স্কুল বন্ধুদের সাথে নৌকায় পিকনিক পর্ব-১// by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • স্কুল বন্ধুদের সাথে নৌকায় পিকনিক পর্ব-১
  • ২৩, সেপ্টেম্বর ,২০২৩
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নৌকায় ঘোরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1695487144813-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে নৌকায় ঘোরাঘুরি মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


গত দুই তিন দিন যাবত অসুস্থ ।হঠাৎ করে ঠান্ডা লেগে জ্বর আসছে। মাঝে মাঝে ঠান্ডা লাগে কিন্তু এবার জ্বর এবং ঠান্ডা দুটো একসাথে হয়েছে। এখন মোটামুটি সুস্থ আছি । সেজন্য গত দুই দিন যাবত পোস্ট করতে পারিনি। আজকে আবার পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে স্কুল বন্ধুদের সাথে নৌকায় পিকনিক করেছিলাম। সেই মুহূর্তের দৃশ্যগুলো শেয়ার করব কিন্তু এর মধ্যে অসুস্থ হয়ে পড়ি। এর আগে নৌকায় ঘোরাঘুরি পর্বের গল্প শেয়ার করেছিলাম ।সেই সকল বন্ধুদের সাথে আবার নৌকায় দারুন একটা মুহূর্ত কাটিয়েছি এবার। যারা নৌকায় ঘোরাঘুরি গল্পের পোস্ট পড়েছিলেন তারা হয়তো বুঝতে পারবেন।

IMG_20230908_150635-01.jpeg

IMG_20230908_150637-01.jpeg

IMG_20230908_152010-01.jpeg

IMG_20230908_152635-01.jpeg

IMG_20230908_152638-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ক্যামেরাবন্দি হলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা প্রতি বছর বর্ষাকালীন সময়ে বন্ধুদের সাথে প্ল্যান করি নদীতে নৌকায় ঘোরাঘুরি করার মাধ্যমে পিকনিক করার। যেটা প্রতিবছরই সফল হয় এবার তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া যাদের সাথে স্কুলে দারুন সময় অতিবাহিত করেছি আবার তাদের সাথে একত্রিত হলে মনে হয় সেই দিনগুলো ফিরে পেলাম । মন খুলে আড্ডা দেয়া যায় মনে হয় অতীতকে ফিরে পেলাম ভালই লাগে। সে রকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম । অনেক ধরনের দুষ্টামি হয়েছিল হয়তো সেগুলো একটি পোষ্টের মাধ্যমে শেয়ার করা সম্ভব নয় সেজন্য কয়েকটি পর্বের মাধ্যমে শেয়ার করব।

IMG_20230908_152639-01.jpeg

IMG_20230908_152649-01.jpeg

IMG_20230908_152652-01.jpeg

IMG_20230908_152951-01.jpeg

IMG_20230908_152956-01.jpeg


Device : Redmi Note 11
নদীতে যাত্রা মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের এসএসসি ব্যাচের একটা গ্রুপ আছে সেখানেই বন্ধুদের সাথে সকল কথোপকথন হয়ে থাকে। আমরা কয়েকজন প্ল্যান করি সবাই সহমত পোষণ করে । এই মাসের ৮ তারিখে ডেট ফাইনাল করেছিলাম। দিনটি ছিল শুক্রবার প্লান করেছিলাম জুম্মার নামাজ শেষে আমরা সবাই বাসা থেকে বেরিয়ে নদীর তীরে একত্রিত হব। এর আগে বন্ধু পলাশ সেই নৌকা ঠিক করে রেখেছিল তিনটার দিকে নৌকা উপস্থিত থাকার কথা। রান্না করার একটা ঝামেলা থাকে সেই দায়িত্ব বন্ধু জসিম সে নিয়েছিল। তার বাসায় রান্না করা হয় বিরিয়ানি যেটা আমরা নৌকায় নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার পর নৌকার মধ্যেই খাওয়া-দাওয়া করব।

IMG_20230908_153416-01.jpeg

IMG_20230908_153432-01.jpeg

IMG_20230908_155912-01.jpeg

IMG_20230908_155916-01.jpeg

IMG_20230908_160042-01.jpeg

IMG_20230908_160045-01.jpeg


Device : Redmi Note 11
নদীর এই দৃশ্যগুলো কতই না সুন্দর
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা মোট ১৬ জন উপস্থিত হয়েছিলাম। জুম্মার নামাজ শেষ করে সবাই নদীর তীরে উপস্থিত হই। যে নৌকা ঠিক করা হয়েছিল তিনি আবার আসতে একটু লেট করে। নৌকায় উঠতে সাড়ে তিনটা বেজে যায় ।আমাদের নৌকায় ওঠার কথা ছিল তিনটায়। যাইহোক, অবশেষে নৌকায় উঠলাম সবাইতো তাদের অবস্থান নিয়ে বসে পরলো । তার পাশাপাশি নিজেদের সেলফি তোলা নিয়ে মাতামাতি ।আমিও কয়েকটি গ্রুপ ফটো তুলে নিলাম প্রথমে নৌকায় ওঠার আগে। অবশেষে আমাদের নৌকায় ঘুরাঘুরি যেটা প্রতিবছর বন্ধুদের সাথে উপভোগ করে থাকি। সেই সুন্দর দিনটি আবার ফিরে পেয়েছি অনেক ভালো লাগার ছিল। বন্ধুদের সাথে এভাবে একত্রিত হতে পারলে খুবই ভালো লাগে । পরবর্তী পর্বে কাটানো আরো সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করব।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

প্রথমেই দোয়া রইল দ্রুত সুস্থ হয়ে যাও, সৃষ্টিকর্তা তোমাকে সুস্থতা দান করুক। বর্ষার সময় বন্ধুদের সাথে নদীতে নৌকা ভ্রমণ করার পর্বটা বেশ ভালো লেগেছে যদিও আমি পারিবারিক সমস্যার কারণে পিকনিক টা মিস করেছি তবে বেশ দারুন সময় কাটিয়েছো।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি অসুস্থতা কাটিয়ে এখন সুস্থ আছেন যেন ভালো লাগলো। নৌকায় পিকনিক বিষয়টা আজকে প্রথম শুনলাম। আসলে আমাদের এদিকে কোন নদী নেই তো। তাই নৌকায় তেমন চড়া হয় না। আর নৌকার পিকনিক করা তো দূরের কথা। যাইহোক আপনারা নিশ্চয়ই সব বন্ধুরা মিলে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছিলেন। আর আপনার শেয়ার করা ছবি এবং লেখাগুলোর মাধ্যমে বুঝতে পারছি সবাই মিলে বেশ ভালোই এনজয় করেছিলেন। পরবর্তী পর্বে জন্য অপেক্ষায় রইলাম আশা করি পরবর্তী পর্বে বাকি মুহূর্তগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।

 last year 

নৌকা ভ্রমণের আপনার পুষ্টি পড়ে এবং ফটোগ্রাফি গুলা দেখে আমার পুরনো স্মৃতিগুলো ভাসছে চোখের পাতায়।
গতবছর বন্ধুদের সাথে এরকম ভাবে পিকনিক করেছিলাম অনেক মজা হয়েছিল যদিও এবার করা হয়নি।
আপনার ফটোগ্রাফি এবং গল্প পড়েই বুঝতে পারছি আপনারা খুবই মজা করেছেন সবাই মিলে একসাথে।

 last year (edited)

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি ভাইয়া। স্কুল বন্ধুদের সাথে নৌকার মধ্যে পিকনিক জেনে একটু অবাক লাগলো। মনে হচ্ছে এই প্রথম শুনলাম কেউ নৌকার মধ্যে পিকনিক করছে। অনেক ভালো লাগলো ভাইয়া আজকে আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে

 last year 

তিন দিন অসুস্থ থাকার পর এখন মোটামুটি সুস্থ রয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি তো দেখছি আমার মাথার মধ্যে ভিন্ন ধরনের একটা পিকনিকের আইডিয়া ঢুকিয়ে দিলেন। এইভাবে তো একদিন আপনাদের মতই নৌকাতে পিকনিক করে দেখতে হবে।

 last year 

এটা আমাকে বেশ অবাক করেছে ভাই। এতো বছর পরেও এসএসসির সব বন্ধুরা নিয়মিত এইরকম মিট করে পিকনিক করছেন। এতে বোঝা যায় সবার কাছে সবার অনেক গুরুত্ব আছে। অনেক সুন্দর ছিল আপনাদের নৌকা ভ্রমণ টা। এবারে তো বর্ষা প্রায় শেষ কিন্তু নৌকা ভ্রমণ করা হলো না। নদীর ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল ভাই। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

চারিদিকে সবাই শুধু অসুস্থ। যাই হোক আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি ভাইয়া আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
নৌকার মধ্যে পিকনিক করার ব্যাপারটা আসলেই বেশ মজার। কখনো এমন অভিজ্ঞতা হয়নি। 🥺

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87