"ত্রান নই টেকসই বাধ চাই""

in আমার বাংলা ব্লগlast month (edited)

হেলো বন্ধুরা


1000023407.jpg

এখান থেকে

সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন।আমি একটু অসুস্থ রয়েছি আসলে আবহাওয়ার প্রভাবে অসুস্থবোধ করছি। আমি @rimon76 বাংলাদেশ থেকে বলছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমার আজকের ব্লগে থাকছে একটি জেনারেল রাইটিং পোস্ট। আশা করি আপনাদের ভাল লাগবে।


আমাদের দেশে সমস্যা তৈরি হতে যতোটা সময় লাগে তার থেকেও কয়েকগুন বেশি সময় লাগে সেই সমস্যা টা খুজে পেতে আর সমাধান করার সময়ের কথা না হয় বাদ ই দিলাম।উপকূলিও অঞ্চলে সব থেকে বড় সমস্যা টা হলো টেকসই বাধ।গত কয়েক বছরে উপকুলিও অঞ্চলের উপর দিয়ে বেশ কয়েকটি বড় ঝর গিয়েছে।

এইসব ঝরে বেশ ভালো রকমের ক্ষয়ক্ষতির সম্মক্ষিন হতে হয়েছে উপকূল অঞ্চলের মানুষের। আর সব থেকে বেশি লোস জেটার কারনে হয়েছে তা হলো বাধ।সামান্য বাধের সামনে এই সব অঞ্চল টিকে থাকে সরকারি ভাবে ব্যবস্থা নিলেও পকেটেই বেশি পরে যায় ফান্ডের টাকা।


ফলে নাম মাত্র বাধ স্থাপন করা হয় আর ঝর তুফানে সেই বাধ ভেঙ্গে পানি ঢুকে মাছের ঘের এবং শত গ্রাম প্লাবিত হয়। পানি বন্দি হয়ে যায় লক্ষ মানুষ। তখন এই পকেটে ঢোকানো লোকজন আহবান জানান তাদের সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসেন।

অথচ একটা টেকসই বাধ হলে না ত্রান দেওয়া লাগতো আর না তাদের এই কষ্ট টা হতো।আমার মনে হয় পৃথিবীতে যদি কখনো দূর্নিতি নিয়ে কিছু করা হতো তাহলে সেই সব কিছুর সদর দপ্তর হতো আমাদের বাংলাদেশ।


ত্রান নই,টেকশই বাধ চাই.....🙏🙏


Sort:  
 last month 

দুর্নীতি নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সর্বপ্রথম কথা বলবে এবং সেরা দুর্নীতিবাজ হিসেবে নাম উঠবে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। যদিও বা নিজ দেশ তাও সত্যি যেটা সেটাই বললাম। সরকার কর্তৃক অর্থ প্রদান করা হয় মানুষের সহযোগিতা করার জন্য কিন্তু সেই সহযোগিতা দিয়ে ঢুকে সেই অর্থ পাচারকারী লোকেদের পকেটে কতটা নিম্ন মানসিকতার মানুষ আমরা। আপনি যথার্থ বলেছেন যদি টেকসইবাদ একটা তৈরি করা যেত তাহলে মানুষের দ্বারে দ্বারে ত্রাণ নিয়ে যাওয়ার কোন দরকার ছিল না বলে আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। গতানুগতিক একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ

 last month 

বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন পোস্টে। প্রত্যেক বছর ঘূর্ণিঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়। কিছু ত্রাণ দিয়ে তাদের ক্ষতিপূরণ করে দেওয়া কোন ভাবেই সম্ভব হয় না। তাই টেকসই বাধ তৈরি করাটাই অনেক গুরুত্বপূর্ণ। তবে এই জিনিসটাই করা হয় না। গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

মতামত দিয়ে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14