

 2 years ago 

বন্ধু মানেই মজা আনন্দ বিনোদন নিয়ে সব সময় পাশে থাকা যেটা সবার ক্ষেত্রে একই রকম

 2 years ago 

পার্কে কাটানো মুহূর্ত এবং ফটোকপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।খুবই ভালো লেগেছে আমার। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য এ পার্কে খুব ভালো মুহূর্ত কাটিয়েছি যেটা দেখে আমি মুগ্ধ হয়েছেন।

 2 years ago 

পার্কটি অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে 😍। হতে পারে রমজান মাস এই জন্য মানুষের আনাগোনা একটু কম। যাইহোক পার্কের পরিবেশ টা কিন্তু অনেক সুন্দর ছিল। এবং ফটোগ্রাফি গুলো বেশ ভালোই লাগছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ ভাই এই সময় মানুষ পার্কে খুবই কম আসে ঈদের মুহূর্তে এখানে অনেক লোকের দেখা যাবে পরিবেশ টা কিন্তু অনেক সুন্দর যেটা আপনি বুঝতে পেরেছেন।

পার্কের ভেতরটা এক কথাই অসাধারণ ভাইয়া। এমন একটি পার্ক হলে সময় কাটানোই যায়।আপনি একদম ঠিক বলছেন রোজার মাসে তেমন একটা ঘুরতে যাওয়া হয় না। তার পর ও আপনারা চার বন্ধু মিলে ভালো ঘোড়া ঘুরি করছেন আমার কাছে ভীষণ ভালো লাগলো আপনাদের ঘোড়া ঘুরি। পার্কের পরিবেশ টা আমার কাছে ভালো লেগেছে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য গুলো খুব সুন্দর। রাইডে চড়তে ইচ্ছে করছে আমার। যাই হক সবাই মিলে অনেক সুন্দর একটি মহত্ত্ব কাটিয়েছেন।আপনার কাটানো সুন্দর মহত্ত্বের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ পার্কের পরিবেশটা একদম নিরিবিলি শান্ত ছিল কারণ চারিদিকে আমরা ছাড়া কেউ ঘুরতে আসে নি সম্ভবত ঈদের পরে লোকের সমাগম দেখা যাবে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আলাউদ্দিন পার্কে আপনি দারুন একটি সময় পার করেছেন। আমিও এই পার্কে কিছুদিন আগে গিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিতো পার্কের নাম উল্লেখ করিনি কিন্তু আপনি বলে দিলেন ভালো লাগলো আপনিও গিয়েছিলেন জেনে খুশি হলাম জায়গাটা অনেক সুন্দর।

 2 years ago 

আপনার এই ক্ষুদ্রতম সাপোর্ট আমার জন্য অনেক বড় পাওয়া যেটা ভবিষ্যতেও চলমান রাখবেন সেটাই কামনা করি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74