পদ্মার চরে গরুর খামারে কাটানো মুহূর্ত //by ripon40

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • পদ্মার চরে গরুর খামারে কাটানো মুহূর্ত
  • ০৪, ফেব্রুয়ারী ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি পদ্মার চরে সুন্দর একটি বিকেলের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1707062258259-01.jpeg


Device : Redmi Note 11
পদ্মার চরে গরুর খামারে কাটানো মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায়। বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধারা চারিপাশে ঘেরা থাকে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সত্যিই অনেক ভালো লাগে। শীতকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। শীতকালীন সময়ের এই সৌন্দর্য প্রতিবছরই উপভোগ করা হয়ে থাকে। শীতের সময় মাঠে মাঠে সরিষা ফুল ফুটতে দেখতে পাই ।সরিষা ফুলেরই সৌন্দর্য সত্যি উপভোগ্য হয়ে থাকে। সেই সৌন্দর্য আমরা কিছুদিনের জন্য প্রতিবছর এই সময় উপভোগ করে থাকি।

IMG_20231119_170925-01.jpeg

IMG_20231119_171121-01.jpeg

IMG_20231119_171122-01.jpeg

IMG_20231120_083656-01.jpeg

IMG_20231120_083659-01.jpeg


Device : Redmi Note 11
প্রকৃতির দর্পণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



হাবাসপুর পদ্মা নদীর চরে দিনটি অনেক সুন্দর ছিল। এর আগের পোস্টে সেখানকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম । আজকে সেখানকার অনেক বড় গরুর খামারে কাটানো মুহূর্তের গল্প শেয়ার করব। বিকেল মুহূর্তে সেখানে গিয়ে ভালই লাগছিল । অনেকদিন পর সেখানে গিয়েছিলাম একটি ট্রেনিং এর জন্য এক মাস ব্যস্ত ছিলাম কোথাও যাওয়া হতো না । বাড়িতে এসে সেই জায়গাটিতে যেতে পেরে খুবই ভালো লেগেছিল। গরুর খামারে গিয়ে সেখানকার দৃশ্যটি উপভোগ করার পাশাপাশি গরুর মালিকের সাথে অনেক সময় গল্প করি । তার সাথে গল্প করে ভালই লাগছিল । সেই মুহূর্তে খামারের গরু খামার থেকে অনেক দূরে। খামারে শুধু গাভীর বাছুর গুলো এক জায়গায় আবদ্ধ ছিল।

IMG_20231120_084121-01.jpeg

IMG_20231120_084129-01.jpeg

IMG_20231120_085527-01.jpeg

IMG_20231120_091704-01.jpeg

IMG_20231120_091737-01.jpeg


Device : Redmi Note 11
গরুর খামার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তিনি আমাদের সাথে প্রায় এক ঘন্টা যাবৎ গল্প করেন ।সেখানে একমাস যাবত এসেছে চারিপাশে বালুর চর ।
সেই খামার থেকে অনেক দূরে অনেক বড় বনের চর। সেখানেই তার রাখাল গরু রাখতে গিয়েছে। তিনি বললেন আর কিছুক্ষণের মধ্যেই এখানে তার গরুর দল পৌঁছে যাবে । আমরা সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম । প্রায় একসাথে ৩০০ থেকে ৪০০ গরু দলবদ্ধ ভাবে রেখে বেড়াচ্ছে তিনজন রাখাল। চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল উপভোগ্য। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। নদীর কিনারা দিয়ে গরুর দল আসতে শুরু করল । সেটা দেখে ভালই লাগছিল। যখন খুব কাছাকাছি এলো আমি চেষ্টা করলাম ফটোগ্রাফি করার।

IMG_20231120_091739-01.jpeg

IMG_20231120_091747-01.jpeg

IMG_20231120_091751-01.jpeg

IMG_20231120_091757-01.jpeg

IMG_20231120_091757_1-01.jpeg


Device : Redmi Note 11
দলবদ্ধ গরু
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



খামারের পাশে অনেক বড় জায়গা বাঁশ দিয়ে ঘেরা । সেই জায়গাটিতে এসে গরু এসে দাঁড়িয়ে গেল। আমরা বাড়িতে যেসব গরু লালন পালন করি হয়তো এভাবে ছেড়ে দিলে ছুটাছুটি করবে এবং তাকে ধরার জন্য অনেক কষ্ট করতে হয় । এতগুলো গরু একসঙ্গে মাত্র তিনজন লোক নিয়ন্ত্রণ করছে সত্যি পরিবেশ যেখানে যে রকম। আবার যখন শহরে যাই শহরের গরু গুলো ছেড়ে দেওয়া থাকে। তারা খুব সুন্দর ভাবে রাস্তার পাশ দিয়ে হেটে বেড়ায় । যেখানে যেরকম শৃঙ্খলা সেইরকমই সবকিছু দেখতে পাই। যাইহোক, বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি শুনেছি গাভী গরুগুলোর যখন দুধ দোয়ানো হয়। সেই সময় তারা তাদের বিভিন্ন নামে ডেকে থাকে। তারা সেই নামের ডাক শুনে মালিকের কাছে এসে ধরা দেয়। মালিক তখন দুধ দোয়ানো শুরু করে। এ বিষয়টি নিজ চোখে কখনো দেখিনি সেটা আপনাদের পরবর্তী পর্বে দেখানোর চেষ্টা করব।

Sort:  
 5 months ago 

প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। কারণ প্রকৃতি মন এবং শরীর দুটোকেই প্রফুল্লত এনে দেয়। পদ্মা চড়ে গরুর খামারে কাটানো কিছু মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন তার সাথে সাথে বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মধ্যে শেয়ার করেছেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বিষয়টা বেশ অবাক করার মত গাভি গুলোকে নাম ধরে ডাকা হচ্ছে আর তারা চলে আসছে। যেহেতু পরবর্তী পর্বে সেটা শেয়ার করবেন তাহলে দেখার অপেক্ষায় রইলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দেখার মতো সব গরুগুলো। আমাদের দেশে অনেক জায়গায় এমন সুন্দর সুন্দর গরুর খামার রয়েছে যেখানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু পোষা হয়। বেশ ভালো লাগলো ভাই আপনার সুন্দর এই ব্লগ দেখে। দোয়া করব এভাবেই যেন দেশের খামারগুলো বেড়ে ওঠে এবং দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটানো সম্ভব হয়।

 5 months ago 

পদ্মা নদী, পদ্মার চর এবং গরুর খামার ভ্রমণ করে সুন্দর ফটোগ্রাফি সেই সাথে সুন্দর উপস্থাপনা করেছেন।
আমিও সময় পেলে মাঝে মাঝে এরকম ভাবে ঘুরতে বের হয়ে নতুন সৌন্দর্যের খোঁজে।
আপনার ফটোগ্রাফি এবং উপস্থাপনা খুব ভালো লেগেছে বুঝতে পারছি আপনারা খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57174.31
ETH 3071.24
USDT 1.00
SBD 2.40