🚖ঘুরে এলাম গ্রীন ভ্যালি পার্ক, নাটোর। || পার্কের কিছু সৌন্দর্যের দৃশ্যপট (১০ লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পার্কের কিছু সৌন্দর্যতা
  • ১৬, অক্টোবর ,২০২১
  • শনিবার

আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি ঘুরতে খুবই পছন্দ করি। সেজন্যই মাঝে মধ্যে একটু ঘুরাঘুরি করা হয়। আমার ভ্রমণের গল্প ও জায়গাটির সৌন্দর্যতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20211015_123952-01.jpeg


গ্রীন ভ্যালি পার্কের প্রবেশ পথ
Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype



ঘুরতে যাওয়া আমার শখ।আমার ঘুরতে খুবই ভালো লাগে।পৃথিবীতে এমন লোক খুব কমই পাওয়া যাবে যারা ঘুরতে পছন্দ করে না। কিছু দিন আগে বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছে কোথাও ঘুরতে যাবে। আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আমার মতো আমার বন্ধুরাও ঘুরতে পছন্দ করে। সেজন্যই বেশি বেশি ভ্রমণ দেওয়া হয়। সিদ্ধান্ত নিতে থাকলাম কোথায় যাওয়া যায়।সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হলো নাটোর জেলায় ভ্রমণ করবো।নিজের জেলার আশেপাশে প্রায় গুলোতে যাওয়া হয়েছে কিন্তু নাটোরে যাওয়া হয়নি।তাই সবাই তথ্য নিতে থাকলাম নাটোরের দর্শনীয় স্থান কোনটি।

IMG_20211015_172747-01.jpeg


বন্ধুদের সাথে ভ্রমণ মুহূর্তে ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/infestation.bunking.coarsening

সর্বশেষ জানতে পারলাম নাটোরে একটি গ্রীন ভ্যালি নামক পার্ক আছে। জায়গাটা দেখতে অনেক সুন্দর তাছাড়াও কাঁচা গোল্লার জন্য বিখ্যাত।সব বন্ধুদের ইচ্ছা নাটোরের কাঁচা গোল্লা খাওয়ার সেই সাথে ভ্রমণ করাও হবে।এজন্যই আমরা নাটোরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করলাম।ভ্রমণের দিন নির্ধারিত করা হলো অক্টোবর মাসের পনেরো তারিখে রোজ শুক্রবার।

IMG_20211015_111131-01.jpeg


ভ্রমণের বাহন এসি মাইক্রো ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype


সিদ্ধান্ত টা এক সপ্তাহ আগে নেওয়া হয়েছিল। ভ্রমণের সেই কাঙ্ক্ষিত দিন আমাদের মাঝে হাজির হলো।আমরা আগে থেকেই ভ্রমণের জন্য এয়ার কুলার মাইক্রো ভাড়া করে রেখেছিলাম। আমাদের বাসা থেকে বাজার এক কিলোমিটার দূর অবস্থিত। সেখানে রোজ শুক্রবার সকাল সাতটায় জমায়েত হবো।তারপর আমাদের ভ্রমণ যাত্রা শুরু হবে।আমাদের পরিকল্পনা মাফিক সবাই একসাথে হয়ে ভ্রমণে বেড়িয়ে পড়লাম।

IMG_20211015_163827-01.jpeg


যাত্রা পথে ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype

অবশেষে আমাদের ভ্রমণের যাত্রা শুরু হলো।আমাদের বাসা থেকে নাটোরের দূরত্ব ৮৬ কিলোমিটার। মাইক্রো নিয়ে যেতে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে। মাঝে নদী পথ থাকায় একটু ঘুরে যেতে হবে।সেই জন্য সময় একটু বেশি লাগে।নদীর উপর ব্রীজ করা হয়েছে সেই মুহূর্তে ছবিটি তোলা হয়েছে। আমরা ভ্রমণের গন্তব্য স্থল কেউই ভালোভাবে চিনি নাহ। দেশে নেট সার্ভার বন্ধ থাকায় লোকেশন ট্যাগ করতে না পারায় ভুল পথে চলে গিয়ে ছিলাম। রাস্তা দিয়ে যাওয়া মানুষের কাছে শুনে শুনে গন্তব্য স্থলে পৌছাতে হয়।আমাদের পৌছানোর কথা এগারো টার দিকে কিন্তু পৌঁছাতে পারি দুপুর একটায়।যাইহোক, অবশেষে পৌছালাম আমাদের ভ্রমণ স্পটে।

IMG_20211015_125759-01.jpeg

IMG_20211015_125732-01.jpeg


প্রজাপতির কেদারা
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype


এইদিনে প্রচন্ড গরম পড়ায় ভ্রমণটা সুখকর হয়নি।গরম পড়ার সাথে সাথেই বাতাস বিলীন হয়ে গিয়েছিল। আমাদের সাথে একজন বড় ভাই গিয়েছিল যেটা বলা হয়নি। তিনি প্রজাপতির কেদারায় বসে আছেন। আমি তাকে ফটোবন্দি করে ফেললাম। আমার কাছে মনে হচ্ছে তার পেছনে প্রজাপতির ডানা লাগানো হয়েছে। দৃশ্যটি চমৎকারভাবে ফুটে উঠেছে।

IMG_20211015_150459-01.jpeg

IMG_20211015_130735-01.jpeg


রাক্ষসের মুখে ট্রেনের প্রবেশ ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype


পার্কটির ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে। যেগুলো পর্যটকদের আকর্ষণ করে।পাথর খুধায় করে রাক্ষসের আকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে ট্রেন প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনে চড়ে পর্যটকরা পার্কের চারপাশের সৌন্দর্য উপভোগ করছে। আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা।

IMG_20211015_134905-01.jpeg

IMG_20211015_150816-01.jpeg


কৃত্রিমভাবে তৈরি ডাব ও সবুজ প্রকৃতির সৌন্দর্যতা ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype

পাথর দিয়ে কৃত্রিমভাবে ডাব তৈরি করা হয়েছে। তার মধ্যে টিকিট সেলের জন্য বসে সেলম্যান।আশপাশে তৈরি বিভিন্ন জিনিস চড়তে হলে টিকিট কেটে উঠতে হবে। পার্কের ভেতরের রাস্তার সৌন্দর্য বৃদ্ধির জন্য লাভ আকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের ফুল সেই তৈরি লাভ আকৃতির উপর অবস্থান নিয়েছে। সবুজ প্রকৃতির প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে।

IMG_20211015_150856-01.jpeg

IMG_20211015_145348-01.jpeg


কৃত্রিমভাবে তৈরি ঝর্ণা ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype


পৃথিবীতে বিভিন্ন ধরনের সৌন্দর্যতায় ভরপুর। মানুষকে আরও সৌন্দর্যের মোহে রাখতে তৈরি করা হয়েছে এসব কৃত্রিম ঝর্ণা। মানুষ সবসময় হয়তো ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পারে না সেজন্য এই কৃত্রিম ঝর্ণার তৈরি করা হয়েছে। ভাস্কর্যের মাধ্যমে ঝর্ণা গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। যেগুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিল।

IMG_20211015_131509-01.jpeg

IMG_20211015_131414-01.jpeg


কৃত্রিমভাবে তৈরি কামার ও কৃষকের কর্মক্ষেত্রের দৃশ্যপট ​
​Device: A20s
অবস্থান:https://w3w.co/masterpiece.crusaders.genotype


পার্কটিতে ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম।আমার কাছে কৃত্রিম ভাবে তৈরি কামার ও কৃষকের কর্ম ক্ষেত্রের দৃশ্যটা বেশি ভালো লেগেছে। আমি অনেক সময় ধরে বিষয়টি নিয়ে ভেবেছি।বর্তমানে কামারের দা,কাঁচি ও কোদাল, বঠি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বানানোর দৃশ্য পটভূমি খুব কমই দেখা যায়। দ্বিতীয় ছবিতে কৃষকের গরুর মাধ্যমে তেল উৎপন্ন করা দৃশ্যটি কখনো স্বচোখে দেখা হয়নি।আগের মানুষের কর্ম জীবনের দৃশ্য খুবই ভালো লেগেছে। এই গ্রীন ভ্যালি পার্কটি প্রায় দেড়শো বিঘা জমি নিয়ে অবস্থিত। প্রতিটি স্পট অসম্ভব সুন্দর ছিল। এর মধ্যে কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।পরর্বতী সময়ে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো।

ধন্যবাদ সবাইকে

Sort:  

প্রচন্ড গরমের মধ্যেও আপনার ভ্রমণ কাহিনীটা সুন্দর ছিলো। সুন্দর সুন্দর ফটোগ্রাফি ক‍্যাপচার করেছেন দেখছি। সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার ভ্রমণ সম্পর্কে। শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

প্রচন্ড গরমের মধ্যেও আপনার ভ্রমণ কাহিনী টা খুবই সুখময় ছিল আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন বিশেষ করে প্রজাপ্রতির উপর বসে থাকা ভাইয়া টাকে দেখতে খুবই সুন্দর লাগছে হ্যান্ডসাম।

 3 years ago 

সুমতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ঘুরতে আমারও খুব পছন্দ। আমিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আপনার ছবি গুলো সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে। অপনার মাধ্যমে জানতে পারলাম নাটোরে এত সুন্দর একটা পার্ক আছে।

 3 years ago 

সুন্দর মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমিও ঘুরতে খুব পছন্দ করি। আপনি জায়গাটা ঘুরে দেখেছেন এবং সুন্দর সুন্দর ছবি তুলেছেন। তবে ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা অনেক সুন্দর। সুন্দর দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করেন জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার বাড়ির খুব নিকটবর্তী এই ভ্রমণ পার্ক। আমিও বেশ কয়েকবার ভ্রমণ করার চেষ্টা করেছি কিন্তু সুযোগে হয়নি। যদিও এটি আমার বাড়ির কাছ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে।

ভ্রমণের দৃশ্যপটগুলো অতীব অসাধারণ ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য

 3 years ago 

আসলে ভাই বাড়ির কাছে যতই সৌন্দর্যের জায়গা থাকুক তেমন একটা ইচ্ছা থাকে না যাওয়ার।মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাই সময়ের সুযোগ মেলেনি। অবশ্যই আমিও ঘুরে দেখব প্রিয় গ্রীন ভ্যালি পার্ক

 3 years ago 

হ্যাঁ, ঘুরতে যাওয়া প্রতিটা মানুষেরই স্বভাব। পৃথিবীতে এমন কোন লোক নাই যে ঘুরতে যায় না। খুব ভালো কথা বলছেন বাস্তবতা এবং আসলে আপনার ফটোগ্রাফি গুলো অপরূপ সৌন্দর্য ছিল দেখার মতো।কৃত্রিমভাবে তৈরি কামার ও কৃষকের কর্মক্ষেত্রের দৃশ্যপট ​ দেখে অবাক হলাম এত সুন্দর মূহুর্তে আপনি উদযাপন করেছেন।কৃত্রিমভাবে তৈরি ডাব ও সবুজ প্রকৃতির সৌন্দর্য এবং প্রতিটি ফটোগ্রাফি আমার মনে লেগেছে।

 3 years ago 

আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

 3 years ago 

এই পার্কটি সম্পর্কে আগেও শুনেছি। আমার বন্ধুরা ২০১৯ সালে গিয়েছিল কিন্তু আমার একটা সমস্যা থাকায় আমি যেতে পারি নাই। ওদের অনেক ছবি এবং ভিডিও দেখেছিলাম। আজকে আপনার পোস্ট টা পড়ে আরও কিছু জানতে পারলাম। এবং গতকালকের গরমের কথা আর বলব না। দিনটা খুব আনন্দের সাথে অতিবাহিত করেছেন।।

 3 years ago 

আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমি ভ্রমন করতে খুব পছন্দ করি। আপনি জায়গাটা ঘুরে দেখেছেন এবং সুন্দর সুন্দর ছবি তুলেছেন। ছবিগুলো দেখেই আমার খুব ইচ্ছা করছে জায়গাটিকে ভ্রমন করতে । সুন্দর দৃশ্য গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

 3 years ago 

মতামত এর জন্য ধন্যবাদ।

 3 years ago 

গ্রীন ভ্যালি পার্ক টি অনেক সুন্দর যা আপনার পোস্টের মাধ্যমে আপনি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল এবং প্রত্যেকটি বর্ণনাও খুব ভালোভাবে দিয়েছেন। ট্রেনের দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটি দিন পার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দিনটি অনেক সুন্দর ছিল। তার সাথে পার্কের দৃশ্য পটভূমি। এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দেখে তো মনে হচ্ছে অনেক মজা করেছেন ভাই।পার্কটা অনেক সুন্দর। পার্কের ভিতরের পরিবেশ বেশ ভালো।আমিও গ্রিন ভ্যালিতে গিয়েছিলাম।আপনার ভ্রমন কাহিনিটির উপস্থাপনা খুব ভালো লেগেছে।শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66670.04
ETH 3497.56
USDT 1.00
SBD 2.71