ফটোগ্রাফি পোস্ট (১০% এবং ৫% shy-fox এবং এবিবি স্কুলের জন্য)

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা


সবাই কে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি @rimon76 বালাদেশ থেকে বলছি চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে থাকছে রেমন্ড ফটোগ্রাফিপোষ্ট।
আশা করি আপনাদের ভালোলাগবে।


চিএ-১

IMG_20201130_165713.jpg

প্রথম যে চিত্র টি দেখতে পাচ্ছেন এটা হাতিরঝিলের গোধূলি বিকেলে একটি কি। যেখানে দেখা যায় সূর্য তার আপন গতিতে অস্ত যাচ্ছে । বিকেলে মাঝে মাঝেই একাকীত্ব অনুভব করলে আমি হাতিরঝিলের এই ব্রিজ টা তে যায়। সেখানে মৃদু বাতাস আর পথচারীদের আনাগোনা থাকেই আর ঝিলের মধ্যে দিয়ে বটে করে অনেকে তার নিজ নিজ কর্মস্হানে যায়। এতে সময় বাঁচে সাথে রিফ্রেশমেন্ট ও হয়ে থাকে।


চিএ-২

IMG_20211007_235654.jpg

বন্ধুরা আমার দ্বিতীয় চিএটি দেখতে পাচ্ছেন এটা একটি ছাঁদ বাগানের চিএ। একটি গোলাপ কত সুন্দর ভাবে ফুটে রয়েছে তার ডালে। দেখেই মন টা ভালো হয়ে গেলো। বিকেলে ছাঁদে উঠেছিলাম একটু নিজেকে সময় দেওয়ার জন্য , সেই সময় চোখ পরলো এই ফুটন্ত গোলাপের দিকে যা দেকে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং যেহেতু আমি টুকটাক ফটোগ্রাফি করি এই ফুটন্ত গোলাপ টি ফোনে ক্যাপচার করতে এক মুহূর্ত দেরী করলাম না। আসলে যেকোনো ফুল সবসময় গাছেই শোভা পায় হোক সেটা গোলাপ বা পানিতে ভাসমান কচুরি ফুল।


চিএ -৩

IMG_20200923_164307.jpg

এই চিত্র তে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ট্রেন দাড়িয়ে আছে। ঠিক যেনো মনে হচ্ছে খেলনা ট্রেন কেউ এভাবে সাজিয়ে রেখেছে । আসলে না এটা আমাদের দেশের একমাএ ঐতিহ্যবাহী নাম করা কেন্দ্রীয় কমলাপুর রেল স্টেশনের প্লাটফর্মের চিএ। ছবি টি তুলে ছিলাম কমলাপুর সম্মুখীন একটা ফ্লাইওভার থেকে যেটি কমলা পুর এবং খিলগাঁও এর মাঝামাঝি অবস্থিত। ছোটোবেলা এমন দৃশ্য গুলো কল্পনায় আঁকিবুঁকি করতাম কিন্তু বাস্তবে এমন দৃশ্য আসলে মনেনকে ভালো করে। আর ট্রেন তে আমার আলাদা একটা আবেগের জায়গা।


চিএ-৪

IMG-20230915-WA0039.jpg

এখানে যে চিত্র টা দেখানো এটি সাঁতছড়ি জাতীয় উদ্যান নামে পরিচিত। এটা সিলেট মৌলভিবাজার চুনারুঘাট থেকে বেশ কয়েক কি. মি. দূরে যেখানে গেলে ফোনের নেটওয়ার্ক পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার তবে এই জাতীয় উদ্যান এর পরিবেশ টা মনোমুগ্ধকর যেখানে গেলে সবুজ সোমারহে নিজেকে অন্যরকম ভাবে আবিষ্কার করা যায়। এই খানে রয়েছে বিভিন্ন প্রজাতির ঔষধী গাছ ছাড়াও আর অনেক রকম বাহারি নাম না জানা গাছ রয়েছে । চারপাশের সবুজ মনকে অনায়াসেই ভালো করে দেয়।


চিত্র-৫

IMG-20230915-WA0019.jpg

এই চিত্র টিও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে উঠানো। যেখানে নিজেকে দুহাত মেলে শান্তির নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি। কারন শহর ছেড়ে আপনি যখন কোনো অরন্যে নিজেকে নিয়ে যাবেন তখন আপনার নিজেকে মনে হবে আপনি মানসিক ভাবে অনেক শান্তি পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আমরা তো আস্তে আস্তে আমাদের শহর কে ইট পাথরের নগরী করে তুলেছি তাই এমন জায়গায় যেতে পারলে নিজেকে অন্য ভাবে আবিষ্কার করা যায়। এবং মনে প্রশান্তি বয়ে আনে।


তো বন্ধুরা আমার ব্লগ টা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরনরেন্ডম ফটোগ্রাফি
ক্যামেরাভিভো
ক্যামেরাম্যান@rimon76
Sort:  
 2 months ago 

দারুন দারুন কিছু ফটোগ্রাফি দিয়ে আজকের পোস্ট টা সাজিয়েছেন। অনেক সুন্দর ছিলো পুরো পোস্ট দারুন ভাবে গুছিয়ে বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ ভাই।

 2 months ago 

আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে গোধূলি বিকেলে তোলা হাতিঝিলে ফটোগ্রাফি এবং সাঁতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য।

 2 months ago 

সাঁতছড়ি জাতীয় উদ্যান থেকে ক্যাপচার করা ফটোগ্রাফি টা দেখে সত্যিই বেশ ভালো লাগলো। জায়গাটা অনেক বেশি সুন্দর। বাকি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। হাতিরঝিল থেকে করা গোধূলি বেলার ফটোগ্রাফি এবং রেললাইনের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হলাম। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago (edited)

আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি এই ভাবেই পাশে থেকে উৎসাহ দিবেন।

 2 months ago 

ট্রেনগুলো দেখে খেলনা ট্রেনের মতই মনে হয়েছে। এগুলো যে সত্যিকারের ট্রেন প্রথমে বুঝতেই পারিনি। পরে আপনার লেখাগুলো পড়ে বুঝতে পারলাম। এছাড়া গোধূলির অপরূপ সৌন্দর্য এত সুন্দর করে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ ভাই আপনার মূলবান মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 months ago 

বেশি দারুন কিছু ফটোগ্রাফি নিয়ে আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেনডম পোস্ট শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো এমন রেনডম ফটোগ্রাফির পোস্ট দেখে। আশা করব এভাবে আরও সুন্দর সুন্দর রান্না ফটোগ্রাফির পোস্ট নিয়ে উপস্থিত হবেন।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতমত দিয়ে পাশে থাকার জন্য।

 2 months ago 

দারুন কিছু ফোটোগ্রাফি করলেন। খুবই অসাধারণ হয়েছে। বিশেষ করে হাতিরঝিল এ তোলা ছবিটি। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও ধন্যবাদ।

 2 months ago 

সূর্য তার আপন গতিতেই অস্ত যায়। আর সেই সময় প্রকৃতি দেখতে ভালো লাগে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতেও ভালো লাগে। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া।

 2 months ago 

শুকরিয়া ভাইয়া এইভাবে পাশে থেকে উৎসাহ দিলে আরও অনুপ্রেরণা পাবো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67904.70
ETH 3244.25
USDT 1.00
SBD 2.66