গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য by @ridoyhasan420 (10% beneficial shy-fox)

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও অনেক ভালো আছি। আমি @ridoyhasan420 বাংলাদেশের রাজশাহী বিভাগে বাস করি।আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি রত আছি।

আমি আজকে আপনাদের সাথে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু কথা বলব এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি উপস্থাপন করব। আশাকরি আপনাদের সবার অনেক ভাল লাগবে। আসলে গ্রামের প্রকৃতি কার না ভালো লাগে। তো চলুন শুরু করা যাক।

ফটোগ্রাফি-১👇

IMG_20220102_190847.jpg
স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

বাংলাদেশে এখন শীতকাল চলছে। তাই এখন বাংলাদেশের মাঠে-ঘাটে শীতকালীন শাকসবজি ফল দেখা যায়।শীতকাল আসলেই চারপাশে শুধু সরিষা ক্ষেত দেখা যায়। সব জায়গায় হলুদের সমারোহ।গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ধারের জমিগুলোতে শুধু হলুদের সমারোহ দেখা যায়। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন রাস্তা চারপাশে সরিষা খেত দেখতে পাওয়া যায় তখন মনের ভিতর অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি-২👇

IMG_20220102_190807.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

এখন আর আগের মতো গ্রামের রাস্তা গুলো কাঁচা নেই। আস্তে আস্তে বাংলাদেশের গ্রামগুলোর রাস্তা গুলো পাঁকা হতে শুরু করেছে। এবং যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আগে যখন গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করতাম তখন মনের ভিতর অন্যরকম একটা আনন্দ অনুভূতি হত। গ্রামের কাঁচা রাস্তা গুলো অনেক মিস করি এখন।

ফটোগ্রাফি-৩👇

IMG_20220102_191033.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

গ্রামের রাস্তাগুলোতে অত বেশি যানবাহন থাকেনা। অধিকাংশ সময়ে গ্রামের রাস্তা গুলো ফাঁকা থাকে। যার ফলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটা যায় এবং গ্রামের সৌন্দর্য উপভোগ করা যায়। গ্রামের সৌন্দর্য ওকে তারা উপভোগ করতে পারে যারা গ্রামকে মন থেকে ভালোবাসে।

ফটোগ্রাফি-৪👇

IMG_20220102_191211.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

আগে গ্রামের বাড়ি ঘরগুলো মাটির ছিল।তারপর আস্তে আস্তে সবাই টিন দিয়ে বাড়ি তৈরি করা শুরু করলো।আর এখন আস্তে আস্তে সব জায়গায়ই বিল্ডিং তৈরি হচ্ছে। গ্রামের রাস্তার ধার দিয়েছে বাড়ীঘরগুলো দেখা যায় সেগুলো দেখতে আমার অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি-৫👇

IMG_20220102_190829.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

একটি গ্রামের যে জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগে সেই জায়গাটি হচ্ছে খোলা মাঠ। যেখানে শত শত জমিতে কৃষকরা চাষাবাদ করে থাকে। জমে গুলোতে এক এক সময় এক এক ধরনের চাষাবাদ করা হয়,যাহার ফলে এক এক সময় এক এক রকমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

ফটোগ্রাফি-৬👇

IMG_20220102_190903.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

ফটোগ্রাফি-৭👇

IMG_20220102_190818.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

গ্রামে অনেক ভালোভাবে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা যায়। সূর্য উদয়ের সময় যখন ভোরবেলায় একটি ফাঁকা মাঠে গিয়ে দেখা যায় সূর্য সুন্দরভাবে আস্তে আস্তে উদিত হচ্ছে। এরকম অসাধারণ দৃশ্য কার না ভালো লাগে। আবার যখন সূর্য অস্ত যায় তখন কি সুন্দরভাবে ধীরে ধীরে প্রকৃতির মাঝে সূর্য অস্ত হয়। এসকল দৃশ্য দেখার ব্যাখ্যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না।

ফটোগ্রাফি-৮👇

IMG_20220102_191013.jpg

স্থান-রাজশাহী,বাংলাদেশ
https://w3w.co/rags.relocated.remainder

গ্রামে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখা যায়।গ্রামের বেশিরভাগ মানুষই মসজিদে গিয়ে নামাজ পড়ে। তাই তারা তাদের মসজিদকে অনেক সুন্দর ভাবে তৈরি করে। তারা মসজিদের অনেক যত্ন নেয় এবং সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে। বেশিরভাগ মসজিদগুলো গ্রামের রাস্তার ধারে অবস্থিত।

19-28-53-banner-abb3.png

আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹💝🌹

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি গুলো এবং গ্রামের দৃশ্য টা অনেক সুন্দর দেখাচ্ছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের অমূল্য সম্পদ আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর হয়েছে ছবি গুলো। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনি সত্যি বলেছেন গ্রামের সৌন্দর্য মনকে সবসময় একটা আনন্দময় তৃপ্তি দিয়ে থাকে। যেটা কখনো ভুলার মত না। গ্রাম মানেই নতুন নতুন রঙের সমাহার। বিভিন্ন ঋতুতে গ্রাম তার নির্দিষ্ট রং পরিবর্তন করে। বলতে গেলে গ্রামে এমন একটি জায়গা যেখানে যে কেউ আসলেই মনের ভিতরে একটা তৃপ্তিময় আনন্দ খুঁজে পায়। আপনি ঠিক বলেছেন গ্রামের সবথেকে সুন্দর জায়গা হচ্ছে খোলা মাঠ। দেখতে যেমন অসাধারণ লাগে তেমনি মন খুলে সেখানে পরিবেশ উপভোগ করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত‍্যি সৃষ্টিকর্তার এক অপরুপ সৌন্দর্য। এই প্রকৃতির মায়ায় একবার যে পরেছে সে প্রকৃতির সাথে সব সময় মিশে থাকে। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লেগেছে। গ্রামের প্রকৃতি শীতকালীন সময়ে দেখতে অনেক ভালো লাগে। শীতকালীন ফসলের জন‍্য প্রকৃতি আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন‍্য।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার এই ফটোগ্রাফি গুলো।আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39