😋শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি 😋||(১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি
  • ২৫, ফেব্রুয়ারি ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ দিনটি ছিল বৃষ্টির দিন বন্ধু সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করেছি । শীতের সকালে বন্ধুদের খেজুরের রস খাওয়ার অনুভূতি। আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।



GridArt_20220225_032647239.jpg


Device : A20s
শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এইতো কয়েকদিন আগে বন্ধুদের সাথে শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই জীবনের সেরা মুহূর্ত গুলোর মধ্যে একটি। ছোটবেলা থেকেই গ্রামে বসবাস করা আমার ছোট থেকেই কয়েকজন বন্ধু আছে তাদের সাথে এখনো উঠাবসা। এখনো কোথাও গেলে একসাথে যাওয়া হয়। আমরা যেকোন সিদ্ধান্ত নিলে সেটার উপর অটল থাকি সেই থেকে রস খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া।

20220213_065041-01.jpeg


Device : A20s
মোটরসাইকেল নিয়ে রওনা হওয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


আমাদের বাড়ি থেকে শহরের দূরত্ব ৪০ কিলোমিটার। শহরের পাশেই ছোট একটি মাঠের ভেতরে অসংখ্য খেজুরের বাগান। আমরা রস খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে একদিন আগেই বেরিয়ে ছিলাম। আমার এক বন্ধু শহরে মেসে থাকে সেখান থেকেই তিনি লেখাপড়া করেন। আমরা একদিন আগে বিকেলে বের হলাম শহরের উদ্দেশ্যে পাঁচজন তিনটা মোটরসাইকেল নিয়ে। কারণ বাড়ি থেকে রস খাওয়ার উদ্দেশ্যে বের হলে আমাদের পৌঁছাতে দেরি হয়ে যাবে সু-স্বাদু আসল রস খেতে পারব না। সেজন্য শহরে গিয়ে থাকার প্ল্যান করেছি। তারপর আমরা কুষ্টিয়া শহরে আমার বন্ধুর মেসে অবস্থান নিই ।সেখানে সবাই একসাথে অনেক আড্ডা দিয়ে শহরের কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি।

20220213_070056-01.jpeg

IMG_20220116_080022-01.jpeg


Device : A20s
রস খাওয়ার উদ্দেশ্যে বের হওয়া
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


আমরা সকল বন্ধু আমার অন্য বন্ধুর মেসে অবস্থান নেয়ার পর একটু তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করি। কারণ সকাল ভোরে উঠে রস খেতে যেতে হবে সেইজন্য আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। সবাই একসাথে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আর আসলো না সবাই যে যার মত মোবাইল চালাইতে থাকলো। বন্ধুরা একসাথে থাকলে অনেক মজা হয় আর আড্ডা হয় সেখানে ঘুম মূল্যহীন হয়ে যায়। অনেকে ঘুমিয়ে পড়ল আবার অনেকে জেগে মোবাইল চালাতে থাকলো আমিও কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। আমরা সকাল ছয়টায় সবাই ঘুম থেকে উঠে রস খাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করলাম।

IMG_20220116_074039-01.jpeg

IMG_20220116_074503-01.jpeg


Device : A20s
গন্তব্যস্থলে পৌঁছানো মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


এখানে একটি কথা বলাই হয়নি। আমার যে বন্ধু ম্যাচে থাকে তার একটি স্টুডেন্ট সে আবার রস ভাল চেনে এবং আমরা যেখানে রস খেতে যাব তার পরিচিত জায়গা। সেই আমাদেরকে এই জায়গাটিতে নিয়ে যাবে। ভোর ছয়টায় রস খাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আমার বন্ধু স্টুডেন্ট এর বাড়ির পাশে রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করলাম আমার বন্ধু তাকে ফোন দিল সে একটি মোটর সাইকেল নিয়ে আমাদের সাথে রওনা দিল। শহর থেকে মোটরসাইকেল নিয়ে রস খাওয়ার জায়গাটিতে যেতে ১৫ মিনিট সময় লাগে।

20220213_070304-02.jpeg

20220213_070633-01.jpeg


Device : A20s
এক হাঁড়ি রস ও রসের মধ্যে ডিম সিদ্ধ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


সেখানে পৌঁছানোর আগেই আমার বন্ধুর স্টুডেন্ট ফোন দিয়ে এক হাঁড়ি ভালো রস রেখে দেয়ার কথা বলেছিল। আমরা সেখানে পৌঁছাতেই তারা রসের হাড়ি আমাদের সামনে বের করে নিয়ে আসে। আমরা সেখানে অবস্থান করার পর কিছু সময় পরিবেশ টা সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকলাম ।আমার কাছে জায়গাটি বেশ ভালো লেগেছে রাস্তা চলে গেছে মাঠের মাঝ দিয়ে রাস্তার দু'পাশে সারি সারি খেজুরের গাছ প্রকৃতির সৌন্দর্যতা বৃদ্ধি করেছে। সেখানে একটা দৃশ্য আমাকে অবাক করিয়ে দেয় তারা খেজুরের রস এর মধ্যে ডিম সিদ্ধ করেছে।

20220213_070708-01.jpeg

20220213_070159-01.jpeg


Device : A20s
খেজুরের রস থেকে গুড় তৈরি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


সেখানে পৌছানোর পর কিছু দৃশ্য আগে কখনো উপভোগ করা হয়নি। সেটা উপভোগ করতে পেরে খুবই আনন্দবোধ করেছিলাম। আমি কখনো খেজুরের রস দিয়ে গুড় তৈরি প্রক্রিয়া দেখিনি। সেখানে অবস্থান করার পর তারা খেজুরের রস সংগ্রহ করে নিয়ে গুড় তৈরি প্রক্রিয়া চলমান রেখেছে। খেজুরের রস যখন কড়াই এর উপর রেখে জ্বালাইতে থাকে তখন খেজুরের রসের খুব সুন্দর সুগন্ধি বহমান ছিল। আমার কাছে খেজুর রসের সুগন্ধ খুবই ভালো লেগেছে। সেখানে দাঁড়িয়ে সেই মুহূর্ত ভালোভাবে উপভোগ করে নিলাম। যেটা শীতের সকালের সেরা মুহূর্ত ছিল।

20220213_071103-01.jpeg

IMG_20220116_075026-02.jpeg


Device : A20s
খেজুরের রস খাওয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


তাদের কাছ থেকে এক হাঁড়ি খেজুরের রস ও ছাকুনি একটি গ্লাস নিয়ে আমরা রস খাওয়ার প্রস্তুতি গ্রহণ করলাম। এক হাড়িতে 30 গ্লাস রস হয়। আমরা মোট সাতজন ছিলাম সবাই এক এক করে গ্লাসে খেজুরের রস নিয়ে খেতে থাকলাম। সবাইকে এক হাঁড়ি রস খেতে হলে কমপক্ষে 4 গ্লাস গড়ে রস খেতে হবে। আমি তিন গ্লাস রস খাওয়ার পর আর খাওয়ার ইচ্ছে জাগলো না । আমার এক বন্ধু আট গ্লাস পর্যন্ত রস খেয়েছে আমিতো অবাক। এক হাঁড়ি রস সবাই খেয়ে সাবাড় করে দিই। তারপর সেখানে কিছু সময় সবাই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকি। রস খাওয়ার পর প্রচণ্ড শীত লাগছিল ।আমরা সেখান থেকে মোটরসাইকেলে আবার শহরের উদ্দেশে রওনা হই। এভাবেই শীতের সকালের সেরা একটি মুহূর্ত পার করলাম। আশা করি আমাদের রস খাওয়ার অনুভূতির গল্প আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

শীতের সকালে খেজুরের রস খেতে খুবই মজা লাগে। আমি কিছুদিন আগে খেয়েছি।খেজুরের রস খেতে খুবি ভালো লাগে। আজকে আপনাকে রস খাওয়ার অনুভূতি দেখে আমার খুবই ভালো লাগলো। সুন্দর সময় পার করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

শীতের অন্যরকম অনুভুতি হলো খেজুরের রস খাওয়া। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি দারুণ অনুভূতি শেয়ার করেছেন, বিশেষ করে খেজুরের রসের মধ্যে ডিম সিদ্ধ করা আগে কখনো দেখিনি। আর সকালবেলায় সারি সারি খেজুরের রস জালানোর দৃশ্য টা বেশ ভালো লেগেছে। আপনার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমিও খেজুরের রসের ভিতর ডিম সিদ্ধ এই প্রথম দেখলাম ।আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। আপনার মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি সত্যিই চমৎকার । আপনারা তো দেখছি রস খাওয়ার উদ্দেশ্যে অনেক দূর পথ পাড়ি দিলেন। এই শীতে আমি কয়েকবার খেজুরের রস খেয়েছি এটি খেতে বেশ চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার খেজুরের রস খাওয়ার অনুভূতিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ খেজুরের রস খাওয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তবুও সুন্দর মুহূর্ত পার করেছি। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমি কখনো কাচা খেজুরের রস খান নি।কিন্তুু খাওয়ার খুব ইচ্ছে,কিন্তুু কোন সু্যোগ নেই। আপনার লিখাগুলো পরে ভালো লাগলো।আসলেই একটা ব্যাপার অবাক লাগলো,কিভাবে আপনার বন্ধু আট গ্লাস রস খেয়ে গেছে। পরে তার কোন সম্যাসা হয় নি।ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু একসময় শীতের সকালে এইভাবে খেজুরের রস খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। আমার বন্ধু আরো কয়েক গ্লাস রস সাবাড় করে দিতে পারতো কিন্তু প্রচণ্ড শীত থাকায় আর খাইনি। সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি শেয়ার করেছেন। আমাদের এখানে কেউ এভাবে বিক্রি করে না ভাই পাঠিয়ে দিন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আমাদের দিকে খেজুরের রস প্রচুর পাওয়া যায়। একসময় আমার সাথে যোগাযোগ কইরেন আপনার জন্য পাঠিয়ে দেবো ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

শীতকালের খেজুরের রস খাবার অনুভূতিটাই অনেক আলাদা একটা ব্যাপার। খেজুরের রস খেতে গিয়ে মনে হয় অনেক মজা করলেন। আপনার ফটোগ্রাফি গুলো তো দেখে একেবারে অসাধারণ দেখাচ্ছে। খেজুরের রস খেতে গিয়ে আপনি তো একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার অনুভূতিটা অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

খেজুরের রস খাওয়ার অনুভূতির সাথে সাথে সুন্দর মুহূর্ত পার করেছি। তাছাড়াও শীতের সকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল। সেজন্য একটু ফটোগ্রাফির মাধ্যমে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

আসলে শীতকালের সময় খেজুরের রস আমাদের সকলের মনে অনেক প্রভাব ফেলে। খুবই মনমুগ্ধকর একটি ফটোগ্রাফি তুলে ধরেছেন। সূর্য উঠছে অনেক ভালোলাগলো। পরিবেশটা দেখে। আপনি অনেক সুন্দর সুন্দর সকালের মুহূর্ত তুলে ধরেছেন সত্যিই অসাধারণ।

 2 years ago 

শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতিটা খুবই ভালো লেগেছে। আসলে সেদিন সূর্য ওঠার মুহূর্ত খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে অনেক সুন্দর মত পার করেছি। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

রিপন ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না।একবার তো বলতে পারতেন 😒 যাইহোক অনেক সুন্দর একটি সময় পার করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আর শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে না বলায় আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া। আসলে আমরা একটি কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ এর মাধ্যমে আমরা রস খাওয়ার উদ্দেশ্যে কুমারখালী থেকে কুষ্টিয়া চলে যাই ।আপনার মনের অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দেখেই বোঝা যাচ্ছে শীতের সকালে খেজুরের রস খেতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা সকলে। শীতের সকালে এরকম খেজুরের রস খেতে খুবই সুস্বাদু লাগে। শীতের সকালে খেজুরের রসের ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আমি আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই রীতিমত মুগ্ধ। ধন্যবাদ আপনাকে আমাদের সকলের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতের সকালের এরকম সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে কার না ভালো লাগে ।আমার খুবই ভালো লেগেছে এই শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতি। আপনার মতামত প্রকাশের জন্য ধন্যবাদ।

 2 years ago 

শীতের সকালে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। ভাইয়া আপনি শীতের সকালে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং সেইসাথে এত দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার কাটানো সুন্দর মুহূর্তগুলো ফটোগ্রাফিতে আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ আপু শীতের সকালে খেজুরের রস খাওয়ার অনুভূতির মাধ্যমে সুন্দর মুহূর্ত পার করেছি আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74