রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে কুঠি বাড়িতে মেলা// by ripon40

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে কুঠি বাড়িতে মেলা
  • ১২, মে ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে কুঠি বাড়িতে মেলায় কাটানো মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000048631-01.jpeg


Device : Redmi Note 11
রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে মেলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন গল্পটি শুরু করি


প্রতিবছর পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মেলা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমাদের বাসা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব ১১ কিলোমিটার। রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে অনেকবার যাওয়া হয়েছে । বিশেষ করে পঁচিশে বৈশাখ উপলক্ষে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলায় অনেকবার গিয়েছি । অনেক বছর হল এই পঁচিশে বৈশাখ মেলা উপভোগ করা হয় না। এবারও রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল। মেলার শেষ দিনে আমরা গিয়েছিলাম কয়েকজন।

IMG_20240510_164607-01.jpeg

IMG_20240510_170759-01.jpeg

IMG_20240510_163812-01.jpeg

IMG_20240510_163704-01.jpeg


Device : Redmi Note 11
প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মেলার প্রথম দিনেই যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের এখানে নির্বাচন চলাকালীন সময়ে যেতে পারিনি। অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। সাগর ভাই এবং আমি আরো একজন বড় ভাই ছিল তিনজন মিলে আমরা বাইক নিয়ে বিকেল মুহূর্তে মেলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। গ্রামীন পরিবেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেলা দেখতে পেতাম সময়ের সাথে সাথে যুগের পরিবর্তনে গ্রামীণ পরিবেশের সেই মেলা খুবই কম দেখা যায় । যেটা ছোটবেলা উপভোগ করতে সবচেয়ে বেশি মজা পেতাম ।মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা যেগুলো কেনার জন্য অপেক্ষায় থাকতাম। আসলে এই সকল মেলায় এখন গেলে তেমন একটা ভালো লাগা কাজ করে না। ছোটবেলা যেমন সেই মেলা উপভোগ করতাম খুবই মজা পেতাম।

IMG_20240510_164541-01.jpeg

IMG_20240510_164553-01.jpeg

IMG_20240510_170227-01.jpeg

IMG_20240510_170238-01.jpeg


Device : Redmi Note 11
মেলার দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এখন আমার কাছে মনে হয় মেলা আমাদের জন্য নয় ছোট বাচ্চা দের জন্য মেলা পারফেক্ট। কারণ মেলায় গেলেই অনেক ধরনের দোকান দেখতে পাই । যেখানে বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের জন্য পরিপূর্ণ থাকে। যেগুলো দেখে বাচ্চার আকৃষ্ট হয় তাদের অনেক আনন্দ দেয় ।তাছাড়া বর্তমান সময়ে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় মেলায়। অনেকে সেটা কেনার জন্য মেলায় উপভোগ করার পাশাপাশি সেগুলো কিনে নিয়ে আসে । আমি বর্তমান মেলায় যেতে তেমন একটা পছন্দ করি না । একসাথে ঘুরাঘুরি করা হয় বলেই যাওয়া হয়। অনেক জায়গায় ইচ্ছা না থাকলেও যাওয়া হয় সবাই একসঙ্গে কোথাও গেলে ভালো লাগে । এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। যদিও এবার মেলায় যাওয়ার তেমন একটা ইচ্ছা ছিল না তবুও গিয়েছিলাম। অনেকদিন হলো রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে বাড়িতে ঘুরতে যাওয়া হয় না।

IMG_20240510_164751-01.jpeg

IMG_20240510_170318-01.jpeg

IMG_20240510_170422-01.jpeg

IMG_20240510_170314-01.jpeg


Device : Redmi Note 11
অনেক মানুষের সমাগম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিকেল সাড়ে চারটার দিকে মেলায় পৌঁছানোর পর মিষ্টি জাতীয় কিছু খাবার কিনে সবাই উপভোগ করলাম। আমাদের ইচ্ছে ছিল রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভিতরে প্রবেশ করব । টিকিটের মূল্য 30 টাকা ছিল কিন্তু বিকেল পাঁচটা অব্দি ভিতরে প্রবেশের অনুমতি থাকে । তারপর গেট বন্ধ হয়ে যায় আমরা যখন টিকিট কাউন্টারে গেলাম তখন পাঁচটা বেজে গিয়েছে। তারা গেট বন্ধ করে দিল ভিতরে প্রবেশ করার সৌভাগ্য হলো না। এটাই দুঃখজনক ঘটনা ছিল । আসলে অনেকদিন হলো ভিতরে গিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করা হয় না । অনেক মানুষ সেখানে ঘুরতে এসেছে পরিবেশটা দারুন ছিল। কি আর করার তখন মেলায় কিছু সময় ঘোরাঘুরি করলাম। শেষ দিনে মেলা ভেঙে যাবে সে রকম বিষয়টি দেখতে পেয়েছি। সেখানে কিছুক্ষণ থাকার পরে পদ্মা নদীর তীরে গিয়ে বসে আড্ডা দিলাম । সেই মুহূর্তের দৃশ্য পরবর্তী পোস্টে শেয়ার করার চেষ্টা করব।

পোস্ট বিবরণ

শ্রেণীরবীন্দ্রনাথের কুঠিবাড়িতে মেলা
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনশিলাইদহ

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last month 

প্রতি বছর আপনাদের কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মেলা হয়, জেনে বেশ ভালো লাগলো আমার কাছে। এবছর ও বেশ জাঁকজমকপূর্ণ ভাবে মেলা অনুষ্ঠিত হয়েছিল, এটা দেখে বেশ ভালো লাগলো। বর্তমান সময়ের মেলা গুলোর মধ্যে প্রায় সব ধরনের জিনিস পত্র পাওয়া যায়। মেলার মধ্যে দেখছি প্রায় সব ধরনের দোকান খামার বসেছিল। আপনি এই মেলার মধ্যে বেশ ভালো একটি সময় উপভোগ করেছেন।

 last month 

হ্যাঁ প্রতি বছর পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এবার শেষ মুহূর্তে গিয়ে সেই রকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারিনি।

 last month 

আপনাদের কুষ্টিয়াতে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি হওয়ায় সেখানে খুব সুন্দর ভাবে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয় নিশ্চয়ই। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে খুব সুন্দর একটি মেলার আয়োজন করা হয়েছে দেখছি। মেলায় গেলে আমারও এমনটাই মনে হয়। আমাদের জন্য এখন মেলা নয় এটা ছোটদের জন্য একদম পারফেক্ট। ছোটবেলায় আমরাও বেশ আনন্দ করতাম মেলায় গেলে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ছোট্টবেলা মেলায় গেলে অনেক আনন্দ পেতাম। অনেক ধরনের খেলনা কিনার জন্য আবদার করতাম । আসলে সেই বয়সটি নেই তো সেজন্যই আর ভালো লাগে না ধন্যবাদ।

 last month 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মেলায় গিয়েছিলে জেনে অনেক ভালো লাগলো বন্ধু। এটা সত্যি কথা বলেছ যে ছোটবেলার মতো মেলায় গিয়ে এখন আর সেই আনন্দটা পাওয়া যায় না। তারপরেও তিনজন মিলে বাইক নিয়ে গিয়ে বেশ ভালোই আনন্দ করেছিলে জেনে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 last month 

হ্যাঁ বন্ধু দারুন সময় কাটিয়েছিলাম বিশেষ করে রবীন্দ্রনাথের বাড়ি থেকে পদ্মা নদীর তীরে। সেই পোস্ট করব আশা করি ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61696.14
ETH 3401.11
USDT 1.00
SBD 2.52