DIY-(এসো নিজে করি) || পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকন (১০%লাজুক খ্যাকের জন্য)‌

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকন
  • ২৩, মার্চ , ২০২২
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পেন্সিল দিয়ে একটি পায়রার চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



20220323_105530-01.jpeg


পায়রার চিত্র অংকন
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20220103_162640-01.jpeg



🥦ধাপ সমূহ🥦

ধাপ-১

20220323_102127-01.jpeg

  • প্রথমে পায়রার ঠোঁট অংকন করে নিয়েছি।

ধাপ-২

20220323_102811-01.jpeg

  • তারপর পায়রার মাথার অংশ অংকন করে নিলাম।

ধাপ-৩

20220323_103137-01.jpeg

  • পায়রার পাখনার অংশ অংকন করতে শুরু করলাম।

ধাপ-৪

20220323_103946-01.jpeg

  • তারপর পাখনার সম্পূর্ণটা অংকন করে নিয়েছি।

ধাপ-৫

20220323_104402-01.jpeg

  • তারপর পায়রার পায়ের অংশ অংকন করেনিয়েছি।

ধাপ-৬

20220323_104732-01.jpeg

  • পায়রার লেজের অংশ অংকন করে নিয়েছি।

ধাপ-৭

20220323_104753-01.jpeg

  • তারপর পায়রার গলায় দাগ কেটে নিয়েছি।

ধাপ-৮

20220323_105034-01.jpeg

  • পায়রার চোখের অংশ অংকন করা বাকি ছিল সেটা একে নিলাম।

ধাপ-৯

20220323_105437.jpg

  • এভাবেই পায়রার সম্পূর্ণ অংকন কাজ শেষ করি। আশা করি আমার অংকিত চিত্র আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনি অনেক দারুন আঁকতে পারেন।কবুতরটিকে অনেক কিউট ও জোশ লেগেছে।কবুতরের ডানা,পা,ঠোঁট ও চোখ সকল উপকরণ বেশ ভালই লেগেছে।সুন্দর এই চিত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করতে আমি খুবই পছন্দ করি আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে পায়রার চিত্রাঙ্গন ভালো ছিল। আসলে পায়রা বেশ ভালো লাগে আমার। আমি খুবই ভালোবাসি। পায়রার ফটোগ্রাফি করি। খেয়াল করে দেখবেন আমি অনেক ফটো দিয়েছি। আসলে আপনি দারুণভাবে অঙ্কন করেছেন। আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন। আরো সুন্দরভাবে ফুটে উঠত ভাইয়া

 2 years ago 

আপনার পায়রা পাখি খুবই পছন্দের জেনে ভালো লাগলো এটা সবাই লালন পালন করতে পছন্দ করে আপনি পায়রার অনেকগুলো ফটোগ্রাফি করে শেয়ার করেছেন একসময় দেখার চেষ্টা করব ধন্যবাদ।

 2 years ago 

পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকন সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকন করেছেন। আপনার অংকন করা এই পায়রা দেখতে সত্তিকারের পায়রার মতোই লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার
অংকন অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার মন্তব্যটি আমার কাছে অনেক ভালো লাগলো আসলে পায়রা সৌন্দর্যের প্রতীক বা শান্তির প্রতীক যেটা সবাই লালন-পালন করতে পছন্দ করে আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন ভাই।পায়রাটিকে দেখতে অনেক মায়াবী লাগছে। পায়রার চিত্র অংকন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেন্সিল দিয়ে পায়রার চিত্র সুন্দরভাবে অংকন করার চেষ্টা করেছি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকনটি অসাধারণ লাগছে,মনে হয়ে পায়রাটা এখন উড়ে এসে বসলো।দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে।াার্টের সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক শুভ কামনা রইল।

 2 years ago 

যেমন মনে করেন আপনি পায়রা তো উড়ন্ত পাখি উড়ায় তার কাজ ভালো লাগলো আপনার মন্তব্য ধন্যবাদ।

 2 years ago 

শুধুমাত্র পেন্সিল এর সাহায্যে খুবই খুবই চমৎকার একটি পায়রার চিত্র অঙ্কন করেছেন ভাইয়া। আর এই পায়রার অসাধারণ চিত্রাংকন দেখে মনে হচ্ছে আপনি খুবই দক্ষতার সহিত কাজটি করার চেষ্টা করেছেন। সত্যিই ভাইয়া আপনার নিখুঁত হাতের কারুকাজ দেখিয়েছেন, এত সুন্দর একটি পায়রার চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করে। এবং এই পায়রা কিভাবে অঙ্কন করা যায় তার প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চেষ্টা করি ভাল ভাবে যেকোন ধরনের চিত্র অঙ্কন করতে আপনার কাছে ভালো লাগে আয় আমি খুশি সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে একটি কবুতর এঁকেছেন। আপনার অংকনটি যথাযথ ছিল অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবুতর সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে আঁকা চিত্র গুলো আমার কাছে খুবই ভালো লাগে সেই আগ্রহ থেকেই এই ধরনের চিত্র অংকন করার চেষ্টা ভালো লাগলো আপনার মন্তব্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ পেন্সিল দিয়ে খুব সুন্দর এঁকেছেন ভাই ।দারুন হয়েছে এককথায় আর পায়রা হলো শান্তির বাহক,এমনিতেও পায়রাকে আমার অনেক ভালো লাগে। আর আপনার পেন্সিলে অংকন টি দেখে মুগ্ধ হয়ে গেছি। শুভেচ্ছা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

হ্যাঁ পায়রা হলো শান্তির প্রতীক যেটা দেখতে অনেক সুন্দর প্রায় বাড়িতে পায়রার লালন-পালন করার দেখা যায় ভালো লাগলো আপনার মন্তব্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে পোস্ট দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ।আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে নিখুঁত ভাবে পেন্সিল দিয়ে পায়রার চিত্র অংকন করেছেন। এত সুন্দর আট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তত থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো আসলে চিত্র অঙ্কনের দক্ষতা অংকন এর মাধ্যমে সফল হওয়া যায় ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনার পেন্সিল দিয়ে অংকিত পায়রার চিত্রটি অসাধারণ হয়েছে। আপনি দারুণভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

তাই নাকি মামা অসাধারণ হয়েছে আপনার মুখে প্রশংসা শুনে খুশি হলাম সুগঠিত মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ মামা মাম্মা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57527.13
ETH 2375.07
USDT 1.00
SBD 2.42