সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত
  • ২৪, এপ্রিল ,২০২২
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি সবুজ প্রকৃতির মাঝে সুন্দর মুহূর্ত পার করলাম । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220424_132050257.jpg


Device : A20s
সবুজ প্রকৃতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিকেলের মুহূর্তটা একটি দিনের সেরা মুহূর্ত হয় ।সেজন্য মানুষ বিকেলে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে। সেই সময় সূর্যের তাপ খুবই কম থাকে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়। সেই মুহূর্ত উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। আজকে বাড়ির পাশে বয়ে যাওয়া বিভিন্ন ছোট নদীর দৃশ্য পটভূমির সবুজ প্রকৃতির বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব।

20220417_053526-01.jpeg

20220415_180649-01.jpeg


আজ বিকেলে সবুজ প্রকৃতির ছোঁয়া নিতে বেরিয়েছিলাম ছোট ছোট নদীর পাড় ঘেঁষে পথ রাস্তার দু'পাশে । সারা দিন প্রচণ্ড গরম পরে কোথাও যাওয়া হয়না । তাই বিকেলের সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য নদীর পাড় ঘেঁষে সবুজ প্রকৃতির মাঝে গিয়ে উপভোগ করে থাকি। আমার কাছে এই সময়টি উপভোগ করতে অনেক ভালো লাগে। দক্ষিণা বাতাসে দোলে ধানের আগায় দোল খায় যেটা উপভোগ করে থাকি খুবই ভালো লাগে।সময়ের সাথে সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। বর্ষাকালীন মৌসুমে এই জায়গা প্রচুর পানি থাকে চারিদিকে শুধু পানির অস্তিত্ব দেখা যায়। বর্ষার শেষে পানি বিলীন হয়ে যায় প্রকৃতি তার নতুন রূপে হানা দেয় ।

20220417_053507-01.jpeg

20220404_174723-01.jpeg


বিকেলে জায়গাটিতে পরিবেশটা খুবই ঠাণ্ডা পরিবেশের সৃষ্টি হয় । যেদিকে তাকাই শুধু সবুজ প্রকৃতি মুহূর্তেই মন ভালো হয়ে যায়। সেদিন আকাশে সৌন্দর্য তা অনেক সুন্দর ছিল মাঝে মাঝে আকাশে কালো মেঘের হানা দেয়। মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে খুব সন্নিকটে চলে এসেছিল আর যেটা উপভোগ করতে খুবই ভালো লাগছিল। মাঠের রাস্তার দু'পাশ ঘেষে শুধু ধানের আবাদ। সেই পথ দিয়ে বিকেল মুহূর্তে হাঁটতে থাকি আধা কিলোমিটার দূরে নদী সেখানে হালকা পানি আছে তার চারিপাশে ধান চাষ করা হয়েছে। উঁচু জায়গা গুলোতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়েছে। সেখানে গিয়ে বসে প্রকৃতির রূপ উপভোগ করতে থাকবো।

20220404_172440-01.jpeg

20220404_172450-01.jpeg


হাঁটতে হাঁটতে গিয়ে নদীর পাড়ে গিয়ে বসলাম। সেখানে গিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতে শুরু করি। প্রতিবছর এই নদীতে সামান্য পানি থাকা অবস্থায় অতিথি পাখির আগমন ঘটে কিন্তু এবার তার আসার কোনো খবর নেই ।হয়তো এবার অন্য কোথাও গিয়েছে। বিকেল মুহূর্তেই জায়গাটিতে কেন যেন আসতে খুবি ভালো লাগে। প্রকৃতির বিশুদ্ধ বাতাস আসলেই স্পর্শ নিলে মনটা ভালো হয়ে যায়। খোলা আকাশের নিচে এরকম মুহূর্ত উপভোগ করতে আমার মনে হয় সবাই পছন্দ করে। সেজন্য প্রকৃতিপ্রেমীরা প্রকৃতির ডাকে তারা প্রকৃতির কাছে ফিরে যায়। আশা করি আমার কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 3 years ago 

সবুজ প্রকৃতির মাঝে আপনি বেশ দারুন সময় কাটিয়েছেন ।আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই বোঝা যাচ্ছে বেশ চমৎকার সময় কাটিয়েছেন। দেখে মনে হচ্ছে আকাশে যেন মেঘ জমেছে । এরকম পরিবেশে ঘুরতে বেশ চমৎকার লাগে।দারুন সময় কাটিয়েছেন আপনি ।প্রতিটি ছবির নিচের লেখাটা পড়ে ভাল লাগল ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু সবুজ প্রকৃতির মাঝে দারুণ সময় কাটিয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যাতে আপনারা উপভোগ করতে পারেন।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া, বিকেলের মুহূর্তটা একটি দিনের সেরা মুহূর্ত হয়, সেজন্য মানুষ বিকেলে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে। আর আমিও এই বিকেলের মুহূর্তটা কে খুবই উপভোগ করে থাকি। আপনিও দেখছি এই বিকেলের সুন্দর মুহূর্তে বাড়ির পাশে বয়ে যাওয়া বিভিন্ন ছোট নদীর দৃশ্য পটভূমির সবুজ প্রকৃতির সুন্দর ফটোগ্রাফি ও সুন্দর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সবুজের সমারোহে ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে। সেই সাথে আপনার কাটানো সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই বিকেল মুহূর্তে একটি দিনের সেরা মুহূর্ত যেটা আমি প্রায়ই উপভোগ করে থাকি প্রকৃতির রুপের ছোঁয়া নিতে থাকি ভালো লাগে।

 3 years ago 

সবুজ প্রকৃতি কার না ভালো লাগে। সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর সবুজ প্রকৃতির ছবি দেখতে পেলাম। এবং আপনি খুবই সুন্দরভাবে বর্ণনা করে আমাদের মাঝে উপস্থাপন করলেন। সর্বোপরি আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

হ্যাঁ ভাই সবুজ প্রকৃতির সৌন্দর্য তা অবগত সবাই পছন্দ করে যেটা মনকে ফ্রেস ও সতেজ করে তোলে যেটা আমিও করে থাকি ধন্যবাদ।

 3 years ago 

আপনার কথার সাথে আমিও একমত ভাইয়া বিকেলের মুহূর্তটা সেরা মুহূর্ত হয়। কারণ বিকালের দিকে ঠান্ডা আবহাওয়া ভরপুর থাকে। আপনি সবুজ প্রকৃতির সাথে যেমন সুন্দর সময় কাটিয়েছেন ঠিক তেমনি সুন্দর ফটোগ্রাফি ও করেছেন। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফির সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

হ্যাঁ আপু বিকেলের মুহূর্তটা সেরা মুহূর্ত এই হয় সবসময় ঠান্ডা আবহাওয়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে পরিবেশটা সুন্দর হয়।

 3 years ago 

সবুজ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত আমার খুবই ভালো লাগে। আপনি সবুজ প্রকৃতির মাঝে খুবই সুন্দর মুহূর্তে কাটিয়েছেন এবং ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাই সবুজ প্রকৃতির মাঝে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি যেটা প্রায় উপভোগ করতে আমি খুবই পছন্দ করি আপনার মন্তব্যটি ভালো লাগলো।

 3 years ago 

সবুজ প্রকৃতির মাঝে কাটানো সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার কাছে আমার কাটানো মুহূর্ত বিশ্ব পটভূমি অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

সবুজ প্রকৃতির মাঝে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমে তা পরিষ্কার আসলে সবুজ প্রকৃতির মাঝে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আপনাকে সবুজে ঘেরা সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে

 3 years ago 

হ্যাঁ ভাই আর সবুজ প্রকৃতির মাঝে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আপনিও এই ধরনের সবুজ প্রকৃতির মাঝে ঘোরাফেরা করতে অনেক পছন্দ করে জেনে ভালো লাগলো ভাইয়া।

ঠিক আমি যে ধরনের পরিবেশ পছন্দ করি আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে ঠিক তেমনি পরিবেশ। এই ধরনের জায়গায বিকেলের সময়টা কাটানোর জন্য খুবই চমৎকার। দেখেই মনে হচ্ছে জায়গাটা থেকে ঘুরে আসি।

 3 years ago 

তাই নাকি ভাইয়া এই ধরনের পরিবেশ উপভোগ করতে চান। একসময় আমাদের এলাকায় চলে আসবেন চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে অনেক ঘুরাঘুরি করবেন। আমাদের সাথে ভালো লাগবে সময় পেলে আসবেন ভাইয়া।

 3 years ago 

প্রকৃতির সাথে আপনার কাটানো সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সময় কাটলো পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তের গল্প করে আপনার অনেক ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন এটাই কামনা করি।

 3 years ago 

আসলে ভাইয়া বিকেল মুহূর্তে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে। সারাদিনের সকল কাজ শেষে দুপুরে ঘুম থেকে উঠে যদি বিকেলে আমার একটা জায়গায় ঘুরতে যাওয়া যায় তাহলে তো খুব ভালোই লাগে। আপনি বিকেলে ঘুরতে গিয়ে খুব সুন্দর প্রাকৃতিক ছবি তুলে নিয়ে এসেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু সারাদিন কাজ শেষে বিকেল মুহূর্তে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে খুবই ভালো লাগে যেটা আমরা মাঝে মাঝে ঘুরতে যায় এবং এরকম সময় উপভোগ করি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26