নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি || @shy-fox 10% beneficiary by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি
  • ২১, সেপ্টেম্বর ,২০২২
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বিকেল মুহূর্তে নৌকায় একটু ঘুরাঘুরি করা মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1663750194151-01.jpeg


Device : A20s
নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20220912_173046-01.jpeg

IMG_20220816_182830-01.jpeg


Device : A20s
নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নদীতে এখন পানি কমতে শুরু করেছে হয়তো কিছুদিনের মধ্যেই শাখা প্রশাখা নদী গুলো একদমই শুকিয়ে যাবে ।আবার সেই সবুজ প্রকৃতির লীলাভূমি দেখতে পাওয়া যাবে। প্রতিবছর বর্ষার মৌসুমে এই শাখা প্রশাখা নদী গুলোতে ভরপুর পানি থাকে। এই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকি নৌকা নিয়ে ঘুরাঘুরি করার জন্য। অবশেষে সেই বর্ষার মুহূর্তে নদীতে ঘোরাঘুরির সুন্দর দৃশ্য উপভোগ করতে মিস করিনি। প্রতিবছরের ন্যায় এবারও নদীতে অনেক বার ঘুরাঘুরি করলাম। সত্যিই অনেক ভালো লেগেছিল বড় ভাই বন্ধুদের সাথে অনেকবার এভাবে সময় কাটালাম।

IMG_20220816_182945-01.jpeg

IMG_20220816_182754-01.jpeg

IMG_20220816_181336-01.jpeg


Device : A20s
নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যেহেতু বর্ষার শেষ সময় তাই শেষ মুহূর্তের ঘোরাঘুরি করে নিলাম। খুবই দ্রুত এবার পানি বেড়েছিল আবার খুবই দূরত্ব পানি কমতে শুরু করেছে। বিকেল মুহূর্তের সবাই আবার বের হলাম নৌকা নিয়ে বিকেল মুহূর্তে বিভিন্ন জায়গায় যেতে নদীর মাঝে খোলা আকাশ তার নিচে ভরপুর পানি দুইটা মিলে সত্যিই প্রকৃতির লীলা খেলা। এক পাশে গ্রাম্য পরিবেশ যেটার সৌন্দর্যটা পরিপূর্ণ হয়ে আছে। অনেক মানুষ বসবাস করে থাকে বর্ষার মৌসুমী তারা নদীতে নৌকার মাধ্যমে যাতায়াত করে থাকে। তাদের জীবন যাপন এর দৃশ্য দেখতে ভালই লাগে। জেলেরা মাছ ধরায় ব্যস্ত থাকে সত্যিই এই পরিবেশটা উপভোগ্য হয়ে থাকে।

IMG_20220816_175553-01.jpeg

IMG_20220816_180552-01.jpeg

IMG_20220826_183031-01.jpeg


Device : A20s
নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



একটি বছরের জন্যই পরিবেশটা আবার মিস করবো। আবার অপেক্ষায় থাকবো এই দিনগুলোর জন্য আবার সামনের শীতের মৌসুমী নতুন এক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। বিভিন্ন মৌসুমে বিভিন্ন সৌন্দর্যতা সত্যি অনেক ভালো লাগার বিষয়। আজকে আমরা অনেক দূর গিয়েছিলাম চারিপাশে গ্রাম্য পরিবেশ আকাশের সৌন্দর্যতা যেটা ফটোগ্রাফি করতে মিস করিনি। জেলেদের মাছ ধরার বিভিন্ন কৌশল যেগুলো দেখতে খুবই ভালো লাগে। নদীর তাজা মাছ খুবই সুস্বাদু খেতে। যাইহোক, শেষ মুহূর্তের নৌকায় ঘোরাঘুরি সত্যিই অনেক ভালো লেগেছিল আবার হয়তো সবাই একত্রিতভাবে এভাবে ঘোরাঘুরি করতে পারব না। সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাতে হবে। আশা করি আমার কাটানো মুহূর্তের গল্প আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

নৌকায় আপনাদের শেষ মুহূর্তের ঘুরাঘুরি গল্পটি পড়ে অনেক ভালো লাগলো। আপনারা অনেক সুন্দর ভাবে সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রা অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনাদের সকলের জন্য শুভকামনা রইল

 2 years ago 

হ্যাঁ অনেকদিন পর অনেক সুন্দর মুহূর্ত পাঠিয়েছি তার পাশাপাশি এটা সেই মুহূর্ত ছিল নদীতে ঘোরাঘুরি খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমরা ও এক সময় নৌকায় ঘুরতাম ।নৌকায় ঘুরতে বেশ ভালই লাগে ।আগে প্রতিবছর পানি আসলেএইবার করে নৌকা ভ্রমন করতাম ।এখন আর করা হয় না ।সবাই একসাথে হওয়া হয় না ।আর একসাথে কোথাও যাওয়া হয় না ।অনেক মিস করি সেই আগের দিনগুলো। আপনার পোস্ট টি দেখে আজ হঠাৎ করে মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা। যাই হোক আপনি অনেক মজা করেছেন। দেখেই বুঝা যাচ্ছে ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বর্ষাকালের মৌসুমী নদীতে ঘোরাঘুরি করার মজাই আলাদা একটি কথা ঠিকই বলেছেন সবাই একসাথে ঘুরাঘুরি করার একটি আলাদা মজা আছে।

 2 years ago 

নৌকা বাইতে আমার অনেক ভালো লাগে আপনারা খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন নৌকা নিয়ে নদীত। দেখেই বোঝা যাচ্ছে বর্ষশেষ পানি এখন প্রায় শুকানোর দিকে দেখে মনে হচ্ছে।। তবে আপনার ফটোগ্রাফি গুলা জোস ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে।।

 2 years ago 

হ্যাঁ নৌকা নিয়ে দারুন সময় অতিবাহিত করেছি ভাই যেটা করতে খুবই পছন্দ করি।

 2 years ago 

ওয়াও অনেক ইনজয় মুলক কিছু সময় আপনি অতিবাহিত করেছেন সেটি হচ্ছে নৌকায় শেষ মুহূর্তের ঘুরাঘুরি। নৌকায় এভাবে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে ছোটবেলায় আমি নৌকায় অনেক ইনজয় করেছি কিন্তু আমাদের এখানে এখনো নৌকা নেই তাই আমি ছোটবেলার মতো আর নৌকায় ঘোরাঘুরি করতে পারি না।আপনার নৌকায় ঘোরাঘুরি দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

শেষ মুহূর্তে নদীতে দারুন সময় অতিবাহিত করলাম বিকেলের এই সেরা মুহূর্তটা উপভোগ করতে পেরে খুবই আনন্দিত।

 2 years ago 

বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে সবাই পছন্দ করে।তবে ভাইয়া ছোট বেলা অনেক ঘুরতাম।কিন্তু এখন অনেক দিন হলো সেই ঘুরার আর সৌভাগ্য হয়নি। আপনি ঠিক বলেছেন শীতের মৌসুমী নতুন এক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে।জেলেদের মাছ ধরা, নদীর তাজামাছ গুলো উপভোগ করতে আসলে অনেক ভালো লাগে।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে সবাই পছন্দ করে একদম ঠিক বলেছেন আসলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে থাকি বন্ধুদের সাথে যে মজাটা হয় অন্যদের সাথে তা হয় না।

 2 years ago 

বন্ধুদের সাথে চাওয়া পাওয়ার মিল হয়তো সবারই থাকে। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোই অন্যরকম হয়। আপনি আপনার ঘোরাঘুরির মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে নদীর পানি অনেকটাই কমে গেছে। সুন্দর কিছু মুহূর্ত শেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ বন্ধুদের সাথে চাওয়া পাওয়ার একটা মিলও থাকে তার সাথে ঘুরাঘুরি করার অন্যরকম অনুভূতি যেটা সত্যি সেরা অনুভূতি।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts anywhere and any tags. Curated by : @kouba01


 2 years ago 

আপনি সব সময় খুব ভালো ফটোগ্রাফি করেন ভাইয়া। বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। নৌকায় আপনাদের শেষ মুহূর্তের ঘোরাঘুরির ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো । আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যায় আপনি খুব ভালো একজন ফটোগ্রাফার একদম প্রফেশনাল ফটোগ্রাফারদের মত। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মধ্যে ফুটিয়ে তুলে যে মুহূর্তটা বন্ধুদের সাথে কাটিয়ে থাকি অনেক ভালো লাগে।

 2 years ago 

নৌকায় করে নদীতে ঘোরার সময় খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি তুলে আমাদের সাথে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। "নদীর মাঝে খোলা আকাশ তার নিচে ভরপুর পানি দুইটা মিলে সত্যিই প্রকৃতির লীলা খেলা" এই লাইনটা খুব সুন্দর লিখেছেন ভাই কারণ আমি এরকম দৃশ্য নিজেও উপভোগ করেছি এর বর্ণনা আসলে লিখে প্রকাশ করা যায় না। সুন্দর একটা অনুভূতি হয় এসব পরিবেশে ঘুরে। সামনের শীতকাল আসছে অন্য পরিবেশ আসবে এটাই স্বাভাবিক। যখন যে সময়, তখন সেই সময়টাকেই উপভোগ করতে হয় ।

 2 years ago 

হ্যাঁ নৌকা ঘুরাঘুরি করার মাধ্যমে দারুন সময় অতিবাহিত করলাম যেটা করতে খুবই পছন্দ করি প্রতিবছরের এই সময়ে ঘুড়ে থাকি।

 2 years ago 

ভাই আপনি ঠিক বলেছেন বন্ধুদের চাওয়া পাওয়ার সাথে যদি নিজের সবকিছু মিলে যায় তাহলে তো কথাই নেই। আপনার বন্ধুদের সাথে নদীতে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। এইভাবে বন্ধুদের সাথে নৌকায় ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে ঠিক বলেছেন এটা সৃষ্টিকর্তার একটা লীলা খেলা। আকাশের এবং ভরপুর পানির ফটোগ্রাফি গুলো দেখতে বেশ সুন্দর লাগছে ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ বন্ধুদের সাথে কাটানো সেরা মুহূর্ত যেটা আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত সত্যিই ভালো লাগে তাদের সাথে ঘুরাঘুরি করতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59471.57
ETH 2618.20
USDT 1.00
SBD 2.40