গল্প : ফুল চুরি /by ripon40

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ফুল চুরি
  • ০৪, মার্চ ,২০২৪
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " ফুল চুরি " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



students-3518726_1280.webp

Source

এইতো কিছু দিন আগে চলে গেল একুশে ফেব্রুয়ারি । সেই দিনটিকে নিয়ে স্কুলে পরকালীন সময়ে অনেক প্ল্যান পরিকল্পনা থাকতো। আমি যখন ক্লাস সেভেনে পড়ি সেই সময় একুশে ফেব্রুয়ারির দুই দিন আগে আমাদের ফুল সংগ্রহ করার প্ল্যান শুরু হয়ে যেত। আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব ৫ মিনিটের পথ। সেখানেই প্রাইমারি হাই স্কুল তার পাশেই কলেজ। আবার তার পাশে বাজার রয়েছে। একটি গ্রামে যা প্রয়োজন থাকার আমাদের গ্রামে তার সবকিছুই রয়েছে। এটাই অনেক বড় প্রাপ্তির জায়গা।

যাইহোক, এবার মুল গল্পে ফিরে আসি। এখনো আমরা কয়েকজন বন্ধু আছি যারা ছোট্টবেলা থেকে একসঙ্গে লেখাপড়ার যাত্রা শুরু। এখনো সেই বন্ধুত্ব রয়েছে তার প্রধান কারণ সবার বাড়ি খুব কাছাকাছি। যেকটা জায়গা ঘুরতে গেলে একসঙ্গে যাব কেউ কাউকে ফেলে রেখে যেতাম না। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে যখন হাইস্কুলে উঠলাম তখন থেকে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণ করার জন্য ফুলের মালা বা ডালা দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হত। যেটা প্রতিটা শ্রেণীর শিক্ষার্থীদের দায়িত্ব। সেই ফুলের ডালা তৈরির দায়িত্ব আমরা নিতাম ।কিভাবে ফুল সংগ্রহ করা যায় তার দুই দিন আগে থেকে ভাবতে শুরু করতাম।

আমাদের বন্ধু-বান্ধবদের অনেকেরই ফুল গাছ থাকতো ।তারা অনেক শখ করে ফুল গাছ লাগাইতো এগুলো ফুল দিতে চাইতো না। যেহেতু একুশে ফেব্রুয়ারি ফুল লাগবে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়তাম কোথায় ফুল আছে চাওয়ার পর না দিলে সেটা চুরি করে নিয়ে চলে আসব।😛
আপনার এখন বলতে পারেন ফুল চোর হিহিহি। আসলে সেই বয়সে যা হয় আর কি। আমার এক বন্ধু ছিল আক্তার সে অনেক চঞ্চল প্রকৃতির কিভাবে ফুল সংগ্রহ করতে হবে সব বুদ্ধি তার ছিল। তো একটি বান্ধবীর বাড়িতে ফুল চুরি করার জন্য আমরা গিয়েছিলাম। সে চ্যালেঞ্জ দিয়েছিল আমার ফুল কেউ চুরি করতে পারবে না। বন্ধু আক্তার চ্যালেঞ্জ দিল তোর ফুল আগে চুরি হবে।

আর সেই সময় একুশে ফেব্রুয়ারির আগের দিন সবাই রাতে ফুলের গাছ পাহারা দিত। তা নাহলে সবাই হামলা দিয়ে সেই ফুল চুরি করে নিয়ে চলে যেত। যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এই দিকে ফুলের ডালা সাজানোর দায়িত্ব আমাদের বন্ধুর এই চ্যালেঞ্জ পূরণ করতেই হবে। আমরা একুশে ফেব্রুয়ারির দুই দিন আগে বেরিয়ে পড়লাম । সেদিন কেউ ফুল চুরি করবে না এটাই সবার চিন্তা ভাবনা বেশি কাজ করেছিল। অনেক জায়গা থেকে ফুল সংগ্রহ করলাম আবার যে বান্ধবী চ্যালেঞ্জ দিয়েছিল তার বাড়ি থেকে ফুল চুরি করার পালা।

আমরা তাদের বাড়ির পাশে যাওয়ার পর বুঝতে পারলাম সে পাহারা দিচ্ছে। সেই সময় তার বাড়ি চারপাশে বেড়া দিয়ে গেরা ছিল। বেড়ার পাশেই ফুলগাছ। কিভাবে তাহলে ফুল চুরি করব বাড়ির ভেতর গেলে টের পেয়ে যাবে। বন্ধু আক্তার এমন একটা বুদ্ধি বের করেছে সত্যিই অবাক হলাম। সে দেখছি একটি ব্লেড কিনে নিয়ে এসেছে। সেটা পাটকাঠির মাথায় লাগিয়ে যেখানে ফুলগাছ। সেই বেড়ার পিছনে গিয়ে ফুল কাটতে শুরু করল আমরা তার বুদ্ধি দেখে দাঁত চেপে হাসাহাসি করছি। আমাদের বলল তোরা ফুল কুড়াইতে থাক আমাদের সেই কাজ সেটা করতে শুরু করলাম। অবশেষে সেই চ্যালেঞ্জের যথাযথ প্রমাণ দিল বন্ধু আক্তার। তারপরে সকালে উঠে দেখে ফুল নেই। স্কুলে আসলে আক্তার বলতে থাকে কি ব্যাপার আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে ফুল পাহারা দিয়ে লাভ হলো কি। এখনো সেই দিনের কথা মনে পড়লে বন্ধুরা সবাই মিলে অনেক হাসাহাসি করি । আরো অনেক ঘটনা রয়েছে যেগুলো পরবর্তী গল্প শেয়ার করার চেষ্টা করব।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

আপনার ফুল চুরির গল্প পড়ে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল। একুশে ফ্রেব্রুয়ারী আসলে ফুল সংগ্রহের সেই প্রানান্তকর চেষ্টা। চুরি আমরা করিনি কিন্তু ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হতো। আবার আমাদের অনেকেই আপনাদের মত ম্যানেজ করতে না পারলে, না জানিয়ে অন্যের গাছ বা বাগান থেকে ফুল নিয়ে আসতো। আপনার অভিনব ফুল চুরি বা সংগ্রহের গল্পটি বেশ ভালো হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

আসলে আপু স্কুল জীবনের এই মজার ঘটনাগুলো কখনোই ভুলবার নয় । একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক ধরনের ঘটনা জীবনে ঘটেছে তার একটা অংশ শেয়ার করলাম।

 4 months ago 

আসলে ছোটবেলার এমন কিছু স্মৃতিময়ী ঘটনা রয়েছে, যেগুলোর কথা মনে পড়লে এখনো অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে আমাদের সবার মাঝে ফুল চুরির গল্পটা শেয়ার করেছেন। একুশে ফেব্রুয়ারির সময় সকল বন্ধুরা মিলে এক বান্ধবীর বাড়িতে তাহলে ফুল চুরি করেছিলেন। যেহেতু আপনাদের সেই বান্ধবী চ্যালেঞ্জ দিয়েছিল, তাই আপনারাও সেই চ্যালেঞ্জ একসেপ্ট করেছিলেন। একুশে ফেব্রুয়ারির দুই দিন আগেই তাহলে আপনারা ফুল চুরি করে নিয়েছিলেন যেন কেউ বুঝতে না পারে। আপনার বন্ধুর বুদ্ধি অনেক বেশি রয়েছে এটা বলতে হচ্ছে। যাইহোক আপনারা ছোটবেলার বন্ধুরা এখনো পর্যন্ত একসাথে রয়েছেন শুনে খুব ভালো লাগলো।

 4 months ago 

হ্যাঁ আপু একুশে ফেব্রুয়ারিতে ফুল চুরির মজার ঘটনাগুলো এখন মনে করলে মনে হয় আবার সেই জগতে ফিরে যাই ।কতই না সুন্দর ছিল সেই দিনগুলো সবাই এখন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে মিস করি।

 4 months ago 

স্কুল জীবনে থাকাকালীন বন্ধুদের সাথে কত কিছু যে চুরি করেছি, তা এখন মনে পড়লে অন্যরকম অনুভূতি কাজ করে। একুশে ফেব্রুয়ারির সময় আমরাও বন্ধুরা মিলে ফুল চুরি করতাম। ফুল চুরি করে শহীদ মিনারে দিয়ে আসতাম শহীদদের স্মরণে। আপনারা সকল বন্ধুরা ফুল চুরি করার সিদ্ধান্ত দুই দিন আগেই নিয়ে নিয়েছিলেন দেখছি। আর আপনার ওই বান্ধবী তো দেখছি, দুই দিন আগে থেকেই পাহারা দেওয়া শুরু করেছিল নিজের ফুল গাছ। কারণ আপনাদের সাথে চ্যালেঞ্জ নিয়েছিল। আর আপনার ওই বন্ধুর বুদ্ধির প্রশংসা করতে হচ্ছে। ওনার বুদ্ধির কারণেই আপনারা ফুল চুরি করতে সফল হয়েছেন।

 4 months ago 

হ্যাঁ সবাই সেই বয়সে অনেক দুষ্টামি অনেক ধরনের মজা করেছে। যেগুলো সত্যিই জীবনের শ্রেষ্ঠ সময় । কখনো এই সময় গুলো পাবোনা মিস করি।

 4 months ago 

প্রত্যেক বন্ধু গ্রুপে এমন একজন থাকে যে চুরি করতে এক্সপার্ট হয়। আমি ছোটবেলায় যখন গ্রামে থাকতাম আমারও একজন এরকম বন্ধু ছিল, যে চুরি করতে প্রচন্ড এক্সপার্ট ছিল।

তো একটি বান্ধবীর বাড়িতে ফুল চুরি করার জন্য আমরা গিয়েছিলাম। সে চ্যালেঞ্জ দিয়েছিল আমার ফুল কেউ চুরি করতে পারবে না।

তবে আপনাদের যে বান্ধবীটা চ্যালেঞ্জ দিয়েছিল, যে কেউ তার গাছের ফুল চুরি করতে পারবে না, আপনারা তার বাড়ি থেকেও শেষ পর্যন্ত ফুল চুরি করে নিয়ে আসলেন। হা হা হা...🤣🤣এটা কিন্তু বেশ অবাক করার মত একটা বিষয় ছিল। আপনার পোস্ট পড়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই।

 4 months ago 

বান্ধবী তো এক্সপার্ট চোর বন্ধুর কাছে ধরা খেয়ে গেছে ।এটাই তার বড় ব্যর্থতা সারারাত পাহারা দেয়া তার ফুল চুরি করা ঠেকাতে পারল না।

 4 months ago 

এটাই তার বড় ব্যর্থতা সারারাত পাহারা দেয়া তার ফুল চুরি করা ঠেকাতে পারল না।

হিহি 🤣🤣। অনেক দক্ষ ফুল চোর যা দেখছি আপনার বন্ধু ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বন্ধু-বান্ধবদের সাথে ফুল চুরি করার মজাই আলাদা৷ আমাদের বন্ধু-বান্ধবদের গ্রুপে এমন একজন থাকে যে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট এবং সে বিষয় সে ছাড়া কেউ করতে পারবে না৷ ঠিক এরকমই একটি ঘটনা আপনাদের সাথে ঘটল৷ আপনার বান্ধবী আপনাদেরকে চ্যালেঞ্জ করেছিল যে, আপনারা কেউ ফুল চুরি করতে পারবেন না৷ কিন্তু আপনারা তা করে দেখিয়েছেন৷ যে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল তার একেবারে যেন কথা বন্ধ হয়ে গেল৷ কারণ আপনারা তার চ্যালেঞ্জকে ভেঙে দিয়েছেন এবং আপনারা যেভাবে ফুল চুরি করে নিয়ে এসেছেন তা শুনে খুবই ভালো লাগলো৷ আমরাও মাঝেমধ্যে এরকম বন্ধু-বান্ধব মিলে আম চুরি করে খেতাম৷ কিছুদিন পরেও আম আসছে৷ সেই সময় আম চুরি করে খাওয়ার পরিকল্পনা এখন থেকেই চলছে আমাদের।

 4 months ago 

যারা মতামত প্রকাশ করেছে সবার জীবনেই দেখছি এইরকম ঘটনা রয়েছে।গ তাহলে কত সুন্দর মুহূর্ত ছিল সেই দিনগুলো। যেটা এখন শুধুই স্মৃতি সেই সোনালী দিনের অপেক্ষামান সময় খুবই মিস করি।

 4 months ago 

একদম৷ এরকম স্মৃতি সবার জীবনই রয়েছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ছোটবেলায় আমরাও একুশে ফেব্রুয়ারির জন্য ফুল চুরি করতাম। বন্ধু-বান্ধব একসাথে সন্ধ্যার পর বের হয়ে কার কার বাড়িতে ফুলগাছ আছে ওখান থেকে ফুল চুরি করে নিয়ে আসতাম। তবে আপনার বন্ধু আক্তারের বুদ্ধি আছে। সে বুদ্ধি খাটিয়ে আপনার বন্ধু বাড়ি থেকে ফুল চুরি করেছে। আসলে কিছু কিছু মানুষের মাথার বুদ্ধি সহজে কাজের চলে আসে। তবে এই স্মৃতিগুলো মনে পড়লে নিজে কাছে অন্যরকম লাগে। ধন্যবাদ আপনাকে ফুল চুরির গল্প আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58639.60
ETH 3167.30
USDT 1.00
SBD 2.43