DIY-(এসো নিজে করি) ||ডেঙি নৌকার চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ডেঙি নৌকার চিত্র অংকন
  • ২৯,নভেম্বর , ২০২১
  • সোমবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি ডেঙি নৌকার চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



বাংলাদেশে অসংখ্য নদীনালা রয়েছে যেগুলোর উপর নদীর পাড়ের মানুষের জীবন জীবিকা নির্ভর করে। বর্তমান আধুনিকতার ছোয়ায় অনেক পরিবর্তন হয়েছে। আগের মানুষের যোগাযোগ এর প্রধান মাধ্যম ছিলেন নৌপথ। নদী পথের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো।বর্তমানে নৌপথের যাতায়াত খুব কম দেখা যায়। এখনো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদনদীর উপর নদীর পাড়ের মানুষ অনেকটা নির্ভরশীল।তারা বর্ষার সময় নদীতে নৌকা নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। আমি যে ডেঙি নৌকার চিত্র অংকন করেছি তা এখন আর তেমন একটা দেখা যায় না। এসব ডেঙি নৌকা বিলুপ্তির পথে চলে গিয়েছে। অতীতের স্মৃতি উল্লেখ করেই চিত্রটি অংকন করা হয়েছে।

IMG_20211129_171946-01-01.jpeg


ডেঙি নৌকার চিত্র
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল ও কালো কলম।

IMG_20211129_172110-01.jpeg



ধাপ-১

IMG_20211129_160813-01.jpeg

  • প্রথমে নৌকার চারপাশে তরঙ্গায়িত কোণার চিত্র অংকন করেছি।

ধাপ-২

IMG_20211129_161156-01.jpeg

  • নৌকার তলায় পানির ঢেউয়ের দৃশ্য একে নিলাম।

ধাপ-৩

IMG_20211129_161435-01.jpeg

  • তারপর নৌকার চিত্র অংকন করতে শুরু করলাম।

ধাপ-৪

IMG_20211129_161609-01.jpeg

  • নৌকার দু-পাশের পাশি অংকন করে নিয়েছি।

ধাপ-৫

IMG_20211129_161933-01.jpeg

  • তারপর নৌকার উপরের অংশ একে নিয়েছি।

ধাপ-৬

IMG_20211129_162007-01.jpeg

  • নৌকার চারদিকের কাঠামো একে নিয়েছি।

ধাপ-৭

IMG_20211129_163100-01.jpeg

  • নৌকার ভেতরে প্রস্থ বরাবর যে কাঠ থাকে সেটা অংকনের চেষ্টা করেছি।

ধাপ-৮

IMG_20211129_163015-01.jpeg

  • এভাবে সম্পূর্ণ নৌকার ভেতর অংশ একে নিয়েছি।

ধাপ-৯

IMG_20211129_163546-01.jpeg

  • নৌকার মাঝে যে কুঁড়েঘর এর মতো ছৌই থাকে সেটা অংকন করে নিয়েছি।

ধাপ-১০

IMG_20211129_163816-01.jpeg

  • নৌকার প্রস্থ বরাবর মোটা কাঠের অংশের সাথে লম্বা বাঁশ খারা করে রাখা হয় সেটা একে নিয়েছি।

ধাপ-১১

IMG_20211129_170057-01.jpeg

  • নৌকার ছৌইয়ের অংশ এর বাঁশ এর চটার অনুরুপ অংকন করে নিয়েছি।

ধাপ-১২

IMG_20211129_171406-01.jpeg

  • তারপর রঙিন পেন্সিল দিয়ে ছৌইয়ের অংশ রং করে নিয়েছি।

ধাপ-১৩

IMG_20211129_171727-01.jpeg

  • এভাবেই একটি ডেঙি নৌকার অবয়ব চিত্র অংকন করে ফেললাম। চেষ্টা করেছি আমার যতটুকু সাধ্য সৌন্দর্য বৃদ্ধি করার। আশাকরি আমার অঙকিত চিত্র আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 3 years ago 

বাহ্!! খুব সুন্দর করে আপনি ডেঙি নৌকার চিত্র অংকন করেছেন।অনেক বেশি ভালো লেগেছে আমার।সত্যিই চমৎকার হয়েছে।শুভকামনা আপনার জন্য♥♥

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু। ❤️❤️

 3 years ago 

বাহ আপনার নৌকার চিত্র অংকন টি খুবই সুন্দর হয়েছে ।মনে হচ্ছে সত্যি সত্যি একটি নৌকা ভেসে যাচ্ছে ।ডিঙি নৌকা দেখতে খুবই ভালো লাগে ।আপনি ঠিক সেভাবেই খুবই চমৎকার ভাবে এঁকেছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু। 😍

দারুণ লাগছে ভাইয়া আপনার ডিঙি নৌকার অঙ্কনটি।ধাপে ধাপে অঙ্কনের পদ্ধতি এবং উপস্থাপনা অনেক সুন্দর ছিল।নৌকার উপরের ছৌইটা আমার সবথেকে বেশি ভালো লাগছে এর কালারের কারণে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ। 😍😍

 3 years ago 

খুবই চমৎকার হয়েছে ভাইয়া আপনার ডিঙ্গি নৌকাটি। বিশেষ করে উপরের রং করার পর নৌকাটি অনেক বেশি আকর্ষণীয় লাগছে। রং করার আগেও নৌকাটি ভালো লাগছে রং করার পরে আরো বেশী ভালো লাগছে নৌকাটি মনে হচ্ছে এখনই গিয়ে নৌকা একটু বসি। খুবই চমৎকার ভাবে আপনি প্রতিটি ধাপে ধাপে নৌকাটিকে এঁকে দেখিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

নৌকায় চড়তে সবারই ভালো লাগে। একদিন আসুন আমাদের এলাকায় নৌকায় ঘুরতে পারবেন।😍😍

 3 years ago 

আপনার নৌকার চিত্র অংকন টি খুবি সুন্দর হয়েছে ।আসলে নদীতে এরকম নৌকা এখন আর তেমন দেখা যায় না এখন সব নৌকা ইঞ্জিনচালিত হয়ে গেছে। আপনার ডিঙ্গি নৌকা টা একদিন ধার দিয়েন বঙ্গোপসাগর থেকে ঘুরে আসবো?😃😃 প্রতিটা ধাপ ছিল দেখার মতো। আপনি এমন ভাবে বর্ণনা করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

এই নৌকা শুধু নদীতেই সীমাবদ্ধ সাগরের ঢেউয়ে এটা মুহুর্তে তলিয়ে যাবে।মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

😭😭😭।তাহলে সাগরে চলাচল করতে পারে এমন একটা জাহাজ বানিয়ে ফেলেন

 3 years ago 

হুমম বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ 😍😍

 3 years ago 

ভাই আপনার নৌকার চিত্র অংকনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে নৌকা চিত্রটি অঙ্কন করেছেন। আপনার অংকন করা আমার খুবই পছন্দ হয়েছে। অনেক ভালো লেগেছে। আমার আপনার জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আরো সুন্দর অঙ্কন দেখব এই আশায় রইলাম।

 3 years ago 

আপনার আমার আকা নৌকার চিত্র খুব পছন্দ হয়েছে শুনে খুশি হলাম। 😍😍

 3 years ago 

আপনি আমাদের মাঝে ডিঙ্গি নৌকার দৃশ্য অঙ্কন করেছেন। খু্বই দক্ষতার সহিত। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার খুব এ ভালো লাগলো। আপনি বেশ পারদর্শী হচ্ছেন। প্রতিনিয়ত চেষ্টা করে যান ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু অংকন দেখতে পাব। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।, 😍😍

 3 years ago 

বাহ অসাধারণ একটি ডিঙি নৌকা পানিতে ভাসছে। পেন্সিল দিয়ে ডিঙ্গি নৌকা অঙ্কন করেছেন এবং ছাউনীর ওপর রং করে আমাদেরকে আকৃষ্ট করেছেন। আপনার তৈরি ডিঙি নৌকায় আমাদেরকে একটু বসিয়ে নদী ভ্রমণ করাবেন কি?

 3 years ago 

একদিন আসেন অবশ্যই আপনাকে ঘুরাবো ধন্যবাদ। 😍😍

 3 years ago 

ভাইয়া আপনার নৌকাটি দেখে মনে হচ্ছে যে এখনই যাই নৌকায় করে কোথাও ঘুরে আসি। আসলে নৌকায় করে ঘুরতে খুব মজা। আগেকার কথা মনে পড়ে গেল। তাছাড়া আপনার নৌকাটি খুব সুন্দর হয়েছে আঁকা। আপনি নৌকার যে কালার করেছেন সেটা কি যে চমৎকার লাগছে। যার ফলে নৌকাটি দেখতে অনেক বেশী আকর্ষনীয় লাগছে।

 3 years ago 

হ্যা নৌকায় ঘুরতে খুবই মজা লাগে। প্রতিবছর নৌকায় প্রচুর ঘুরাঘুরি করি ধন্যবাদ আপু। 😍😍

 3 years ago 

ভাই আপনার অঙ্কন করা ডেঙি নৌকাটি অনেক সুন্দর ছিল। নৌকা অঙ্কনের পদ্ধতি ধাপ আকারে খুব সুন্দর ভাবে দেখেছেন। নৌকাটিতে রং করা এটি দেখতে আরো সুন্দর লাগছে। ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাদের কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ। 😍😍

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56769.00
ETH 2325.34
USDT 1.00
SBD 2.36