গল্প: স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ//পর্ব-২

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ
  • ২৮, আগস্ট ,২০২৩
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



channel-1797893_1280.jpg

Source

আমাদের নৌকা ভ্রমণের জন্য প্রধান শিক্ষক ছুটি দিল না তবুও আমরা সিদ্ধান্ত নিলাম একদিন স্কুলে না গিয়ে আমরা নৌকা ভ্রমনে যাব। যে বয়সে সকল বাধা অতিক্রম করে যাওয়ার সময় সেটাই করেছিলাম। আমরা স্কুলে উল্লাস করার পরে সবাই স্কুল শেষে মিটিং করলাম। বন্ধু রোমান সে নৌকা ঠিক করার দায়িত্ব নিল। আমরা যেহেতু বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে নৌকার উপর বসে খাওয়া দাওয়া করব সেই দায়িত্বটা ছিল বন্ধু পলাশের বাড়িতে। সব ধরনের প্লান অনুযায়ী আমরা তারপরের দিন নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের পথ হেঁটে গেলেই নদী ।আমরা সিদ্ধান্ত নিলাম রহিম প্রামানিকের গৈল সেখান থেকে সবাই নৌকায় উঠবো। সেখানে সবাই উপস্থিত হলাম কিন্তু নৌকার কোন খবর নেই। বন্ধু রোমানকে ফোন দেয়া হলো সে বলল খুব শীঘ্রই নৌকা নিয়ে চলে আসছি। আমাদের সকাল দশটার দিকে নৌকায় উঠে যাত্রা শুরু করার কথা কিন্তু নৌকা আশায় দেরি হওয়ায় বারোটা বেজে যায়। এমন একটি নৌকা নিয়ে এসেছে যেটা দেখে কারোর পছন্দ নয়। আমরা রহিম পরামানিকের গৈল থেকে পলাশদের বাসায় গেলাম ওদের বাসা নদীর পাশেই সেখানে রান্নাবান্না কমপ্লিট হয়েছে। সামান্য খাওয়া দাওয়া করে সবাই নৌকায় উঠে পড়লাম।

আসলে বন্ধুদের সাথে যে কোন মুহূর্তে একসঙ্গে হওয়াটাই অনেক ভালোলাগার একটি মুহূর্ত। অবশেষে আমাদের নৌকা ভ্রমণের যাত্রা শুরু হলো। আমরা নদীপথে রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে যাব। নৌকায় যেতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। বর্ষাকালীন সময় নদীতে ভরপুর পানি থৈ থৈ করছে। বন্ধু রোমান এমন একটি নৌকা নিয়ে এসেছে সবাই মিলে তাকে রাগ করলাম। নৌকায় পানি ওঠে যেটা অনেক রিস্ক এত দূরের পথ এভাবে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই পরিস্থিতি কোনভাবেই সামাল দেওয়া যায় না আমাদের যাত্রা পথে অনেক কথা কাটাকাটি হয়। নৌকার সেওচি দিয়ে ধারাবাহিকভাবে পানি ফেলে দিতে হচ্ছে। নৌকার সাথে রোমানের পরিচিত এক চাচাতো ভাইকে নিয়ে এসেছিল সে অনেক ভালো নৌকা চালাইতে পারে।

আমরা সেই নৌকা নিয়ে শাখা নদীতে রয়েছি তখনও মূল পদ্মা নদীতে প্রবেশ করিনি। হঠাৎ মাত্রা অতিরিক্ত কথা কাটাকাটির কারণে রোমান রেগে গিয়ে নৌকার সিওসি নদীতে ফেলে দেয়। এদিকে নৌকায় তলি দিয়ে প্রচন্ড পরিমাণ পানি উঠছে। পাশেই উচু চর জেগে ছিল সেখানে নৌকা থামানো হলো সবাই শান্ত হওয়ার চেষ্টা করল তখন কি করা যায় । পাশে একটি নৌকা ছিল তাদের সহযোগিতায় তাদের নৌকায় দুইটা সিওসি ছিল সেখান থেকে একটা আমাদের দিল। বিসমিল্লাহ বলে আবার আমরা যাত্রা শুরু করলাম। অনেকের নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা একদমই কম তারা খুবই ভয়ে ছিল।

ভয় এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল সবার মধ্যে আমরা হাফ প্যান্ট পড়ে নৌকার উপর বসে ছিলাম। কারণ পদ্মা নদীতে প্রচন্ড স্রোত যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য সবাই প্রস্তুত হয়ে বসে ছিলাম। সেই বয়সে সব ধরনের দুঃসাহস দেখানোর বিষয়টি সবার মধ্যেই থাকে। আমরা যখন পদ্মা নদীতে প্রবেশ করি প্রচন্ড স্রোত প্রথম দিকে একটু একটু ভয় করছিল। যখন নৌকা চলতে শুরু করল আস্তে আস্তে সেই ভয় দূর হয়ে গেল। এভাবে আমরা সাড়ে তিন ঘণ্টা পদ্মা নদীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পথে নৌকায় যাইতে শুরু করি। পরবর্তী পর্বে সেই ঘটনা শেয়ার করার চেষ্টা করব।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

বর্ষাকালে পদ্মা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার উপরে এরকম পথে নৌকা নিয়ে পদ্মায় এত সময় চলা এটা আপনাদের জন্য আসলেই অনেক রিস্ক হয়ে গিয়েছে। রোমান জিনিসটি বুঝতে না পেরে উল্টা আরো বিপত্তি ঘটিয়ে দিল সিওসি ফেলে দিয়ে। যাক ছোট নৌকা থেকে সিওসি পেয়েছিলেন জন্য সাবধানে যেতে পারছিলেন। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আশাকরি ভালোমতোই পৌঁছাতে পেরেছিলেন।

 last year 

আসলে যে কোন ভ্রমণ অনেক আনন্দদায়ক। তবে কেন জানি মনে হয় আমার কাছে নৌকা ভ্রমনটা একটু বেশি আনন্দ। নদীর বুকে যখন পানি থৈথৈ করে তখন নৌকায় চড়ে বেড়াতে বেশ ভালো লাগে। পানির ঢেউ গুলো যখন এসে নৌকায় লাগে তখন অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। আপনি স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার স্কুল বন্ধুর সাথে নৌকা ভ্রমণের দ্বিতীয় পর্বের গল্প। আসলে এমনিতেই নৌকা ভ্রমণ করতে বেশ ভালো লাগে তবে আমি একটু পানির মধ্যে যেকোনো জিনিস এই চড়তে বেশ ভয় পাই। আসলে ভাই আপনি বলছেন পানির ঢেউগুলো যখন নৌকা এসে লাগছিল তখন অন্যরকম একটা অনুভূতি কিন্তু আমি তো ভয়ে মরে যাবো মনে হয়। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 last year 

বন্ধুদের সাথে আপনার নৌকা ভ্রমণের গল্পটি পড়ে অনেক ভালো লেগেছে ভাইয়া।তিন ঘণ্টা তাও আবার নৌকায় পদ্মা নদীতে অনেকটা রিস্ক নিয়েছিলেন।এতো রিস্ক নিয়ে জার্নি না করায় ভালো আমার মতে।পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আসলে সেই বয়সটি সকল দুঃ সাহসিক কাজের সাথে লিপ্ত হতে চায় যেটা সকল বাধা অতিক্রম করে ছুটে চলতে চায়। এখন হয়তো সে বিষয়টি ভালোভাবেই উপলব্ধি করতে পারি। গল্পটি পড়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48