রেমাল এর প্রভাব (১০% এবং ৫% লাজুক খাক ও এবিবি স্কুল এর জন্য)

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

হ্যালো বন্ধুরা


সবাই কে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন , আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি @rimon76 চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ভ্লগে থাকছে ঘূর্নিঝড় রেমাল এর প্রভাবে বর্তমানে ঢাকার পরিস্হিতি কেমন সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


IMG_20240527_112029.jpg

সকালে বিভর ঘুমে মগ্ন ছিলাম, ঠান্ডা আবহাওয়া এবং শীতল বাতাস ঘুম টা ভালোই হচ্ছিল হঠ্যাৎ বিকট আওয়াজে মেঘের গর্জনে ঘুমটা ভেঙে গেলো চোখ মুছতে মুছতে বারান্দায় গিয়ে দাড়ালাম। দেখলাম ঝুম বৃষ্টি হচ্ছে । ঝড়ো বাতাস আর বিদ্যুৎ চমকানো তে বারান্দায় বেশি ক্ষন টিকতে পারলাম না।

IMG_20240527_110158.jpg

রুমে এসে মনে হলো ঘূর্ণিঝড় রেমাল এর ভয়াবহ বিপদ সংকেত দিয়েছে কালকে টি ভি র খবরে দেখেছি। সেটারই প্রভাব হয়তো। বেশি কিছুদিন যাবৎ আমরা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। কোথায় একদণ্ড শান্তি খুঁজে পাচ্ছিলাম না। গ্রামের মানুষ তো তাও বিদ্যুৎ না থাকলে একটু গাছপালার ছায়ায় নিশ্বাস নিতে পারে। কিছু টা হলেও স্বস্তি পায়। কিন্তু আমরা যারা শহর কেন্দ্রিক, এই ইট পাথরের নগরে জীবনের তাগিদে থাকি তাদের তো বেহাল দষা। কোথায় যাওয়ার জায়গা নেই। চটচটে গরম।

IMG_20240527_112053.jpg

এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পরেছে কেউ তো আবার হিটস্ট্রোকের মতো বিষয়েও আক্রান্ত হয়েছে । এভাবেই চলছিলো। মানুষ ও শুধু অপেক্ষার প্রহর গুনেছে এমন অস্তিত্ব এমন গরম আবহাওয়া থেকে মানুষ কবে মুক্তি পাবে।

IMG_20240527_112041.jpg

এদিকে বৈশাখ মাস পার হতে চললো অথচ বৃষ্টির দেখা নেই। সেই সকল কিছুর অবসান ঘটিয়ে শোনা গেলো ঝূর্ণিঝড় রেমাল আসতে চলেছে। এবং অনেক জায়গা সতর্কতা ও বিপদ সংকেত ও জাড়ি করা হয়েছে। বাংলাদেশের অনেক জায়গা যেমন সিলেট উত্তর -পূর্ব অঞ্চলে, এবং খুলনা দক্ষিন পশ্চিম অঞ্চলে ১০ নং বিপদ সংকেত দেওয়া হয়েছে। যা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনেক জায়গায় হয়তো পানি উঠে বন্যায় পরিনত হয়ে গেছে। আসলেই আল্লাহ চাইলে কি না পারে কয়দিন আগেই মানুষ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল আবার এখন ঝড়বৃষ্টির প্রবলে পরে ক্ষতিগ্রস্ত হচ্ছে । আমরা শহরে থাকায় তেমন ক্ষয় ক্ষতি বুঝতে না পারলেও যারা উপকূলীয় অঞ্চলে আছে তাদের জন্য এইমূহুর্তে টিকে থাকা দূর্বিসহ ব্যাপার।

IMG_20240527_110215.jpg

এই ঘূর্ণিঝড় রেমাল থেকে বাঁচতে আমাদের সকলকেই প্রস্তুত থাকতে হবে এবং বিপদগ্রস্হদের সবরকম সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং বাকি সবাই কে উৎসাহ প্রদান করতে হবে। কারন মানুষ হয়ে মানুষের পাশে থাকাটায় আমাদের নৈতিক দায়িত্ব । এবং মানুষ তো মানুষের জন্যই আসলে সবাই ভালো থাকলেই ভালো থাকি আমরা যেটা আমাদের মানসিকভাবেও প্রফুল্ল রাখে।


তো বন্ধুরা আমার ব্লগ টা আজকে এখানেই শেষ করছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।


পোস্টেরবিবরণ
পোস্টের ধরনঘূর্ণিঝড় রেমাল
লোকেশনঢাকা, বাংলাদেশ
ক্যামেরাভিভো
ক্যামেরাম্যান@rimon76
Sort:  
 2 months ago 

ঘূর্ণিঝড় রেমাল বেশ ব্যাপক হারে আঘাত এনেছে উপকুল অঞ্চলে। এখন আবার নিন্মচাপের রুপ নিয়েছে।আশা করি এই আবহাওয়া দ্রুত শেষ হবে।দারুন একটি ব্লগ লিখেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য।

 2 months ago 

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাব সব জায়গাতেই পড়েছে ভাইয়া। আমাদের এদিকে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আবহাওয়াটা এখন ভালোই আছে। এই ঝড় বৃষ্টির কারণে অনেকের ক্ষয়ক্ষতীয় হয়েছে। ধন্যবাদ আপনাকে এই পোস্ট সবার মাঝে উপস্থাপন করার জন্য।

 2 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68854.36
ETH 3283.36
USDT 1.00
SBD 2.67