ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচের মেলা (পর্ব-১) || @shy-fox 10% beneficiary by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচের মেলা
  • ১০, আগস্ট ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেল মুহূর্তে ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচের মেলা একটু ঘুরাঘুরি করা মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1661234957789-01.jpeg


Device : A20s
ঐতিহ্যবাহী বড় নৌকা বাইচের মেলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20220829_181418-01.jpeg

IMG_20220829_183512-01.jpeg

IMG_20220829_181418-02.jpeg


Device : A20s
বাইচের নৌকার কুচকাওয়াজের দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ছোটবেলা থেকে গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা, গ্রামের এই রূপ বৈচিত্র্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য গ্রামের পরিবেশ যেটা আমার জীবনের সাথে সম্পৃক্ত। আমার শহর থেকে গ্রাম্য পরিবেশে থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। গ্রাম্য পরিবেশের মুক্ত হওয়া যেটা শরীরের স্পর্শে সতেজতার বিষয়টি উপলব্ধি করতে পারি। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য এখন বিলুপ্তের পথে। ছোটবেলা থেকেই বর্ষাকালীন সময়ে নদীতে ভরপুর পানি থাকা অবস্থায় নৌকায় ঘুরাঘুরি এবং বর্ষার মৌসুমে বিভিন্ন নৌকা বাইচের মেলা আয়োজন এবং মেলায় গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করা। সত্যিই ছোটবেলার যে অনুভূতি ছিল এখন সেই অনুভূতি আর পাওয়া হয় না। বিভিন্ন ধরনের খেলনা জিনিস কিনতে খুবই পছন্দ করতাম এখন বড় হয়ে যাওয়ার পর থেকে সেই ছোট্টবেলার অনুভূতি শুধু ভেসে ওঠে ।

IMG_20220829_175414-01.jpeg

IMG_20220829_181857-01.jpeg

IMG_20220829_183524-01.jpeg


Device : A20s
মেলার দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আগে বর্ষার মৌসুমে নদীতে পানি আসার মুহূর্তে মানুষের মধ্যে বাঁধভাঙ্গা উল্লাস এবং বিভিন্ন ধরনের পরিবর্তন এবং প্রকৃতির সৌন্দর্যের ভিন্নতা উপলব্ধি করতে পেরেছি। নদীর পাড়ের মানুষ বর্ষাকালীন সময়ে তাদের জীবন জীবিকা নির্বাহের কর্মব্যস্ততা বর্ষার সময় মাছ ধরা এবং নদীতে বিভিন্নভাবে তাদের জীবিকা নির্বাহের পদ্ধতি নিয়ে ব্যস্ত থাকতো। তার সাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের মেলা তো আছেই। আসলে মানুষের মধ্যে শহরে শহরে ভাব হয়ে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে অহংকার বিভেদ প্রতিহিংসামূলক বিষয়টির কারণে এখন সবাই একত্ববাদ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন আর কেউ কাউকে ভালো চায় না। আপনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন এটাকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চেষ্টায় তাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়।

IMG_20220902_151102-01.jpeg

IMG_20220902_152637-01.jpeg


Device : A20s
নৌকাগুলোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতি চলছে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেক বছর গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করা হয় না। নদীতে ভরপুর পানি থাকা সত্ত্বেও যেটার আয়োজন অনেক বছর বিরত ছিল। দুই বছর যাবত করনাকালীন সময়ের একটা ভয়াবহ দুর্যোগের কারণে মানুষের আনন্দ উল্লাস উৎসবমুখর পরিবেশ বিলুপ্তি হয়ে গিয়েছিল। আবার মানুষ তাদের সেই বাঁধভাঙ্গা উল্লাস গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা আয়োজন করার চেষ্টা করছে। এ বছর আমাদের এলাকায় নৌকা বাইচের মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নৌকা গুলো বাইচের দৃশ্য গুলো শেয়ার করব পর্ব আকারে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



ভিডিও লিংক সমূহ



ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

ভাই আমি কখনো নৌকা খেলা দেখি নি ৷ তবে শুধু টিভিতে দেখেছি ৷
আজ আপনার পোষ্টে দেখে ভালো লাগলো ৷
ঠিক বলেছেন বর্তমান আধুনিক যুগে সেই পুরনো গ্রাম বাংলার ঐতিহ্য গুলো হারিয়ে যাচ্ছে ৷

 2 years ago 

তাই নাকি ভাই তাহলে তো আমার পোষ্টের মাধ্যমে আপনি নৌকা বাইচ দেখে ফেললেন অনেক ভালো লেগেছে বুঝি।

 2 years ago 

আপনি প্রথমের তারিখটা ভুল দিয়েছেন ভাই। ওটা আগষ্ট না অক্টোবর হবে। ঠিকই বলেছন নিজের মতের সাথে মিল এমন বন্ধু পাওয়া ভাগ‍্যের ব‍্যাপার। নৌকাবাইচ তো দেখি না কতদিন তার ঠিক নেই। বাংলার ঐতিহ্য। ঠিক বলেছেন ক্রমেই মানুষগুলো যেন অহংকার প্রতিহিংসার জন্য আলাদা হয়ে গেছে।

 2 years ago 

ওটা এডিট করাই মিসটেক হয়েছে । যাইহোক নৌকা বাইচ সত্যিই অনেক উপভোগ্য।

 2 years ago 

ঐতিহ্যবাহী হারানো নৌকা বাইচের দৃশ্য দেখলে ভাল লাগে। আজকে আপনি নৌকাবাইচের সুন্দর দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করলে দেখে খুব ভালো লাগলো পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 2 years ago 

এই ধরনের অবস্থা দেখতে কার না ভালো লাগে সবারই এই ধরনের নৌকা বাইচ দেখতে ভালো লাগে।

 2 years ago 

আপনি এই কথাটি একদম ঠিক বলেছেন ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুবই কমই খুঁজে পাওয়া যাবে। আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আমিও আগে বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতাম এখনো করি খুবই ভালো লাগে। আপনার পোস্টের মাধ্যমে আজকের নৌকা খেলা দেখে নিলাম যাওয়া ছাড়াই। এটা কিন্তু একদমই সত্যি বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার ঐতিহ্য এখন বিলুপ্তের পথে। সত্যি ছোটবেলার অনেক স্মৃতি এখন অনেক মনে পড়ে।

 2 years ago 

হ্যাঁ ভাই ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক কমই খুঁজে পাওয়া যাবে তাছাড়া এইরকম দৃশ্য নদীর পাড়ে গিয়ে দেখা সত্যিই অনেক ভালোলাগার বিষয়।

 2 years ago 

নৌকা বাইচ দেখতে সত্যিই অনেক ভালো লাগে ।আপনি তো নৌকা বাইচ দেখার পাগল যেখানে হয় সেখানে চলে যান। আপনার পোষ্টের মাধ্যমে নৌকা বাইচ খেলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন যা দেখে ভালো লাগলো

 2 years ago 

হ্যাঁ গ্রাম্য পরিবেশে হলেই আমি চলে যাই অনেক ভালো লাগে ভাই।

 2 years ago 

এরকম নৌকাবাহি প্রতিযোগিতা কখনো দেখিনি। তবে ভাই আপনার পোষ্টের মাধ্যমে সেগুলো দেখে অনেক অনুভব করলাম। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার পাশাপাশি অনেক সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

সেজন্যই তো আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু এখানে অনেকে দেখতে পাইনি এই ধরনের প্রতিযোগিতামূলক উৎসবমুখর পরিবেশ সে জন্যই পোস্ট করা।

 2 years ago 

নৌকা বাইচ প্রতিযোগিতা যেন গ্রাম বাংলার এক ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে।।

আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এলাকার নৌকা বাইচ প্রতিযোগিতা যেখানে হাজারো মানুষের ভিড় জমে যেন মনে হয় হাজারো মানুষের সোমারোহ যেখানে থাকে না আনন্দের কোন শেষ।।

দেখেছি যখন যে অঞ্চলে নৌকা বাইচ প্রতিযোগিতায় হয় সেই অঞ্চল জুড়ে যেন চলে আনন্দের জোয়ার। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি সেই সাথে নৌকা বাইচ প্রতিযোগিতার সুন্দর বর্ণনা দিয়েছেন খুবই ভালো লাগলো।।

 2 years ago 

এটা অনেক আগে থেকেই হয়ে যাচ্ছে এই ধরনের ঐতিহ্য সত্যি গ্রাম্য মানুষের জন্য এটা অনেক উৎফুল্ল ময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

 2 years ago 

সরাসরি নৌকা বাইচ দেখার সৌভাগ্য এখনো হয়নি তবে আমার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার খুব ইচ্ছা। আপনি ভিডিও দেওয়াতে একটু ভালো হয়েছে। এতে করে একটু উপভোগ করতে পারলাম। আপনি তো সরাসরি দেখেছেন আপনি নিশ্চয়ই অনেক বেশি উপভোগ করেছেন।

 2 years ago 

এই বছর তো আর দেখানো সম্ভব নয় আগামীতে আপনাকে দাওয়াত দিব ভাই।

 2 years ago 

গ্রাম বাংলার সত্যিই এটি ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ।ছোটবেলায় কালীপূজার পর এই নৌকা বাইচ দেখতে যেতাম,খুবই মজা করতাম সেইসময়।কিন্তু অনেকদিন হলো দেখা হয় না।ভালো লাগলো আপনার পোষ্টের ভিডিওটি দেখে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এখন এগুলো বিলুপ্তির পথে চলে যাচ্ছে আসলে এই ধরনের ঐতিহ্য হয়তো একসময় মুছে যাবে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.14
JST 0.028
BTC 59305.10
ETH 2602.12
USDT 1.00
SBD 2.44