তাল গাছের সারি (ঘোরাঘুরি পর্ব- ২) || by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • তাল গাছের সারি (ঘোরাঘুরি পর্ব- ২)
  • ১৫, জুন ,২০২৩
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি তাল গাছের সারি (ঘোরাঘুরি পর্ব- ২) এর দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1686847371216-01.jpeg


Device : Redmi Note 11
তাল গাছের সারি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজ আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের দ্বিতীয় পর্ব শেয়ার করব। এইতো কিছুদিন আগে বাইক ট্যুর দিয়েছিলাম। মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইক-ট্যুর দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করি এটা প্রায় সবাই জানেন ।আমাদের ঘুরাঘুরি করার অনেক বড় একটি সার্কেল আছে। আমরা বিভিন্ন জায়গায় প্রচুর ঘুরাঘুরি করি কিন্তু সময়ের সাথে সাথে সবাই বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে হচ্ছে ঘুরাঘুরি একদমই কমে যাচ্ছে। হঠাৎ করে সিদ্ধান্ত হয় কোথাও ঘুরতে যেতে হবে অনেকদিন হলো ঘুরতে যাওয়া হয় না। লোক সংখ্যা কম ছিল একটি নির্দিষ্ট দিন ফিক্সড করেছিলাম। দিনটি ছিল সোমবার ২৯ তারিখ তিনটি বাইক ৬ জন ২ জন বড় ভাই আর চার বন্ধু ছিলাম।

IMG_20230529_113507-01.jpeg

IMG_20230529_113538-01.jpeg

IMG_20230529_113656-01.jpeg


Device : Redmi Note 11
অপেক্ষার শেষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগে আপনাদের সাথে কুষ্টিয়া টু ঝিনাইদা যাত্রাপথের দৃশ্য পটভূমি শেয়ার করেছিলাম। যদিও আমাদের ঝিনাইদা ঘোরাঘুরি করার তেমন একটা ইচ্ছা ছিল না আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কিছু সুন্দর সুন্দর জায়গায় ঘুরাঘুরি করব। সেজন্য আপনাদের সাথে ঝিনাইদা মহাসড়কের রাস্তা সুন্দর দৃশ্যের এবং তার চারিপাশের দৃশ্য পটভূমির ফটোগ্রাফি করে করেছিলাম। আমরা ঝিনাইদা জেলা থেকে চুয়াডাঙ্গা জেলায় প্রবেশ করেছিলাম সেখানে আমাদের একজন বন্ধু ছিল। কুষ্টিয়া মেসে থাকাকালীন একসাথেই লেখাপড়া করেছি এখন সে বাড়িতেই থাকে। সে অনেক গল্প করেছিল তার বাড়িতে যাওয়ার পথে রাস্তার দুপাশ দিয়ে তালের গাছ। সেই দৃশ্যটি দেখার খুব শখ ছিল আমাদের যেটা পূরণ হয়ে গেল।

IMG_20230529_115159-01.jpeg

IMG_20230529_113701-01.jpeg

IMG_20230529_115201-01.jpeg

IMG_20230529_115208-01.jpeg


Device : Redmi Note 11
রাস্তার দুপাশে তাল গাছের সারির দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রাস্তাটি মাঠের মাঝ দিয়ে বহমান কাদামাটির রাস্তা দুপাশে সারি সারি তালের গাছ। এই সময়ে তালশাঁসের মৌসুম এত পরিমাণ গাছে তাল ধরেছে সত্যিই অবাক হয়েছিলাম। আমাদের এখানে তালের গাছে এত পরিমাণ তাল ধরতে দেখিনি। ভিন্ন পরিবেশে গিয়ে সত্যিই দারুণ লাগে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন পরিবেশটা আপনার কাছে অচেনা সেই অচেনা সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে ভালই লাগে। এর আগে অন্য একটি জায়গায় তাল গাছের শাড়ি উপভোগ করেছিলাম যাইহোক এই জায়গাটিতে আসতে পেরে খুবই ভালো লেগেছিল। আমরা যে সময় সেখানে পৌঁছেছিলাম তখন দুপুর টাইম প্রচন্ড রোদ ।এমনিতেই চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা বেশি অন্যান্য জেলা থেকে সেজন্য সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম কিন্তু অসস্তিবোধ হচ্ছিল।

IMG_20230529_135320-01.jpeg

IMG_20230529_135318-01.jpeg

IMG_20230529_135702-01.jpeg

IMG_20230529_135700-01.jpeg


Device : Redmi Note 11
নিজেদের সেলফি নিয়ে নিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, সেখান থেকে প্রথমে বন্ধুর বাসায় যাই। সেই তাল গাছের সারি সেই রাস্তা ধরেই বন্ধুর বাসায় যেতে হয়। সেখান থেকে তার বাসা এক কিলোমিটার দূরে তার বাসায় গিয়ে আমরা ফ্রেশ হয়ে কিছু সময় আড্ডা দেই। যেহেতু বন্ধুর বাসায় গিয়েছি সে আগে থেকেই আমাদের জন্য নাস্তা এবং খাবার রেডি করে রেখেছিল। আমরা ফ্রেশ হওয়ার পর নাস্তা খাওয়া দাওয়া শেষ করি। অনেক পথ যাত্রা শেষে ে যেহেতু আমরা আরো অন্যান্য জায়গায় ঘুরাঘুরি করব বেশিক্ষণ সেখানে না থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। সেই সুন্দর তাল গাছের দৃশ্য উপভোগ করতে পেরে সত্যিই ভালো লেগেছিল। অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করেছিলাম সেগুলো আপনাদের সাথে পরবর্তী পর্বে শেয়ার করব। আশা করি তাল গাছের সারির এই দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

তাল গাছের প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব চমৎকার ভাবে উপভোগ করেছেন ভাই। আসলে প্রকৃতির এমন সৌন্দর্যের মাঝে কিছুক্ষণ অবস্থান করতে পারলে খুবই ভালো লাগতো। সারি সারি তাল গাছ গুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। এমন প্রকৃতি পরিবেশে সুন্দর মুহূর্ত কাটানো অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

রাস্তার দুপাশে তাল গাছের সারির দৃশ্য দেখতে অসাধারন লাগতেছে ভাইয়া। সত্যি আপনি অনেক দিন পড়ে আপনাদের বড় ভাই এবং বন্ধুদের সাথে চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তাল গাছের সারি ঘোরাঘুরি দ্বিতীয় পর্ব। আপনি কুষ্টিয়া থেকে বেশ অনেক জায়গা ঘোরাঘুরি করেছেন জেনে বেশ ভালো লাগলো। আপনি মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এসে অনেক ঘোরাঘুরি করেছেন আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। আসলে আমাদের জেলায় দেখার মত দেশ ভালো জায়গা রয়েছে।

Posted using SteemPro Mobile

 last year 

এর আগের বাইক ভ্রমন পোস্টটি আমার পড়া হয়েছিল। খুব ভালো লেগেছিল আপনাদের জার্নিটা পড়ে। যদিও আপনাদের ঝিনাইদহ যাওয়ার ইচ্ছা ছিল না।কিন্তু ঝিনাইদহ হয়ে আপনারা চুয়াডাঙ্গা গেলেন।সেখানে আপনার এক বন্ধু ছিল।আপনার তোলা তালগাছের সারির পথটি দেখতে ভীষণ ভালো লাগলো। খুব বেশী ইনজয় করেছেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

একদম মনের মত কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু একদম মন ছুয়ে গেল আমার। পাশাপাশি অনেক সুন্দর করে আপনি তুলে ধরেছেন এই স্থানের বিষয়গুলো। আর বর্তমান তাল গাছে তাল থাকায় দৃশ্য আরো সুন্দর লাগছে।

 last year 

রাস্তার দুই পাশে তাল গাছের সারির মনোরম পরিবেশে আপনার বড় দুই ভাই এবং চার বন্ধু মিলে কাটানো মুহূর্তটুকু আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে এরকম সময় কাটাতে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশ আমারও ভালো লাগে। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 88638.48
ETH 3290.10
USDT 1.00
SBD 3.05