DIY-(এসো নিজে করি) || পেন্সিল দিয়ে ঈগল পাখির চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পেন্সিল দিয়ে ঈগল পাখির চিত্র অংকন
  • ৩০, মার্চ , ২০২২
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পেন্সিল দিয়ে একটি ঈগল পাখির চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



20220330_135608-01.jpeg


ঈগল পাখির চিত্র অংকন
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20220103_162640-01.jpeg



🥦ধাপ সমূহ🥦

ধাপ-১

20220330_132425-01.jpeg

  • প্রথমেই ঈগল পাখির নাকের অংশ অঙ্কন করে নিয়েছি।

ধাপ-২

20220330_132827-01.jpeg

  • তারপর ঈগল পাখিটির মাথার উপরের অংশ অঙ্কন করে নিলাম।

ধাপ-৩

20220330_133147-01.jpeg

  • তারপর ঈগল পাখিটির তলপেটের অংশ অংকন করে নিয়েছি।

ধাপ-৪

20220330_133557-01.jpeg

  • ঈগল পাখির চোখ ও কানের অংশ অঙ্কন করে নিলাম।

ধাপ-৫

20220330_134353-01.jpeg

  • তারপর ঈগল পাখির পাখনার অংশ সুন্দর করে একে নিয়েছি।

ধাপ-৬

20220330_134615-01.jpeg

  • আবার ঈগল পাখি টির লেজে রংস অঙ্কন করে নিলাম।

ধাপ-৭

20220330_134944-01.jpeg

  • তারপর ঈগল পাখির পায়ের অংশ অঙ্কন করে নিয়েছি।

ধাপ-৮

20220330_135224-01.jpeg

  • ঈগল পাখি টি একটি ডালে বসে আছে সেই ডালের দৃশ্য পটভূমি অঙ্কন করে নিলাম।

ধাপ-৯

20220330_135433-01.jpeg

  • এভাবেই একটি ঈগল পাখির সম্পূর্ণ অঙ্কন কাজ শেষ করি। আমার কাছে পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে খুবই ভালো লাগে ।সেই থেকেই চিত্র অঙ্কনের চেষ্টা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  

পেন্সিলের আঁচড়ে ঈগল তৈরির চেষ্টা অনেক ভাল ছিল।করতে করতে হয়ে যাবে।

 2 years ago 

হ্যাঁ চেষ্টা করি পেন্সিলের আচরে যে কোন চিত্র অঙ্কন করতে আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেন্সিল দিয়ে ঈগল পাখি চিএটা দেখতে ভালো লাগছে।খুব সুন্দর করে সহজ ভাবে এঁকে দেখিয়েছেন। প্রতিটি ধাপ পর্যায় ক্রমে দেখিয়েছেন।ভালো ছিলো। ধনয়বাদ আপনাকে। শুভেচ্ছা রইল।

 2 years ago 

তাই নাকি আপু আপনার কাছে দেখতে ঈগল পাখির চিত্র অংকন খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পেন্সিল এর মাধ্যমে ঈগল পাখির চিত্র অঙ্কন খুবই সুন্দর লাগছে। আপনি খুবই সূক্ষ্মভাবে চিত্রটি অঙ্কন করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে।।
শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের অঙ্কন কাজ করতে আমার খুবই ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে সেটাই কাম্য ছিল ধন্যবাদ।

 2 years ago 

বাহ ভাই ড্রয়িং এ বেশ ভালই দক্ষতা দেখছি আপনার। খুব সুন্দর এঁকেছেন ভাই ঈগলের চিত্রটি। এবং শুধু পেন্সিল ব্যবহার করায় দারুন লাগছে দেখতে। রং তৈরি প্রতিটি ধাপ ছিল দেখার মতো। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অংকন এর মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে তোলার চেষ্টা করছি আপনাদের অনুপ্রেরণা মূলক কথাগুলো আমার এগিয়ে যাওয়ার পথে সুখকর হবে ধন্যবাদ।

 2 years ago 

বাহ দারুন অঙ্কন করেছেন তো। আপনি পেন্সিল দিয়ে অসাধারণ ভাবে ঈগল চিত্রটি অঙ্কন করেছেন যা দেখে সত্যিই চমৎকার লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ পেন্সিল দিয়ে অসাধারণ ভাবে ঈগল পাখির চিত্র অঙ্কন করেছেন আপনাদের কাছে ভাল লাগে আপনার খুশি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই আপনি খুব সহজেই পেন্সিল দিয়ে ঈগলপাখি তৈরি করে দেখালেন। আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন আরো সুন্দরভাবে ফুটে উঠত কিন্তু আপনারা অঙ্কনের হাত যথেষ্ট ভালো। আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ পেন্সিল দিয়ে খুব সহজ ভাবেই ঈগল পাখির চিত্র টি অঙ্কন করলাম এক কালার কমিনিকেশন করলে আরো ভালো লাগতো ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে ঈগল পাখির চিত্র অংকন করেছেন। অত্যান্ত অসাধারণ হয়েছে। আপনি অত্যন্ত নিখুঁতভাবে এই চিত্রাংকন সম্পন্ন করেছেন। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করি পেন্সিল দিয়ে ভালো কিছু অংকন করার আপনাদের কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি ঈগল পাখির চিত্র অঙ্কন করেছেন বিশেষ করে ঈগল পাখির চোখ দুটি বেশি সুন্দর লেগেছে আমার কাছে। দেখে মনে হচ্ছে ঈগল পাখি আমার দিকে চেয়ে আছে।

 2 years ago 

পেন্সিল দিয়ে যে চিত্র অঙ্কন করতে আমি খুবই পছন্দ করি সেই থেকেই পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করে তাকে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও স্বাগতম প্রিয় ভাইজান 💚

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার সফলতার পথে এগিয়ে যান সেটাই কামনা করি।

পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি ঈগল পাখির চিত্র অংকন করেছেন ভাইয়া আপনার এই ঈগল পাখি আমার কাছে খুবই ভালো লেগেছে। ঈগল পাখিটির তাকিয়ে থাকার ভঙ্গি টি খুব সুন্দর কিন্তু। আঁকানোর আইডিয়া খুব সুন্দর ছিলো । ধাপ গুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঈগল পাখির তাকিয়ে থাকার দৃষ্টিভঙ্গিটাই সবার নজর কেড়েছে এটাই চিত্র অঙ্কনের মূল আকর্ষণ ধন্যবাদ আপু।

 2 years ago 

পেন্সিল দিয়ে ঈগল পাখির চিত্র অংকন দেখে খুব ভালো লাগলো আপনার চিত্রাংকন দেখে অবশ্যই প্রশংসা করতে হয়। আপনি খুব নিখুঁতভাবে ঈগল পাখির চিত্র অঙ্কন করেছেন। এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভালোভাবে অংকন করার আপনাদের কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু চেষ্টা করব আরও ভালোভাবে অংকন করে আপনাদের মাঝে তুলে ধরা ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58139.39
ETH 2454.15
USDT 1.00
SBD 2.36