আলমডাঙ্গার বধ্যভূমির(ঘোরাঘুরি পর্ব- ৫)|| by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • আলমডাঙ্গার বধ্যভূমির(ঘোরাঘুরি পর্ব- ৫
  • ২১, জুলাই ,২০২৩
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আলমডাঙ্গার বধ্যভূমির(ঘোরাঘুরি পর্ব- ৫) এর দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1689933165533-01.jpeg


Device : Redmi Note 11
আলমডাঙ্গার বধ্যভূমির
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজ আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের তৃতীয় পর্ব শেয়ার করব। এইতো কিছুদিন আগে বাইক ট্যুর দিয়েছিলাম। মাঝে মাঝে বন্ধুদের সাথে বাইক-ট্যুর দিয়ে থাকি। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে পছন্দ করি এটা প্রায় সবাই জানেন ।আমাদের ঘুরাঘুরি করার অনেক বড় একটি সার্কেল আছে। আমরা বিভিন্ন জায়গায় প্রচুর ঘুরাঘুরি করি কিন্তু সময়ের সাথে সাথে সবাই বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে হচ্ছে ঘুরাঘুরি একদমই কমে যাচ্ছে। হঠাৎ করে সিদ্ধান্ত হয় কোথাও ঘুরতে যেতে হবে অনেকদিন হলো ঘুরতে যাওয়া হয় না। লোক সংখ্যা কম ছিল একটি নির্দিষ্ট দিন ফিক্সড করেছিলাম। দিনটি ছিল সোমবার ২৯ তারিখ বাইকে মোট ৬ জন এবং ২ জন বড় ভাই আর চার বন্ধু ছিলাম।

IMG_20230529_182200-01.jpeg

IMG_20230529_182250-01.jpeg

IMG_20230529_182219-01.jpeg


Device : Redmi Note 11
প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কিছুদিন আগে বাইক ট্যুর দিয়েছিলাম।বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি প্রায় তিনটি জেলার দর্শনীয় স্থানে ঘোরাঘুরি করা হয়েছে। তার মধ্যে বিভিন্ন স্থানের দর্শনীয় জায়গা গুলো আপনাদের সাথে পর্ব আকারে শেয়ার করেছি। কিছুদিন শেয়ার করতে পারিনি আবার আজকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় বধ্যভূমি যেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট হিসেবে পরিচিত সেই জায়গাটিতে গিয়েছিলাম। সেই মুহূর্তের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব।

IMG_20230529_182408-01.jpeg

IMG_20230529_182418-01.jpeg

IMG_20230529_182436-01.jpeg


Device : Redmi Note 11
ভিতরের দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



১৯৭১ সালে পাকিস্তানের সাথে পূর্ব বাংলার জনগণের ভাষা আন্দোলনের মাধ্যমে যে যুদ্ধ সংঘটিত হয়। সেই সময় পাকিস্তান হানাদার বাহিনী এদেশের মা-বোনের নির্যাতনের পর বর্বর রচিত হত্যা করে তারা সেখানে তাদের লাশ পুঁতে রাখত সেই জায়গাটি হল বধ্যভূমি। সে জায়গাটি স্মরণীয় করে রাখার জন্য এদেশের মানুষ সেই সময় মা-বোনেদের উপর করা বর্বর রচিত নির্যাতনের প্রেক্ষাপট মনে করিয়ে দেয়।

IMG_20230529_182446-01.jpeg

IMG_20230529_182448-01.jpeg

IMG_20230529_182451-01.jpeg

IMG_20230529_182526-01.jpeg


Device : Redmi Note 11
আলমডাঙ্গার বধ্যভূমির
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



জায়গাটিতে গিয়ে সেটা স্মরণ করে সত্যিই তাদের এই নির্মম অত্যাচার দেশের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছে যেটা কখনোই ভুলবো না। এই ঐতিহাসিক নির্মম অত্যাচারের ঘটনা সত্যি নিজেদের মধ্যে ভাবনার একটি বড় বিষয়। জায়গাটিতে গিয়েছিলাম সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ঐতিহাসিক বদ্ধভূমিতে দেখার জন্য ভিড় করেছে। হয়তো আপনারা জায়গাটিতে অনেকেই গিয়েছেন যেটা আমার প্রথমবার চুয়াডাঙ্গা জেলায় যাওয়া। সেজন্য দর্শনীয় জায়গাটি পাশাপাশি এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম। আশা করি আমার কাটানো মুহূর্তের দৃশ্য আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

ভাই এর আগের দুইটি পর্ব শেয়ার করেছেন ওই দুইটা পর্ব আমার দেখা হয়নি তবে তৃতীয় পর্বটি দেখলাম পড়লাম বেশ ভালো লাগলো। আলমডাঙ্গা আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। বন্ধুদের সাথে মাঝেমধ্যে বাইকে ট্যুর করতে কার না ভালো লাগে। ঠিক আপনিও বন্ধুদের সাথে বাইকে করে আলমডাঙ্গা বৌদ্ধভূমিতে এসেছিলাম। এই বৌদ্ধভূমি হলো ১৯৭১ সালের স্বাধীনতার একটা স্মৃতিচারুর জায়গা। এই জায়গাতে অনেক মানুষকে এরা গণহত্যা করে পুঁতে রেখেছিল। এই জায়গাটা স্বাধীনতা স্মৃতি হিসেবে চিহ্নিত। যেহেতু ঐতিহাসিক জায়গা সে তো মানুষজন অনেকে এখানে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এই দর্শনীয় জায়গাটি আপনি ঘুরে গেছেন জেনে ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year (edited)

বেশ ভালই ঘোরাঘুরি করছেন। আসলে ঘুরে ঘুরে এমন ফ্রেন্ড সার্কেল থাকলে বেশ ভালই হয়, একেবারে একেক জায়গায় ঘুরতে যেতে ভালোই লাগে সবার সাথে। বধভূমির সম্পর্কে আমি আগে শুনেছিলাম কিন্তু কখনো এভাবে দেখা হয়নি। আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগলো। এটা আসলে স্মৃতিচারণ একটি জায়গা। একবার যেতে পারলে ভালো লাগতো। আমার এসব জায়গায় ঘোরাঘুরি করতে, অনেক কিছু জানতে খুবই ভালো লাগে ।

 last year 

আপনার এর আগের পর্বগুলো দেখা হয়নি তবে এই পর্ব দেখে অনেক ভালো লাগলো। একদম ঠিক বলেছেন সময়ের সাথে সাথে সবাই বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে হচ্ছে তারজন্য ঘুরাঘুরি একদমই কমে যাচ্ছে। তবে মাঝে মাঝে ঘোরাঘুরি করলে মন ভাল থাকে। আপনারা বড় ভাই ও বন্ধু মিলে খুব সুন্দর একটি জায়গা ঘুরতে গিয়েছেন। এই জায়গার ইতিহাস বলে শেষ করা যাবে না। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। এর সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি জায়গা ঘোরাঘুরি করে আপনার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

সময় যত যেতে থাকে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরাঘুরি ততই কমে যায়। কারণ সবাই সবার কাজের জন্য বিভিন্ন জায়গায় ব্যস্ত হয়ে যায়। যাই হোক তারপরও আপনারা নির্দিষ্ট দিন ঠিক করে বন্ধুরা মিলে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছেন জায়গাটা আসলেই বেশ চমৎকার। বেশ ভালই সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 last year 

অনেক সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করেছেন বধ্যভূমি ভ্রমণ করে সে সাথে দারুন দারুন ফটোগ্রাফি সেই সাথে সংক্ষিপ্ত ইতিহাসও তুলে ধরেছেন।
বিভিন্ন জায়গা ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে সেখানে গেলে সেখানে কার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা হয়।

 last year 

আজ আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের তৃতীয় পর্ব শেয়ার করব।

ভাইয়া আপনি টাইটেলে পঞ্চম পর্ব লিখলেও এখানে তৃতীয় পর্ব লিখেছেন। আমার মনে হয় এখানে ভুল হয়েছে আশা করছি ঠিক করে নিবেন।

আসলে বন্ধুদের সাথে এভাবে ঘোরাঘুরি করতে গেলে বেশ ভালোই মজা হয় নিশ্চয়ই। যদিও এখন সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকার কারণে ঘোরাঘুরি করা হয় না বুঝতেই পারছি। তবে আপনারা সময় সিলেক্ট করে ঘুরতে যান এটা জেনে ভালো লাগলো। আপনাদের মুহূর্তটা নিশ্চয়ই খুব ভালো কেটেছিল। যদিও আগের পর্বগুলো পড়া হয়নি তবে এই পর্বটা পড়ে ভালো লেগেছে।

 last year 

কিছুদিন ধরে এই জায়গায় আমরাও যাব ভাবছি কিন্তু এখনো যাওয়া হয়নি। দেখা যাক কবে যেতে পারি। একদম নিকটের সুন্দর এই জায়গাটায় অবস্থান করেছি কিন্তু ভিতরে ঢোকা হয়নি। ভালো লাগলো আলমডাঙ্গার এই জায়গাটা আমাদের মাঝে তুলে ধরতে দেখে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62164.65
ETH 2439.44
USDT 1.00
SBD 2.67