স্পোর্টস : কোপা দেল রে রাউন্ড 16 (রিয়াল মাদ্রিদ ^ অ্যাটলেটিকো মাদ্রিদ )//by ripon40

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • স্প্যানিশ কোপা দেল রে (রিয়াল মাদ্রিদ ^ অ্যাটলেটিকো মাদ্রিদ )
  • ২১, জানুয়ারি ,২০২৪
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20240122_011102.jpg

ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদঅ্যাটলেটিকো মাদ্রিদ
মোট শট-১৯মোট শট-১৮ ।
টার্গেটের শট-৭টার্গেটের শট-১২ ।
দৈর্ঘ্য১২০ মিনিট ।
বল পজিশন -৬০%বল পজিশন -৪০%
পাস করে -৭৯২পাস করে -৫৫০
পাস নির্ভুলতা-৯১%পাস নির্ভুলতা-৮৭%
ফাউল-১৩ফাউল-২০
হলুদ কার্ড- ০৬হলুদ কার্ড - ০৬
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০২অফসাইডস-০৩
কোণ- ৯কোণ- ০০
সময়কাল রাত ১২ টা১৯.০১.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-২ অ্যাটলেটিকো মাদ্রিদ -৪

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-01-22-01-05-46-469_com.google.android.youtube.jpg


গতকাল স্প্যানিশ কোপা দেল রে রাউন্ড 16 বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনেক নাটকীয়তা জন্ম নিয়েছে। আমার কাছে ফুটবল বিশ্বকাপের পর ফুটবলের সেরা আসর গুলোর মধ্যে ক্লাবের এই জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স লিগ ।খুবই ভালো লাগে যারা ফুটবল পিয় লোক তারা এই চ্যাম্পিয়ন্স লিগের মর্ম বুঝতে পারবে। যেখানে প্রতিটা দল চেষ্টা করে তাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে পারফরম্যান্স করার। ক্লাব ফুটবলে নামকরা দলগুলোর খেলা যখন অনুষ্ঠিত হয় চেষ্টা করি ম্যাচগুলো দেখার কারণ ক্লাবের খেলায় টানটান উত্তেজনা পূর্ণ মুহূর্ত 90 মিনিট চলতে থাকে।

Screenshot_2024-01-22-01-07-34-431_com.google.android.youtube.jpg


বিগত দুইদিন কোপা দেল রে কাপের গ্রুপ পর্বের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, বায়ান মিউনিখ তাদের ম্যাচ ছিল তারা ভিন্ন ভিন্ন লীগের দল হলেও তারা অনেক বড় দল। খেলা গুলো একই টাইমে শুরু হওয়ায় সবগুলো ম্যাচ উপভোগ করা যায় না । যেহেতু আমি রিয়াল মাদ্রিদ ফ্যান সেজন্য রিয়াল মাদ্রিদের খেলাটি ভালোভাবে উপভোগ করেছি ।তাছাড়া বর্তমানে লাল লিগায় অনেক বড় দল অ্যাটলেটিকো মাদ্রিদ অন্যদিকে লাল লিগার সেরা দল রিয়াল মাদ্রিদ এই খেলাটি সবাই দেখতে চাইবে। আর বাকি বড় দলগুলোর সাথে যে দলগুলোর খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলাগুলো স্কোর লিস্ট দেখেছিলাম।

Screenshot_2024-01-22-01-08-07-847_com.google.android.youtube.jpg


খেলাধুলা শুরু হয়েছিল রাত একটায় । যেটা অনেক রাত সবাই এত রাত জেগে খেলা দেখা টা পছন্দ করে না। যারা খুবই ফুটবল ভক্ত আমার মত তারাই হয়তো এই খেলা উপভোগ করেছে। আসলে খেলা দেখাটাও একটা নেশা যাদের এই নেশা রয়েছে তাদের কাছে রাত জাগাটা বিষয় না। এই অভ্যাস অনেক আগে থেকেই প্রিয় দলের খেলা হলে অপেক্ষায় থাকি রাত জেগে কখন শুরু হবে। আর চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদ মনে হয় তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি।তাছাড়া অন্যান লিগ কাপ অনেক জিতেছে। এ পর্যন্ত ১৪ টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ অন্যান্য দল তাদের ধারের কাছেও নেই। যত খারাপই খেলুক তারা চ্যাম্পিয়ন্স লিগ এসে ভালো পারফরম্যান্স করে।

Screenshot_2024-01-22-01-09-25-240_com.google.android.youtube.jpg


যাইহোক, খেলা বিষয়ে ভালোই বকবকানি করতে পারি এখন খেলা বিষয়ে বলা যাক, ম্যাচটি শুরু হয় রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে আল আওয়ালি স্টেডিয়ামে যেহেতু দুদলের ঘরের মাঠে বাদেই খেলা সেহেতু রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা বেশি। খেলার শুরুতে দুদল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। খেলার ছয় মিনিটে অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সের পাস নির্ভুলের কারণে দারুন একটা সুযোগ পায় অ্যাটলেটিকো মাদ্রিদ সেই সুযোগটি কাজে লাগিয়ে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় । এই একমাত্র গোল অ্যাটলেটিকো মাদ্রিদ কাল হয়ে দাঁড়ালো। গোল হজম করার 4৫ মিনিট পর রিয়াল মাদ্রিদ দারুন একটা আক্রমণের মাধ্যমে রুডিগার্ড এর দুর্দান্ত শটে ডি বক্সের ভিতর থেকে হেডে গোল করে গোলটি সত্যি অবিশ্বাস্য ছিল।

Screenshot_2024-01-22-01-08-36-456_com.google.android.youtube.jpg


হালা মাদ্রিদ নিজেদের সমতায় ফেরান। আমি রিয়াল মাদ্রিদের অনেক ম্যাচ দেখেছি তারা গোল খাওয়ার পর এমন ভাবে খেলতে থাকে মনে হয় পাগল হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ প্রচুর আক্রমণ করতে থাকে খেলার বাইশ মিনিটে সুয়ামিনের দারুন এক এসিস্ট্যা মেন্ডি হেডের মাধ্যমে গোল করে। অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায় সত্যিই অবিশ্বাস্য একটি গোল দেখার মত ।এরপর ৫৭ মিনিটের মাথায় গ্রিজম্যান দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরায়। যেটা এই মৌসুমের সেরা সাইন ইন ছিল জুট বেলিংহাম। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমী প্রতিটা ম্যাচে গোল করেছে।এই ম্যাচে গোল পায়নি। খেলার প্রথমার্ধ ২-২ গোলের মাধ্যমে পরিসমাপ্তি হয়। আবার দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয় ৮২ মিনিটে দলকে, এগিয়ে নিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। নিয়ে আসে অ্যাটলেটিকো মাদ্রিদের এটাকিং প্লেয়ার সত্যিই দারুণ এক ফিনিশিং করে আবারো যেন এটা তাদের কাল হয়ে দাঁড়ালো।

Screenshot_2024-01-22-01-09-53-109_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদ এমনভাবে খেলতে থাকে যেন প্রতিপক্ষের চারিদিক থেকে বিরতহীন আক্রমণ সত্যিই রাত জাগার সফলতা এটাই যখন খেলাটি ভালোভাবে তাদের আক্রমণের উত্তেজনা কোন মুহূর্তে উপভোগ করতে পারা যায়। আরিয়াল মাদ্রিদের স্বভাব ম্যাচ হেরে যেতে যেতে জিতে যাওয়া। তারা অসংখ্য ম্যাচে এভাবে কাম ব্যাক করে। এর মধ্যে অনেক খেলোয়াড় পরিবর্তন করে দুদলই। আর্জেন্টিনার প্লেয়ার একদম বয়স কম অনেক দূর থেকে দারুন একটা শর্ট করে। যেটা গোলকিপার কে বোকা বানায় যে গোল রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল। তার শিশু সুলভ হাসি সবাইকে মুগ্ধ করেছে এ গোলটি করার পর সে বিশ্বাসই করতে পারছিল না। ৪ -২ গোলে এগিয়ে যাওয়ার পর তবুও রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলা ছেড়ে দেয়নি। ৯০ মিনিট শেষে অতিরিক্ত টাইমে কোন গোল হয়নি। আবার বিরতি শেষে ৩০ মিনিটের খেলা শুরু হয়। ১১৬ মিনিটে জোসেলু দারুন একটি গোল করে হেডের মাধ্যমে সেই গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। খেলার অতিরিক্ত ১২০ মিনিট পর আবারো গোল করে রিয়াল মাদ্রিদ যেটা তাদের স্বভাব সেখানেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যায়। দারুন একটি ম্যাচ উপভোগ করেছিলাম।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 8 months ago 

আসলে ভাই খেলাধুলা সবাই ভালবাসে। আমি নিজেও অনেক ভালবাসি। তবে এখন সময় স্বল্পতার কারণে খেলাধুলা দেখা হয় না। তবে আমার বাংলা ব্লগে অনেকের স্পোর্টস পোস্টগুলো দেখলে তখন হয়তো খেলা সম্পর্কে কিছু ধারনা নিতে পারি এখন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

রাউন্ড অফ সিক্সটিন রিয়াল মাদ্রিদকে এভাবে যে অ্যাথলেটিকো মাদ্রিদ হারিয়ে দেবে সেটা অবাক করার মত কিছু না। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের অনেক ভালো প্লেয়ার রয়েছে। দিনটা যদি তাদের থাকে তাহলে যে কোন টিমকে তারা হারিয়ে দিতে পারে। রিয়াল মাদ্রিদের জন্য দুঃখ প্রকাশ করার কোন কিছুই করার নেই। কারণ তারা রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিল।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এই খেলার হাইলাইটস আমি দেখেছি। খেলাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ম্যাচে গ্রিজম্যান খুবই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের হার বিষয়টা খুবই আশ্চর্যজনক। কারণ রিয়াল মাদ্রিদ কয়েকদিন আগে লা লিগা চ্যাম্পিয়ান হয়েছে। খুব সুন্দর ভাবে রিভিউ করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ফুটবল ম্যাচ রিভিউ করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59986.17
ETH 2417.93
USDT 1.00
SBD 2.45