DIY-(এসো নিজে করি) || মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা(১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা
  • ১৪,অক্টোবর , ২০২১
  • বৃহস্পতিবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। কাঁদা মাটি দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


মানুষ মাটি থেকেই সৃষ্টি। পৃথিবীর যা কিছু আছে কোন না কোনভাবেই মাটির উপর নির্ভরশীল।ছোট বেলায় কাঁদা মাটি দিয়ে গ্রামের ছেলেমেয়েরা খেলাধুলায় করে নাই এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।এলাকার ছোট বাচ্চারা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে খেলাধুলা করতো।আমিও মাটি নিয়ে অনেক খেলা করেছি। অতীতের স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

IMG_20211013_163652-01.jpeg


মাটির তৈরি খেলনা
Device: A20s

অবস্থান :https://w3w.co/bagpipe.woof.rebuilds


প্রয়োজনীয় উপকরণ:

  • শুধু মাটি যা দিয়ে খেলনা গুলো তৈরি করা হয়েছে

IMG_20211013_142311-01.jpeg


ধাপ-১

IMG_20211013_163524-01.jpeg

  • মাটি দিয়ে পাখি তৈরি করেছি। ছোট বেলায় ঠিক এই রকম পাখি তৈরি একসাথে খেলাধুলা করেছি।

ধাপ-২

IMG_20211013_163505-01.jpeg

  • মাটি দিয়ে পুতুল তৈরি করেছি।পুতুলটি আগের মতো সৌন্দর্য দিতে পারিনি তবু্ও চেষ্টা করেছি সৌন্দর্য বৃদ্ধির জন্য।

ধাপ-৩

IMG_20211013_163353-01.jpeg

  • মাটির হাঁড়ি তৈরি করেছি।মাটির হাঁড়িতে ছোট বেলায় ভাত রান্নার কাজে ব্যবহার করা হতো।

ধাপ-৪

IMG_20211013_163430-01.jpeg

  • একটি ছোট হাঁড়ি তৈরি করেছি। এই হাঁড়িতে বিভিন্ন ধরনের জিনিস রেখে দেওয়া হতো।

ধাপ-৫

IMG_20211013_163409-01.jpeg

  • মাটি দিয়ে শিলপাটা তৈরি করেছি। রান্নার মসলা বাটার কাজে ব্যবহার করা হতো।

ধাপ-৬

IMG_20211013_163634-01.jpeg

  • মাটির তৈরি জিনিস গুলো একসাথে আপনাদের সাথে তুলে ধরলাম।এগুলো দিয়ে খেলতে খুবই মজা পেতাম। সেই সময় অন্যরকম অনুভূতি কাজ করতো। আশাকরি ছোট বেলার স্মৃতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার তৈরি করা মাটির পুতুল হাড়ি-পাতিল দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল। ছোটবেলায় মাটির পুতুল হাড়ি পাতিল দিয়ে খেলা করতাম। ভালো লেগেছে আপনার এই মাটির জিনিস তৈরি করা দেখে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার সুগঠিত মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যিই ভাই ছোটবেলা কাদামাটি দিয়ে খেলা করেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ব্লগ টি পড়ে খুব ভালো লাগলো।

আপনার সুন্দর এই ক্রিয়েটিভ বিষয়বস্তু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সুন্দর মন্তব্য আসে মানুষের কাজের মাধ্যমে। আপনার কাজগুলি ছিল নিতান্তই ছোটবেলার কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার মতো। আবারও অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনার এসব দেখে তো একদম ছোট বেলার কথা মনে পরে গেলো আমার।আগে গ্রামে গেলে অনেক বেশি বানাতাম মাটির এসব জিনিষপত্র।এখন আর হয়না বললেই চলে একদম।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ভাই সত্যি বলতে ছোট বেলায় যে কত তৈরি করেছে আর কত ভেঙ্গে ফেলছি রাগ করে এবং আপনি অতীতের কথা শৈশবের স্মৃতি মনে করায় দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একসময় এটি জীবনের সাথে মিশে ছিল। এখন দিন দিন যত বড় হচ্ছি এগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আবারও মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভাল ছিল উপস্থাপনা। খুব ভালো লাগলো

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি মাটি দিয়ে মৃৎশিল্পের দারুন একটি পোস্ট করেছেন। আপনার এই পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ছোটবেলায় মাটির পুতুল হাড়ি পাতিল দিয়ে খেলা করতাম। ভালো লেগেছে আপনার এই মাটির জিনিস তৈরি করা দেখে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার গঠনমূলক মতামত এর জন্য ধন্যবাদ।

 3 years ago 

মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা গুলো দেখে আমার ছোট বেলার কথা মনে হয়ে গেলো আমিও ঠিক এভাবে মাটি দিয়ে খেলনা বানাতাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

Hi, @ripon40,

Your post has been supported by @sm-shagor from the Steem Greeter Team.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66619.84
ETH 3497.62
USDT 1.00
SBD 2.71