আমার পরিচয় ||আমার বাংলা ব্লগ||১৯ জুন ২০২১
আসসালামুআলাইকুম।
আশাকরি আল্লাহ তা'আলার রহমতে সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ তা'আলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে আমার পরিচয় মূলক পোস্ট করতে যাচ্ছি।
আমার সবচেয়ে খুশি বিষয় এইযে, স্টিমিটে আমি আমার নিজের "মাতৃভাষা বাংলাতে" লেখালেখি করতে পারছি।
বাংলা ভাষায় লেখালেখি বা মনের ভাব প্রকাশ করার সুযোগ করে দেয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত এডমিন @rme ও মডারেটরদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ।
আমার পরিচিতি বিবরণীঃ
আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রিফাত। আমি বাংলাদেশের ঢাকাতে বাস করি। আমার গ্রামের বাড়ি ফরিদপুর। আমদের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। বাবা,মা ও আমরা তিন ভাই। ভাইদের মধ্যে আমি সবার বড়। আমি একজন ছাত্র। আমার জন্ম গ্রামের বাড়ি ফরিদপুরে হলেও পড়াশোনার জন্য ক্লাস-৩ থেকে ঢাকাতে ফুপুর বাসায় থেকে পড়াশোনা করি। আমি ২০১২ সালে ব্যবসায় শিক্ষা শাখা থেকে এস,এস,সি। ২০১৪ সালে একই শাখা থেকে এইচ,এস,সি এবং ২০১৭ সালে বি,বি,এস বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করি। বর্তমানে আমি মাস্টার্সে অধ্যায়নরত আছি। আমার পরের মেঝ ভাইটা গ্রামের বাড়ি ফরিদপুরে বি.এ ২য় বর্ষে পড়াশোনা করছে। আর আমার ছোট ভাইটা ঢাকাতে মাদ্রাসায় পড়াশোনা করে।
আমার ইচ্ছাঃ
আমি যেহেতু পড়ালেখা করছি, তাই এর পাশাপাশি আমি চাকুরী ও ব্যবসার জন্য চেষ্টা করে যাচ্ছি।
আমি পড়াশোনা করে চাকুরি কিংবা ব্যবসা করতে চাই। আল্লাহ রহমত করে, একটা ব্যবস্থা করে দিলে,আমারা পরিবারের সবাই একসাথে মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ।সে দিন পরিবারের মানুষ গুলোর মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ।
আমার পছন্দঃ
অন্য মানুষের পছন্দ গুলোর মত আমারো কিছু পছন্দ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- গাছ লাগানো, রান্নাকরা, ভ্রমণ করা, ক্রিকেট-ফুটবল খেলা দেখা, ক্রিকেট খেলা করা, ইত্যাদি করতে আমি ভালোবাসি।আমি বেশ কয়েকটা জায়গায় ভ্রমণ করেছি যেমনঃ ঢাকার, ফরিদপুর ও সিলেটে,সিরাজগঞ্জ,গাজীপুর,নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান ,সেন্টমার্টিন দ্বীপ, ইত্যাদি উল্লেখযোগ্য জায়গা সমূহে।
বর্তমানে মহামারি করনায় সময় সবাই সাবধানে থাকবেন। আপনাদের সুস্থতার দিকে খেয়াল রাগবেন।
বাংলা ভাষায় লেখালেখি, এমন আইডিয়া নিয়ে কমিউনিটি বানানোর জন্য আবারো কমিউনিটির পৃষ্ঠপোষক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা নিয়ে
আমি আমার কথার ইতি টানছি।সবাই দু'আ করবেন।
আসসালামুআলাইকুম।
এই কমিউটির সকল স্টিমিট বন্ধুদের ধন্যবাদ।
ধন্যবান্তেঃ-
@rifat3
"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগত জানাই। আপনি শুরুতেই সুন্দরভাবে পরিচয়মূলক পোস্ট দিয়েছেন তার জন্য ধন্যবাদ।
সময় নিয়ে আমার পরিচয় মূলক পোস্ট পড়ার জন্য আপনাকে ও ধন্যবাদ।
আপনার পরিচয়টা খুবই সুন্দর লেগেছে পড়তে।
অসংখ্য ধন্যবাদ ভাই
স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা "আমার বাংলা ব্লগ" কমুউনিটিতে।
ধন্যবাদ ভাই
অসাধারন উপস্থাপনা, আপনাকে স্বাগতম ভাই।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ
আপনার পরিচয় জেনে ভাল লাগলো । ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ।চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য এবং প্রতিনিয়ত পোস্ট করার জন্য ভালো থাকবেন ।
ধন্যবাদ ভাই
আপনার লাস্টের ছবিটা অসাধারণ ছিলো 😂😂
সুন্দর পরিচিতি পোস্ট
ধন্যবাদ ভাই🤗
আপনি আবার আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট শুরু করতে পারেন, আশা করছি এখানে অনেক সাপোর্ট আপনি পাবেন। কারণ আপনার পোস্ট গুলো খুব দারুণ হয়। আমি আশা করছি আপনি আজই কমিউনিটি তে আবার পরিচয় মূলক পোস্ট করবেন। পোস্ট করার পর কিভাবে আমাদের ডিসকোর্ড এ জয়েন হবেন এবং @abb-school এ ক্লাস করে একজন ভেরিফাইড মেম্বার হতে পারবেন আমি তা বিস্তারিত শিখিয়ে দিবো আপনাকে। ধন্যবাদ