স্পোর্টস :উয়েফা সুপার কাপ (ম্যান সিটি ^ সেভিলা) || by ripon40

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • উয়েফা সুপার কাপ (ম্যান সিটি ^ সেভিলা)
  • ১৭, আগস্ট ,২০২৩
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20230817_125824.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

ফাইনাল ম্যাচের পরিসংখ্যান:


ম্যানসিটিসেভিলা
মোট শট-২৩মোট শট-৮ ।
টার্গেটের শট-৭টার্গেটের শট-৪ ।
দৈর্ঘ্য৯০+৩০ মিনিট ।
বল পজিশন -৭৪%বল পজিশন -২৬%
পাস করে -৬৬৫পাস করে -২৩৩
পাস নির্ভুলতা-৮৯%পাস নির্ভুলতা-৭৬%
ফাউল-৫ফাউল-১৪
হলুদ কার্ড- ০০হলুদ কার্ড - ০৩
রেড কার্ড- ০রেড কার্ড-০
অফসাইডস-০০অফসাইডস-০৩
কোণ- ৮কোণ- ০
সময়কাল রাত ১:০০ মিনিট১৭.০৮.২০২৩ইং
ফলাফল :ম্যানসিটি-০১ সেভিলা -০১(পেনাল্টি ৫-৪)

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলায় মেতে ওঠা হয়। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2023-08-17-12-47-49-940_com.google.android.youtube.jpg


গত ১৩ই আগস্ট সকল লীগের খেলা শুরু হয়ে গিয়েছে। আমার কাছে লীগের খেলা গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ইউরোপা লিগ যেটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়। এবার লীগের অনেকগুলো ম্যাচ দেখা হয়ে গিয়েছে। যারা খেলা প্রিয় লোক তারা সবাই সবগুলো ম্যাচ উপভোগ করেছে। গতকাল রাতে উয়েফা সুপার কাপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেই খেলায় ইংলিশ লীগের শিরোপা জয়ী দল ম্যান সিটি এবং লাল লিগার দল সেভিলা ফাইনালে উঠেছিল।

Screenshot_2023-08-17-12-49-01-004_com.google.android.youtube.jpg


গত মৌসুমে ম্যানসিটির দারুন সময় গিয়েছে। অনেক ফর্মে ছিল চ্যাম্পিয়নস লিগ এবং ইংলিশ লিগ দুটোই তারা জিতে নিয়েছে। যেটা ম্যানসিটি প্রথম বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল কিছুদিন আগে আর্সেনালের সাথে কমিউনিটি সিল্ড কাপ হেরেছিল। ম্যানসিটি কখনো উয়েফা সুপার কাপ জিততে পারেনি । প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে নিয়েছে । ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার টানা ৩ ক্লাবের হয়ে এই শিরোপা জিতল যেটা অন্যতম একটি রেকর্ড।

Screenshot_2023-08-17-12-50-38-910_com.google.android.youtube.jpg


অনেকদিন পর রাত জেগে খেলা দেখলাম। এই খেলাটি দেখার জন্য অপেক্ষায় ছিলাম যে কোন ফাইনাল খেলা উপভোগ করতে খুবই ভালো লাগে। দুই লীগের দুই দল আমি পেডিকশন করেছিলাম ম্যান সিটি ২-০ গোলে জিতবে। খেলা শুরুতেই ম্যানসিটি আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে অন্যদিকে সেভিলা এটাকিং আক্রমণ করে। প্রথম দিকে ভালোই খেলাও উপভোগ করছিলাম। প্রথম ১০ মিনিটে কোন গোল হয় না যেটা খেলার দেখার জন্য সবাই অপেক্ষায় থাকে অবশেষে খেলার ২৫ মিনিটে সেভিলার স্ট্রাইগার ইউসুফ ইন নিশারী হেটে দারুণ একটি গোল করে। গোলকিপার এডারসনের তাকিয়ে দেখা ছাড়া আর কোন উপায় ছিল না। বার পোস্টের সাথে বলের স্পর্শে জালে জড়ায় বল।

Screenshot_2023-08-17-12-54-50-596_com.google.android.youtube.jpg


সেভিলা এক শূন্য গোলে এগিয়ে যায় অন্যদিকে ম্যানসিটি এক শূন্য বলে পিছিয়ে পড়ে। তারপর থেকেই ম্যানসিটি আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ।প্রথমার্ধে অনেকগুলো সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে পারেনি। এদিকে সেভিলা অ্যাটাকিং আক্রমণে ভালো সুযোগ পেয়েছিল কয়েকটি ওয়ান টু ওয়ান গোলকিপারের সাথে এডারসন তাদের দেওয়াল হয়ে দারুন ক্লিন শট করে। এভাবেই খেলার প্রথমার্ধ শেষ হয়ে যায়। ১৫ মিনিট বিরতি শেষে আবার দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়। শুরুতেই আবার ম্যানসিটি আক্রমনাত্মক ফুটবল খেলা শুরু করে অন্যদিকে সেভিলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে খেলতে শুরু করে।

Screenshot_2023-08-17-12-56-17-773_com.google.android.youtube.jpg


একদিকে ম্যানসিটি আক্রমনাত্মক ফুটবল খেলে আক্রমণ করতে শুরু করে অন্যদিকে সেভিলা এটাকিং আক্রমণ শুরু করে। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ম্যান সিটির প্লেয়ার পালমার হেঁডে দারুণ একটি গোল করে। অবশেষে খেলা এক এক সমতায় আসে দুই দলের সমর্থকরা উত্তেজনা পূর্ণ মুহূর্ত ভালই উপভোগ করেছে। ফাইনাল যেরকম হওয়ার দরকার সেই রকমই হয়েছিল। ম্যানসিটি দ্বিতীয়ার্ধে অনেকগুলা আক্রমণ করেছিল গোল হওয়ার মত কিন্তু গোল করতে পারেনি। খেলা গড়ায় অতিরিক্ত টাইমে দুই দলের কোন দলই খেলার ফলাফল বের করতে পারেনি। অবশেষে ৩০ মিনিটের খেলায়ও কোন দল গোল করতে পারে না।

Screenshot_2023-08-17-12-57-37-094_com.google.android.youtube.jpg


সর্বশেষ খেলার ফলাফল নির্ধারণের জন্য পেনাল্টি শুট আউট শুরু হয়। প্রথম পেনাল্টি শুট আউটের দুই দলই গোল করে। আমার কাছে খেলার পেনাল্টি শুট আউট দেখতে খুবই ভালো লাগে। দু'দলের মধ্যেই উত্তেজনা পূর্ণ মুহূর্ত ভালই উপভোগ করতে পারা যায়। দুই দল পেনাল্টি শুট আউট এ চার চার সমতায় চলে আসে। সর্বশেষ পেনাল্টি শুট আউট এ ম্যানসিটি গোল করে অন্যদিকে সেভিলার সর্বশেষ পেনাল্টি শুট আউট বার পোস্টে লেগে সেখানেই ম্যান সিটি সুপার কাপ এর শিরোপা জিতে নেয়। অনেকদিন পর দারুন একটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো ম্যানসিটি প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে নিল। যেটা তাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল ম্যাচটি ভালই উপভোগ করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Congratulations...!!! Your Post Selected Got Upvote %
By: Urdu Community cruated by @yousafharoonkhan


image.png

Subscribe URDU COMMUNITY

Quick Delegation Links

50SP100SP150SP200SP500SP1000SP1500SP2000SP

Our mission to promote Steemit in Urdu Community to all over the world
Stay together
Join the Urdu Community with more confidence.
Steem On

 last year 

দারুন একটি জাঁকজমকপূর্ণ ম্যাচ ছিল। এই বছরে বলা যায় ম্যানসিটির জন্য একটা সোনার বছর গেল। এ বছরের মেজোর ট্রফির অধিকাংশই তারা জিতেছে। আমার মনে হয় শুধু একটা ট্রফি তারা জিততে পারেনি তাছাড়া বাকি সব ট্রফি গুলো তারা নিজেদের ঘরে নিয়েছে। এই ম্যাচটি সোভিয়াকে পেনাল্টি সুট আউটে মধ্যে দিয়ে হারিয়ে পুনরায় তারা আবারও একটি ট্রফি নিজের করে নিল। সেভিয়ার দলের কপাল খারাপ ছিল না হলে শেষ পেনাল্টি বাড়ে লেগে ঘুরে আসতো না। যাহোক যেকোনো একদল জিতবে তাই আবারও ম্যানচেস্টার সিটি জয়।

Posted using SteemPro Mobile

 last year 

এবারের আসলে তারা অনেকগুলো ট্রফি জিতেছে যেটা তাদের জন্য অনেক বড় একটি পাওয়া তাদের পারফরম্যান্স গত বছর খুবই ভালো ছিল।

 last year 

বর্তমান সময়ে ম্যানচেস্টার সিটি যেভাবে খেলা শুরু করেছে তা দেখে মনে হচ্ছে যেন তারা সবগুলো খেলাতে জয়লাম করছে। এই বছরে তারা ধারাবাহিকভাবে চারটা শিরোপা জিতল। এই দিন রাতে আমিও খেলা দেখতে শুরু করেছিলাম কিন্তু খেলা দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনেই পড়ে না। পরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম ম্যানচেস্টার সিটি জয়লাভ করেছে।

 last year 

এই বছর তাদের জন্য অনেক বড় সফলতা এনে দিয়েছে যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67338.51
ETH 2672.27
USDT 1.00
SBD 2.72